খবর
০৯/০৩/২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন করলেন। উত্তরবঙ্গের সকল বাসিন্দাকে এই উপলক্ষে তিনি শুভেচ্ছা জানান। মাননীয়া মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক দিনে সকল মাননীয়/মাননীয়া বিচারপতি ও তাঁদের পরিবারবর্গকে এবং সম্মানীয় আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৮/০৩/২০১৯
•  আন্তর্জাতিক নারী দিবসে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সকল স্তরের নারী সমাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
০৬/০৩/২০১৯
•  বাংলার উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন মাইল ফলকের সূচনা ঘটলো আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের, হাওড়ার অরুপাড়ায়। এই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে গত সাড়ে সাত বছর ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আরও ১০টি বিশ্ববিদ্যালয় আগামী দিনে স্থাপিত হবে। হাওড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি একটি পানীয় জল প্রকল্পের শিল্যান্যাস করেন। এই জল প্রকল্পের ফলে পূর্ব মেদিনীপুরের ১২ লাখ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পে ব্যয় হবে ১৪৮৮ কোটি টাকা। এছাড়া বাঁকুড়া জেলায় ১০৭১ কোটি টাকার আরো একটি পানীয় জল প্রকল্পের শিল্যান্যাস তিনি আগামীকাল করবেন বলে জানান। বাঁকুড়ার এই জল প্রকল্পের ফলে ৮লাখ মানুষ উপকৃত হবেন। এদিন হাওড়ায় মাননীয়া মুখ্যমন্ত্রী আরও ২১৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন, এই প্রকল্পের ব্যয় বরাদ্দ মোট ১৩০০ কোটি টাকা। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী যুবশ্রী-২ প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের নাম ' অর্পণ '। তরুণ প্রজন্ম যাতে তাদের নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করতে পারে, সেই লক্ষ্যে রাজ্য সরকার এককালীন ১ লক্ষ টাকা দেবে এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরে ৫০ হাজার যুবক যুবতীকে। এছাড়া হাওড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারী পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন।