খবর
৩১/০৮/২০১৫
•  চিত্র পরিচালক ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষের ৫৩ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/০৮/২০১৫
•  রাখীবন্ধন উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/০৮/২০১৫
•  উত্তরবঙ্গ সফর থেকে ফেরার পথে এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখতে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন একটি রাজনৈতিক দলের হিংসাত্মক বিক্ষোভ আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন কমপক্ষে ২৫ জন পুলিশকর্মী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/০৮/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর দার্জিলিং সফরের তৃতীয় দিনে লালকুঠীতে জনজাতি উপদেষ্টা পর্ষদের সঙ্গে একটি বৈঠক করেন। দার্জিলিং জেলার জনজাতিভুক্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, চা-বাগানের সমস্যা নিরসনের জন্য মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্যকে নিয়ে একটি কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। কলকাতার রাজারহাটসহ রাজ্যের ৬টি জেলায় জনজাতি ভবন নির্মাণ করা হচ্ছে, জানান তিনি।
২৬/০৮/২০১৫
•  মাদার টেরেসার ১০৫তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/০৮/২০১৫
•  লেপচা, শেরপা ও তামাং পর্ষদের পর এবার ভুটিয়া পর্ষদ গড়ছে রাজ্য সরকার। শুধু তাই নয়, ভুটিয়া উন্নয়ন পর্ষদের জন্য প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/০৮/২০১৫
•  তিন দিনের জেলা সফরে দার্জিলিং পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শৈলশহরকে দূষণমুক্ত করে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে দার্জিলিং-এর চৌরাস্তায় একটি সরকারি অনুষ্ঠানে ‘ক্লিন দার্জিলিং গ্রিন দার্জিলিং’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যসরকার এবং জিটিএ-র যৌথ উদ্যোগে পাহাড়ে দূষণ প্রতিরোধ করতে এই প্রকল্প কাজ করবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে দার্জিলিংকে ‘ক্লিন এবং গ্রিন’ গড়ে তুলতে শপথ গ্রহণ করে সহস্রাধিক ছাত্র-ছাত্রী। পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় আধুনিক নিকাশী ব্যবস্থা গড়ে তোলা হবে। প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণ, রাস্তার ধারে বৃক্ষরোপন, উদ্যানপালন বিভাগকে আরও কার্যকরী করে তোলা এবং ঝরণাগুলিকে দূষণমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। দার্জিলিং শহর সহ জেলার গ্রামগুলিতে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে কৃষিকাজ, ভেষজ উদ্ভিদ চাষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
২১/০৮/২০১৫
•  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস এবং নতুন রাজারহাট ক্যাম্পাসের সংস্কার এবং উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করেন তিনি। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, কার্সিয়াং-এর ডাউ হিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ক্যাম্পাস- ‘হিমালয়ান ইন্সটিটিউট’ গড়ে তোলা হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কল্পে ১১৮ কোটি টাকা দেবে রাজ্যসরকার। এর মধ্যে ৩০ কোটি টাকা এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সির উপাচার্যের হাতে তুলে দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হলের ১২৫ তম প্রতিষ্ঠাদিবসের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন সংস্কারের পর নতুন প্রেক্ষাগৃহের উদ্বোধনও করেন তিনি।
২০/০৮/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সভাপতিত্বে নবান্ন চত্বরে সংঘটিত হল বর্তমান সরকারের রাজ্য পর্যায়ের প্রশাসনিক বৈঠকটি। রাজ্যস্তরের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সকল মন্ত্রী, বিভাগীয় সচিব, জেলাশাসক এবং পদস্থ আধিকারিকেরা। এই বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী যে সকল বিষয়ের উপর জোর দেন সেগুলি হল, চলতি প্রকল্পগুলির কাজ অবিলম্বে শেষ করা, সাধারণ মানুষকে আরও দ্রুত সরকারি পরিষেবা দেওয়া এবং উন্নয়নের অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখা। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। বিভিন্ন জেলায় এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে রাজ্যে সু-প্রশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের অঙ্গীকার।
১৯/০৮/২০১৫
•  দিল্লির লোধিরোড শ্মশানে মাননীয় মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মাননীয় উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৮/০৮/২০১৫
•  রাজ্যে বন্যা পরিস্থিতির পর ত্রাণকাজ নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে নবান্নে সর্বদল বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   ভারতের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের প্রয়াণে দিল্লি গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারকে সমবেদনা জানান তিনি।
১৭/০৮/২০১৫
•  পার্সি নববর্ষ তথা ‘নবরোজ’ উপলক্ষে রাজ্যের পার্সি নাগরিকদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/০৮/২০১৫
•  ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে রৌপ্য পদক জেতার জন্য সাইনা নেহওয়ালকে অভিন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/০৮/২০১৫
•  রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হল ৬৯তম স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রত্যেকবারের মতো এবারও কুচকাওয়াজে অংশ নিয়েছিল কলকাতা ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর জওয়ানরা। এছাড়া রাজ্যসরকারের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য ট্যাবলো পথপরিক্রমা করে। রাজ্যে কর্মরত কৃতী আইপিএস অফিসারদের পুলিশ মেডেল প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/০৮/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর পরিকল্পনাপ্রসূত ঐতিহাসিক ‘কন্যাশ্রী’ প্রকল্পর তিন বছর পূর্ণ হল। কলকাতার নজরুলমঞ্চে আয়োজিত তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে ‘কন্যাশ্রী’ প্রকল্পে ইতিমধ্যেই নথিভুক্ত রাজ্যের ২৭ লক্ষ ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক অনুদান পৌঁছে দিল রাজ্যসরকার। এদিন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ঐতিহাসিক কাজটি সম্পাদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ইতিমধ্যেই আর্ন্তজাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্পটির তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের মুহূর্তে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত ‘ইউনিসেফ’এর প্রতিনিধি লুইস জর্জেস আর্সনল্ট। এছাড়াও সংস্কৃতি জগতের নক্ষত্র সমাবেশ ঘটেছিল এদিনের অনুষ্ঠানে। ‘কন্যাশ্রী’ প্রকল্প রূপায়নে অগ্রণীর স্বীকৃতি পেয়েছে কোচবিহার, মুর্শিদাবাদ ও বীরভূম । এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুর ।
১২/০৮/২০১৫
•  দিল্লীতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের বন্যাদুর্গত মানুষের জন্য ২১ হাজার কোটি টাকার ত্রাণ তহবিল মঞ্জুর করার দাবি করেন তিনি। পলি পড়ে ডিভিসি-র জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় সামান্য ভারি বৃষ্টিতেই দ্রুত জল ছাড়তে বাধ্য হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়া ডিভিসি-র জলাধারগুলির ছাড়া জল রাজ্যে বন্যা সৃষ্টি করেছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যের ১১টি জেলার জন্য অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিলে (BRDF) অর্থ মঞ্জুর করতেও দেরি করছে কেন্দ্রীয় সরকার। এছাড়া রাজ্যে উন্নয়নের বেশ কয়েকটি ক্ষেত্রে অর্থ বরাদ্দের পরিমাণ কমানো হয়েছে। এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
১১/০৮/২০১৫
•  দুদিনের দিল্লী সফরে মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৮/০৮/২০১৫
•  রাজ্যজুড়ে ভয়াবহ বন্যায় দল-মত-নির্বিশেষে ত্রাণ কাজ জারি রাখতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক বিধানসভায় প্রতিনিধিত্বকারী সকল দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, দিল্লি গিয়ে বন্যায় রাজ্যের ১২ জেলার ক্ষয়-ক্ষতির পরিমান জানিয়ে কেন্দ্রের বিশেষ আর্থিক সহায়তা দাবি করা হবে। এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত ১৮ ই অগাস্ট ফের সর্বদলীয় বৈঠকে পর্যালোচনা করা হবে।
০৭/০৮/২০১৫
•  উধমপুরে সেনা-জঙ্গী গুলির লড়াইয়ে নিহত বিএসএফ জওয়ানদের অন্যতম জলপাইগুড়ির শুভেন্দু রায়। বাগডোগরা বিমানবন্দরে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিহত জওয়ানের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেন। এই ধরণের হিংসাশ্রয়ী কার্যকলাপের কড়া ভাষায় সমালোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   বাইশে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/০৮/২০১৫
•  যোগাযোগ ব্যবস্থায় নতুন ইতিহাস সূচিত হল কোচবিহারে । হলদিবাড়ি এবং কোচবিহার মহকুমা সদর সংযোকারী বৃহত্তম সেতু ‘জয়ী’-র শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন হলদিবাড়িতে আয়োজিত জনসভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস সহ নানা জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করেন তিনি। জেলার উন্নয়নে গতি আনতে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখমন্ত্রী।
০৪/০৮/২০১৫
•  দক্ষিণ বঙ্গের বন্যা কবলিত এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর তিনি জানান, পশ্চিমবঙ্গের ২০ টি জেলার ১২ টি জেলাই বন্যা কবলিত । মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের কাছে ত্রাণ তহবিল দাবি করা হবে। রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক করতে চান তিনি ।
০৩/০৮/২০১৫
•  উত্তর ২৪ পরগণার অশোকনগরে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাজলায় ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী দেবে রাজ্যসরকার।
০২/০৮/২০১৫
•  রাজ্যের বন্যাপরিস্থিতি সংকটজনক হওয়ায় সারারাত নবান্নে ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২৪ ঘন্টা নজরদারির জন্য রাজ্যসচিবালয়ে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি জানতে এবং ত্রাণকাজের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চপদপস্থ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০৮/২০১৫
•  নবান্নে কন্ট্রোল রুম থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণকাজের তদারকি করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এরপর তিনি হাওড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।