খবর
৩০/০৭/২০১৬
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সাংবাদিক বৈঠকে জানান, গত পাঁচ বছরে রাজ্যের গড় উৎপাদন দ্বিগুণ হয়েছে। ২০১০-১১ আর্থিক বর্ষে রাজ্যের গড় উৎপাদন টাকার মূল্যে ছিল ৪.৬১ লক্ষ কোটি টাকা। ২০১৫-১৬ আর্থিক বর্ষে গড় উৎপাদন টাকার মূল্যে ৯.২০ লক্ষ কোটিতে পৌঁছেছে। এই উন্নতি সম্ভব হয়েছে পরিকল্পনা খাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধি এবং বিপুল স্থায়ী সম্পদ সৃষ্টির মাধ্যমে। পরিকল্পনা খাতে রাজ্যের ব্যয়বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ গুণ। ২০১০-১১ আর্থিক বর্ষে ব্যয়বরাদ্দ ছিল ১৪, ৬১৫ কোটি টাকা। ২০১৫-১৬ আর্থিক বর্ষে ব্যয় বরাদ্দের পরিমাণ ৫৪,০৬৯ কোটি টাকা। মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেনডিচার বৃদ্ধি পেয়েছে প্রায় ৭ গুণ। ২০১০-১১ আর্থিক বর্ষে ছিল ২,২২৫ কোটি টাকা। ২০১৫-১৬ আর্থিক বর্ষে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫,৯৪৬ কোটি টাকা।
২৯/০৭/২০১৬
•  প্রখ্যাত সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর শেষকৃত্য সম্পন্ন হল। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয়-মর্যাদায় প্রয়াত সাহিত্যিকের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হয়।
২৮/০৭/২০১৬
•  মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবঙ্গে রেল প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে মাননীয় রেল মন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে আলোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী ।

•  বিশিষ্ট সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/০৭/২০১৬
•  পশ্চিমবঙ্গের বকেয়া ঋণ মুকুব ও পর্যাপ্ত কেন্দ্রীয় তহবিলের দাবিতে এদিন মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে এক বৈঠকে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আলোচনায় তিনি রাজ্যের বন্যা ত্রাণ ও বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের দাবি তোলেন।
২৫/০৭/২০১৬
•  পশ্চিমবঙ্গের ন্যায্য দাবি নিয়ে তিন দিনের দিল্লী সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মাননীয় প্রধান মন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের ঋণ সংক্রান্ত সমস্যা সমাধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
২৩/০৭/২০১৬
•  মহানায়ক উত্তমকুমারের ৩৬ তম মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তথ্য সংস্কৃতি বিভাগ। প্রবীণ সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীকে ‘মহানায়ক সম্মান-২০১৬’ প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে মনোনীত হয় ‘বেলাশেষে’ এবং ‘শঙ্খচিল’। ‘সিনেমাওয়ালা’ ছবিতে অভিনয়ের জন্য প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়-কে বিশেষ চলচ্চিত্র সম্মান প্রদান করা হয়। এছাড়া অভিনেতা যীশু সেনগুপ্তকে ‘ব্যোমকেশ’ ও ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়। শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান দেওয়া হয় সোহিনী সরকারকে। ‘বর্ষসেরা চলচ্চিত্র সম্মান’ পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রযোজক সংস্থা হিসাবে ভেঙ্কটেশ ফিল্মস পেল ‘বর্ষসেরা চলচ্চিত্র সম্মান’। পরিচালক গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলী পান শ্রেষ্ঠ পরিচালকের সম্মান।
২১/০৭/২০১৬
•  ভারত-বাংলাদেশ স্থলবাণিজ্যের ক্ষেত্রে নয়া পদক্ষেপ। উদ্বোধন হল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট (স্থল বন্দর)। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্থল বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের মাননীয়া বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর ফলে ভারত –বাংলাদেশ মৈত্রী সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে।
১৯/০৭/২০১৬
•  শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগ আনতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (IIPM)। নবান্নে এই বোর্ড গঠন করার কথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। শিল্প বিষয়ক সমস্ত সংস্থা এবং সরকারি দফতরগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসাই এই বোর্ড গঠনের মূল উদ্দেশ্য। এই বোর্ডের উপদেষ্টামণ্ডলীতে থাকবেন অর্থ ও শিল্প দফতরের মাননীয় মন্ত্রী অমিত মিত্র এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিবসহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা।

•   মাননীয় রাষ্ট্রপতিকে আগামী শিল্প সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   অতি সাধারণ মানুষের রান্নাঘরেও জ্বালানি গ্যাস পৌঁছে দিতে রাজ্য সরকার গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই করপোরেশনকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ আর্থিকভাবে সাশ্রয়কারী এবং পরিবেশবান্ধব।
১৬/০৭/২০১৬
•  দিল্লিতে একাদশতম আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কেন্দ্রের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের জন্য বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে। বৈঠকে সেই অর্থের দাবিতে সোচ্চার হন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব না করে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনার ভিত্তিতে সমস্যাগুলির দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া উচিত কেন্দ্রের।
১৫/০৭/২০১৬
•  বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৬ জুলাই দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।
১৩/০৭/২০১৬
•  কবি ভানু ভক্ত আচার্যর ২০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে দার্জিলিং-এর চৌরাস্তায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী কামি, দামাই এবং সর্কি জনগোষ্ঠীর জন্য তিনটি পৃথক উন্নয়ন পরিষদ গঠন করার কথা ঘোষণা করেন। তিনি জানান, দার্জিলিং-এ মন্ত্রীসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১২/০৭/২০১৬
•  দার্জিলিং-এর চৌরাস্তায় রাজ্যসরকার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সকল পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/০৭/২০১৬
•  মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর প্রথম দার্জিলিং সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ভারতের মাননীয় রাষ্ট্রপতিকে সম্মাননা জ্ঞাপনের উদ্দেশ্যে মঙ্গলবার দার্জিলিং-এর চৌরাস্তায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। দিল্লি রওনা দেওয়ার আগে ১৫ জুলাই পর্যন্ত দার্জিলিং-এ থাকবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০৭/২০১৬
•  রাজ্যবাসীকে খুশীর ঈদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   কলকাতার নজরুল মঞ্চে পরিবহণ দপ্তর এবং কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE) কর্মসূচির শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সর্বসাধারণকে পথনিরাপত্তার স্বার্থে এই কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর থিম সং-এর উদ্বোধন এবং প্রচারের সামগ্রী বিলি করা হয়।
০৭/০৭/২০১৬
•  পথদুর্ঘটনা নিয়ে রাজ্যবাসীকে সচেতন করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে প্রচার অভিযান চালাবে কলকাতা ও রাজ্যপুলিশ। গাড়ি চালকদের সচেতন করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE) কে সামনে রেখে রাজ্য জুড়ে এই প্রচার অভিযান চালানো হবে। কলকাতার নজরুলমঞ্চে এই কর্মসূচীর সূচনা হবে।
০৬/০৭/২০১৬
•  কলকাতায় ইস্কন-এর রথযাত্রার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/০৭/২০১৬
•  সন্ত্রাসবাদীদের কোন ধর্ম, জাতি বর্ণ হয় না। প্রত্যেকের উচিত ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। এই ভাষায় সোমবার বিধানসভায় বাংলাদেশে জঙ্গিহানার ঘটনার তীব্র নিন্দা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, পশ্চিমবঙ্গ- বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ-প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বান, কোনরকম প্ররোচনামূলক কিছু দেখলে বা শুনলে তাঁরা যেন সঙ্গে সঙ্গে পুলিশকে সেকথা জানান।