খবর
২৯/১২/২০১৯
•  ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাঁচিতে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/১২/২০১৯
•  নৈহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/১২/২০১৯
•  সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/১২/২০১৯
•  বড়দিনের প্রাক্কালে ‘মিডনাইট মাস’-এ অংশগ্রহণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/১২/২০১৯
•  ক্রিসমাস উপলক্ষে সেন্ট জেভিয়ার্স কলেজে মিলনোৎসবে অংশ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/১২/২০১৯
•  দেশবাসীকে সংখ্যালঘু অধিকার দিবসের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  মা সারদার আবির্ভাব তিথিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/১২/২০১৯
•  পার্ক স্ট্রিটে, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/১২/২০১৯
•  সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৪/১২/২০১৯
•  ১০০ দিনের কাজে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কর্তৃক পুরস্কৃত হল পশ্চিমবঙ্গের দুই জেলা। দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাঁকুড়া। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। সেরা কাজের স্বীকৃতি পেল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে, এটা পুরোটাই টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফল এই পুরস্কার। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।
১৩/১২/২০১৯
•  সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/১২/২০১৯
•  দুদিন ব্যাপী বাণিজ্য কনক্লেভের আজ সমাপ্তি হল দীঘায়। অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশ বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পরিকাঠামো, আই টি, পর্যটন, নগরায়ন সেক্টর নিয়ে আলোচনা হয় এই কনক্লেভে। সমস্ত প্রতিনিধি, কূটনীতিক, শিল্পপতি, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী, মিডিয়া, স্থানীয় প্রশাসনকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
১১/১২/২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে দীঘায় শুরু হল দু’ দিনের বাণিজ্য সম্মেলন ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’। অধিবেশনের প্রথম পর্যায়ে, ইতিবাচক আলোচনার পাশাপাশি এক মনোগ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে রইলেন সম্মেলনে উপস্থিত জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা। রাজ্যে শিল্পে বিনিয়োগের পরিস্থিতি তুলে ধরতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।

•  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিবসে আন্তরিক শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১২/২০১৯
•  শহিদ প্রফুল্ল চাকীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/১২/২০১৯
•  সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে এদিন ভবানীপুরে যদুবাবুর বাজার পরিদর্শন করেন। প্রসঙ্গত উল্লেখ করতেই হয় যে, বাজারে দুর্মূল্য পেঁয়াজ, ‘সুফল বাংলা’ স্টলে মাত্র ৫৯ টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে।

•  পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর পাশাপাশি স্থানীয় মানুষদের বেশ কিছু পরিষেবাও প্রদান করেন তিনি।
০৬/১২/২০১৯
•  ভারতীয় সংবিধানের রূপকার ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/১২/২০১৯
•  ইনফোকম, ২০১৯ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিজের বক্তব্যে, এদিন কেন্দ্রীয় নীতির সমালোচনা করার পাশাপাশি পশ্চিমবঙ্গের অগ্রগতির চিত্রটিও তুলে ধরেন তিনি।
০৪/১২/২০১৯
•  আসন্ন বার্ষিক 'বাংলা সংগীত মেলা, ২০১৯' এবং 'বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উত্সব' -এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলা সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পীদের উপস্থাপনায় সঙ্গীতমুখর হয়ে উঠেছিল এদিন নজরুল মঞ্চ। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পীদের ‘সংগীত মহাস্ম্মান এবং ‘সংগীত সম্মান’ পুরস্কার প্রদান করেন তিনি। আগামী কয়েকদিন সকল সঙ্গীতপ্রেমীদের, এই উৎসব প্রাঙ্গণে উপস্থিত থেকে গান শোনার আমন্ত্রণ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৩/১২/২০১৯
•  শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।