খবর
৩০/০৪/২০১৫
•  ভারতের মধ্যে প্রথম নির্মল জেলার স্বীকৃতি পাওয়ায় নদীয়ার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন, কৃষ্ণনগরে 'মিশন নির্মল বাংলা'-র রাজ্যস্তরের অনুষ্ঠানে তিনি জানান, শৌচাগার নির্মাণে দেশের প্রথম চারটি জেলার মধ্যে রয়েছে নদিয়া, হুগলি এবং বর্ধমান। রাজ্যকে দূষণমুক্ত করতে প্রতিটি জেলার ব্লকে ব্লকে পালিত হচ্ছে ' মিশন নির্মল বাংলা'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিসেফ এবং বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা।
২৯/০৪/২০১৫
•  নদীয়া জেলাকে সরকারিভাবে ভারতবর্ষের প্রথম ‘নির্মল’ জেলা হিসাবে ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলা প্রশাসনের এই সফল প্রয়াসকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, রাজ্যের জেলাগুলির কাছে জাতীয় মডেল হয়ে ওঠার সম্ভবনা আছে নদীয়ার। নবদ্বীপ চটির মাঠে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া চৈতন্য মহাপ্রভু নামাঙ্কিত একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার কথাও ঘোষণা করেন তিনি। এদিন নদীয়া জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৬/০৪/২০১৫
•  বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিলিগুড়ির নকশালবাড়ি এবং মিরিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি। এরপর তিনি শিলিগুড়ির হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
২৫/০৪/২০১৫
•  নেপালের বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই ভূ-কম্পনের প্রভাবে পশ্চিমবঙ্গেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ বাড়ী, সড়ক, সেতু ও উড়ালপুলগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু ও ৫২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবান্নে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সমস্ত জেলা আধিকারিক, পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এবং পুরসভাকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগের নম্বর ১০৭০ এবং ২২১৪৩৫৬২। এভারেস্ট অভিযাত্রী এবং তাঁদের সঙ্গীদের নিরাপদে ঘরে ফেরার প্রার্থনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে নেপালের পাশাপাশি উত্তর ভারতের কিছু অংশ এবং উত্তরবঙ্গও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকার্যের কাজ খতিয়ে দেখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নিজে উত্তরবঙ্গে যাবেন। তিনি জানান, এই বিধ্বংসী ভূমিকম্পে নেপালে আটকে পড়েছেন বাংলার বহু পর্যটক। বিদেশ মন্ত্রকের সহায়তায় তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য যাবতীয় বন্দোবস্ত করার আশ্বাস দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৪/০৪/২০১৫
•  রাজ্যসভায় পাশ হওয়া ঐতিহাসিক ‘ দ্য রাইট অফ ট্রান্সজেন্ডার পার্সনস বিল ২০১৪’ কে স্বাগত জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, তৃতীয় লিঙ্গের মানুষের উন্নতিকল্পে এবং তাঁদের সমাজের মূল স্রোতে সামিল করতে ইতি মধ্যেই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হয়েছে ‘ ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড’।
২৩/০৪/২০১৫
•  রাজ্যে অতিরিক্ত আলু উৎপাদনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন আলুচাষীরা। ইতিমধ্যেই আলু চাষীদের সাহায্যার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যসরকার। ১ লক্ষ কুড়ি হাজার মেট্রিক টন আলু ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এবার সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মকুবের জন্য। আলুচাষীদের ঋণ মুকুবের পাশাপাশি খরিফ চাষের জন্য কৃষকদের নতুন করে ঋণ দেওয়ার দাবি জানান তিনি।

•   গ্রামীণ উন্নয়নে অনুমোদিত অর্থ সংকোচন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/০৪/২০১৫
•  রাজ্যবাসীকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, 'সবার জন্য শৌচাগার' প্রকল্পে সারা ভারতে জেলাভিত্তিক প্রথম স্থান অধিকার করেছে নদীয়া। রাজ্যের মধ্যে এর পরেই রয়েছে হুগলি ও বর্ধমানের স্থান। 'মিশন নির্মল বাংলা' প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গ। ২০১৪-১৫ আর্থিক বর্ষে গৃহভিত্তিক ৮ লক্ষ ৪৭ হাজার নতুন শৌচাগার নির্মিত হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের অনেক আগেই নদীয়ায় ৩ লক্ষ ৪৭ হাজার শৌচাগার নির্মান সম্ভব হয়েছে।

•   নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা। এদিন জনজাতি মানুষের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
১৭/০৪/২০১৫
•  রাজ্যে শীঘ্রই চালু হতে চলেছে বিনামূল্যে ক্যান্সার, হৃদরোগ ও রক্তজনিত সমস্যার চিকিৎসা। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান রাজ্যের সবকটি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে সম্পূর্ণ বিনা খরচে এই সুবিধা পাওয়া যাবে। হৃদরোগের যে কোনও ওষুধ, রেডিয়েশন থেরাপি, ভালভ প্রতিস্থাপন, স্টেন্ট অথবা পেসমেকার বসানো এবং অপারেশে – এ সবই হবে বিনা খরচে। এছাড়া রক্ত সংক্রান্ত বিভিন্ন অসুখ যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যালপ্ল্যাস্টিক অ্যানিমিয়া এবং ব্লাড ক্যান্সারের চিকিৎসাও পাওয়া যাবে বিনামূল্যে। এর আগে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এনে দিয়েছে আধুনিক চিকিৎসাকে। নতুন এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষ নিঃসন্দেহে আরও উপকৃত হবেন।

•   গত ফেব্রুয়ারি মাসের শেষে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৬৯ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে।
১৪/০৪/২০১৫
•  স্বাগত বাংলা নববর্ষ, ১৪২২। নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৩/০৪/২০১৫
•  ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শেরিফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এদিন ছিটমহল, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
০৯/০৪/২০১৫
•  শিল্প নগরী হাওড়ায় উন্নয়নের জোয়ার আনতে যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্যসরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে এবার হাওড়া এবং জাপানের ইয়োকোহামা শহরের মধ্যে গড়ে উঠতে চলেছে ‘সিটি টু সিটি’ যৌথ সম্পর্ক। এই সেতুবন্ধনের ফলে দুই শিল্প নগরীর মধ্যে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক এবং পরিকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘ মেয়াদি কর্মসংস্থানের সূচনা হবে। এছাড়াও দক্ষতা এবং ক্ষমতা বৃদ্ধি সহ হাওড়ার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত রচনা করতে চলেছে রাজ্যসরকারের এই পদক্ষেপ।

•   তারাপীঠ শহরের নিকাশী ব্যবস্থার উন্নয়নে সাড়ে ২৬ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্যসরকার। ইতিমধ্যেই তারাপীঠের সার্বিক উন্নয়নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশের ভিত্তিতে গঠন করা হয়েছে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি। নাগরিক পরিষেবার পাশাপাশি, রাস্তাঘাটের আমূল সংস্কার এবং সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছিল আগেই। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, নিকাশী ব্যবস্থার উন্নয়নসহ তারাপীঠ মহাশ্মশানের সংস্কারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্যসরকার।
০৭/০৪/২০১৫
•  রাজ্যে শিল্পায়নে গতি আনতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে শহর ও সংলগ্ন এলাকায় শিল্পস্থাপনের জন্য আবেদন করলে এক জানলা ব্যবস্থার মাধ্যমে ছাড়পত্র মিলবে মাত্র ১৫ দিনের মধ্যেই। কলকাতা, আসানসোল, দুর্গাপুর ও কল্যাণীতে রাজ্যসরকার দ্বারা চিহ্নিত জমিতে শিল্পায়নের ক্ষেত্রে এই সুবিধা প্রদান করা হবে।
০৬/০৪/২০১৫
•  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   ই-গভর্ন্যান্স পদ্ধতিতে অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শীর্ষ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এখন থেকে সরকারি কর্মচারি, পেনশনভোগী, সরকারি প্রকল্পের উপভোক্তা, বৃত্তিপ্রাপক, সাপ্লায়ার, ঠিকাদার এবং পরিষেবা প্রদানকারীরা রাজ্যের ৮৮ টি কোষাগার থেকে সরাসরি তাঁদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত প্রাপ্য অর্থ পাবেন। প্রকল্পটির কাজ সুষ্ঠুভাবে পরিচালিত করতে ৭ হাজার আধিকারিককে নিয়োজিত করা হয়েছে এ কাজে। এই পদ্ধতি অনুযায়ী কোষাগার থেকে বিল তৈরি হয়ে রিজার্ভ ব্যাঙ্কে নির্দেশ চলে যাবে ‘ই-কুবের’ পোর্টালের মাধ্যমে এবং এই নির্দেশ পাওয়া মাত্রই প্রাপকেরা মোবাইলে স্বয়ংক্রিয় এসএমএস অ্যালার্ট পাবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এই ‘ই-কুবের’ পোর্টাল পদ্ধতিতে গ্রাহকদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজেও শীর্ষ স্থানে আছে পশ্চিমবঙ্গ।
০১/০৪/২০১৫
•  উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আলিপুরদুয়ার যাওয়ার পথে স্থানীয় চা বাগানের শ্রমিক এবং স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নতুন জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর আলিপুরদুয়ারে তাঁর এই প্রথম সফর। এদিন একটি সরকারি অনুষ্ঠানে, ১৪ হাজার স্কুল ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেয়েছে। প্রায় ৯ হাজার ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। ছাত্রছাত্রীদের বৃত্তিপ্রদান ছাড়াও স্ব-নিযুক্তি প্রকল্পের ঋণ, পাট্টা ও চাষের সামগ্রী প্রদান করা হয়। এছাড়া চা বাগানগুলির জন্য পানীয় জল প্রকল্পেরও উদ্বোধনসহ আলিপুরদুয়ারে রাজ্যের প্রথম সুসংহত প্রশাসনিক কমপ্লেক্সের শিলান্যাসও করা হয়। সাধারণ মানুষের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলিকে একই জায়গায় স্থাপন করাই এই প্রকল্পের উদ্দেশ্য। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতেও উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।