খবর
৩১/০৫/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানালেন, ১১ বছর পর বাংলায় ফুটবলের জাতীয় লিগ খেতাব ফিরিয়ে আনার জন্য।
৩০/০৫/২০১৫
•  চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করলেন মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/০৫/২০১৫
•  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর সাধারণ মানুষের কল্যাণার্থে তিনি এদিন রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ কিছু স্বাস্থ্য পরিষেবাসহ উদ্বোধন করেন। রামপুরহাট জেলা হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল, দুর্গাপুর মহকুমা হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সিউড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, তমলুক জেলা হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, খড়গপুর মহকুমা হাসপাতাল, কলকাতার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ডিজিটাল এক্স-রে, ক্যানিং মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন করেন তিনি। এছাড়াও এদিন সাঁতরাগাছিতে কলকাতা বাস টার্মিনাসের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   ‘ সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা’- র স্রষ্টা কবি মহম্মদ ইকবালকে মরণোত্তর ‘ তারানা ই হিন্দি’ সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ইকবালের পৌত্র অধ্যাপক ডঃ ওয়ালিদ ইকবালের হাতে স্মারক তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/০৫/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে নজরুল মঞ্চে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী। প্রতিবছরের মতো এদিন শিল্প সাহিত্যের কৃতী ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এবারের নজরুল স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হল কান্ত কবির দৌহিত্র দিলীপকুমার রায়ের হাতে৷‌ রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন কবি গৌতম বসু ও সুগত বসু৷‌ বঙ্কিম স্মৃতি পুরস্কার দেওয়া হল লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ও অরুণ সেনকে ৷‌ রাজ্য সঙ্গীত আকাদেমি প্রদত্ত আলাউদ্দিন স্মৃতি পুরস্কার পেলেন বুধাদিত্য মুখোপাধ্যায় ৷‌ উদয়শঙ্কর স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হল রানী কর্না-র হাতে ৷‌ শুভ্রা গুহ এবং পণ্ডিত গোবিন্দ বসু পেলেন যথাক্রমে গিরিজাশঙ্কর এবং জ্ঞানপ্রকাশ ঘোষ স্মৃতি পুরস্কার ৷‌ পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির তরফে দীনবন্ধু মিত্র স্মৃতি সম্মান দেওয়া হল প্রখ্যাত মূকাভিনেতা যোগেশ দত্তকে ৷‌ চারুকলা পর্ষদের তরফে অবনীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার পেলেন দীপক ব্যানার্জি ৷‌ বিনোদবিহারী পুরস্কার পেলেন অমলনাথ চাকলাদার, ‌রামকিঙ্কর বেজ পুরস্কার পেলেন সুভাষ রায়। এছাড়া বিশেষ সম্মানে সম্মানিত করা হল ভাস্কর সুশান্ত রায়কে ৷‌ লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের সুধী প্রধান স্মৃতি পুরস্কার পেলেন সুনীল মাহাতো, লালন স্মৃতি পুরস্কার পেলেন সৌমেন বিশ্বাস, রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার পেলেন যুবরাজ সোরেন, পঞ্চানন বর্মা স্মৃতি পুরস্কার পেলেন কমলেশ সরকার ৷‌ পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির তরফে বীণা দাশগুপ্ত স্মৃতি সম্মানে সম্মানিত করা হল মীনাক্ষী দে-কে ৷‌ শিশু কিশোর আকাদেমি ২০১৩ ও ২০১৪ সালের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার পেলেন অদ্রীশ বর্ধন ও কার্তিক ঘোষ ৷‌ উপেন্দ্রকিশোর রায়চৌধুরি স্মৃতি পুরস্কার দেওয়া হল রতনতনু ঘাটিকে ৷‌
২৪/০৫/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী লিখিত অভিনন্দনবার্তা পাঠালেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। ক্যামেরন এই নিয়ে দ্বিতীয়বার বৃটিশ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন।
২২/০৫/২০১৫
•  মাধ্যমিক, হাই মাদ্রাসা এবং আলিম ও ফাজিল পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের হার্দিক শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২১/০৫/২০১৫
•  মধ্যমগ্রামের নজরুল মঞ্চে উত্তর ২৪ পরগণার জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর তিনি জানান, গত চার বছরে এই নিয়ে ৯১বার জেলায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। প্রতিটি বৈঠকই যথেষ্ট কার্যকরী এবং ফলপ্রসূ হয়েছে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, জেলার উন্নয়নের জন্য বেশকিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে কার্যকরী পরিকল্পনা ও পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০/০৫/২০১৫
•  রাজ্যের শ্রেষ্ঠ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত হলেন শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া জগতের ৩৫জন বিশিষ্ট ব্যক্তি। এদিন নজরুল মঞ্চে মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির উপস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার দিয়ে সম্মানিত করলেন দুই বাংলার সেরাদের। ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রাপকেরা হলেন ক্রীড়া জগতের লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় নইমুদ্দিন।,বিশিষ্ট উদ্যোগপতি সত্যব্রত গাঙ্গুলি ও সঞ্জীব গোয়েঙ্কা। সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব গিরিজা দেবী, কবীর সুমন, রশিদ খান। সেতার শিল্পী মণিলাল নাগ, বুদ্ধদেব দাশগুপ্ত। বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শঙ্কর ঘোষ। সাহিত্যিক দিব্যেন্দু পালিত, সমাজসেবী লিয়াং সং তামাং এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস এবং প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরি। এদিন মরণোত্তর ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হয় বাংলাদেশের প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে। এছাড়াও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হয়। ‘বঙ্গভূষণ’ সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন চিত্র পরিচালক সুজিত সরকার, কৌশিক গাঙ্গুলি, সরোদিয়া তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক দাস বাউল, জনপ্রিয় অভিনেতা দেব, বডি বিল্ডার তুষার শীল, ক্রিকেটার মনোজ তিওয়ারি, লক্ষ্মী রতন শুক্লা, দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলি, চিকিৎসক ডঃ ত্রিদিব ব্যানার্জী, ডঃ সুব্রত মৈত্র, কবি সুবোধ সরকার, সমাজসেবী নিমা ওয়াংড়ি শেরপা এবং কল্যাণব্রত চক্রবর্তী। সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আল আমিন মিশনকেও সম্মানিত করা হয় ‘বঙ্গভূষণ’ সম্মানে। প্রবীণ সাহিত্যিক রমাপদ চৌধুরি এবং বর্ষীয়ান বডি বিল্ডার শতায়ু মনোহর আইচকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করা হয়।
১৯/০৫/২০১৫
•  হুগলি জেলার উন্নয়ন খতিয়ে দেখতে চুঁচুড়ায় জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/০৫/২০১৫
•  হাওড়া জেলার উন্নয়নের গতি খতিয়ে দেখতে শরৎ সদনে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/০৫/২০১৫
•  রাজারহাটে কোল ইন্ডিয়ার নতুন কর্পোরেট অফিসের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৪/০৫/২০১৫
•  ঝাড়্গ্রাম পুলিশ সুপারিন্টেন্ডেন্টের দফতরে পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকদের সঙ্গে এক প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান রাজ্যের দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলির জন্য একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে। প্রকল্পটি সঠিকভাবে রূপায়নের জন্য রাজ্যে আর্থ সামাজিক ‘কাস্ট সেনসাস’ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
১৩/০৫/২০১৫
•  বাঁকুড়া জেলার রায়পুরে একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এছাড়া সাধারণ মানুষের জন্য বেশ কিছু পরিষেবাও প্রদান করেন তিনি।
১২/০৫/২০১৫
•  বাঁকুড়ার রাইপুরে সরকারি সভায় উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাত্রসায়র-ডান্না ইকো ট্যুরিজম পার্ক, খাতড়ায় ব্লাড ব্যাঙ্ক, বিষ্ণুপুরে কর্মতীর্থ সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন সেতু ও রাস্তা নির্মাণ, শস্যগুদাম, ডোকরা শিল্পীদের জন্য কমন ফেসিলিটি সেন্টার সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা প্রদান করা হয়।

•   ফের ভূ-কম্পন। ক্ষতিগ্রস্ত হল রাজ্যের কিছু অংশ সহ প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রগুলির বিভিন্ন প্রান্ত। সর্বসাধারণকে আতঙ্কিত হতে নিষেধ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, পরিস্থিতির মোকাবিলায় জনগণের পাশেই আছে রাজ্যসরকার। নবান্নে খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কনট্রোল রুম। পশ্চিমবঙ্গ সরকারের হেল্প লাইন নম্বর গুলি হল ১০৭০ এবং (০৩৩) ২২১৪৩৫২৬।
১১/০৫/২০১৫
•  পাঁচদিনের জেলা সফরে বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন পুরুলিয়া জেলা পরিষদ ভবনে একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি।
১০/০৫/২০১৫
•  অত্যাধুনিক প্রযুক্তিতে সেজে উঠল ভারতের প্রাচীন ইস্পাত কারখানা ‘ইস্কো’। আসানসোলে এক অনুষ্ঠানে, ‘ইস্কো’র নতুন কলেবরের উদবোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   আসানসোলেএকটি সরকার অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি উদ্বোধন করলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের। শিলান্যাস হলে ৩০০০-শয্যা বিশিষ্ট একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের।
০৯/০৫/২০১৫
•  কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষব্যাপী অনুষ্ঠান উদযাপন করবে রাজ্য। ক্যাথিড্রাল রোডে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   দেশবাসীর বৃহৎ অংশকে বিমা সুরক্ষার আওতাধীন করতে ন্যূনতম ১২ টাকা প্রিমিয়ামের সুবিধাযুক্ত তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রকল্পগুলি হল প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা (PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) এবং অটল পেনশন যোজনা (APY)। কলকাতার নজরুল মঞ্চে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে রাজভবনে এক বৈঠকে মিলিত হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিনের বৈঠকে রাজ্যের উন্নয়নের স্বার্থে আর্থিক দাবিপত্র পেশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০৫/২০১৫
•  অন্ডালে দেশের প্রথম প্রাইভেট গ্রিন ফিল্ড বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়েছে। কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত এই বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হবে ১৮ই মে থেকে। নবান্নে একথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যৌথ উদোগে গড়ে ওঠা এই বিমানবন্দর থেকে কলকাতা, দিল্লী এবং মুম্বই-এর মধ্যে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২০২১ সাল পর্যন্ত এই বিমানবন্দরে বিক্রয় কর ছাড় দেবে রাজ্যসরকার। বিমানবন্দরের জন্য জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও ছাত্র-ছাত্রী, রোগী, এই প্রকল্পের জন্য জমিদাতাদের পরিবার এবং রাজ্যসরকারের আধিকারিকদের বিশেষ ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
০৭/০৫/২০১৫
•  নামখানায় সুন্দরবন ফুটবল কাপ, ২০১৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি ঘোষণা করেন, একটি ক্রীড়া নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে খেলাধূলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় ক্লাবগুলির ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

•   'সবার জন্য শৌচাগার' প্রকল্পে অসামান্য অবদানের এবার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল নদীয়া। গ্রামবাংলার পরিচ্ছন্নতার ক্ষেত্রে নজির সৃষ্টি করার জন্য জাতিসংঘের 'পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৫' পেতে চলেছে নদীয়া। দক্ষিণ ২৪ পরগণার নামখানায় এক সরকারি অনুষ্ঠানে একথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, ২০১৫ এর ২৩ শে জুন কলম্বিয়ার মেডেলিনে এই পুরস্কার প্রদান করবেন জাতিসংঘের মাননীয় সেক্রেটারি জেনারেল।
০৫/০৫/২০১৫
•  জেলা ভাগ হওয়ার পর এই প্রথম জলপাইগুড়ি জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ।
০৪/০৫/২০১৫
•  ভূমিকম্প বিধ্বস্ত নেপালে পানীয় জলের প্যাকেট,ওষুধ, শুকনো খাবার সহ তিরিশ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠালো পশ্চিমবঙ্গ সরকার। এদিন ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি চেকপোস্টে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী পৌঁছনোর তদারকি করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সেখানে উপস্থিত ছিলেন নেপালের নগরোন্নয়ন মন্ত্রী ডঃ নারায়ণ খাদকা সহ নেপালের সাংসদ ও আধিকারিকরা।
০২/০৫/২০১৫
•  সত্যজিৎ রায়ের ৯৫ তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/০৫/২০১৫
•  আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষে শ্রমজীবি মানুষসহ রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   কিংবদন্তি শিল্পী মান্না দে-র ৯৭ তম জন্মদিবসে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।