খবর
২৯/০৫/২০১৮
•  দার্জিলিং ও কালিম্পং-র ১৫টি জনজাতির উন্নয়ন বোর্ডের বৈঠকে মাননীয়া মমতা ব্যানার্জ্জী সভামুখ্য হিসাবে উপস্থিত ছিলেন। নানান জনজাতির উপচে পড়া ভীড়ে এই সভা অনুষ্ঠিত হয় কালিম্পং-র ডঃ গ্রাহামস হোমের জার্ভি হলে। এদিন বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচী রূপায়নের লক্ষ্যে। আবাসন, রাত্রিকালীন বিদ্যালয়, হোস্টেল এবং জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পেলেন সকল জনজাতির মানুষ। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে পাহাড়ের ভাই-বোনেদের মুখে হাসি দেখতে তিনি ভালবাসেন এবং এই হাসি স্থায়ী করে রাখার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন কালিম্পং-এ জেলার প্রশাসনিক বৈঠক করেন। পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধি করে অর্থনীতির ভিতকে আরও মজবুত করতে মূলত যে বিষয়গুলির উপর তিনি জোর দেন সেগুলি হল তথ্য প্রযুক্তি, কৃষি, হর্টিকালচার।
২৮/০৫/২০১৮
•  ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এদিন নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নবগঠিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশনের কাছে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত অভিযোগ জানানোর পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

•   চারদিনের উত্তরবঙ্গ সফরে কালিম্পং পৌঁছালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/০৫/২০১৮
•  রাজ্যের জয়েন্ট-এন্ট্রাস, ২০১৮ পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত সদ্য নির্বাচিত কর্ণাটকের মাননীয় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব গঠিত সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ২০১৮। উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী সমাবর্তনে পদক ও শংসাপত্র প্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশ্বভারতীর সকল ছাত্র-ছাত্রী, প্রাক্তনী, শিক্ষাকর্মী ও অধ্যাপক ও অধ্যাপিকাদের শুভেচ্ছা জানান। এদিন বিশ্বভারতী প্রাঙ্গনে বাংলাদেশ ভবন –এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে এই ভবন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যেকার বন্ধুত্বের বন্ধনের এবং সৌভ্রাতৃত্বের নয়া মাইল ফলক।
২২/০৫/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন জানান তিনি তামিলনাড়ুর তুতিকোরিনে, স্টারলাইটের ঘটনার খবর পেয়ে স্তব্ধ হয়ে গেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন তুতিকোরিনে নিহত পরিবারের প্রতি। আহতদের দ্রুত সুস্থ ওঠার জন্য প্রার্থনা করেন তিনি।
২১/০৫/২০১৮
•  এদিন বাংলার সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাংলার বিভিন্ন ক্ষেত্রের গুণীজন এবং বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট জনকে পুরস্কৃত করার এই অনুষ্ঠান শুরু হয়েছিল ২০১১ সালে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে। সপ্তম বর্ষে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা – বঙ্গবিভূষণ: প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে, গিরিজা শঙ্কর রায় (শিক্ষাবিদ), সুহৃদ কুমার ভৌমিক (ভাষাতাত্ত্বিক), সমরেশ মজুমদার (সাহিত্যিক), সুব্রত ভট্টাচার্য (ফুটবলার), মহম্মদ হাবিব (ফুটবলার), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (অভিনেতা) এবং অবসর প্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন। বঙ্গভূষণ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী (সঙ্গীত শিল্পী), পার্থ ঘোষ (বাচিক শিল্পী)। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের মুখ্যসচিব স্বয়ং, বরেণ্য কত্থক শিল্পী বিরজু মহারাজকে তাঁর বাসগৃহে গিয়ে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করবেন।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন ঘোষণা করেন সিভিক ভল্যান্টিয়ার, আশা কর্মী ও অঙ্গনওয়ারী-কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে। এই ভাতাবৃদ্ধি লাগু হবে আগামী অক্টোবর মাস থেকে। রাজ্যে ১লাখ ২০ হাজার সিভিক ভল্যান্টিয়ার মাসিক ৫,৫০০ টাকার পরিবর্তে এখন থেকে ৮ হাজার টাকা করে পাবেন। ৫০ হাজার আশা-কর্মী ২ হাজারের পরিবর্তে ৩ হাজার টাকা পাবেন। এছাড়া ২ লাখ ৩০ হাজার অঙ্গনওয়ারী কর্মীর মাইনে ১ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। এদিন নজরুল মঞ্চে অনুষ্ঠিত বঙ্গ বিভূষণ প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করেন।
২০/০৫/২০১৮
•  পেট্রল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সামজিক-মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে সাধারণ মানুষের জীবনধারণ করাই দুষ্কর হয়ে উঠেছে। প্রতিদিন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে, কৃষক-সহ সমাজের অন্যান্য আর্থিক স্তরের মানুষের উপর রীতিমতো হামলা চালানো হচ্ছে। এই অহেতুক মূল্যবৃদ্ধি সামগ্রিক ভাবেই সব জিনিষের দাম বাড়িয়ে দেবে।
১৪/০৫/২০১৮
•  আই সি এস ই ও আই এস সি পরীক্ষা ২০১৮-র সফল ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যের অধিকারের দাবীতে ফের স্বোচ্চার হলেন। তিনি সরাসরি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই মর্মে বড় শিল্প প্রতিষ্ঠানগুলির সামাজিক দায়িত্ব পালনের প্রকল্পের ( CSR –র) অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যাতে সরাসরি দিতে পারে। এটা রাজ্যের অধিকারের প্রশ্ন, অথচ কেন্দ্রীয় আইন বলে শুধু মাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলির সামাজিক দায়িত্ব পালনের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেই দেওয়া যায়। রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে মাননীয়া মুখ্যমন্ত্রী এর আগেও নানা বিষয়ে স্বোচ্চার হয়েছেন, রাজ্যের ন্যায্য এই দাবী মান্যতা পেলে আরও বেশী করে সাধারণ মানুষের সরাসরি উপকার করা সম্ভব হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তফবিলের মাধ্যমে।
০৯/০৫/২০১৮
•  ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস রাজ্য জুড়ে পালিত হল। মূল অনুষ্ঠানটি ছিল কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে। এই দিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলার শিল্প-সংস্কৃতি জগতের গুণীজনের তারকা সমাবেশ ঘটেছিল এদিন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে। প্রতি বছরের মতই বিপুল জনসমাবেশ ছিল, এদিন থেকে নন্দন চত্বরে শুরু হল কবিপক্ষের অনুষ্ঠান। ১০ মে থেকে আগামী ২২ মে, ২০১৮ পর্যন্ত নন্দনের মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, রবীন্দ্র সদনে চলবে কবি প্রণাম।
০২/০৫/২০১৮
•  গান্ধীজির ১৫০তম জন্মবার্ষিকী পালন করার জন্য কর্মসূচি রূপায়নের উদ্দেশ্যে এদিন দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন রাষ্ট্রপতি ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীগণ।

•   দিল্লী সফরে কেন্দ্রীয় কয়লামন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বৈঠকে দেওচা-পাচামি অঞ্চলের খনি থেকে কয়লা উত্তোলনের সূচনা সম্পর্কে বিশেষ আলোচনা হয়।
০১/০৫/২০১৮
•  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এদিন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির পদে শপথ নিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীসহ মন্ত্রীসভার আরও কয়েকজন সদস্য।