খবর
৩১/০৮/২০১৮
•  টাকার দাম পড়লো ফের। আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় রেকর্ড পতন ঘটলো টাকার। এর ফলে ফের মুল্য বৃদ্ধি হলো পেট্রোপণ্যের। খোলা বাজারে পেট্রল-ডিজেল এযাবৎ কালের সবচেয়ে উর্দ্ধ মূল্যে পৌঁছালো। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন সামাজিক মাধ্যমে জানান যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড নিম্নমুখী এবং কারেন্ট অ্যাকাঊন্ট-এর সঞ্চয় উর্দ্ধমুখী হয়েছে। এছাড়া জোর জবরদস্তি করে জিএসটি লাগু করার ফলে কালোবাজারীর নতুন নতুন দিক খুলে গেছে। সার্বিক ভাবেই দেশ এক ভয়াবহ সংকটের আবর্তে পড়েছে।
২৯/০৮/২০১৮
•  ভারতের রিজার্ভ ব্যাংকের তরফে এদিন ২০১৭-২০১৮ আর্থিক বর্ষের রিপোর্ট প্রকাশ করা হয়। এই রিপোর্টে বলা হয়েছে যে নোট বাতিলের পর ৯৯.০৩ শতাংশ বাতিল নোট ব্যাঙ্ক ব্যবস্থায় ফিরে এসেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন যে গত ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সময় বলা হয়েছিল কালো টাকা উদ্ধারের জন্য এই উদ্যোগ! আদপে তা ছিল কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং দানবীয় এক পদক্ষেপ। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ চাকুরীজীবী মানুষ। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে নোট বাতিলের পর তিনি যে যে আশংকা প্রকাশ করেছিলেন তা-ই রিজার্ভ ব্যাংকের ২০১৭-১৮ বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। তিনি তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে জানান যে কালো টাকা উদ্ধারের কাহিনী শুনিয়ে আসলে একদল কালো টাকার মালিককে কালো টাকা সাদা করার প্রকল্প ছিল না তো ?
২৪/০৮/২০১৮
•  প্রতি বছরের মত এবারও কলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় হে’ অনুষ্ঠিত হয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো উৎসর্গ করা হয় মূলত পুলিশ কর্মীদের পরিবারের সকল সদস্যকে। যাঁরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে পরিবারের সদস্য, পুলিশ কর্মীদের সর্বদা উৎসাহ দেন। তাঁদের ত্যাগ ও সহযোগিতার জন্যই পুলিশ কর্মীরা প্রতিদিন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারেন। এইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কলকাতা পুলিশের টর্নেডো টিমের সদস্যদের এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থাপনার জন্য পুরস্কৃত করেন।
২০/০৮/২০১৮
•  বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্পের ‘কনক্লেভ’-এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গোটা রাজ্য থেকে এবং দেশ-বিদেশের মোট কমবেশি ৩৫০০ ( সাড়ে তিন হাজার) ক্ষুদ্র-কুটির-মাঝারী শিল্প ক্ষেত্রের প্রতিনিধিরা এই কনক্লেভে উপস্থিত ছিলেন। এই ধরণের কন ক্লেভ বাংলায় এই প্রথম। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে এই কনক্লেভে উপস্থিত আছেন নানান ক্ষেত্রের বিশেষজ্ঞরা। প্রাতিষ্ঠানিক ঋণ থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মার্কেটিং, রপ্তানী, গ্রামীণ উদ্যোগপতিদের কর্মকাণ্ড ইত্যাদি। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান যে ক্ষুদ্র-কুটির-মাঝারী শিল্পে ((MSME) বাংলা আজ দেশের মধ্যে এক নম্বর এবং আগামীদিনে বাংলার এই ক্ষুদ্র-উদ্যোগ বিশ্বের অঙ্গনে স্থান করে নেবে।
১৫/০৮/২০১৮
•  সারা দেশের মতোই মর্যাদা ও সম্মানের সঙ্গে রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস পালিত হয়। সরকারী মূল অনুষ্ঠান ছিল কলকাতায় রেড রোডে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর কলকাতা ও রাজ্য পুলিশ বাহিনী সুসজ্জিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য সামাজিক প্রকল্পের বর্ণাঢ্য ট্যাবলো প্রদর্শিত হয়। এছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থাপনা অনুষ্ঠানের উজ্জলতা বৃদ্ধি করে। বাংলার লোকশিল্পীদের ‘লোকপ্রসার প্রকল্প’ বাংলার উন্নত বর্ণময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এদিন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে পুলিশ বাহিনীর চলন্ত বাইকে নানান কসরত। পুলিশ বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য কাজের জন্য মেডেল প্রদান করা হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে এবং তারপরে পুলিশ-স্মৃতি-স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৪/০৮/২০১৮
•  কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে পঞ্চম ‘ কন্যাশ্রী দিবস ’ পালিত হল। সারা রাজ্য থেকে আসা হাজার হাজার ‘কন্যাশ্রী’-র সমাবেশে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন, কন্যাশ্রী-দের জন্য তৈরী হবে ‘ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ’। এছাড়া কন্যাশ্রী-দের কর্ম সংস্থানের লক্ষ্যে উৎকর্ষতা বৃদ্ধি্র জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন করেন, এখন থেকে রাজ্যের সকল কন্যা সন্তানদের কন্যাশ্রী প্রকল্পের আওতাও নিয়ে আসার জন্য পরিবারের আয়ের উর্দ্ধ সীমা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আরও বহু লাখো ছাত্রী/কিশোরী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন।
১৩/০৮/২০১৮
•   বাংলায় শিল্প ক্ষেত্রে নতুন এক উল্লেখযোগ্য সংযোজন ‘ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’ স্থাপনের কাজ শুরু হওয়া। কলকাতার নিউটাউনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উদ্বোধন করলেন আজ, এই বিপুল কর্মযজ্ঞের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশের মুখ্য তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থাগুলি। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন রাজ্য সরকারের নয়া তথ্যপ্রযুক্তি নীতি ঘোষণা করে জানান যে বেঙ্গল সিলিকন ভ্যালি রাজ্য বা দেশের সীমা ছাড়িয়ে আগামীদিনে বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পের কাছে সব চেয়ে আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি আরও জানান যে রিলায়েন্স গ্রুপ কলকাতায় উন্নত মানের ‘ডাটা সেন্টার’-এর কাজ শুরু করছে এবং আমাজন, ফুজি-সফট-এর নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এছাড়া, পুরুলিয়া, মালদা , শিলিগুড়িতে নতুন তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধন করা হয় এদিন। ‘ উৎকর্ষ বাংলা ’ নামে এক অনলাইন পোর্টালের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৯/০৮/২০১৮
•  বিশ্ব আদিবাসী দিবস এবং ‘ভারত ছাড়’ আন্দোলনের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এক রাজ্য স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্থানীয় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুযোগ করে দিতে ঝাড়গ্রামে এক নতুন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন এদিন তিনি। এছাড়া ঝাড়গ্রাম ও আশেপাশের এলাকার মধ্যে যোগাযোগ রক্ষার্থে ২৪টি নতুন সরকারি বাসসহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ উক্ত এলাকার সার্বিক উন্নয়নে আরও গতি আনবে এই প্রকল্পগুলি। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জনজাতিভুক্ত কৃতী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে জনজাতি মানুষের জীবন-জীবিকাসহ সার্বিক উন্নতির প্রতি সর্বদাই সচেষ্ট ও যত্নশীল রাজ্যসরকার।
০৮/০৮/২০১৮
•  ২২শে শ্রাবণ, কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৮/২০১৮
•  চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধি। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সেখানে উপস্থিত থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত তামিল নেতার পরিবারসহ সমগ্র তামিলনাড়ুর অধিবাসীদের প্রতি গভীর সমবেদনা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৩/০৮/২০১৮
•  কলকাতার নজরুল মঞ্চে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত এক অনুষ্ঠান ‘স্বপ্ন ভোর’-এ ছাত্রছাত্রীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশগ্রহণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/০৮/২০১৮
•  দিল্লি সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে