২০২৪
- জানুয়ারি, ২০২৪
- ফেব্রুয়ারি, ২০২৪
- মার্চ, ২০২৪
- এপ্রিল, ২০২৪
- মে, ২০২৪
- জুন, ২০২৪
- জুলাই, ২০২৪
- অগাস্ট, ২০২৪
- সেপ্টেম্বর, ২০২৪
২০২৩
- জানুয়ারি, ২০২৩
- ফেব্রুয়ারি, ২০২৩
- মার্চ, ২০২৩
- এপ্রিল, ২০২৩
- মে, ২০২৩
- জুন, ২০২৩
- জুলাই, ২০২৩
- অগাস্ট, ২০২৩
- সেপ্টেম্বর, ২০২৩
- অক্টোবর, ২০২৩
- নভেম্বর, ২০২৩
- ডিসেম্বর, ২০২৩
২০২২
- জানুয়ারি, ২০২২
- ফেব্রুয়ারি, ২০২২
- মার্চ, ২০২২
- এপ্রিল, ২০২২
- মে, ২০২২
- জুন, ২০২২
- জুলাই, ২০২২
- অগাস্ট, ২০২২
- সেপ্টেম্বর, ২০২২
- অক্টোবর, ২০২২
- নভেম্বর, ২০২২
- ডিসেম্বর, ২০২২
২০২১
- জানুয়ারি, ২০২১
- ফেব্রুয়ারি, ২০২১
- মার্চ, ২০২১
- এপ্রিল, ২০২১
- মে, ২০২১
- জুন, ২০২১
- জুলাই, ২০২১
- অগাস্ট, ২০২১
- সেপ্টেম্বর, ২০২১
- অক্টোবর, ২০২১
- নভেম্বর, ২০২১
- ডিসেম্বর, ২০২১
২০২০
- জানুয়ারি, ২০২০
- ফেব্রুয়ারি, ২০২০
- মার্চ, ২০২০
- এপ্রিল, ২০২০
- মে, ২০২০
- জুন, ২০২০
- জুলাই, ২০২০
- অগাস্ট, ২০২০
- সেপ্টেম্বর, ২০২০
- অক্টোবর, ২০২০
- নভেম্বর, ২০২০
- ডিসেম্বর, ২০২০
২০১৯
- জানুয়ারি, ২০১৯
- ফেব্রুয়ারি, ২০১৯
- মার্চ, ২০১৯
- এপ্রিল, ২০১৯
- মে, ২০১৯
- জুন, ২০১৯
- জুলাই, ২০১৯
- অগাস্ট, ২০১৯
- সেপ্টেম্বর, ২০১৯
- অক্টোবর, ২০১৯
- নভেম্বর, ২০১৯
- ডিসেম্বর, ২০১৯
২০১৮
- জানুয়ারি, ২০১৮
- ফেব্রুয়ারি, ২০১৮
- মার্চ, ২০১৮
- এপ্রিল, ২০১৮
- মে, ২০১৮
- জুন, ২০১৮
- জুলাই, ২০১৮
- অগাস্ট, ২০১৮
- সেপ্টেম্বর, ২০১৮
- অক্টোবর, ২০১৮
- নভেম্বর, ২০১৮
- ডিসেম্বর, ২০১৮
২০১৭
- জানুয়ারি, ২০১৭
- ফেব্রুয়ারি, ২০১৭
- মার্চ, ২০১৭
- এপ্রিল, ২০১৭
- মে, ২০১৭
- জুন, ২০১৭
- জুলাই, ২০১৭
- অগাস্ট, ২০১৭
- সেপ্টেম্বর, ২০১৭
- অক্টোবর, ২০১৭
- নভেম্বর, ২০১৭
- ডিসেম্বর, ২০১৭
২০১৬
- জানুয়ারি, ২০১৬
- ফেব্রুয়ারি, ২০১৬
- মার্চ, ২০১৬
- এপ্রিল, ২০১৬
- মে, ২০১৬
- জুন, ২০১৬
- জুলাই, ২০১৬
- অগাস্ট, ২০১৬
- সেপ্টেম্বর, ২০১৬
- অক্টোবর, ২০১৬
- নভেম্বর, ২০১৬
- ডিসেম্বর, ২০১৬
২০১৫
- জানুয়ারি, ২০১৫
- ফেব্রুয়ারি, ২০১৫
- মার্চ, ২০১৫
- এপ্রিল, ২০১৫
- মে, ২০১৫
- জুন, ২০১৫
- জুলাই, ২০১৫
- অগাস্ট, ২০১৫
- সেপ্টেম্বর, ২০১৫
- অক্টোবর, ২০১৫
- নভেম্বর, ২০১৫
- ডিসেম্বর, ২০১৫
২০১৪
- জানুয়ারি, ২০১৪
- ফেব্রুয়ারি, ২০১৪
- মার্চ, ২০১৪
- এপ্রিল, ২০১৪
- মে, ২০১৪
- জুন, ২০১৪
- জুলাই, ২০১৪
- অগাস্ট, ২০১৪
- সেপ্টেম্বর, ২০১৪
- অক্টোবর, ২০১৪
- নভেম্বর, ২০১৪
- ডিসেম্বর, ২০১৪
২০১৩
- জানুয়ারি, ২০১৩
- ফেব্রুয়ারি, ২০১৩
- মার্চ, ২০১৩
- এপ্রিল, ২০১৩
- মে, ২০১৩
- জুন, ২০১৩
- জুলাই, ২০১৩
- অগাস্ট, ২০১৩
- সেপ্টেম্বর, ২০১৩
- অক্টোবর, ২০১৩
- নভেম্বর, ২০১৩
- ডিসেম্বর, ২০১৩
|
৩০/০৪/২০১৩
• কলকাতা পুরসভার রাস্তা নামকরণ কমিটির দেওয়া শহরের রাস্তা এবং সেতু/উড়ালপুল গুলির নতুন নাম টাউন হলে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাস্তাগুলির নতুন নাম হল – নিউ পার্ক স্ট্রিটের পরিবর্তিত নাম উস্তাদ হাফিজ আলি খান সরণি, ব্রড স্ট্রিটের পরিবর্তিত নাম বড়ে গুলাম আলি খান সরণি, বর্ধমান রোডের পরিবর্তিত নাম পণ্ডিত রবিশঙ্কর সরণি, চিৎপুর সেতু থেকে কাশীপুর রোডের নতুন নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস সরণি, ক্রিক রো-এর পরিবর্তিত নাম স্যার নীলরতন সরকার সরণি, কলাকার স্ট্রিটের পরিবর্তিত নাম রাম মনোহর লোহিয়া সরণি, দেশপ্রিয় পার্ক রোডের পরিবর্তিত নাম শ্যামল মিত্র সরণি, বেলভেডিয়ার রোডের পরিবর্তিত নাম রমাপ্রসাদ গোয়েঙ্কা সরণি, রাজডাঙ্গা রোডের পরিবর্তিত নাম সলিল চৌধুরি সরণি, বাবুরাম ঘোষ রোড থেকে করুণাময়ী সেতুর পরিবর্তিত নাম মহানায়ক উত্তম কুমার সরণি, চন্ডালপাড়া রোডের পরিবর্তিত নাম তারাপদ সাঁতরা সরণি, সাউদার্ন অ্যাভেনিউ থেকে লেক গার্ডেন্স উড়ালপুল পর্যন্ত পরিবর্তিত নাম দেবকী কুমার বসু সরণি, উষা সেতু থেকে রায়নগর মধ্যপাড়ার পরিবর্তিত নাম শিবদাস ব্যানার্জ্জী সরণি, লেক টেরেস –এর পরিবর্তিত নাম দেবব্রত বিশ্বাস সরণি, কানুনগো পার্কের পরিবর্তিত নাম আশাপূর্ণা দেবী সরণি। দু’টি সেতুর নতুন নাম হল – ঢাকুরিয়া ব্রিজের পরিবর্তিত নাম শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু ও জিরাট ব্রিজের পরিবর্তিত নাম মা সারদামণি সেতু।
|
২৬/০৪/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী গত দু বছরের সরকারি কাজের পর্যালোচনার জন্য টাউন হলে তাঁর মন্ত্রীসভার সকল সদস্য, মুখ্যসচিব ও সব দপ্তরের সচিব ও উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
• ২৯ ও ৩০ এপ্রিল বিধানসভার বিশেষ অধিবেশনে অর্থলগ্নি সংস্থার লগ্নিকারীদের স্বার্থ রক্ষায় প্রস্তাবিত বিল ‘ইন্টারেস্ট অফ ডিপোজিটরস ইন ফিনান্সিয়াল এস্টাবলিসমেন্ট বিল ২০১৩’-এর নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবিত বিলের খসড়া নিয়ে মাননীয় রাজ্যপালের সঙ্গে রাজভবনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দীর্ঘ আলোচনা করেন।
|
২৪/০৪/২০১৩
• ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর সঞ্চয় প্রকল্পে অর্থ লগ্নি করে যে সব দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গড়ে তোলার কথা মহাকরণে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
|
২৩/০৪/২০১৩
• গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাকরণে বৈঠক করেন।
|
২২/০৪/২০১৩
• মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। এই কমিশনে সাহায্য করবেন অন্যান্য ক্ষেত্রের আরও চার-পাঁচজন বিশেষজ্ঞ। তিনি আরও বলেন যে ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে কড়া আইন আনবে রাজ্য, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর নতুন শক্তিশালী আইনেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থাগুলির বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তিন মাস আগেই চিঠি পাঠানো হয়েছিল, কারণ এই সংস্থাগুলি কেন্দ্রীয় কোম্পানি আইনের দ্বারা স্বীকৃত।
• ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকার আগাম যে ব্যবস্থা নিয়েছে তা পর্যালোচনা করতে মাননীয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক করেন। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ, হাওড়ার জেলাশাসক ও বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী।
|
১৮/০৪/২০১৩
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মহাকরণে শ্রদ্ধা জানানো হয়।
|
১৭/০৪/২০১৩
• কলকাতার টাউন হলে ইস্টার্ন জোনাল কাউন্সিলের সভায় পশ্চিমবঙ্গের পক্ষে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং ঝাড়খন্ড, উড়িষ্যা ও বিহারের প্রতিনিধিরা।
|
১৫/০৪/২০১৩
• পয়লা বৈশাখ ১৪২০, রাজ্যবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
|
১৪/০৪/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী শিল্পপতি আর পি গোয়েঙ্কার মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
|
১০/০৪/২০১৩
• পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে মহাকরণে শ্রদ্ধা জানানো হয়।
|
০৯/০৪/২০১৩
• নয়া দিল্লীতে যোজনা কমিশনের বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গের ন্যায্য দাবী মেনে যোজনা কমিশন বার্ষিক ৩০ হাজার ৩১৪ কোটি টাকা পরিকল্পনা খাতে বরাদ্দ করল। বিগত আর্থিক বর্ষের তুলনায় যা ১৭ শতাংশ বেশি। পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ প্রকল্পের জন্য যে অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা দেওয়া হয় তা চলতি আর্থিক বর্ষে ৬ হাজার ৬৪৫ কোটি টাকায় পৌঁছেছে, গতবার যা ছিল ৬ হাজার ১৫২ কোটি টাকা। রাজ্য সরকারের কাজের প্রশংসা করে কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিং আলুওয়ালিয়া বলেন পশ্চিমবঙ্গের আর্থিক হার জাতীয় গড়ের থেকেও ভালো। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও রাজ্য ভালো কাজ করেছে।
|
০৮/০৪/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজধানী সফরের প্রাক্কালে সাংবাদিকদের জানান রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া যোজনা কমিশনের কাছে পশ্চিমবঙ্গের ন্যায্য অর্থনৈতিক দাবীগুলি জোরের সঙ্গে তুলে ধরবেন। কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও অসাংবিধানিক এবং অযৌক্তিক দাবী করা হচ্ছে না। কেন্দ্র যখন পাঞ্জাব ও কেরালা সরকারকে বিশেষ অর্থনৈতিক ছাড় দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত হবে? প্রসঙ্গত মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার এ রাজ্য থেকে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে এবং পশ্চিমবঙ্গকে নানা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মাত্র ১৮ হাজার কোটি টাকা পাঠায়। সেই টাকাও ঠিক সময়ে এসে পৌঁছায় না। সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন জঙ্গলমহলের মানুষের জন্য ২ টাকা কিলো দরে চাল দেওয়ার যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের বকেয়া অনুদানের টাকা, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এর ফলে জনজাতিসহ জঙ্গলমহলের গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের প্রতি বৈমাত্রেয় সুলভ আচরণ করছে।
• ওই একই দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী টেলিফোন মারফৎ ব্যারাকপুরে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করেন।
|
০৬/০৪/২০১৩
• নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলা সঙ্গীতমেলা ২০১৩’-র উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন বাংলা সঙ্গীত জগতের তারকাদের সম্মাননা জ্ঞাপন করেন তিনি। সঙ্গীত মেলা উপলক্ষে প্রবীণ শিল্পী মান্না দে-কে ৪ এপ্রিল ‘বিশেষ সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী শিল্পীর বেঙ্গালুরুর বাসভবনে। এই দিনের অনুষ্ঠানে প্রবীণ সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম, বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীত শিল্পী গিরিজা দেবী ও অজয় চক্রবর্তী এই পাঁচজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ‘মহাসঙ্গীত’ সম্মান পান। এই দিন ১৬ জন সঙ্গীতশিল্পীকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। ‘সঙ্গীত মহাসম্মান’ প্রাপক শিল্পীরা হলেন- নির্মলা মিশ্র, সবিতা চৌধুরী, পূর্ণদাস বাউল, আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, অনুপ ঘোষাল, হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, অরুন্ধতী হোম চৌধুরী, উস্তাদ সাবির খান, নচিকেতা চক্রবর্তী, উস্তাদ রশিদ খান, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন এবং বাংলাদেশের রুনা লায়লা। এ ছাড়া ‘সঙ্গীত সম্মান’ পেলেন ১৮ জন সঙ্গীতশিল্পী। ‘সঙ্গীতসম্মান’ প্রাপক শিল্পীরা হলেন পূর্বা দাম, প্রতুল মুখোপাধ্যায়, রুমা গুহঠাকুরতা, প্রমিতা মল্লিক, কার্ত্তিক দাস বাউল, ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তন্ময় বসু, বিক্রম ঘোষ, পবনদাস বাউল, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, প্রীতম চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়, সৌমিত্র রায় (ভূমি), অনিন্দ্য চট্টোপাধ্যায় (চন্দ্রবিন্দু) এবং বাংলাদেশের রেজওয়ানা চৌধুরি(বন্যা)।
|
০৪/০৪/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে-কে তাঁর বেঙ্গালুরুর বাসভবনে রাজ্য সরকারের পক্ষে ‘বিশেষ সঙ্গীত মহাসম্মান’ প্রদান করেন।
|
০২/০৪/২০১৩
• শাকসবজির মূল্যবৃদ্ধি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন।
• উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খানের ১১২তম জন্মদিনে মহাকরণে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
|
|
|