খবর
৩১/০৭/২০১৪
•  রাজ্যসরকার ও রাষ্ট্রসঙ্ঘের ইএমপিআরইটিইসি- র যৌথ উদ্যোগে শিল্পোদ্যোগী যুবক-যুবতীদের জন্য কলকাতায় চালু হতে চলেছে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উন্নয়নশীল ও ঊন্নত দেশগুলির মধ্যে এই ধরণের উদ্যোগ বিশ্বে প্রথম। প্রশিক্ষণ ছাড়াও তরুণ শিল্পোদ্যোগীরা যাতে পুঁজির সুলুক সন্ধান পেতে পারেন সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  পুরুলিয়া জেলাপরিষদের অডিটোরিয়ামে জেলার এবং রাজ্যসচিবালয়ের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন তিনি পুরুলিয়ার লালপুরের হুরার টেলিকম গ্রাউন্ডে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে ১৬ টি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, দেবেন মাহাত হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এছাড়াও গড়পঞ্চকোট ইকোটুরিজ্যম প্রকল্প, পথসাথী (মোটেল), কর্মতীর্থ (মার্কেটিং হাব ), ইলেক্ট্রিক সাবস্টেশন, সেচ প্রকল্প সহ ৭০ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিন কন্যাশ্রী সহ বেশ কিছু পরিষেবাও তিনি প্রদান করেন । বিকেলে বাঁকুড়ায় পৌঁছে জেলার আধিকারকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
৩০/০৭/২০১৪
•  জঙ্গলমহল সফরের প্রথম দিনে পুরুলিয়া পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলার উন্নয়ন কর্মসূচীর অগ্রগতি নিয়ে নিয়ে সার্কিট হাউসে পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
২৯/০৭/২০১৪
•  রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/০৭/২০১৪
•   কন্যাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে নবান্নে বিভিন্ন ব্যাঙ্কের পদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বৈঠকে ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হওয়ার প্রক্রিয়াটির পর্যালোচনা করা হয়। কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে ছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

•  রাজ্যে আলুর মূল্যবৃদ্ধি রোধ করতে রাজ্যের বাইরে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। আলু উৎপাদনে স্থিতিশীল অবস্থা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে। এ বিষয়ে নবান্নে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আলুর পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি বিষয়েও পর্যালোচনা হয় এই বৈঠকে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে (ইবি) কলকাতা ও শহরতলির বাজারগুলির উপর কড়া নজর রাখতে নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কোনও অসাধু ব্যবসায়ী যাতে বেশী দামে আলু বিক্রি করতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে বলেন তিনি।
২৬/০৭/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে রাজ্য সরকারের অভিনব প্রয়াস ‘কর্মতীর্থ’। তিনি বলেন, সারা রাজ্যে ইতিমধ্যেই ২২৯টি কর্মতীর্থ হাব প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেছে, যার মধ্যে ৪৪টির প্রস্তুতি শেষ। আগামী ১ অগাস্ট মাননীয়া মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকালেই শুরু হবে এই কর্মতীর্থগুলির কাজ। গ্রাম বাংলার শিল্পদ্যোগীরা তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি কেনা বেচা করতে পারবেন এই কর্মতীর্থ হাবগুলিতে। আগামী আর্থিক বর্ষের মধ্যে বাংলার প্রতিটি ব্লকে অন্তত ১টি করে এইরকম হাব তৈরি করার পরিকল্পনা আছে। বাংলার চিরাচরিত গ্রামীণ শিল্পগুলির সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রাজ্য সরকার।
২৫/০৭/২০১৪
•   ‘প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনা প্রকল্প’ রূপায়ণে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, ২০১৩-১৪ আর্থিকবর্ষে ২৩৫ টি জনপদের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। চলতি আর্থিকবর্ষে আরও ৪৬৪ টি জনপদের মধ্যে যোগাযোগ গড়ে উঠবে বলেও জানিয়েছেন তিনি। গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষজন এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন। গ্রামীন অর্থনীতির বিকাশে এই প্রকল্পটির ভূমিকা অনস্বীকার্য।

•  এনকেফেলাইটিস প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য । নবান্নে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা পশুখামারগুলিতে থাকা শূকর থেকেই ছড়াচ্ছে এই রোগ, সংক্রমণ ঠেকাতে এই পশুখামারগুলি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন।
২৪/০৭/২০১৪
•   বিগত দু বছরের মত এই বছরেও মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করল রাজ্যসরকার। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট শিল্পী-কলাকুশলীদের বিশেষ সম্মান ও সারা জীবনের অবদানের স্বীকৃতিও দেওয়া হল। নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের মহানায়ক সম্মান পেলেন জনপ্রিয় তারকা দেব বর্ষীয়ান এবং অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জী । মহানায়িকার সম্মান পেলেন মুনমুন সেন। বিশেষ সম্মান পেলেন হিরণ চ্যাটার্জী, আবির চ্যাটার্জী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঋত্বিক চক্রবর্তী,খরাজ মুখার্জী, রুদ্রনীল ঘোষ, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জী, পাওলি দাম, নুসরত জাহান, শ্রীলা মজুমদার এবং অনুরাধা রায়। চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য সম্মান পেলেন চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্কর এবং দেবশ্রী রায়। সংগীতে সারা জীবনের অবদানের জন্য সম্মানিত করা হল কন্ঠশিল্পী কুমার শানুকে। বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন সংগীত পরিচালক শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী এবং অধীর চ্যাটার্জী। বিশেষ পুরষ্কার পেলেন চিত্রগ্রাহক শীর্ষ রায় এবং সৌমিক হালদার। চলচ্চিত্র সম্পাদনায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন বোধাদিত্য ব্যানার্জী এবং দেবকান্ত চক্রবর্তী। নিশপাল রানেকে শ্রেষ্ঠ প্রযোজকের পুরষ্কার দেওয়া হয়। দীপঙ্কর চাকী এবং গৌতম নাগ সম্মানিত হলেন শব্দগ্রহণের জন্য। আজাদ আহমেদকে সম্মানিত করা হয় শ্রেষ্ঠ প্রসাধন শিল্পী হিসাবে। শিল্প নির্দেশনার জন্য তন্ময় চক্রবর্তী, গৌতম বসু আর পোষাক পরিকল্পনার জন্য সাবর্ণী দাসকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। চলচ্চিত্র নির্দেশনার জন্য বিশেষ পুরষ্কার পেলেন স্বপন সাহা, কমলেশ্বর মুখার্জী এবং প্রদীপ্ত ভট্টাচার্য।

•  আন্তর্জাতিক আঙিনায় স্বীকৃতি পেল রাজ্যসরকারের কন্যাশ্রী প্রকল্প। ডিএফআইডি এবং ইউনিসেফ -এর যৌথ উদ্যোগে লন্ডনে আয়োজিত ‘গার্ল সামিট’- এ বিশেষভাবে প্রশংসিত হল কন্যাশ্রী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমাজকর্মীরা এই অধিবেশনে প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। নাবালিকা বিবাহ রুখতে এবং শিক্ষার প্রসারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চিন্তাপ্রসূত কন্যাশ্রী প্রকল্পের প্রতি কুর্ণিশ জানানো হয় অধিবেশনে।
১৮/০৭/২০১৪
•  দার্জিলিং জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাহাড়ের উন্নয়ন কর্মসূচির একটি সার্বিক রূপরেখা বা মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী এ দিনের বৈঠকে।
১৭/০৭/২০১৪
•  দার্জিলিং-এর চৌরাস্তায় এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । ওই অনুষ্ঠানে তিনি শিলিগুড়ির কাছে অ্যানিম্যাল সাফারি পার্কের শিলান্যাসও করেন । দু শো একষট্টি হেক্টর জমি নিয়ে তৈরি হচ্ছে এই সাফারি পার্ক। এছাড়াও শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সে শ্রম দফতরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৫/০৭/২০১৪
•  বন্ধ চা বাগান খোলার আর্জি জানিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামকে চিঠি দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রুগ্ন চা-শিল্পকে পুণরুজ্জীবিত করতে কেন্দ্রের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি জানান তিনি। অবিলম্বে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি নিয়ে কোলাঘাটে একটি প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিবসহ বিভিন্ন দপ্তরের সচিব এবং জেলাস্তরের পদস্থ আধিকারিকেরা। এছাড়া কোলাঘাট কে টি পি এস সংলগ্ন মাঠে একটি সরকারি অনুষ্ঠানে তিনি ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ২০টি প্রকল্পের শিলান্যাস করেন।
১৪/০৭/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পশ্চিম মেদিনীপুর জেলার পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। এদিন তিনি শালবনির কাছারি ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে ২৮টি প্রকল্পের শিলান্যাস এবং একাধিক পরিষেবা প্রদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী ঝাড়্গ্রাম জেলা হাসপাতালের জন্য একটি সি টি স্ক্যান যন্ত্র, নলবাহিত জলসরবরাহ প্রকল্প, ঝাড়গ্রাম মহিলা সমিতি, শালবনি ও লালগড় কলেজ, পলিটেকনিক কলেজ, মহিলা হস্টেল এবং স্কুলসহ ৩৭ টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে তিনি গোদাপিয়াশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি নতুন সিমেন্ট কারখানার উদ্বোধন করেন।
১৩/০৭/২০১৪
•  পার্ক সার্কাস ময়দানে কোলকাতা পুরসভা আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে তিনি সানা আফ্রিন নামের এক দরিদ্র মেধাবী ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
১১/০৭/২০১৪
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ারম্যান ও সি ই ও সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। চাঙ্গি কর্তৃপক্ষের সহায়তায় অন্ডাল এয়ারপোর্ট সিটি নির্মাণ নিয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কাজী নজরুল ইসলামের নামে বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। এদিন মাননীয় অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র জানান, মুখ্যমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গাপুর সরকার।
১০/০৭/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বীরভূম জেলার বোলপুরে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীরভূম জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন জেলার পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে জেলার উন্নয়ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। উপস্থিত ছিলেন সকারের বিভিন্ন দফতরের সচিবেরা।
০৯/০৭/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বর্ধমানে একটি জেলাস্তরের প্রশাসনিক বৈঠক করেন। । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকেরা। জেলার পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হুগলী জেলায় সরকারি প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করার জন্য ক্ষেত্রে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। এদিন বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে মাননীয়া মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
০৮/০৭/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী হুগলীর চণ্ডীতলায় বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে জেলার পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। হুগলী জেলায় উন্নয়নের গতিপ্রকৃতি পর্যালোচনা করা হয় এই বৈঠকে। এদিন জনাই ট্রেনিং হাই স্কুল মাঠে তিনি একটি সরকারি অনুষ্ঠানে হুগলী জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
০৭/০৭/২০১৪
•  খোলা বাজারে সবজির মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের স্থানীয় বাজারগুলিতে আরও কড়া নজরদারি করতে বলেন তিনি।
০৪/০৭/২০১৪
•   নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানী।
০৩/০৭/২০১৪
•   নতুনভাবে সেজে উঠল নজরুল মঞ্চ। নবরূপে সজ্জিত নজরুল মঞ্চের দ্বারোদ্ঘাটন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কোলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও নগরোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে ৪৬৫০ বর্গ মিটারের এই মঞ্চকে শীতাতপ ব্যবস্থাসহ নতুন আঙ্গিকে সাজানো হল। এখন থেকে এর আসন সংখ্যা হল ২,৫০০। এ দিন মাননীয়া মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ জেলা হাসপাতাল, হাওড়া জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ ও বহরমপুরের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কোলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বেলেঘাটায় আই ডি অ্যান্ড বি জি হাসপাতাল, পুরুলিয়ায় দেবেন মাহাতো জেলা হাসপাতাল, নদীয়ায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ৮টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সি সি ইউ)-এর উদ্বোধন করেন। নজরুল মঞ্চ থেকেই কোলকাতার সেরা পূজো কমিটিগুলিকে 'শারদ সম্মান ২০১৩' পুরস্কার প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আসন্ন দুর্গাপূজো ও পবিত্র ঈদ প্রায় একই সময় হওয়ায় যানজট এড়াতে ও শান্তি বজায় রাখতে প্রতিমা বিসর্জনের দিনক্ষণ স্থির করে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। দশমী ও একাদশী এই দুটি দিনকে বিসর্জনের দিন হিসাবে স্থির করা হয়েছে। ৫ অক্টোবর ঈদের দিন প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না।

•  হীরক জয়ন্তী বর্ষে পদার্পন করলো কোলকাতার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল। এই উপলক্ষে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসাবে ডঃ ডি ওয়াই পাতিল অতিরিক্ত দায়িত্বভার নিলেন, তিনি বর্তমানে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত রয়েছেন। এ দিন রাজভবনে এক অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  রাজ্য মন্ত্রীসভায় যোগ হল আরও নতুন ৩ জনের নাম। নতুন শ্রমমন্ত্রী হিসাবে শ্রী মলয় ঘটক, কৃষি দফতরের দায়িত্বে শ্রী পূর্ণেন্দু বসু এবং সমবায় দফতরের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন শ্রী জ্যোতির্ময় কর। শ্রী আশিস ব্যানার্জী এখন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর 'আয়ুষ' ও স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতর 'মস'–এর পূর্ণমন্ত্রীর দায়িত্বে থাকবেন। রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করান রাজ্যপাল শ্রী এম কে নারায়ণন।
০১/০৭/২০১৪
•   দক্ষিণ ২৪ পরগণার রায়দীঘির খারপাড়া স্কুল মাঠে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এক হাজারেরও বেশী সংখ্যক ছাত্রীদের হাতে কন্যাশ্রী'র শংসাপত্র তুলে দেন তিনি। এছাড়াও ছাত্রীদের সাইকেল বিতরণও করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী এছাড়াও বেশ কিছু পরিষেবা প্রদান করেন। যার মধ্যে উল্লেখযোগ্য গীতাঞ্জলি ও আমার বাড়ি আবাসন প্রকল্প, পাওয়ার টিলার ও পাম্প সেট। তিনি এ দিন জেলা আধিকারিকদের সঙ্গে ডায়মন্ড হারবারে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন।