খবর
৩০/০৬/২০১৫
•  হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, কিছুদিনের মধ্যেই ২ লক্ষ সরকারি কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ৭০ হাজার শিক্ষক, ৬০ হাজার গ্রুপ ‘সি’ ও ৬০ হাজার গ্রুপ ‘ডি’ পদে। এছাড়া সিভিক ভলান্টিয়ার বা সিভিক পুলিশদের মাসিক ভাতা ২৮০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫০০ টাকা করার কথা ঘোষণা করেন তিনি। হোমগার্ডদের মত এখন থেকে তারাও বছরে ১৪ দিন ছুটি পাবেন। পর্যায়ক্রমে যোগ্য সিভিক পুলিশদের হোমগার্ড পদে নিয়োগ করা হবে।

•   নদিয়ার কল্যাণীতে দেশের মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান এই প্রতিষ্ঠানটি চালু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পে নবদিগন্তের সূচনা হবে। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), নলেজ প্রসেস আউটসোর্সিং (কেপিও), নলেজ বেসড এক্সপোর্ট, অ্যানিমেশন এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। আইআইআইটি স্থাপনের ফলে ভবিষ্যতে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন দক্ষ কর্মী প্রস্তুত করা সম্ভব হবে।
২৫/০৬/২০১৫
•  স্থানীয় মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠিক একবছর আগে এই দিনটিতেই নতুন জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছিল আলিপুরদুয়ার। নতুন জেলা গঠনের বর্ষপূর্তিতে আলিপুরদুয়ারের বাসিন্দাদের অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/০৬/২০১৫
•  একটি বিশ্বমানের স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠতে চলেছে নদীয়া জেলার কল্যাণীতে। এই প্রতিষ্ঠানটিতে জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও গবেষণার পাশাপাশি দৈনন্দিন জনস্বাস্থ্য সংক্রান্ত নীতি প্রণয়নের কাজও হবে। প্রতিষ্ঠানটির উৎকর্ষ বৃদ্ধি করতে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক উপদেষ্টামণ্ডলী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই উপদেষ্টামণ্ডলীতে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, এম আই টি-র অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের ইন্সটিটিউট অফ হেলথ ইক্যুইটির অধ্যাপক স্যর মিশেল মার্মো, পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সভাপতি কে শ্রীনাথ রেড্ডি এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব কে সুজাতা রাও-সহ অন্যান্যরা।
১৯/০৬/২০১৫
•  বাগডোগরা বিমানবন্দরে বিশ্ববাংলা বিপণির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যে উৎপাদিত প্রসিদ্ধ দ্রব্যের প্রদর্শন এবং বিপণনের উদ্দেশ্যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ও ছোট শিল্প উদ্যোগী এবং রাজ্যের বস্ত্র বিভাগের ব্যবস্থাপনায় গড়ে উঠেছে বিশ্ববাংলা বিপণি।
১৮/০৬/২০১৫
•  দার্জিলিং-এর রিচমন্ড হিলে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

•   পবিত্র রমজান মাসের শুরুতে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   গ্রাম বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প পেল আন্তর্জাতিক সম্মান। রাজ্যের ‘রুরাল ক্র্যাফট হাব’-কে অনন্য সম্মানে সম্মানিত করল ইউনেস্কোর সদর দফতর। বাংলার ক্ষুদ্র শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী মাসেই ফ্রান্স যাচ্ছেন এ রাজ্যের একদল শিল্পী। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, আগামী ২৬ জুলাই প্যারিসে ‘গ্যান্না’ উৎসবে পিংলার পটচিত্র থেকে শুরু করে কোচবিহারের শীতলপাটি, কুশমন্ডির কাঠের মুখোশ, পাঁচমুড়ার টেরাকোটা ও বিকনা-র ডোকরা শিল্পের প্রতিনিধিত্ব করবেন প্রতিটি বিভাগের একজন করে শিল্পী। এছাড়াও থাকছে বাউল ও ছৌ শিল্পীদের দল । মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২৮ শে জুলাই প্যারিস প্লাজ এবং ইউনেস্কোর সদর দফতরে পশ্চিমবঙ্গের শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
১৭/০৬/২০১৫
•  উত্তরবঙ্গের জেলাগুলির সার্বিক উন্নয়নের স্বার্থে দার্জিলিং-এর রিচমণ্ড হিলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, ‘নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় পাহাড়ের বিভিন্ন এলাকায় শৌচাগার স্থাপন করা হবে। যে সমস্ত বালিকা বিদ্যালয়ে শৌচাগার নেই সেখানে এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে জোর দেওয়া হবে।
১৬/০৬/২০১৫
•  রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তরদিনাজপুর এবং দক্ষিণদিনাজপুর- দুই জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি দুই জেলার মোট ৫৫ টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। এরপর শিলিগুড়ি পৌঁছান মাননীয়া মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-ভানু ভবনে দার্জিলিং-এর জেলা আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
১৫/০৬/২০১৫
•  মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, মালদার আম বিদেশে রপ্তানির জন্য কেন্দ্রীয় অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে রাজ্য।
১২/০৬/২০১৫
•   রাজ্যের জনজাতি মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হল। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া - জঙ্গলমহলের এই তিন জেলার কেন্দু পাতা সংগ্রহকারী ও তাঁদের পরিবারের কল্যাণে একটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার। ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত জনজাতি গোষ্ঠীভুক্ত কেন্দুপাতা সংগ্রহকারীরা বিনামূল্যে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পে নথিভুক্ত আবেদনকারী এবং তাঁর পরিবার বিভিন্ন ধরণের সামাজিক সুরক্ষামূলক সুবিধা পাবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, এই প্রকল্পের ফলে রাজ্যের জনজাতিভুক্ত মানুষজন বিশেষভাবে উপকৃত হবেন।
০৬/০৬/২০১৫
•   ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থলসীমা চুক্তি স্বাক্ষরিত হল ঢাকায়। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়। এদিন বাংলাদেশ থেকে কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-গৌহাটি-শিলং বাস পরিষেবার শুভসূচনা হয়।
০৫/০৬/২০১৫
•  পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বর্ষ পূর্তির স্মারক হিসাবে এদিন বিধানসভায় একটি পুস্তিকা প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে দু’দিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/০৬/২০১৫
•  কলকাতার টাউনহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই এবং আইএসসি পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   সড়কপথে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যাতায়াত এখন জনসাধারণের নাগালে। এদিন নবান্ন চত্বর থেকে কলকাতা - ঢাকা - আগরতলা সংযোগকারী বাস পরিষেবার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/০৬/২০১৫
•  হাই মাদ্রাসা, ফাজিল ও আলিম পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের নবান্নে সম্বর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/০৬/২০১৫
•  রাজ্যের প্রতিভাবান ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হতে চলেছে একটি ইনোভেশন সেন্টার। এই প্রতিষ্ঠানটি নির্মানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার রাজডাঙ্গায় অবস্থিত জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTA)সোসাইটিকে ৫ কোটি টাকা অনুদান মঞ্জুর করেন।
০১/০৬/২০১৫
•  বাংলায় শিল্পে গতি আনতে কলকাতার টাউন হলে অনুষ্ঠিত হল ‘বিজনেস মেড ইজি ইন বেঙ্গল’। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে এই বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আবেদনের ১৫ দিনের মধ্যে প্রকল্পগুলির প্রভিশনাল ছাড়পত্র দেবে রাজ্য সরকার। আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, বোলপুর, শিলিগুড়ি, ডোমজুড়, বারুইপুরে - নির্মীয়মান এই সাতটি থিম শিল্পনগরীতে বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের আহ্বান জানান তিনি। রাজ্যে বস্ত্রশিল্পে ৩৭ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নির্মানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।