খবর
৩০/১১/২০১৩
•  সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ সংক্রান্ত আইনের নামে রাজ্য সরকারগুলির সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার । নিজ নিজ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি একান্তভাবে রাজ্যের এক্তিয়ারভুক্ত। কেন্দ্রের তরফে রাজ্য সরকারের এই অধিকারে হস্তক্ষেপ করার অপচেষ্টার, কড়া সমালোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  আচার্য্য জগদীশ চন্দ্র বসুর ১৫৫তম জন্মদিবসে নবান্নে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/১১/২০১৩
•  বিধানসভায় প্রশ্নোত্তরকালে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের ‘ন্যায্য মূল্যের ওষুধের দোকান’ ইতিমধ্যেই মডেল হিসাবে স্বীকৃত। দেশের সব রাজ্যগুলিকেই এই নীতি গ্রহণ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে তিনি জানান, রাজ্যে আরও ৫০টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার খোলা হবে।
২৮/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর দুদিনের উত্তরবঙ্গ সফর থেকে ফেরার পথে মালদহে নির্মীয়মান বিমানবন্দরটি পরিদর্শন করেন। তিনি জানান, বালুরঘাট ও মালদহ থেকে কোলকাতা পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে।
২৭/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তর দিনাজপুরের কর্ণজোড়া উদ্যানে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। জেলার অধিবাসীদের তিনি আরও বেশি করে ১০০ দিনের কাজে যোগ দিতে উৎসাহ দেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন ১৮ বছরের নীচে কোনও মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে সরকার কণ্যাশ্রী প্রকল্পে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বার্ষিক ৫০০ টাকা বৃত্তি এবং ১৮ বছরের বেশি বয়সিদের ২৫ হাজার টাকা এককালীন অনুদানের ব্যবস্থা করেছে। এছাড়া তিনি আরও বলেন, জেলার উন্নয়নের কাজে যাতে কোনওরকম গাফিলতি না হয় তারজন্য তিনি নিজে জেলায় জেলায় ঘুরে উন্নয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করছেন, ভবিষ্যতেও করবেন। জেলায় উন্নয়ন কর্মসূচী নিয়ে কোন টালবাহানা বরদাস্ত করবেন না।

•  দক্ষিণ দিনাজপুর জেলাসফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কুশমণ্ডি হাই স্কুল মাঠে একটি সরকারি অনুষ্ঠানে জেলার পরিকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়া বালুরঘাট থেকে হেলিকপ্টার উড়ান ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথাও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  এরপর তিনি দক্ষিণ দিনাজপুর জেলার আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবরাও।
২৬/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তরবঙ্গ সফরের প্রথম দিন মালদহে যান কলকাতা থেকে আকাশপথে। তার সঙ্গে ছিলেন সবকটি দপ্তরের আধিকারিকরা। মালদহ কলেজ প্রেক্ষাগৃহে এদিন তিনি জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

•  এদিন মালদহের বৃন্দাবনী ময়দানে এক সরকারি অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জেলার অধিবাসীদের কন্যাশ্রী ও যুবশ্রী প্রকল্পের সুবিধা গ্রহণ করার কথা বলেন তিনি। আগামী জানুয়ারী, ২০১৪ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে নতুন ‘সচিবালয়’ উদ্বোধনের ঘোষণা করেন তিনি। উত্তরবঙ্গের উন্নয়নের কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় পৌঁছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একটি প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকটি দপ্তরের আধিকারিকরা এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
২৫/১১/২০১৩
•  চিত্রপরিচালক দেবকীকুমার বসুর ১১৫তম জন্মদিবসে নবান্নে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২২/১১/২০১৩
•  স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তার সমাপ্তি অনুষ্ঠান হিসাবে আগামী ৫ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি, ২০১৪ পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে ‘বিবেক চেতনা উৎসব’ পালিত হবে,ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নবান্নে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ সহ অন্যান্য বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম মুহূর্তে গোটা রাজ্যে সাইরেন বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। এছাড়া ১০ই জানুয়ারি, ২০১৪ রেড রোডে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২১/১১/২০১৩
•  ব্যাঙ্কিং পরিষেবাহীন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের স্বার্থে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৫০টি শাখা ও ২০টি এটিএম কেন্দ্রের উদ্বোধন হল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন ইউ বি আই-এর সিএমডি অর্চনা ভার্গব। স্থান এবং আর্থিক সাশ্রয়ের কথা মাথায় রেখে পঞ্চায়েত কার্য্যালয়গুলিতেই ব্যাঙ্কের শাখা ও এটিএম কেন্দ্রগুলি চালু হবে, জানান মুখ্যমন্ত্রী।
২০/১১/২০১৩
•  সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে রুখতে এদিন নবান্নে কৃষি টাস্ক ফোর্সের সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

•  অন্ধ্রপ্রদেশের ‘ওয়াই এস আর কংগ্রেস’-এর নেতা জগন মোহন রেড্ডি নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎকারে আসেন। এদিন এক যৌথ সাংবাদিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী এবং জগন মোহন রেড্ডি। মাননীয়া মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান যে রাজ্যভাগের ব্যাপারে আগে জনমত গঠন করা উচিত, কেন্দ্র গায়ের জোরে কিছু করতে পারে না।
১৯/১১/২০১৩
•  প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৯৭তম এবং প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর ৯১তম জন্মদিবসে নবান্নে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নবান্নে প্রয়াত শিল্পীর স্ত্রী সবিতা চৌধুরী ও কন্যা অন্তরা চৌধুরী উপস্থিত ছিলেন।

•  নতুন ভাবে সেজে উঠল ঐতিহ্যশালী গ্রেট ইস্টার্ন হোটেল । উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নতুন নাম হল 'ললিত গ্রেট ইস্টার্ন হোটেল'।
১৮/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সপ্তদশ প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহের অন্তর্গত রাজ্য স্তরের অনুষ্ঠানের শুভারম্ভ করেন। সূচনা অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে মাদার ডেয়ারির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই সংস্থা এখন একটি লাভজনক সংস্থা হিসাবে কাজ করছে। এদিন তিনি জানান, সরকারি উদ্যোগে পশুপালকদের জন্য স্বাস্থ্য বিমা চালু করার পরিকল্পনা চলছে।
১৭/১১/২০১৩
•  শেষ হল ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সমাপ্তি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী চলচ্চিত্র জগতের ‘পঞ্চকন্যা’-কে সংবর্ধনা দিলেন। ‘পঞ্চকন্যা’ সম্মানে মৌসুমি চ্যাটার্জ্জি, রানি মুখার্জি, সুস্মিতা সেন, বিপাশা বসু ও কোয়েল মল্লিক সম্মানিত হলেন।
১৬/১১/২০১৩
•  ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকর তাঁর দীর্ঘ ক্রিকেট জীবন থেকে অবসর নিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। মুখ্যমন্ত্রী বলেন শচীন তেন্ডুলকর শুধু ভারতই নয়, সমগ্র বিশ্বের কাছে একজন আদর্শ ক্রীড়াবিদ।
১৪/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নিউটাউনে কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট বা কেমোমা-র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই সাংস্কৃতিক কেন্দ্রটি বিশ্বের সেরা সংগ্রহশালাগুলির মত আধুনিক শিল্পের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করবে।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, অর্থমন্ত্রী অমিত মিত্র নিউটাউনে রবীন্দ্রতীর্থ ভবনে (হিডকো) চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান ওয়াই ভি রেড্ডি-র সঙ্গে একটি বৈঠক করেন। অর্থ কমিশনের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা এবং রাজ্য সরকারের দফতরগুলির উন্নয়ন পরিকল্পনাগুলি রূপায়ণের জন্য ১ লাখ ৫৫ হাজার কোটি টাকার দাবী জানান।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি বৈঠক করেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কলকাতা সফরে তিনি সম্মানিত, পশ্চিমবঙ্গ সরকার ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, কর্মক্ষমতা বৃদ্ধি, শিল্প এবং নদীতীর সৌন্দর্যায়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ আছে। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁর দেশে যাওয়ার আমন্ত্রন জানান।
১৩/১১/২০১৩
•  পশ্চিমবঙ্গ সরকার এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলন এবং কারিগরি ও শিল্পপণ্য প্রদর্শনী ‘বিজ্‌ ব্রিজ’-এর চতুর্থ পর্ব অনুষ্ঠিত হল কলকাতায় মিলনমেলা প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গই উপযুক্ত স্থান। রাজ্যে শিল্প গড়ে ওঠার অনুকূল পরিস্থিতিগুলির কথা উল্লেখ করে তিনি শিল্পপতিদের এই রাজ্যে আরও বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া চালু প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করতে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বীরভূমের ইলামবাজারে জেলাশাসক ও পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে।

•  বীরভূমের ইলামবাজারের লাইব্রেরি ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীরভূমের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তিনি জানান। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী নলবাহিত জলসরবরাহ প্রকল্প সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। আগামী দিনে বিদ্যুৎ সরবরাহ-সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচী বীরভূম জেলার জন্য নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা ‘স্বাস্থ্য বন্ধু’ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১১/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আলিপুর চিড়িয়াখানায় বাঘেদের জন্য এক অত্যাধুনিক মুক্তাঙ্গন প্রকল্পের উদ্বোধন করেন। এতদিন পর্যন্ত দর্শকদের খাঁচার ভিতরে থাকা বাঘ দেখেই সন্তুষ্ট থাকতে হত। এখন থেকে খোলা জায়গায় বাঘেরা নিজের মত বিচরণ করবে, দর্শকরা থাকবেন কাঁচে ঘেরা এনক্লোজারের ভিতর। এদিন আলিপুর চিড়িয়াখানায় একটি পাখিরালয়েরও উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  মৌলানা আবুল কালাম আজাদের ১২৫তম জন্মদিবসে নবান্ন-এ তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১১/২০১৩
•  ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধন করলেন কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা কামাল হাসান, মিঠুন চক্রবর্তী, জয়া বচ্চন ও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান। মুম্বাই ও কলকাতা চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী এবং কলাকুশলীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকলো শহর কলকাতা। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে শ্রদ্ধা জানান সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে ও প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে টালিগঞ্জের শিল্পী ও কলা কুশলীদের জন্য স্বাস্থ্যবিমা প্রকল্পের উদ্বোধন করা হয়। এছাড়া বঙ্গবিভূষণপ্রাপ্ত বিশিষ্টদের আবাসন প্রকল্পেরও উদ্বোধন হয়। প্রবীণ শিল্পী সুপ্রিয়া দেবীকে দিয়ে এই প্রকল্পের সূচনা হয় এদিন। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ছিল ঋতুপর্ণ ঘোষের‘তাক ঝাঁক’(সান গ্লাস)। এবারের চলচ্চিত্র উৎসবের মূল স্লোগান – আট দিন সিনেমাকে দিন।
০৮/১১/২০১৩
•  কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে সম্বর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শচীনকে রেশমী উত্তরীয় এবং নিজের আঁকা ছবি দিয়ে সম্মানিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। লিটল মাস্টার তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনের ১৯৯তম টেস্ট ম্যাচ খেললেন কলকাতার ইডেন গার্ডেন্সে।
০৬/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্ন যাওয়ার পথে আলুর বাজারদর খতিয়ে দেখতে শিয়ালদহ কোলে মার্কেট, কলেজ স্ট্রিট মার্কেট পরিদর্শন করেন।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্ন-এ আলুর মূল্যবৃদ্ধি রুখতে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের চাহিদা মেটানোর পরই উদ্বৃত্ত আলু রাজ্যের বাইরে পাঠানো হবে। এছাড়া খোলা বাজারে আলুর কৃত্রিম অভাব সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন আলুর অযথা মজুতদারি, চোরাচালান এবং কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রশাসনিক নজরদারি করার জন্য ২৪ ঘন্টার একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে নবান্নে। কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্ব সাময়িকভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের হাতে নেওয়ার কথা ঘোষণা করেন।

•  ভুয়ো অর্থলগ্নী সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন রাজ্যের বহু সাধারণ মানুষ। গত এপ্রিল মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সাধারণ মানুষের সঞ্চয় সুরক্ষিত করতে স্বল্প সঞ্চয় প্রকল্প চালু করবে। এই ঘোষণার ৬ মাসের মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার টাউন হলে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
০৪/১১/২০১৩
•  ভ্রাতৃ দ্বিতীয়ায় রাজ্যের সকল ভাই-বোনেদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দেশ এবং রাজ্যের সকল মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানান।
০১/১১/২০১৩
•  কেবলমাত্র আধার কার্ড গ্রাহকদের জন্যই এলপিজিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে একটি সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ মানুষের আধার কার্ড আছে। নিজেদের দায়িত্ব পালন না করে কেন্দ্রীয় সরকার দেশের মানুষকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করছে। তাঁর মতে, এমন একটি কার্ড চালু করা উচিত যেটি সবক্ষেত্রেই ব্যবহারযোগ্য।

•  বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের জন্মদিনে মাননীয়া মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান।