খবর
৩১/০১/২০১৫
•   গার্ডেনরিচে একটি ১৫ এমজিডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। একই সঙ্গে তিনি চেতলা ওয়াটার বুস্টার পাম্পিং স্টেশন-এরও উদ্বোধন করেন, যেটি চালু হওয়ার ফলে চেতলা এবং আলিপুর এলাকার কমপক্ষে আড়াই লক্ষ নাগরিক উপকৃত হবেন। একই মঞ্চ থেকে কলকাতা পুরনিগমের অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
৩০/০১/২০১৫
•  পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের উদ্যোগে শুরু হল মিলনমেলা-২০১৫। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মিলনমেলার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্ব-নিযুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে উদ্যোগপতিদের সাহায্য করার লক্ষ্যে এই মিলনোৎসবের আয়োজন করে রাজ্যসরকার। এই মেলা চলবে ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ঋণ, বৃত্তি ও শিক্ষা খাতে ১৩২ কোটি টাকারও বেশী আর্থিক সহায়তা দেওয়া হয় এই উৎসবে।

•   সম্প্রীতি দিবস হিসাবে পালিত হল ৩০ জানুয়ারি । এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সকলকে ঐক্য এবং সংহতি বজায় রাখার বার্তা দেন।
২৯/০১/২০১৫
•  তৃতীয় আসানসোল শিল্প এবং বাণিজ্য মেলার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মেলায় মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বর্ধমানের আসানসোল এবং বীরভূম সংলগ্ন এলাকায় স্টিল, সার, সেরামিক টাইলস, অ্যারোট্রোপলিস, পেট্রোকেমিক্যাল এবং কোলমাইন শিল্পে ৭৪,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের পথে। শিল্পপতি এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, বর্ধমানে মিউটেশন ও জমির চরিত্র বদলের জন্যে একটি ‘ ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার’ স্থাপন করা হবে। এছাড়াও বর্ধমান এবং দুর্গাপুরের উদ্যোগপতিদের সুবিধার্থে গড়ে তোলা হবে দুটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়তা কেন্দ্র। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য একটি কোর কমিটি তৈরি করা হবে, ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। শিল্প ও বাণিজ্য বিভাগের প্রতিনিধিসহ সরকারি আধিকারিকদের নিয়ে তৈরি হবে এই শিল্পবিষয়ক কোর কমিটি।

•   জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিং-এর মৃত্যুতে তাঁর পরিবারকে গভীর শোক জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/০১/২০১৫
•  তৃতীয় আসানসোল শিল্প এবং বাণিজ্য মেলার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মেলায় মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বর্ধমানের আসানসোল এবং বীরভূম সংলগ্ন এলাকায় স্টিল, সার, সেরামিক টাইলস, অ্যারোট্রোপলিস, পেট্রোকেমিক্যাল এবং কোলমাইন শিল্পে ৭৪,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের পথে। শিল্পপতি এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, বর্ধমানে মিউটেশন ও জমির চরিত্র বদলের জন্যে একটি ‘ ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার’ স্থাপন করা হবে। এছাড়াও বর্ধমান এবং দুর্গাপুরের উদ্যোগপতিদের সুবিধার্থে গড়ে তোলা হবে দুটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়তা কেন্দ্র। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্য একটি কোর কমিটি তৈরি করা হবে, ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। শিল্প ও বাণিজ্য বিভাগের প্রতিনিধিসহ সরকারি আধিকারিকদের নিয়ে তৈরি হবে এই শিল্পবিষয়ক কোর কমিটি।

•   জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিং-এর মৃত্যুতে তাঁর পরিবারকে গভীর শোক জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/০১/২০১৫
•  এই নিয়ে তিন বছরে পা দিল ‘মাটি উৎসব’। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে, ২০১৩ সাল থেকেই পালিত হচ্ছে এই ‘মাটি উৎসব’। ইউনাইটেড নেশন, এই ধরণের কর্মোদ্যোগের গুরুত্ব বিবেচনা করে চলতি ২০১৫ সালকে ‘আন্তর্জাতিক মাটি বর্ষ’ আখ্যা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্ধমানের পানাগড়ের বিরুডিহায় এই উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির মূলে রয়েছে ‘মাটি’, এই বার্তাই তুলে ধরা হয় মাটি উৎসবে। মাটি উৎসব পালনের স্থায়ী ঠিকানা হিসাবে খুব শীঘ্রই বর্ধমানে তৈরি হতে চলেছে ‘মাটি তীর্থ’।
২৭/০১/২০১৫
•   মিলন মেলা প্রাঙ্গণের এসবিআই অডিটোরিয়ামে ৩৯তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং বৃটিশ সাংবাদিক অনিতা আনন্দ। কলকাতা বইমেলার এবারের থিম ইংল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃটিশ কাউন্সিলের ডিরেক্টর রব লাইন্স এবং সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী দু-তিন মাসের মধ্যে ভারতের মধ্যে ওয়াই-ফাই পরিষেবা প্রদানকারী প্রথম মেট্রো সিটি হয়ে উঠবে কলকাতা।
২৬/০১/২০১৫
•   ৬৬ তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে সংবিধানের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কথা স্মরণ করান । এদিনের কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা ও রাজ্য পুলিশ বাহিনী এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য বহনকারী বর্ণময় ট্যাবলো। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দার্জিলিং এবং সুন্দরবন থেকে আসা ছাত্র-ছাত্রীরাও।
২৩/০১/২০১৫
•   রাজ্যজুড়ে উদযাপিত হল দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবস। গতবারের মতো এবারও দার্জিলিং-এ রাজ্যসরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগদান করেন শেরপা এবং লেপচা সম্প্রদায়ের মানুষ। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শেরপা সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে পাহাড়ে একটি পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। তিনি জানান, শেরপা সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদকে রাজ্যসরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য প্রদান করা হবে।
২২/০১/২০১৫
•  তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের প্রথম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । গত বছর জানুয়ারি মাসে মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় তৈরি হয় এই পর্ষদ। নতুন বছরকে বরণ করতে এদিন পালিত হয় এক বর্ণময় অনুষ্ঠান ‘লোচার’। তামাং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী ‘দুম্ফু’ পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। তামাং জনজাতির উন্নয়নকল্পে আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য তামাং পর্ষদকে সহায়তা প্রদান করছে রাজ্য সরকার।
২১/০১/২০১৫
•  ‘হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব’-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যসরকার আয়োজিত এই উৎসবে ফুটবল, মার্শাল আর্ট, তীরন্দাজি এবং ভলিবলে অংশ নেন পাহাড় এবং ডুয়ার্সের ৭০০০ জন ক্রীড়াবিদ। ‘ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিউট’ -এর মহিলা পর্বতারোহীদের জন্য একটি হোস্টেলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর তিনি পর্যটন শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখতে টাইগার হিলের পথে রওনা হন। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, টাইগার হিলের পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের সুবিধার্থে ইকো-ট্যুরিজম কটেজ এবং পুলিশ আউটপোস্ট গড়ে তোলা হবে।
২০/০১/২০১৫
•   সপ্তাহব্যাপী ‘উত্তরবঙ্গ উৎসব, ২০১৫’ –এর সূচনা হল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ২০১২ সাল থেকে শুরু করে প্রতি বছরই পালিত হয় এই উত্তরবঙ্গ উৎসব। অংশগ্রহণ করবেন উত্তর বঙ্গের সাতটি জেলার মানুষ। প্রখ্যাত চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী, বাংলা ও ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, শিক্ষাবিদ সন্তোষ কুমার চক্রবর্তী, অধ্যাপক মৃত্যুঞ্জয় মুখার্জ্জী, চিকিৎসাবিদ ডঃ অনুপম সেন, সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক হিমাংশু কুমার সরকার এবং বিশিষ্ট লোকশিল্পী নারায়ণ বর্মনকে এই অনুষ্ঠানে রাজ্যের দ্বিতীয় সম্মান ‘বঙ্গরত্ন’ প্রদান করা হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বিশেষ সম্মান প্রদান করেন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন অঙ্কিতা দাস ও সৌম্যজিৎ ঘোষ, ক্রীড়াবিদ স্বপ্না বর্মন, তীরন্দাজ গুড়িয়া রায় এবং কৃতী ছাত্র গৌরব জৈনকে। এই অনুষ্ঠানে বেশ কিছু উপভোক্তাকে আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হয়।
১৯/০১/২০১৫
•   শিলিগুড়িতে প্রথম আন্তর্জাতিক উত্তরবঙ্গ শিল্পসম্মেলনের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভূটান, বাংলাদেশ সহ উত্তরবঙ্গের ৭ টি জেলার প্রতিনিধিসহ কলকাতার বিশিষ্ট শিল্পপতিরা এই সম্মেলনে যোগদান করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব সহ রাজ্য মন্ত্রী সভার কয়েকজন সদস্যরা। প্রত্যেকটি বিনিয়োগের প্রস্তাব খতিয়ে দেখতে উত্তরবঙ্গে একটি কোর কমিটি গঠন করা হবে। কোর কমিটিতে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব এবং বিশিষ্ট শিল্পপতিরা। প্রতি ৬ মাস অন্তর উত্তরবঙ্গে শিল্পায়নের অগ্রগতি সরেজমিনে দেখতে উত্তরবঙ্গে আসবেন তিনি।

•   উত্তরবঙ্গের শুল্ক প্রদানকারীদের সুবিধার্থে শিলিগুড়িতে ‘সেলস ট্যাক্স অ্যাপিলেট এবং রিভিশনাল বোর্ড’-এর একটি নতুন বেঞ্চের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা না এসেও মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের শুল্ক প্রদানকারীরা এই নতুন বেঞ্চেই অ্যাপিল পিটিশন করতে পারবেন। এতে তাঁদের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। এছাড়াও এদিন উত্তরকন্যায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়তা কেন্দ্র এবং মিউটেশন ও জমির চরিত্র বদলের জন্যে একটি ‘ ক্লিয়ারেন্স সেন্টার’- এর শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি জানান, উত্তরবঙ্গে একটি সম্মেলনকেন্দ্র এবং বাণিজ্য মেলা প্রাঙ্গণ তৈরি করা হবে। পাঁচটি রুগ্ন চা-বাগানের পরিকাঠামোগত সংস্কার সাধন করার কথাও এদিন ঘোষণা করেন তিনি।
১৪/০১/২০১৫
•  গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির সংস্কার করা হল। নিমতলা শ্মশানে কলকাতা পুরসভা আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রূপে নির্মিত এই সৌধটির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ওই একই অনুষ্ঠান মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাশীপুর ঘাটে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সমাধি সৌধের উদ্বোধনও করেন তিনি।
১২/০১/২০১৫
•  যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী গঙ্গাসাগর মেলার সকল তীর্থযাত্রীদের শুভকামনা জানালেন।
১০/০১/২০১৫
•   স্বামী বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে সূচনা হল তিন দিনের ‘ বিবেক চেতনা উৎসব’-এর। উৎসবের প্রথম দিনটিকে ‘ খেল দিবস’ হিসেবে উদযাপন করা হয়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অসামান্য অবদানের জন্য ক্রীড়াবিদদের ‘ক্রীড়া গুরু’, ‘বিশেষ খেল রত্ন’, ‘বাংলার গৌরব’ এবং ‘খেলরত্ন’ সম্মানে ভূষিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুহিতানন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।
০৮/০১/২০১৫
•  প্রথম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২ দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে বাংলায় মোট ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। এই প্রকল্পগুলি সম্পন্ন হলে পশ্চিমবঙ্গে এক কোটি কর্মসংস্থান হবে। তিনি ঘোষণা করেন, আগামী বছর ৮ এবং ৯ জানুয়ারি দ্বিতীয় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
০৭/০১/২০১৫
•  সল্টলেক স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, ২০১৫-এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করী। ভারতীয় শিল্পপতিদের পাশাপাশি ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, স্পেন, লুক্সেমবার্গ, ইজরায়েল, চেক প্রজাতন্ত্র, চিন, জাপান, সিঙ্গাপুর, মালেশিয়া, তাইওয়ান, কোরিয়া, বাংলাদেশ সহ মোট ২০ টি দেশের শিল্পপতিরা এই সম্মেলনে যোগদান করেন। সম্মেলনের প্রথম দিনের উল্লেখযোগ্য বিষয় হল, দেওচা পাচামি কয়লাখনি এবং ভোরসাগর প্রকল্পের মৌ সাক্ষর।
০৬/০১/২০১৫
•  দুই দিনব্যাপী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, ২০১৫-এর প্রাক্কালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশ বিদেশ থেকে আগত শিল্পপতি ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল রাজারহাটের ইকোপার্কে।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি।
০৫/০১/২০১৫
•  ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।
০৪/০১/২০১৫
•  ঈদ-ই-মিলান-উন-নবি উপলক্ষে সকলকে অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/০১/২০১৫
•   উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দানে ১৯তম যাত্রা উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন যাত্রা শিল্পীদের অবসর ভাতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান তিনি।

•   সাগর থেকে পাহাড়, রাজ্যের সব জেলার উন্নয়ন খতিয়ে দেখতে নবান্নে জেলাপরিষদগুলির সভাধিপতি এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে জেলাপ্রশাসনগুলির কার্যকলাপ পর্যালোচনা করা হয়।
০১/০১/২০১৫
•   ইংরেজী নববর্ষ ২০১৫ উপলক্ষে সকলকে অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।