খবর
২৯/০৯/২০১৬
•  হুগলী জেলা সফরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলার আধিকারিকদের সঙ্গে উন্নয়ন কার্যের অগ্রগতি বিষয়ে চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠকের পর সরকারি সভামঞ্চ থেকে বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন তিনি। জেলার প্রশাসনিক ভবন ছাড়াও পানীয় জল, সেচ, সড়ক, সেতু, পার্ক, হস্টেল ও থানাসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি হস্টেল, সড়ক, প্রশাসনিক ভবন ছাড়াও কর্মতীর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিন সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে সহায়তা এবং কৃষি সরঞ্জাম ও ভূমি পাট্টাসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি।

•  নির্মল বাংলা গড়ার লক্ষ্যে, পরিচ্ছন্নতায় সেরা জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। হুগলীর চুঁচুড়ায় সরকারি অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি জানান, হুগলী এবং উত্তর ২৪ পরগণায় নির্মল বাংলা মিশনের আওতায় প্রতিটি ঘরে শৌচালয় তৈরির প্রকল্প সম্পন্ন হয়েছে।
২৭/০৯/২০১৬
•  মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এই প্রথম তাঁর মুর্শিদাবাদ সফর। কৃষক বাজার, কর্ম তীর্থ, পাওয়ার সাব স্টেশন, থানা, রাস্তা নির্মাণ, ছাত্রীনিবাস, নতুন সরকারি ভবন, জল সরবরাহ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়াও সবুজ সাথী প্রকল্পে সাইকেল, কৃষি যন্ত্রপাতি, ভূমি পাট্টা, কন্যাশ্রী, যুবশ্রী ও শিক্ষাশ্রী প্রকল্পে অর্থমঞ্জুরসহ বিবিধ পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৪/০৯/২০১৬
•  আগামী ২৮ সেপ্টেম্বর পাহাড়ের একটি রাজনৈতিক দলের ডাকা বনধ প্রতিহত করতে সবরকম কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাহাড়ের জনজীবন শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখার আবেদন জানান তিনি পাহাড়বাসীর কাছে। তিনি বলেন পাহাড়ে এভাবে বনধ-এর রাজনীতি চলতে থাকলে উন্নয়নের কাজ ক্ষতিগ্রস্ত হবে। মন্ত্রীসভার ৩ জন সদস্যকে দার্জিলিং-এ উপস্থিত থেকে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেন তিনি।
২৩/০৯/২০১৬
•  পাহাড় সফরের তৃতীয় দিনে কালিম্পং-এ তামাং উন্নয়ন এবং সাংস্কৃতিক পর্ষদের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মিরিকে রাজ্য সরকারের সহযোগিতায় গঠিত হতে চলেছে তামাং ইয়ুথ হস্টেল। এদিনের অনুষ্ঠানে প্রকল্পটির শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তামাং বোর্ডের হাতে ইউথ হোস্টেলসহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ তুলে দেন তিনি।

•  পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বঙ্গ বিভূষণ’ গ্রহণ করতে সম্মতি প্রকাশ করেছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, আগামী ২০ অক্টোবর তিনি নিজে শিল্পীর মুম্বই-এর বাসভবনে গিয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেবেন।
২২/০৯/২০১৬
•  পাহাড় সফরের দ্বিতীয় দিনে কালিম্পং-এ এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে মর্গান হাউজে কালিম্পং ট্যুরিস্ট লজের আটটি নতুন কটেজ, ট্রেজারি বিল্ডিং, কালিম্পং-১ ব্লকের সুরুক সামথের-এ মার্কেটিং হাব, হিলকার্ট রোডে টি ডিরেক্টরেট-এর কার্যালয় এবং অন্যান্য জনকল্যাকারী প্রকল্প। নিউ জলপাইগুড়ি পুলিস স্টেশন এবং জোড়বাংলোর লোরুংধুরায় কমিউনিটি হলের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এ ছাড়াও গীতাঞ্জলি প্রকল্পের চেক এবং কন্যাশ্রী প্রকল্পের বৃত্তি প্রদান করেন তিনি।

•  কালিম্পং-এ মায়েল লায়াং লেপচা উন্নয়ন পর্ষদের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, কামি, সর্কি, দামাইসহ লেপচা গোষ্ঠীর উন্নয়ন এবং পাহাড়ের জনজাতিগুলির সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য তহবিল মঞ্জুর করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন ভুজেল, খাস, ফারিয়া-মুসলিম এবং নেওয়ার জনগোষ্ঠীর জন্য উন্নয়ন পর্ষদ গঠন করা হবে।
২১/০৯/২০১৬
•  হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন গিরিশ চন্দ্র গুপ্ত। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দার্জিলিং জেলার শিলিগুড়িতে এক সরকারি অনুষ্ঠানে এদিন ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেন তিনি। শুরু হল ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণের দ্বিতীয় পর্যায় । এর পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী উত্তর বঙ্গের সাংবাদিকদের জন্য ‘শ্রেষ্ঠার্ঘ্য’ নামে একটি সমবায় সংগঠনের উদ্বোধন করেন। শিলিগুড়ি শহর-সংলগ্ন কাওয়াখালিতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব-এর জন্য ৫ কাঠা জমি বরাদ্দ করা হয়েছে। এই জমির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এদিন ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর কালিম্পং যাওয়ার পথে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
২০/০৯/২০১৬
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সাংবাদিকদের জানান, রাজ্য স্বাস্থ্য পরিষেবায়, বিশেষত শিশুস্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এ রাজ্যে। আগের তুলনায় পশ্চিমবঙ্গে শিশুমৃত্যুর হারও অনেক কমেছে। ২০১৬ তে প্রকাশিত এসআরএস তথ্য অনুযায়ী ২০১১ সালে শিশুমৃত্যুর হার ছিল ৩২ শতাংশ যা ২০১৪ সালে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। তিনি জানান, ২৯-৩১ অগাস্ট পর্যন্ত তিরুপতিতে, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক আয়োজিত ন্যাশনাল সামিট-এ ট্রফি ও শংসাপত্রসহ প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস। জাতীয় গড় হিসাব অনুযায়ী শিশু মৃত্যুর হার ২০১১ সালে ৪৪ শতাংশ থেকে কমে ২০১৪ সালে হয়েছে ৩৯ শতাংশ। এই হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ, শিশু মৃত্যুর হার হ্রাস করায় বেশ খানিকটা এগিয়ে।

•  উরি হত্যাকাণ্ডে নিহত সেনাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা গঙ্গাধর দলুই ও বিশ্বজিত ঘোড়াই – এর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও প্রত্যেক পরিবার থেকে ১ জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/০৯/২০১৬
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে বৈঠক করলেন স্পাইস জেট বিমান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং। বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আসন্ন দুর্গাপূজোর কথা মাথায় রেখে বেশ কয়েকটি আন্তঃ রাজ্য বিমান চালু করছে বিমান সংস্থাটি। ৪ অক্টোবর বিমান পরিষেবা চালু হচ্ছে দমদম বিমানবন্দর থেকে শিলচর, আইজল, গুয়াহাটি, গোরখপুর এবং বিশাখাপত্তনম পর্যন্ত। আগামী ডিসেম্বর মাস থেকে কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামে বিমান পরিষেবা চালু হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারত এবং নেপাল, ভূটান, বাংলাদেশ এবং আশিয়ানভুক্ত দেশগুলির অন্যতম প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ। আগামী দিনে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে কলকাতা থেকে সরাসরি বিমান চালু করার কথাও এদিনের বৈঠকে আলোচিত হয়।
১৭/০৯/২০১৬
•  বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে এ বছর ‘বঙ্গ বিভূষণ’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে এদিন একথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পুজোর পরেই প্রবাদপ্রতিম এই শিল্পীকে সম্মান প্রদান করা হবে।
১৫/০৯/২০১৬
•  টাটা মেটালিক্স এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে গড়ে উঠবে স্কিল ডেভেলপ সেন্টার। নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং অর্থমন্ত্রী অমিত মিত্রর উপস্থিতে দুই সংস্থার মধ্যে মৌ স্বাক্ষরিত হল। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এই সেন্টারে প্রতি বছর ১০০০ থেকে ১২০০ জন বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়াও তিনি জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভলভো-কে পানাগড়ের শিল্পতালুকে কারখানা গড়ে তোলার জন্য ২৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার।
১৪/০৯/২০১৬
•  পূর্ব ঘোষণা মতো সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে সিঙ্গুরের ‘ইচ্ছুক অনিচ্ছুক’ কৃষকদের হাতে (জমি মালিক) হাতে জমির পরচাসহ ক্ষতিপূরণের ৮০৬টি চেক তুলে দিল রাজ্য প্রশাসন। মোট ৯,১১৭টি পরচা তৈরি করা হয়েছে। মোট ৯৯৭.৩৩ একর অধিগৃহীত জমির মধ্যে ৬০০ একরের বেশী জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। আগামী এক/ দু’সপ্তাহের মধ্যেই বাকি পরচা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। এদিন সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর জন্য বেআইনিভাবে অধিগৃহীত জমির সামনে এক বিশাল জনসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ক্ষতিপূরণের চেক ও পরচা কৃষকদের হাতে তুলে দিয়ে সৃষ্টি করলেন নয়া ইতিহাস। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভার সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকর ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অধিগৃহীত জমি কৃষিযোগ্য করে দেওয়া হবে। সেচের কাজে প্রয়োজনীয় জল সরবরাহের জন্য চেক ড্যাম ও টিউব ওয়েল তৈরি করে দেওয়া হবে। এছাড়া বীজ, সার ও অন্যান্য কৃষি সামগ্রীর প্রাথমিক যোগানও দেবে রাজ্য সরকার। তিনি আরও জানান, কৃষকদের এককালীন ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া বড় ও বহুমূল্য কৃষিযন্ত্র অপেক্ষাকৃত কম ভাড়ায় কৃষকরা পাবেন সিঙ্গুরে নির্মীয়মান কাস্টম হায়ারিং সেন্টার থেকে। বিগত পাঁচ বছর ধরে যে সকল কৃষকেরা ২ টাকা কিলো চালসহ যে সরকারি সহায়তা পেয়ে এসেছেন, তাঁরা আগামী নভেম্বর মাস পর্যন্ত এই সহায়তা পাবেন। পাশাপাশি তিনি জানান, শিল্প গড়ার জন্য বা কোনও উন্নয়মূলক কাজের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। কৃষকদের সঙ্গে আলোচনা না করে কোথাও এক ছটাক জমিতে সরকার হাত দেবে না। পশ্চিমবঙ্গে শিল্প গড়ে তোলার জন্য শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে তিনি জানান, ‘ল্যান্ড ব্যাঙ্কে’র নির্দিষ্ট জমি ব্যবহার করেই তাঁরা শিল্পতালুক গড়ে তুলতে পারেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী আরও একবার জানান, কৃষির বিকাশ ও শিল্পের উন্নতি দুই-ই হবে রাজ্যে।
১২/০৯/২০১৬
•  সিঙ্গুর দিবসের প্রাক্কালে নবান্নে সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ইতি মধ্যেই সিঙ্গুরে টাটাদের জন্য অধিগৃহীত ৯৯৭.৩৩ একর জমির মধ্যে ৬২০ একর জমির জরিপের কাজ শেষ হয়েছে। বাকি জমি জরিপের কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। আগামী ১৪ই সেপ্টেম্বর সিঙ্গুরের সভামঞ্চ থেকে ৮০০ জন কৃষককে ক্ষতিপূরণের চেক এবং পর্যায়ক্রমে ৯ হাজার ১১৭ জনকে পর্চা বিতরণ করা হবে। তিনি বলেন, শীর্ষ আদালতের রায় মোতাবেক অধিগৃহীত জমিকে চাষযোগ্য করেই জমির মালিক তথা কৃষকদের ফেরত দেওয়া হবে।

•   নভেম্বরে ব্যাঙ্ককে অনুষ্ঠিত হতে চলেছে গ্লোবাল বিজনেস কনফারেন্স। এই বাণিজ্যিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে আমন্ত্রণ জানানো হয়েছে । নবান্নে সাংবাদিক বৈঠকে আমন্ত্রণ গ্রহণ করার কথা জানান তিনি।

•   ঈদ- আল-আধার-এর প্রাক্কালে শান্তির বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, ধর্মীয় সংহতি নষ্ট করার প্রচেষ্টাকে বরদাস্ত করা হবে না। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই দেশ ধর্ম নিরপেক্ষ এবং এ রাজ্যে সব ধর্মীয় উৎসবই যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। তাই ধর্মের নামে হিংসা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০/০৯/২০১৬
•  ভ্যাটিকান এবং মিউনিখ সফর শেষ করে কলকাতায় ফিরলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৯/২০১৬
•  মিউনিখের সিটি সেন্টারে জার্মানির বণিক মহলের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জার্মান উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জানান, পশ্চিমবঙ্গ হল ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ভূটান ও নেপালের বাণিজ্যিক প্রবেশদ্বার, এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাজার জার্মান বিনিয়োগকারীদের কাছে নিশ্চিতভাবেই আকর্ষণীয় হবে। পশ্চিমবঙ্গকে বিনিয়োগের নতুন গন্তব্য হিসাবে স্থির করার আন্তরিক আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/০৯/২০১৬
•  রাজ্যে গত ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জার্মানির মিউনিখ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন । তিনি বলেন, ভারী বর্ষণের মাঝে দামোদর ভ্যালি কর্পোরশনের জলাধার গুলি থেকে যেন অতিরিক্ত মাত্রায় জল ছাড়া না হয়। এই বিষয় নিয়ে ডিভিসি কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য সেচ মন্ত্রীকে নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   জার্মানির শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠকের আগে সফর সঙ্গী বাংলার বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে মিউনিখে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, রাজ্যে বিদেশি লগ্নি আনার লক্ষ্যে বাংলায় ব্যবসা করার ভালো অভিজ্ঞতার কথা জার্মান উদ্যোগপতিদের জানাতে হবে। ৭ সেপ্টেম্বরের বৈঠকে কোন কোন শিল্পক্ষেত্রের ওপর জোর দেওয়া হবে, আলোচনায় তারও রূপরেখা তৈরি করা হয়।
০৫/০৯/২০১৬
•  ভ্যাটিকান সিটি-তে মাদার টেরেসার ক্যানোনাইজেশন বা ‘সন্ত স্তরে উন্নীতকরণ ’-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে মাদারকে ‘সেন্ট টেরেসা অফ ক্যালকাটা’ বলে অভিহিত করেন পোপ ফ্রান্সিস। মাননীয়া মুখ্যমন্ত্রীকে সাদরে সভাস্থলে নিয়ে যান মিশনারি অফ চ্যারিটির প্রধান সিস্টার প্রেমা।

•   রোম থেকে জার্মানির মিউনিখ শহরের উদ্দেশ্যে রওনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জার্মানির দুই গুরুত্বপূর্ণ বাণিজ্য সংস্থা বিভিএমডব্লিউ এবং এ্যাসোসিয়েশন অফ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনডাস্ট্রি ( আইএইচকে)-র আমন্ত্রণে তাঁর এই জার্মানি সফর। সন্ধে নাগাদ মিউনিখ পৌঁছান তিনি। আগামী ৭ সেপ্টেম্বর, জার্মান শিল্পদ্যোগীদের সঙ্গে একটি বৈঠকে যোগদান করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন অর্থ ও শিল্প মন্ত্রী অমিত মিত্র এবং কলকাতার মেয়র তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শোভন চ্যাটার্জী। রাজ্যের শিল্প মহলের প্রতিনিধিত্বকারী ২৯ জন শিল্পদ্যোগীদের একটি দল উপস্থিত থাকবেন এই বৈঠকে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাণিজ্যিক সফর মাননীয়া মুখ্যমন্ত্রীর।
০২/০৯/২০১৬
•  মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে রোমের উদ্দেশ্যে রওনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর তিনি ইতালিতে থাকবেন। ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসার ক্যানোনাইজেসন বা ‘সন্ত স্তরে উন্নীতকরণ ’-এর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইতালি থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী যাবেন জার্মান সফরে। মিউনিখে জার্মান শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   রাজ্যের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে রোমের বিমানে ওঠার আগে সাংবাদিকদের জানান, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন করেনি। এছাড়া তিনি ঘোষণা করেন, বনধ উপেক্ষা করে ৯৮ শতাংশ সরকারি কর্মচারি কাজে যোগদান করেছেন। এই কারণে তাঁরা দুর্গা পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি পাবেন।
০১/০৯/২০১৬
•  কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ২ সেপ্টেম্বরের বনধ-এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেবে প্রশাসন, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই কর্মনাশা বনধ কোনভাবেই বাংলার উন্নয়নের গতিকে স্তব্ধ করতে পারবে না। রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা যেন নির্ভয়ে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যান। স্কুল-কলেজ, হাট-বাজার, কল-কারখানা খোলা রাখুন, প্রশাসন পাশে থাকবে। বনধের দিন দুষ্কৃতীদের দ্বারা দোকানপাট , যানবাহন কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তিনি আরও জানান যে, যান চলাচলও স্বাভাবিক থাকবে। স্বাভাবিক জনজীবন অব্যাহত করতে উদ্যোগী যে কোনও প্রকার অপকর্মকে কড়া হাতে দমন করার কঠোর নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   সিঙ্গুরের কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেবার সরকারী প্রক্রিয়া শুরু হলো। এদিন নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ‘স্ট্যাটিজিক বৈঠক’ হয়। এদিনের বৈঠকে স্থির হয়, আগামীকাল অর্থাৎ ২সেপ্টেম্বর থেকেই জমি জরিপের কাজ শুরু হবে। জরিপের কাজ আগামি দুই সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে সকল কৃষক ক্ষতিপূরণের টাকা ২০০৬ সালে নেননি, তাঁদের টাকা ও জমি ফেরত দেওয়া হবে। যে কৃষকরা ক্ষতিপূরনের টাকা নিয়েছিলেন,তাদের জমি ফেরত দেওয়া হবে এবং নথিভুক্ত বর্গাদারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া এই বৈঠকে স্থির হয়, অধিগ্রহিত জমি পুনরায় ‘কৃষিযোগ্য’ করেই কৃষকদের হাতে ফেরত দেওয়া হবে।