খবর
৩০/০১/২০১৬
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ভারত সেবাশ্রম সংঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১৫ সালে সমাজ সেবার জন্য এই প্রতিষ্ঠানটিকে ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করা হয়।

•   মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে উদযাপিত সম্প্রীতি দিবসে সংহতির বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/০১/২০১৬
•  কলকাতার টাউনহলে প্রশাসনিক বৈঠকে সব দপ্তরের কাজের খতিয়ান নিলেন মাননীয়া মুখ্যন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্যসহ বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন সকল জেলাশাসক ও পুলিশ সুপার। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে নির্ধারিত সময়ে শেষ হয়, সেই লক্ষ্যে ১০০-রও বেশি প্রশাসনিক বৈঠক করেছে সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত এই বৈঠকগুলির ফল স্বরূপ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সমন্বয় সাধন সম্ভব হয়েছে। তিনি বলেন, যে সব প্রকল্পগুলির টাকা কেন্দ্র বকেয়া রেখেছে, সেগুলিকেও চালু রেখেছে রাজ্যসরকার। এদিন উন্নয়নের খাতে বিভিন্ন দপ্তরের ব্যয়ের তালিকা প্রকাশ করেন তিনি। তালিকায় শীর্ষে রয়েছে প্রাণী সম্পদ উন্নয়ন ও আবাসন দপ্তর, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, বন দপ্তর, যুব কল্যাণ ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তর, কৃষি দপ্তর, জনস্বাস্থ্য কল্যাণ এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, শিল্প পুনর্গঠন এবং খাদ্য সরবররাহ দপ্তর, বিদ্যুৎ ও শিল্প বাণিজ্য দপ্তর, সংখ্যালঘু বিষয়ক, সেচ ও জলপথ বিভাগ সহ ২২টি দপ্তর।
২৮/০১/২০১৬
•  নিউটাউনে হজ হাউস ‘মদিনাতুল হুজ্জাজ’-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৫ বিঘা জমির ওপর ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ তলা এই ভবনটিতে তিন হাজার হজ যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। ত্রিপুরা, ওড়িশা এবং এ রাজ্যের উত্তরবঙ্গের হজ যাত্রীরা এখানে থাকতে পারবেন। এই ভবনে মসজিদ, প্রেক্ষাগৃহসহ সব রকম আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এদিন পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, দিলখুশা স্ট্রিটে এ কে ফজলুল হক মুসলিম ছাত্রী আবাস, একবালপুরে গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজ, উত্তর ২৪ পরগণার ৪টি রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়ীকরণ, বেড়াচাঁপা ও তেঁতুলিয়াতে পর্যটদের জন্য মোটেল, উত্তর ২৪ পরগণার বিভিন্ন বিদ্যালয়ে সোলার লাইট প্রতিস্থাপনসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/০১/২০১৬
•  কলকাতার রেড রোডে ‘খাদ্যসাথী’ প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, এই প্রকল্পের আওতায় রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে খাদ্যশস্য দেওয়া হবে। এছাড়াও ৫০ লক্ষ মানুষ বাজারদরের তুলনায় অর্ধেক দামে খাদ্যশস্য পাবেন। ‘খাদ্যসাথী’ প্রকল্পে জঙ্গলমহলের বাসিন্দা, পুরুলিয়ার খরা বিধ্বস্ত এলাকার মানুষ,জনজাতিভুক্ত মানুষ, চা-বাগানের শ্রমিক, আয়লা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং জেলায় পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা ২ টাকা কিলো চাল বর্তমানে পাচ্ছেন তাঁরাও এই পরিষেবাভুক্ত হবেন। এদিন কলকাতার চারটি মহিলা থানা, রাজারহাটের জন্য দ্বিতল বাস, হাওড়া পুরসভার নিজস্ব সংগীত- নৃত্য আকাদেমি, আর্কাইভ ও ‘সমাজবান্ধব’ পেনশন প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে।
২৬/০১/২০১৬
•  ৬৭তম সাধারণতন্ত্র দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা। কুচকাওয়াজে অংশগ্রহণ করে সেনাবাহিনীর জওয়ান, পুলিশ বাহিনী এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী। এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য বহনকারী বর্ণময় ট্যাবলোগুলি। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিও ট্যাবলোতে ছিল। এ দিনের শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
২৫/০১/২০১৬
•  মিলন মেলা প্রাঙ্গণে শুরু হল ৪০ তম ‘আন্তর্জাতিক কলকাতা বই মেলা’। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং এবারের থিম বলিভিয়া-র প্রথিতযশা সাহিত্যিক ম্যাগেলা বাওদোইন। ভিয়েতনামও এ বছর প্রথম যুক্ত হল কলকাতা বই মেলার সঙ্গে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলিভিয়ার সুদীর্ঘ সংগ্রাম এবং ভিয়েতনাম যুদ্ধের ৪০ বছর পূর্তিতে দুই দেশকে অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি,২০১৬ পর্যন্ত।
২৩/০১/২০১৬
•  নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন দার্জিলিং-এর ম্যালে ‘দেশনায়ক’-এর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। উপস্থিত ছিলেন আবাসন ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিকরা। নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে ম্যালে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
২২/০১/২০১৬
•  পাহাড়ের জনজাতিগুলির উন্নয়নে নয়া উদ্যোগ। লেপচা, তামাং, শেরপা, ভুটিয়া এবং মঙ্গর উন্নয়ন পর্ষদের পর তৈরি হল লিম্বু এবং খাম্বু-রাই উন্নয়ন পর্ষদ। দার্জিলিং-এর সিংমারির কাছে নর্থপয়েন্টে শেরপা উন্নয়ন পর্ষদের প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠানে এ কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পাহাড়ের জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এদিনও ২৬ কোটি টাকার চেক প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী । শেরপা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মাননীয়া মুখমন্ত্রীকে তাঁদের জনজাতির ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে ‘হিমল- তরাই- ডুয়ার্স ক্রীড়া উৎসব’ –এর পুরস্কার প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই উৎসবে উপস্থিত ছিলেন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ফুটবল, তীরন্দাজি, মার্শাল আর্ট, ভলিবল এবং অন্যান্য ক্রীড়া ক্ষেত্রের কমপক্ষে ৯ হাজার ক্রীড়াবিদ। এদিনের অনুষ্ঠানে ৪০০টিরও বেশি ক্লাব যোগদান করে। পুরস্কার বিতরণের পর ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনই বিকেলে দার্জিলিং ম্যালে অনুষ্ঠিত ‘উত্তর বাংলা উৎসব’-এ যোগ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২১/০১/২০১৬
•  পাহাড়ে সরকারি সম্পত্তি ধ্বংস করে আন্দোলনের রাজনীতি বন্ধ করার আবেদন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিলিগুড়ির সালুগাড়ায় এক সরকারি অনুষ্ঠানে তিনি জানান, ২০১৩ সালে পুড়িয়ে দেওয়া হয়েছিল দার্জিলিং-এর তাকদার বনবাংলো । বাংলোটির সংস্কারের কাজ শুরু হয়েছে। এদিন শিলিগুড়ি ও সেবকের মাঝে ৯০০ একর জমির ওপর ‘আফ্রিকান সাফারি’-র ধাঁচে গড়ে ওঠা ‘বেঙ্গল সাফারি’-র উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়াও জলপাইগুড়ির পানবাড়ির প্রাণী ও মৎস্য বিজ্ঞান কলেজ, ফাঁসিদেওয়ার চিকেন অ্যান্ড পর্ক প্রসেসিং প্ল্যান্ট, জটিয়াখালির ব্রয়লার ব্রিডিং ফার্ম ও হ্যাচারি, মাটিগাড়ায় গ্রন্থাগার, শিলিগুড়ি ও মাটিগাড়ায় মহিলা থানা, ফাঁসিদেওয়ায় পুলিশ আধিকারিকের দপ্তর, মহিলা আরক্ষা কর্মীদের আবাসনসহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিন তিনি সাংবাদিকদের স্বাস্থ্যবীমা-র আওতাভুক্ত করার কথা ঘোষণা করেন। চলতি বছরের ১ মার্চ থেকে নতুন এই বীমা প্রকল্প কার্যকরী হবে।
১৯/০১/২০১৬
•  বর্ধমানের সাধনপুরে ‘মাটি উৎসব ২০১৬’ –এর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিশিষ্ট অতিথিবর্গ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। মাটি এবং কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ ও গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার স্থায়ী ঠিকানা ‘মাটি তীর্থ কৃষি কথা’–এর উদ্বোধন করেন তিনি। বর্ধমানের প্রসিদ্ধ ল্যাংচা, সীতাভোগ ও মিহিদানার কারিগর ও বিক্রেতাদের জন্য কমন ফেসিলিটি সেন্টার ‘ল্যাংচা হাব’-এর শিলান্যাস করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী। ২৫ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত চলবে মাটি উৎসব।

•   বর্ধমানে মাটি উৎসব থেকে বোলপুর যাওয়ার পথে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ছাত্রদের খালি পায়ে স্কুলে আসতে দেখে তিনি সে মুহুর্তেই ঘোষণা করেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখন থেকে বিনামূল্যে জুতো বিতরণ করবে রাজ্য সরকার। এর জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণের কথাও ঘোষণা করা হয়েছে।
১৮/০১/২০১৬
•  বীরভূমে ‘দেউচা পাচামী দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা’ কয়লাখনি প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দেশের মধ্যে সর্ব বৃহৎ এই খনিতে সঞ্চিত কয়লার পরিমাণ ২১০ কোটি টন। প্রকল্পটিতে আনুমানিক ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই খনি থেকে উত্তোলিত কয়লা ব্যবহৃত হবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটি থেকে লক্ষাধিক কর্মসংস্থান হবে। প্রকল্পটি গড়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং বেঙ্গল বীরভূম কোলফিল্ড লিমিটেড-এর যৌথ উদ্যোগে।

•   তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বীরভূমের কেন্দুলির জয়দেব মেলায় প্রথম ‘ বাউল ও লোক উৎসব’-এর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গৌড়ীয় বৈষ্ণব ও বাউল সম্প্রদায়ের এই তীর্থভূমিতে ‘লোকপ্রসার’ প্রকল্পের অন্তর্গত একহাজার বাউল শিল্পী সমবেত সঙ্গীত পরিবেশন করেন। বাংলার এই লোক ঐতিহ্যর সংরক্ষণ ও প্রসারের উদ্দেশ্যে কেন্দুলিতে ‘ জয়দেব বাউল অ্যাকাডেমি’ গড়ে তোলা হচ্ছে। এদিন বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জয়দেব মন্দির পরিদর্শনের পর তিনি জেলা প্রশাসনকে এই ঐতিহ্যপূর্ণ এলাকার সৌন্দর্যায়ণ এবং উন্নয়নের রূপরেখা তৈরি করতে নির্দেশ দেন। বীরভূমের জেলা প্রশাসন এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে বোলপুরের কাছে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। এদিন ওই পর্যটন কেন্দ্রের ‘ রাঙাবিতান’ নামকরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী স্বয়ং।
১৫/০১/২০১৬
•  নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘মহা নিষ্ক্রমণের” ৭৫ তম বর্ষকে স্মরণ করতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল নেতাজী রিসার্চ ব্যুরো, এলগিন রোডের নেতাজী ভবনে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি নেতাজীর অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের দাবি জানান। নেতাজীর জীবনাদর্শ নিয়ে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া নেতাজীর বাসভবনের প্রবেশদ্বারে একটি মার্বেল ফলকের উন্মোচন করেন তিনি। এই পথেই নেতাজী শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে যান, তাঁর ভাইপো ডাঃ শিশির বসুর গাড়িতে সওয়ার হয়ে।

•   এদিন নেতাজী ভবনের ওই অনুষ্ঠান মঞ্চ থেকে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পরিবহণ দফতরের ‘গতিধারা’প্রকল্পে ১ হাজার বেকার যুবককে আর্থিক সহায়তা প্রদান করেন। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় পরিবহণ ব্যবসায় আরও বেশী স্বনির্ভরতা গড়ে তোলাই ‘গতিধারা’ প্রকল্পটির মূল লক্ষ্য। এই প্রকল্পে যোগ্য আবেদনকারী ব্যক্তি গাড়ি কেনার জন্য সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য পাবেন। সারা রাজ্যে ১,৩০০ টি কেন্দ্র থেকে গতিধারা প্রকল্পে সহায়তা প্রদান করা হবে।
১৩/০১/২০১৬
•  কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ১৫০তম জন্মবার্ষিকীস্মরণে,কলকাতার আলিপুরে সরকারি উদ্যোগে সাংস্কৃতিক কেন্দ্র ‘ধনধান্য’ তৈরির কাজ চলছে। নির্মীয়মান এই সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণকার্যের অগ্রগতি খতিয়ে দেখতে এদিন স্থানটি পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অত্যাধুনিক কেন্দ্রটিতে থাকবে একটি প্রেক্ষাগৃহ, একটি মুক্তমঞ্চসহ ক্যাফেটেরিয়া, পার্কিং লট ইত্যাদি নানান ব্যবস্থা।

•   বারাসতের কাছারি ময়দানে আয়োজিত ২০তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ বছরের থিম ‘বাংলার জীবনে যাত্রা’। ৩২ দিন ধরে চলবে এই যাত্রা উৎসব। পৌরাণিক বিষয়ভিত্তিক পালাগুলি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। স্বাধীনতা পরবর্তীকালে যাত্রার বিষয়বস্তুতে পরিবর্তন আসে। যাত্রা হয়ে ওঠে সামাজিক বিষয় নির্ভর। নির্মল মুখার্জী, জয়শ্রী মুখার্জীসহ ১৬ জন বিশিষ্ট যাত্রা শিল্পীকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। এছাড়া ৩১১ জন দুঃস্থ যাত্রা শিল্পীকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ বছর যাত্রা সম্রাজ্ঞী ‘বীণা দাশগুপ্ত’ নামাঙ্কিত পুরস্কার পেলেন মীনাক্ষী দে। কাছারি ময়দান ছাড়াও বাগবাজারের ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে অভিনীত হবে যাত্রা উৎসবের পালাগুলি।
১২/০১/২০১৬
•  ১৫৪ তম বর্ষে পদার্পন করলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। তাঁর আদর্শ প্রচারের উদ্দেশ্যে ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এদিন শেষ হল ‘বিবেক চেতনা উৎসব’।

•   সঙ্গীতের কোনও সীমা নেই, দেশ নেই, সঙ্গীত সারা পৃথিবীর। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘মিলন উৎসব ২০১৬’-র মঞ্চে কিংবদন্তী গজল গায়ক গুলাম আলিকে সংবর্ধনা জ্ঞাপন পর্বে এই ভাষায় গজল সম্রাটকে কলকাতায় স্বাগত জানান মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন অনবদ্য গজল পরিবেশনের ভিতর দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেনগুলাম আলি। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
০৯/০১/২০১৬
•  দু দিনের আন্তর্জাতিক স্তরের বাণিজ্য সম্মেলন থেকে ২ কোটি, ৫০ লক্ষ, ১০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ প্রস্তাব এল রাজ্যে। ‘ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’-এর শেষ দিনে তাঁর ভাষণে এ কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উৎপাদন, খনিজ, পরিবহণ, নগরোন্নয়ন, তথ্য প্রযুক্তি ও টেলিকম, উচ্চ শিক্ষা, প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য, বস্ত্র ও বিদ্যুৎ সহ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দেশ-বিদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব এসেছে। এছাড়াও স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি দেশী-বিদেশী সংস্থার সঙ্গে । মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, তিনটি নতুন শিল্পনীতি গ্রহণ করেছে রাজ্য। সেগুলি হল, স্টার্ট-আপ, ডিজাইন এবং থিম সিটিগুলির উন্নয়ন সহ টাউনশিপ পলিসি। তিনি বলেন, নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যে বিপুল পরিমান কর্ম সংস্থান হবে এবং দ্রুত এদেশের শিল্প মানচিত্রে বিনিয়োগের গন্তব্য হিসেবে শীর্ষস্থান অধিকার করবে পশ্চিমবঙ্গ।
০৮/০১/২০১৬
•  ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’ প্রথম দিনেই আশাতীত সাফল্যের মুখ দেখল। এল বিপুল পরিমান অর্থের বিনিয়োগ প্রস্তাব। দেশ-বিদেশের শিল্পপতি সহ অন্যান্য বিশিষ্ট অংশগ্রহণকারীরা জানান, বাংলার শিল্প সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কর্ম সংস্কৃতির উন্নয়নসহ শিল্পের প্রতিকূল যাবতীয় সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের সক্রিয় ভূমিকা বাংলাকে করে তুলেছে শিল্পবান্ধব। এদিন কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’ এর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণময় উপস্থিতি ছিল ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোবগে, ব্রিটেনের মাননীয়া শ্রমমন্ত্রী প্রীতি প্যাটেল ভূটানের মাননীয় অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক, বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফাই আহমেদ। এছাড়া, কেন্দ্রীয় অর্থ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অরুণ জেটলি, জাহাজ ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু, কেন্দ্রীয় কয়লা মন্ত্রী পীযূষ গোয়েল এবং দিল্লীর মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, ডঃ সুভাষ চন্দ্র, নিরঞ্জন হিরনআন্দানি, সজ্জন জিন্দল, রাকেশ ভারতী মিত্তল, মোহনদাস পাই, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া সহ দেশ-বিদেশের উদ্যোগপতিরা। এই বাণিজ্য সম্মেলনে ২৫ টি দেশের রাষ্ট্রদূত, বণিক সভার সদস্য সিআইআই, ফিকি, অ্যাসোচেম-এর প্রতিনিধি সহ বাণিজ্যবিশ্বের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা অংশ নেন।
০৭/০১/২০১৬
•  কলকাতায় আয়োজিত বাণিজ্য সম্মেলন ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ –এ অংশগ্রহণকারী বিশিষ্ট অতিথিদের নৈশভোজের আপ্যায়নে ইকোপার্কে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোবগে, ব্রিটেনের মাননীয়া শ্রমমন্ত্রী প্রীতি প্যাটেল, দিল্লীর মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় অর্থ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অরুণ জেটলি, জাহাজ ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং দেশ বিদেশের বিশিষ্ট শিল্প ও বাণিজ্য প্রতিনিধিরা।
০৬/০১/২০১৬
•  শালবনিতে জিন্দল গ্রুপের সিমেন্ট প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্টিল, বিদ্যুৎ এবং সিমেন্ট উৎপাদন প্রকল্পে মোট ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। স্বাধীনতার পরবর্তীতে রাজ্যে এটিই সর্বোচ্চ বিনিয়োগ। সিমেন্ট প্ল্যান্টে ২.৪ মেগা টন সিমেন্ট এবং বিদ্যুৎ কেন্দ্রে ৩০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

•   আগামী ৮ ও ৯ জানুয়ারি, কলকাতায় আয়োজিত বাণিজ্য সম্মেলন ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ –এ যোগ দিতে ৪ দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোবগে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে এদিন এক সৌজন্য বৈঠকে মিলিত হন ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী।

•   শালবনিতে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে অত্যাধুনিক বৈদ্যতিন যোগাযোগের মাধ্যমে গঙ্গাবক্ষে একটি বিলাসবহুল নৌ-যাত্রার উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ‘গ্যাঞ্জেস ভয়জার-২’ নামের এই প্রমোদ তরীটি কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করবে। ৬ দিন ৭ রাত-এর এই বিলাসবহুল নৌ যাত্রায়, গঙ্গাতীর সংলগ্ন বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করে মুর্শিদাবাদ পৌঁছবেন পর্যটকেরা। এই বিলাসবহুল তরীটিতে থাকবে আন্তর্জাতিক মানের অন্দরসজ্জা সম্পন্ন ২৮টি কেবিন। এ ছাড়াও থাকছে স্পা, বার, লাউঞ্জ, ক্যাফে, রেস্টুরেন্ট এবং লাইব্রেরি। একটি বে-সরকারি সংস্থার দ্বারা রূপায়িত হচ্ছে এই বিনোদনমূলক প্রকল্পটি।
০৫/০১/২০১৬
•  নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার দেখভাল করার দায়িত্ব তুলে দেন হল সাতজন মাননীয় মন্ত্রীর হাতে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত থাকবেন কচুবেড়িয়ায়। নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সেচ মন্ত্রী রাজীব ব্যানার্জ্জী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, সংখ্যালঘু উন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা থাকবেন হারউড পয়েন্টে।

•   জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবাকে আরও সুদৃঢ় করতে ওন্দা এবং ছাতনায় গড়ে উঠেছে দুটি ৩০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল। মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে দ্বিতীয় জঙ্গলমহল উৎসবের শুভসূচনা করার পর এই দুটি হাসপাতালের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণ করেন তিনি। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত চলবে জঙ্গলমহল উৎসব।
০১/০১/২০১৬
•  ইংরাজি নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।