খবর
৩০/১২/২০১৪
•  পশ্চিমমেদিনীপুরের জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/১২/২০১৪
•   মেদিনীপুর কলেজ ময়দান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্রথম জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে জঙ্গলমহলকাপ ফুটবল প্রতিযোগীতার পুরস্কার প্রদান করেন তিনি।
২৮/১২/২০১৪
•   তিন দিনের পশ্চিমমেদিনীপুর সফরে রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
২৭/১২/২০১৪
•  অসম থেকে কোচবিহারে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাশেই আছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন কুমারগ্রামে শরণার্থীশিবির পরিদর্শনের পর এই বার্তা দিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, সন্ত্রস্ত প্রতিবেশী রাজ্যের বাসিন্দারা আমাদের অতিথি। সকলকে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি।
২৬/১২/২০১৪
•  আলিপুরদুয়ারের কুমারগ্রামে শরণার্থী শিবির পরিদর্শন করতে উত্তরবঙ্গ রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অসমের চারটি আদিবাসী গ্রামে জঙ্গীহানায় সন্ত্রস্ত গ্রামবাসীদের একাংশ সীমান্ত পার হয়ে আশ্রয় নেন কোচবিহারে।
২৫/১২/২০১৪
•   রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/১২/২০১৪
•  পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুরনিগমের যৌথ উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল প্রথম ইন্ডিয়ান সুপার লিগ জয়ী ফুটবলদল আতলেতিকো দ্য কোলকাতাকে। এই উপলক্ষ্যে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   বড়দিনের প্রাক্কালে সেন্ট পল ক্যাথিড্রাল গীর্জায় মধ্যরাতের বিশেষ প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/১২/২০১৪
•   শহরে পানীয় জলের সমস্যা নিরসনে কলকাতা পুরনিগমের নতুন উদ্যোগ। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন ই এম বাইপাস সংলগ্ন অঞ্চলের মানুষ। ধাপায় জয় হিন্দ পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করে এই সমস্যার সমাধান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই প্রকল্পের ফলে তিরিশ লক্ষ গ্যালন জল সরবরাহ করা সম্ভব হবে। এদিন ক্যাপ্টেন ভেরিতে অ্যাকুয়াটিক পার্কের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   নবান্নে কেন্দ্রীয় সড়ক ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যে সড়ক নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় মাননীয়া মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকার ভূয়সী প্রসংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী । তিনি জানান, রাজ্যের বন্দর এবং সড়ক পথ উন্নয়ন ও সংস্কারে মোট ৩১ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। এর মধ্যে কলকাতা, হলদিয়া ও সাগরে গভীর সমুদ্র বন্দর ‘ভোরসাগর’ প্রকল্পের জন্য বরাদ্দ হচ্ছে ১৫ হাজার ৩৫০ কোটি টাকা। এছাড়া ১৬ হাজার কোটি টাকা ব্যয় করা হবে সড়ক নির্মাণ ও সংস্কার খাতে।
২২/১২/২০১৪
•  বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের সম্মানে রাজভবনে নৈশ ভোজে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/১২/২০১৪
•   রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত নৈশভোজে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/১২/২০১৪
•   দিল্লির সেনা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
১৬/১২/২০১৪
•  পার্কস্ট্রিটের অ্যালেনপার্কে বড়দিনের উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ৩রা জানুয়ারি পর্যন্ত।
১৫/১২/২০১৪
•  খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড করে ফের ‘কৃষিকর্মণ’ পুরস্কার পেল রাজ্য। এই নিয়ে পরপর তিনবার এই কেন্দ্রীয় স্বীকৃতি অর্জন করল পশ্চিমবঙ্গ । পুরস্কার হিসাবে রাজ্যের প্রাপ্তি ট্রফি, শংসাপত্রসহ নগদ ২ কোটি টাকা।
০৮/১২/২০১৪
•   জল-জঙ্গলের দেশ সুন্দরবনে তৈরি হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনা সাকার করতে এই বৃহৎ কর্মকান্ডে অর্থলগ্নীতে উৎসুক শিল্পপতিরাও এদিন তাঁর সফরসঙ্গী হন। তিনি এদিন ঝড়খালিতে একটি ইকোরিসর্ট-এর শিলান্যাস করেন, নাম দেন ‘ঝড়’। একই সঙ্গে ‘ব্যাঘ্র সুন্দরী’ নামে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হলে আগামী দিনে সুন্দরবন এক বিশ্বমানের ভ্রমণ কেন্দ্র হয়ে উঠবে। এর ফলে রাজ্যের আর্থিক বিকাশ গতিশীল হবে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথমে কুলতলী ও পরে ঝড়খালি এই দুটি স্থানে আয়োজিত সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এছাড়া জেলার প্রান্তিক মানুষের হাতে সরকারি সাহায্যও তুলে দেন তিনি।
০৪/১২/২০১৪
•   উত্তরবঙ্গ সফরে এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কোচবিহারের দিনহাটায় একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি পরিষেবা প্রদানও করেন তিনি।
০৪/১২/২০১৪
•   উত্তরবঙ্গ সফরে এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কোচবিহারের দিনহাটায় একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি পরিষেবা প্রদানও করেন তিনি।
০৩/১২/২০১৪
•   উত্তরবঙ্গ থেকে শুরু হল রাজ্যের সঙ্গে সড়কপথে আন্তর্জাতিক যোগাযোগ। জলপাইগুড়ি জেলায় এক সরকারি অনুষ্ঠানে নেপাল-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশ সড়কপথ নির্মাণের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া ইন্ডোর স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সসহ একাধিক প্রকল্পের সূচনাও করেন তিনি।