খবর
৩০/১২/২০১৫
•  দু’দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফেরার পথে শিলিগুড়িতে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের চা-বাগানের এই সংকটময় পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। তিনি আরও বলেন যে, দুর্দশাগ্রস্ত চা শ্রমিকদের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার ১০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে, যা খুব শীঘ্রই রূপায়িত হবে।
২৯/১২/২০১৫
•  একই দিনে দুটি পৃথক অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উত্তর দিনাজপুর জেলার ধরমপুরে এক সরকারি অনুষ্ঠানে রায়গঞ্জ জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট, ১০০ শতাংশ গ্রামীণ বৈদ্যুতিকরণ, ইটাহারে পলিটেকনিক কলেজ সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি আম্বেদকর দিবসের সূচনা করেন এবং ঘোষণা করেন যে আগামী ৩০ ডিসেম্বর রাজ্যজুড়ে পালিত হবে ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী। এরপর তিনি দক্ষিণ দিনাজপুরে তপনে এক সরকারি অনুষ্ঠানে বুনিয়াদপুরে সার্কিট হাউস, বালুরঘাটে যুব আবাস, আদিবাসী জনবসতিতে পানীয় জল সরবরাহ প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
২৮/১২/২০১৫
•  দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর সার্কাস গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া জেলাবাসীদের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ক্রিটিক্যাল ইউনিট, সাগর ব্লকে কর্মতীথ, বিভিন্ন ব্লকে আইটিআই সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষিযন্ত্রপাতি সহ বেশ কিছু জনহিতকর পরিষেবা বিতরণ করা হয়।

•   নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ৭৭তম ক্যাডেট অ্যান্ড সাব-জুনিয়র ন্যাশনাল টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে রাজ্যে একটি টেবলটেনিস অ্যাকাডেমি তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।
২৪/১২/২০১৫
•  লোকশিল্পীদের প্রচারের আলোয় আনতে শুরু হল বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব। এদিন লোক সংস্কৃতি উৎসবের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতার ‘লাল দীঘি’-তে এবং ‘প্রিন্সেপ ঘাট’ এই দুটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। লালদীঘির মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি বিশেষ ভাসমান মঞ্চ তৈরি করা হয়েছে। ১ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত চলবে এই উৎসব।
২৩/১২/২০১৫
•  দীঘা-কলকাতা হেলিকপ্টর পরিষেবার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। । এর ফলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পর্যটকরা পৌঁছে যাবেন সৈকত নগরীতে।
২২/১২/২০১৫
•  দীঘার সমুদ্রতট সরজমিনে পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, খুব তাড়াতাড়ি দীঘা এবং তৎসংলগ্ন এলাকাকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে গড়ে তোলার কাজ সম্পন্ন হবে। এদিন দীঘায় পূর্ব মেদিনীপুরের জেলা এবং দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২১/১২/২০১৫
•  তিন দিনের পূর্বমেদিনীপুর সফরে নয়াচর পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ইকোট্যুরিজমের গন্তব্যস্থল হিসাবে নয়াচরকে গড়ে তোলা হবে। নয়াচর থেকে নন্দী গ্রামের তেখালির উদ্দেশ্যে রওনা হন তিনি।

•   পূর্ব মেদিনীপুর জেলায় ‘সবুজ সাথী প্রকল্পের শুভসূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নন্দীগ্রামের তেখালিতে সরকারি জনসভায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিন মৎস্যজীবীদের বিভিন্ন যন্ত্রপাতি, পাট্টা, বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তাসহ বিবিধ পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৮/১২/২০১৫
•  হুগলির ৮টি রুটে ১৯টি নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই পদক্ষেপের ফলে হুগলির বাসযাত্রীদের যাতায়াত আরও সুগম হবে। এদিন ডানকুনিতে এক সরকারি জনসভায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। অন্যান্য পরিষেবার পাশাপাশি ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   সংখ্যালঘু অধিকার দিবসে ফুরফুরা শরিফে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি ফুরফুরা শরিফ ডেভলেপমেন্ট বোর্ড গঠন করার কথা ঘোষণা করেন।
১৬/১২/২০১৫
•  মুর্শিদাবাদের সাগরদীঘির ধামুয়া স্পোর্টস কমপ্লেক্সে ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভসূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের উদ্বোধন করেন তিনি। জঙ্গিপুর এবং সাগরদীঘি ব্লকে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ১০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর শুভসূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মডেল স্কুলগুলিতে জল সরবরাহ প্রকল্প সহ বিভিন্ন দপ্তরের সরকারি ভবন, ইউথ হোস্টেল, কর্মতীর্থ-র উদ্বোধন হয় এদিন। জেলা জুড়ে নতুন রাস্তা, সরকারি ভবন এবং বিদ্যালয় ভবন, আর্সেনিকমুক্ত জল সরবরাহ প্রকল্প সহ বেশ কিছু জনহিতকর প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ডের মতো জনকল্যাণকর পরিষেবা প্রদান করা হয়।

•   পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে পঞ্চম ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন আর্চবিশপ থমাস ডি’সুজা এবং বিশপ অশোক বিশ্বাস, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু।
১৫/১২/২০১৫
•  মালদার গাজোলে এক জনসভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন মালদা জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভসূচনা করেন তিনি। এছাড়াও কৃষি যন্ত্রপাতি সহ বেশকিছু জনহিতকর পরিষেবা প্রদান করেন তিনি।
১৪/১২/২০১৫
•  নজরুল মঞ্চে ‘বাংলা সঙ্গীত মেলা ২০১৫-১৬’-র উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রতি বছরের মতো এবারও সঙ্গীত জগতের নক্ষত্রদের ‘সঙ্গীত সম্মান’ দিয়ে ভূষিত করেন তিনি। মূল ধারার বাংলা গানের শিল্পীদের পাশাপাশি লোকশিল্পীদেরও সম্মান জানানো হয়। এবার পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ফিরোজা বেগম প্রমুখ স্বর্ণযুগের কিংবদন্তী সংগীতশিল্পী এবং পরিচালকদের নামাঙ্কিত পুরস্কার প্রদান করা হয়। এবারের পুরস্কার প্রাপকরা হলেন সমীর খাসনবিশ, রূপম ইসলাম, দিলীপ রায়, দিলীপ দাস, শুভমিতা, অনীক ধর, কার্তিক দাস বাউল, শুভঙ্কর ব্যানার্জ্জী, সুপর্ণকান্তি ঘোষ এবং রাজীব ব্যানার্জ্জী। বিশেষ সঙ্গীত সম্মান প্রদান করা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তীকে। মহম্মদ আজিজ, কুমার বসু, শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার বসু, ফকির আলমগির এবং শান্তনু মৈত্রকে জ্ঞাপন করা হয় ‘মহা সঙ্গীত সম্মান’। বাংলা গানে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় নচিকেতাকে।
১২/১২/২০১৫
•  পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের স্মৃতির উদ্দেশ্যে দল মত নির্বিশেষে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। প্রয়াত হাসিম আবদুল হালিম আমাদের দেশে একটানা সবচেয়ে বেশিদিন(২৯ বছর) বিধানসভার অধ্যক্ষ্যের সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রয়াত প্রাক্তন স্পিকারের পরিবারের উদ্দেশ্যে গভীর শোক জ্ঞাপন করেন।

•   ডিসলেক্সিয়া রোগের চিকিৎসা এবং গবেষণার জন্য জাতীয় অথবা আন্তর্জাতিক কোনও প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে কাজ করতে চাইলে রাজ্যসরকার সর্বোতভাবে সাহায্য করতে করবে। ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ‘ ডিসলেক্সিয়া ম্যানেজমেন্ট ট্রাস্ট’-এর এক অনুষ্ঠানে একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/১২/২০১৫
•  তিন দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, রাজ্যের চা ও পাট শিল্প, বন্যা এবং খরার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
০৮/১২/২০১৫
•  রাজ্যের ১২ জেলার বন্যা দুর্গতদের পুনর্বাসনের জন্য বার বার কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য দাবি করা সত্ত্বেও এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। রাজধানীতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, পশ্চিমবঙ্গকে নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠক ‘নীতি আয়োগ’ নিয়মিত আয়োজন করার দাবি করেন তিনি।
০৭/১২/২০১৫
•  রাজ্যের বিমান পরিষেবার দিগন্তে নতুন সংযোজন অন্ডাল। নবনির্মিত অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান পরিষেবার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/১২/২০১৫
•  নজরুল মঞ্চে তৃতীয় টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেলিভিশনে বিশেষ অবদানের জন্য অভিনেতা-অভিনেত্রীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এই প্রথম ‘হল অফ ফেম’ সম্মান জ্ঞাপন করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়কে।
০৩/১২/২০১৫
•  বীরভূমের সিউড়িতে ‘সবুজ সাথী’ সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের এক হাজারেরও বেশী সাইকেল সহ একাধিক জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২০১৫-এর ফেব্রুয়ারিতে তারাপীঠ এবং সংলগ্ন এলাকার উন্নয়নের স্বার্থে গঠন করা হয়েছে ‘তারাপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি’। এই অল্প সময়ের ভিতরেই দ্বারকা নদীর সংস্কার, তারাপীঠকে যানজট মুক্ত করা এবং মন্দির পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্যায়ণের মত বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। তারাপীঠকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ‘তারাপীঠ তোরণ ’ সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে।
০২/১২/২০১৫
•  পুরুলিয়ার বান্দোয়ানে এক সরকারি অনুষ্ঠানে ‘সবুজ সাথী’ সহ একাধিক জনকল্যাণকর প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি জানান, পুরুলিয়া জেলায় খরায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

•   বীরভূমের পাথরচাপুরিয়ায় ১২৫ বছরের পুরোনো দাতা-বাবার মাজার পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, নলবাহিত পানীয় জল প্রকল্প, নিকাশী ব্যবস্থা,পর্যটক আবাস এবং একটি মার্কেটিং হাব গড়ে তোলা হবে। পাথরচাপুরিয়ার সার্বিক উন্নয়নের জন্য ‘মাস্টার প্ল্যান’ তৈরি করছে রাজ্য সরকার।
০১/১২/২০১৫
•  ক্রীড়াজগতে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন বিশিষ্ট ক্রীড়াবিদেরা। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এদিন তাঁদের সম্বর্ধনা দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ফুটবল জগতে ‘খেল রত্ন’ সম্মানে সম্মানিত হলেন কিম্বদন্তি ফুটবলার ও ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন পি কে ব্যানার্জী এবং টেনিসে ডেভিস কাপ ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন আখতার আলি। এদিন ৩১ জন খেলোয়াড়কে ‘খেল সম্মান’ ও ১১ জন কোচকে ‘ক্রীড়াগুরু’ পুরস্কার প্রদান করা হয়। ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার আগেই সাহায্যের হাত বাড়িয়েছে।

•   বর্ধমানে ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলাসফরে এদিন তিনি বর্ধমানের মঙ্গলকোটে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়া ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘শিক্ষাশ্রী’, প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহায়তাসহ অন্যান্য পরিষেবা প্রদান করেন তিনি।