খবর
২৭/০২/২০১৮
•  যাত্রা, বাংলার এক ঐতিহ্যময় বিনোদন। এদিন উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে ২২তম যাত্রা উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্য সরকার ও তার তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই যাত্রা উৎসব। রাজ্যের বিভিন্ন মঞ্চে ৩২ দিন ব্যাপী এই যাত্রানুষ্ঠান চলবে। সুদূর অতীত থেকে শুরু করে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে বিনোদন করে চলেছে গ্রাম বাংলার এই যাত্রাপালা। যাত্রা জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন রাজ্য সরকারের তরফ থেকে ‘শান্তিগোপাল-তপনকুমার’ সম্মান প্রদান করা হয়।

•   বারাসাতের কাছারি ময়দানে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বড় সংখ্যক উপভোক্তা পান সরকারি পরিষেবা। এর আগে ব্লক ও রাজ্য স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২২/০২/২০১৮
•  সফরের চতুর্থ দিনে উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিকাঠামো সড়ক, সেতু, স্বনির্ভর প্রকল্পসহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিঃসন্দেহে, জেলাকে সার্বিক উন্নয়নের পথে আরও খানিকটা এগিয়ে দেবে এই প্রকল্পগুলি। জেলার সহস্রাধিক মানুষের হাতে এদিন সরকারি পরিষেবা তুলে দেন তিনি।
২১/০২/২০১৮
•  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, পূর্ণ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর উত্তরবঙ্গ সফরে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন এক সরকারি পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত থেকে নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি। প্রায় ১০ হাজার মানুষকে সরকারি পরিষেবাও প্রদান করেন। দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন বিশ্ববিদ্যালয় নির্মান করার কথাও এদিন ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর, জেলা ও রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে রায়গঞ্জে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্যে প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে সময়মতো সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা, উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে কিনা এই সকল বিষয়ে খোঁজখবর নেন তিনি এদিনের বৈঠকে।
২০/০২/২০১৮
•  সফরের দ্বিতীয় দিনে মালদায় এক সরকারি পরিষেবা অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পরিকাঠামো, সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বনির্ভরতা ছাড়াও বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। এর পাশাপাশি বেশ কিছু পরিষেবাও প্রদান করেন তিনি। এরপর জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/০২/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী এখন মুর্শিদাবাদে। এদিন বহরমপুরে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো, বিদ্যুৎ ও সড়কসহ জেলার সার্বিক উন্নয়নে আরও দ্রুততা আনতে সহায়ক এই সরকারি প্রকল্পগুলি উদ্বোধনের পাশাপাশি সহস্রাধিক মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেন তিনি। এরপর জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/০২/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। জেলার সার্বিক উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখা হয়, এদিনের বৈঠকে।
১৫/০২/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জঙ্গল মহলে। নব গঠিত জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়ীতে এক সরকারী অনুষ্ঠানে শতাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। সাধারণ মানুষের হাতে সরকারী পরিষেবা তুলে দেওয়া হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী শিলদা ইএফআর ক্যাম্পে গিয়ে নিহত জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান। প্রসঙ্গত, ৮ বছর আগে আজকের দিনে শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীদের এক বিশাল বাহিনী, সেই আক্রমণে ২৪জন ইএফআর জওয়ান নিহত হয়।
১৩/০২/২০১৮
•  দুদিনের নদীয়া সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন কৃষ্ণনগরে এক পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য জুড়ে নতুন ১৩০০ কিমি গ্রামীণ রাস্তার নির্মাণের প্রকল্পের সূচনা করেন। এছাড়া একগুচ্ছ জনমুখী প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। এদিন হাজারো মানুষের কাছে সরকারী পরিষেবা তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/০২/২০১৮
•  নদীয়া জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি ইস্কন মন্দির পরিদর্শনে যান। তারপর তিনি জানান,মায়াপুরে ইস্কন বিশ্ব পর্যটনকেন্দ্র স্থাপন করতে চলেছে এবং রাজ্য সরকার প্রয়োজনীয় সব সাহায্য করবে এই প্রকল্পে। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর রওনা হয়ে যান, পথে চৈতন্য মঠ, চাঁদ কাজির মাজারও পরিদর্শন করেন।

•   কৃষ্ণনগরে নদীয়া জেলা-প্রশাসনিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ব্লক থেকে মহকুমা থেকে জেলা থেকে রাজ্য সচিবালয় পর্যন্ত যে সরাসরি সংযোগ ও প্রকল্প রূপায়নে প্রশাসনের সমস্ত স্তরের দেখভালের ফলে সরকারী প্রকল্পগুলি সঠিক সময়ে শেষ হচ্ছে। উপকৃত হচ্ছেন মানুষ। সাথে সাথে গতি এসেছে, রাজ্য প্রশাসনে।
০৮/০২/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন দার্জিলিং - রাজভবনে পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন । পাহাড়ের সকল রাজনৈতিক নেতাদের কাছে তাঁর আবেদন, বিভেদ ভুলে তাঁরা যেন পাহাড়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করেন। পাহাড়ে কৃষি, উদ্যানপালন, হোম স্টে, পর্যটন, হোটেল ব্যবসার পাশাপাশি সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি হাব গড়ে তোলারও যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আগামী মার্চ মাসেই পাহাড়ে একটি শিল্প সম্মেলনের হবে বলে জানিয়েছেন তিনি।
০৭/০২/২০১৮
•  উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং ম্যালে, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হিমল-তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, ২০১৮-তে উপস্থিত ছিলেন তিনি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার ৮০৫টি ক্লাব অংশগ্রহণ করেছিল এই ক্রীড়া উৎসবে। তীরন্দাজি, মার্শাল আর্ট, ফুটবল ও ভলিবলে অংশ নিয়েছিল প্রায় ১৮,৫০০ জন খেলোয়াড়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় সকলে ভালবাসে। পাহাড়ে সুখ,শান্তি, সমৃদ্ধি বজায় রাখাটাই সকলের কাছেই অভিপ্রেত। পাহাড়ের ভাই-বোনেদের হাসি অক্ষুণ্ণ রাখতে রাজ্য সরকার সর্বদাই সচেষ্ট। উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে সকলকে আরও উদ্যমী হতে হবে। উচ্চ শিক্ষার মান উন্নয়নে উত্তরবঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করার কথা ঘোষনা করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী।