খবর
৩০/০৬/২০১৬
•  রাজ্যসরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পটিকে আবারও স্বীকৃতি দিল ‘ইউনিসেফ’। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর এক বার্তায় জানান, পশ্চিমবঙ্গে স্কুলছুট শিশুর সংখ্যা এবং নাবালিকা বিবাহের হার কমাতে পথিকৃৎ হিসাবে কাজ করছে কন্যাশ্রী প্রকল্পটি। বিগত ৩ বছরে মাধ্যমিক স্তরে স্কুলছুট ছাত্রীসংখ্যার হার কমে দাঁড়িয়েছে ২৩.০৬ শতাংশ থেকে ১৯.৭৯ শতাংশ। এছাড়া প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ১০০ শতাংশ নথীভুক্তকরণে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ‘ইউনিসেফ’।
২৮/০৬/২০১৬
•  প্রতিশ্রুতিমতো ডানক্যানের ১৪ টি চা বাগানের মধ্যে ৭টি চা বাগান অবিলম্বে অধিগ্রহণ করে শ্রমিকদের মজুরি প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। আলিপুরদুয়ারের হাসিমারায় প্রশাসনিক বৈঠকের পর একথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, অন্যান্য বন্ধ চা বাগানগুলিকে অধিগ্রহণ করে নিলামের পরিকল্পনা করেছে রাজ্যসরকার। তিনি আরও জানান, বন্ধ চা বাগানগুলি চালু করতে দ্রুত নতুন নীতি গ্রহণ করতে চলেছে রাজ্য। এদিন হাসিমারায় সুবাসিনী চা বাগানে প্রশাসনিক বৈঠকে আলিপুরদুয়ার জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/০৬/২০১৬
•  দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর আগে উন্নয়নের স্বার্থে শতাধিকবার উত্তরবঙ্গ ভ্রমণ করেন তিনি। আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার জেলা দিয়েই তাঁর এই তিন দিনের উত্তরবঙ্গ সফর শুরু। এরপর তিনি জেলা আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। উন্নয়নের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির জেলাশাসক ও আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে মিলিত হবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   উত্তরবঙ্গ সফরের প্রথম দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠান উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। কৃষক বাজার, আই টি আই, কর্মতীর্থ, সড়ক নির্মাণ, পানীয় জল প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নদীর পাড় সংস্কার, মালবাজার ও জলপাইগুড়িতে দুটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া জয়গাঁওতে ভূটানের দ্বিতীয় প্রবেশদ্বার, একটি সরকারি পলিটেকনিক কলেজ, একটি জল সরবরাহ প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যালয় ও ছাত্রাবাসসহ বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। এছাড়াও জনসাধারণের সুবিধার্থে কন্যাশ্রী, সবুজ সাথী, পাট্টা, কৃষি সরঞ্জামসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   প্রত্যন্ত এলাকার গর্ভবতী মহিলাদের সমস্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, ‘ওয়েটিং হাব’। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন একটি বার্তায় এই নতুন পরিকল্পনার কথা জানান। সুন্দরবন এলাকার গোসাবা, পাথর প্রতিমা, সন্দেশখালির মত প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছতে অনেক সময়েই বিপদের সম্মুখীন হতে হয় এইসকল অঞ্চলের গর্ভবতী মহিলাদের। গর্ভবতী মহিলাদের নির্ধারিত প্রসবের ৭-১০ দিন আগে থেকে এই ‘ওয়েটিং হাব’গুলিতে রাখা হবে যাতে সময়মতো তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যেই রাজ্য সরকার গর্ভবতী মহিলাদের জন্য বিনামূল্যে ওষুধ, পথ্য, চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করেছে। এর ফলে গত ৫ বছরে ‘প্রাতিষ্ঠানিক প্রসবে’র হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পাশাপাশি সদ্যজাত মৃত্যুর হারও কমেছে। অভিনব এই প্রকল্পটি রূপায়িত হলে গর্ভবতী মহিলাদের আরও বিপদমুক্ত মাতৃত্ব লাভ করা সম্ভব হবে।
২৩/০৬/২০১৬
•  বাংলাকে আরও উন্নয়নের পথে নিয়ে যেতে বিধানসভার সদস্যদের সদর্থক ভূমিকা এবং বিরোধীদের গঠনমূলক সমালোচনা প্রয়োজন। এদিন বিধানসভায় মাননীয় রাজ্যপালের বক্তৃতা নিয়ে আলোচনা করতে গিয়ে একথা বললেন মাননীয়া মুখ্যমন্ত্রী । তিনি জানান, বিগত সরকারের বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েও গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন কর্মসূচিতে গতি এসেছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি অবিচার করছে। অঙ্গনওয়ারি কেন্দ্র, সর্ব শিক্ষা অভিযান এবং জঙ্গলমহল এলাকার উন্নয়নের খাতে বরাদ্দ বাজেট কমিয়ে দিয়েছে কেন্দ্র। তা সত্ত্বেও রাজ্য সরকার এই প্রকল্পগুলি চালু রাখার পাশাপাশি উন্নত করার পরিকল্পনা নিয়েছে। এদিন বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় জানান, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ঋণের ফাঁদে আটকে রাখতে চাইছে। কেন্দ্রীয় নীতির ফলে যে সব রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন, যার মধ্যে উল্লেখযোগ্য কেরালা ও পাঞ্জাব। এই রাজ্যগুলিকে একমঞ্চে নিয়ে এসে জাতীয় স্তরে প্রতিবাদ করার কথা তিনি জানান।
২২/০৬/২০১৬
•  রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে জেলা হাসপাতালগুলির সুপারিনটেন্ডেন্টদের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে অকারণে রোগী রেফার করার চালু পদ্ধতি বন্ধ করতে নির্দেশ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ১৩টি মেডিকেল কলেজ এবং ২০টি জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে নবান্নে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ শশী পাঁজা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড–এর চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবসহ স্বাস্থ্যদফতরের উচ্চপদস্থ আধিকারিকরা । স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হাসপাতালের প্রতি স্তরের মানবসম্পদ থেকে ওষুধ এবং চিকিৎসার যন্ত্রপাতিগুলির যথার্থ ব্যবহারের ওপর জোর দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবায় যুক্ত যেকোনও স্তরের কর্মী, আধিকারিক কর্তব্যে গাফিলতি করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। হাসপাতালগুলিতে পরিষেবা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা তা নজর রাখতে আচমকা পরিদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বিনামূল্যে চিকিৎসা, পর্যাপ্ত পানীয় জল থেকে হাসপাতাল চত্বরগুলির সবুজায়ন সব বিষয়েই নজর দিতে সুপারিনটেন্ডেন্ট এবং স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য স্বাস্থ্য আধিকারিকদের ‘পেশেন্ট গ্রিভেন্স রিড্রেসাল সেল’ গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
২১/০৬/২০১৬
•  হাওড়ার শরৎ সদনে জেলার প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উদয়নারায়ণপুরে বন্যা প্রতিরোধ, হাওড়া শহরের ট্রাফিক ব্যবস্থা, উলুবেড়িয়ায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালসহ জেলা জুড়ে চলতে থাকা প্রত্যেকটি উন্নয়ন কর্মসূচি দ্রুত রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া জেলার সামগ্রিক বৈদ্যুতিকরণের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। তিনি আরও জানান, বেলুড় শিল্পতীর্থ গড়ে ওঠার ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে।

•   কলকাতার পার্ক সার্কাসে সংখ্যালঘু ভবনের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই কার্যালয় থেকে বার্ধক্যভাতা, সরকারি অনুদান ও স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। পরে পার্ক সার্কাস ময়দানে কলকাতা পুরসভা আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন মাননীয় মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক অবস্থানের এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, সম্প্রীতির বার্তা দিতে উপস্থিত হয়েছিলেন।
২০/০৬/২০১৬
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জিম আলি এবং ডেপুটি হাই কমিশনার জোকি আহাদসহ বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দল।
১৬/০৬/২০১৬
•  কৃষিপণ্যের ক্রমবর্দ্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের মাননীয় মন্ত্রী এবং প্রধান সচিবসহ আধিকারিকেরা। খোলা বাজারে কৃষিপণ্যের কালোবাজারি ঠেকাতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া প্রতি ১৫ দিন অন্তর বাজারগুলিতে কৃষিপণ্য সরবরাহের খতিয়ান নেওয়ার নির্দেশও দেন তিনি। পাশাপাশি এদিন, আলুবীজ উৎপাদনের ক্ষেত্রে রাজ্যকে স্বনির্ভর করতে কার্যকরী পরিকল্পনা নেওয়ার কথা বলেন তিনি। রাজ্যে কাঁচালঙ্কা, ডাল ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও আলোচনা হয় এদিনের বৈঠকে। আলুর দাম কিলোপ্রতি ১৪ টাকা বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি পরিকাঠামো ব্যবহার করে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।
১৫/০৬/২০১৬
•  বেআইনি চিটফান্ড মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধানের উদ্দেশ্যে দ্রুত নতুন আইন আনতে চলেছে রাজ্য। নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বেআইনি চিটফান্ডগুলির ওপর কড়া নজরদারি চালাতে আর্থিক দুর্নীতি দমন শাখার অধিকর্তাকে আইজি- সিআইডি- II-র অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
১৪/০৬/২০১৬
•  জেলাগুলির উন্নয়নে গতি আনতে রাজ্যের মুখ্যসচিবালয় নবান্নকে জেলায় জেলায় নিয়ে যাওয়ার রীতি অক্ষুন্ন রইল। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রথম জেলা ভিত্তিক প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী, সাংসদ ও বিধায়কগণ। এছাড়া মুখ্যসচিব, বিভিন্ন দফতরের প্রধান সচিবসহ জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পশ্চিম মেদিনীপুরে উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, হাতির হানায় মানুষের মৃত্যু এবং শস্যহানি রুখতে বনদফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, চেক ড্যাম নির্মাণ এবং অন্যান্য পদ্ধতিতে জল সংরক্ষণের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে।

•   ঝাড়গ্রামে নবগঠিত আদিবাসী পরামর্শদাতা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের জনজাতিভুক্ত বিধায়করা বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা আদিবাসী মানুষের সমস্যা ও দাবি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেন। সমস্যার সমাধানের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপের নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বৈঠকের পর ঝাড়গ্রাম বনদফতরের লিভিং আর্ট মিউজিয়াম (ট্রাইবাল ইনটারপ্রিটেশন সেন্টার কাম মিউজিয়াম)-এর উদ্বোধন করেন তিনি।
১৩/০৬/২০১৬
•  দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর জেলা সফর শুরু করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত জঙ্গলমহলের নারায়ণগড়ে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। প্রকল্পগুলি রূপায়িত হলে উপকৃত হবেন নারায়ণগড়ের অধিবাসীসহ সমগ্র জঙ্গলমহল। জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্স, জলসরবরাহ প্রকল্প, বাগুই খালের উপর সেতু নির্মাণসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এছাড়া ডাইনটিকরি, সাহরসাহী ও নেতাইতে কংসাবতী নদী পাড়ের ক্ষয়-প্রতিরোধ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী দিনে ৩০০ শয্যা মাল্টি- সুপার স্পেশালিটি হাসপাতাল, নতুন কলেজ গড়ে তোলার কথা।
০৯/০৬/২০১৬
•  পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা করতে নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। রাজ্যে রেলওয়ে প্রকল্পগুলির কাজে গতি আনতে উচ্চপর্যায়ের বৈঠক হয় এদিন। মাননীয়া মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে রেল প্রকল্পগুলির কাজ দেখতে তত্ত্বাবধায়ক বাহিনী পাঠানোর অনুরোধ জানান।
০৭/০৬/২০১৬
•  রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৫-১০ ও ১৫ বছরের ভিশন ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। রাজ্যের বণিকমহলের সংবর্ধনা সভায় একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করে দুটি জাতীয় স্তরের বণিকসভা অ্যাসোচেম ও ফিকি, রাজ্যের বণিকসভাগুলির মধ্যে রয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মার্চেন্টস চেম্বার অফ কমার্স, ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স। এদিনের অনুষ্ঠানে রাজ্যস্তরের প্রথম সারির সকল শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
০৭/০৬/২০১৬
•  রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৫-১০ ও ১৫ বছরের ভিশন ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। রাজ্যের বণিকমহলের সংবর্ধনা সভায় একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করে দুটি জাতীয় স্তরের বণিকসভা অ্যাসোচেম ও ফিকি, রাজ্যের বণিকসভাগুলির মধ্যে রয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মার্চেন্টস চেম্বার অফ কমার্স, ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স। এদিনের অনুষ্ঠানে রাজ্যস্তরের প্রথম সারির সকল শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
০৬/০৬/২০১৬
•  শিক্ষা ও শিক্ষাপদ্ধতির মানোন্নয়নের লক্ষ্যে নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রীসহ প্রাথমিক ও উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকেরা। শিক্ষাক্ষেত্রে এই দুই দফতরের কার্যকলাপের বিশদ পর্যালোচনা হয় এই বৈঠকে। মাননীয় শিক্ষামন্ত্রীকে আগামী ৫-১০ বছরের শিক্ষানীতির একটি খসড়া তৈরি করার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। শিক্ষাপদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়ার কথাও বলেন তিনি এ দিনের বৈঠকে।
০৩/০৬/২০১৬
•  আজ টাউনহলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে অনুষ্ঠিত হল বর্তমান সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপাররাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনার পাশাপাশি নতুন পরিকল্পনা করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলকে দিয়েই শুরু হবে জেলাভিত্তিক প্রশাসনিকবৈঠক।

•   ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মোবাইল অ্যাপ ‘সহযোগী’-র উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতার টাউন হলে নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকের আগে এই নতুন পরিষেবাটির শুভসূচনা করেন তিনি। এই মোবাইল অ্যাপটি গ্রাহকরা তাঁদের স্মার্ট ফোনে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা তাঁদের বিদ্যুতের বিল মেটানো ছাড়াও অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। বাংলা, ইংরাজি এবং হিন্দিতে এই অ্যাপটি ব্যাবহার করা যাবে।
০২/০৬/২০১৬
•  ‘খাদ্যসাথী’ প্রকল্পের আওতায় সম্পন্ন হওয়া কাজের পর্যালোচনা করতে নবান্নে খাদ্যদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই রাজ্যে, ‘খাদ্যসাথী’ প্রকল্পে ৮ কোটি ৫০ লক্ষ মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

•   পাঁচটি ভিন্ন দেশের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন পেরু ও নিকারাগুয়ার ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী, মিশরের ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য্য, ভূটানের ভারতীয় রাষ্ট্রদূত জয়দীপ সরকার, মঙ্গোলিয়ার ভারতীয় রাষ্ট্রদূত সোমনাথ ঘোষ এবং সুরিনামের ভারতীয় রাষ্ট্রদূত সত্যেন্দ্র কুমার এবং মাননীয় অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র ও পদস্থ আধিকারিকেরা। পশ্চিমবাংলার বাণিজ্যিক সুযোগ সুবিধাগুলিকে ওই সকল দেশগুলির কাছে তুলে ধরার জন্য আলোচনা হয় এই বৈঠকে।
০১/০৬/২০১৬
•  নবান্নে বিদ্যুৎ এবং নগরোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে রাজ্যের ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের ওপর জোর দেওয়া হয়। এছাড়াও পরিষেবার উন্নতিকরণ সহ বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হয়।