খবর
৩০/০৬/২০১৯
•  দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াকের আদলে কালীঘাটেও তৈরি হবে স্কাইওয়াক। মন্দির সংস্কারের পাশাপাশি ঢেলে সাজানো হবে মন্দির চত্বর।

•   বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এবার থেকে দু’বছর অন্তর অনুষ্ঠিত হবে, ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রসঙ্গত উল্লেখ্য যে, মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, অংশগ্রহণ করেন দেশ বিদেশের নামী শিল্পপতিরা।
২৬/০৬/২০১৯
•  সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/০৬/২০১৯
•  ‘ঐক্যশ্রী’ নামের এক বৃত্তিমূলক প্রকল্পের সূচনা করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থহীনতা যাতে কোনভাবেই মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এ এক অভিনব প্রয়াস। একটি ওয়েব পোর্টালের(www.wbmdfcscholarship.gov.in) মাধ্যমে নিয়ন্ত্রণ ও চালনা করা হবে এই প্রকল্পটির কাজ।
২১/০৬/২০১৯
•  বিশ্ব সঙ্গীত দিবসে সকল সঙ্গীত অনুরাগী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৭/০৬/২০১৯
•  এদিন নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকেরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
১৫/০৬/২০১৯
•  রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা সমাধানের লক্ষে এদিন নবান্নে পাঁচজন সিনিয়র ডাক্তারের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পরদিন তিনি জুনিয়র ডাক্তারদের নবান্নে এসে তাঁর সঙ্গে আলোচনায় বসার জন্যে আমন্ত্রণ জানান।
১২/০৬/২০১৯
•  ২০১৯ সালের বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজক ছিল রাজ্য সরকার। ভবিষ্যতের চালিকাশক্তি এই দীপ্তমনা ছাত্রছাত্রীদের সঙ্গে এদিন সময় কাটানোর অনন্য অভিজ্ঞতার কথা জানান তিনি। তিনি সকল কৃতী ছাত্রছাত্রীদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান ও তাদের আগামী দিনের কর্মকান্ডের জন্য শুভেচ্ছা জানান ।
১১/০৬/২০১৯
•  কলেজস্ট্রিটে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির পুনঃস্থাপন করল রাজ্য সরকার। বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কিছুদিন আগে একটি রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে চূড়ান্ত অরাজকতার সৃষ্টি হয় বিদ্যাসাগর কলেজে। ভাঙচুর করা হয় অন্যান্য জিনিসের পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তিটিও। এর জেরে যে সামাজিক ক্ষয়ক্ষতি হয় তা অপূরণীয়, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে এই মূর্তি পুনঃস্থাপন, বাংলার হৃত ঐতিহ্যকে সামান্য হলেও ফিরিয়ে আনার এক বিনম্র প্রয়াস মাত্র, জানান তিনি। শীঘ্রই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, আশুতোষ মুখার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রোঞ্জ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিদ্যাসাগর কলেজের উন্নয়নের জন্য ১ কোটি টাকা তহবিল ঘোষণা করার পাশাপাশি ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ভবন সংস্কারের জন্যও ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেন তিনি। একই সঙ্গে তিনি, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের বাড়ি ও বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের সংস্কারের কথাও ঘোষণা করেন।
১০/০৬/২০১৯
•  এদিন নবান্ন সভাঘরে মন্ত্রীবর্গ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বিগত আট বছরে সরকারি কাজের অগ্রগতির পরিসংখ্যান দেন তিনি।

•   রাজ্য সরকারি প্রকল্পগুলির কাজ দেখাশোনা করার জন্য কমিটি গঠন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। ‘গ্রিভেন্স সেল’-এর নতুন নামকরণ করা হল ‘মনিটরিং অফ প্রোগ্রাম ইমপ্লিটেশন’। সরকারি প্রকল্পগুলির কাজ নিয়ে কোনও অভিযোগ থাকলে মানুষ এখন থেকে ১৮০০০ ৩৪৫ ৮২৪৪ এই টোল ফ্রি নম্বরে জানাতে পারবেন। এছাড়া wbcmro@gmail.com ই-মেল মারফতও মানুষ তাঁদের অভিযোগের কথা জানাতে পারেন।
০৫/০৬/২০১৯
•  গত বছরের মতো এই বছরও ঈদ উপলক্ষে কলকাতার রেড রোডে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের সকলের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বার্তা দেন তিনি।
০৩/০৬/২০১৯
•  প্রতি বছরের ন্যায় এই বছরেও কলকাতা পুরসভার উদ্যোগে পার্ক সার্কাসে আয়োজিত ইফতারে অংশগ্রহণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সমাজের সর্বস্তরের, সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। ইফতারের প্রার্থনার মূল উপজীব্য ঐক্য, শান্তি ও সম্প্রীতি, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।