খবর
২৬/০৩/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে বসেন পৈলানে ভারত সেবাশ্রমের অডিটোরিয়ামে। জেলার উন্নয়ন কর্মসূচী রূপায়নের খোঁজ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী ব্লক স্তর থেকে জেলা স্তরের আধিকারিকদের কাছ থেকে। এছাড়া জেলার নানান প্রশাসনিক বিষয়ে জেলাশাসক-সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেন।
২২/০৩/২০১৮
•  পশ্চিম মেদিনীপুর জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মেদিনীপুরের পুলিশ লাইনস-এ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি । জেলা স্তর থেকে ব্লক পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী জেলার সার্বিক উন্নয়নের খোঁজ নেন।
২১/০৩/২০১৮
•  জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এখন পশ্চিম মেদিনীপুরে। ডেবরাতে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি। সাধারণ মানুষের হাতে বিভিন্ন পরিষেবাও তুলে দেন তিনি। এর আগে বোলপুরে তিনি বীরভূম জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। উন্নয়নের অগ্রগতি ও সরকারি পরিষেবার সুষ্ঠু প্রয়োগ সুনিশ্চিত করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই বৈঠক।
২০/০৩/২০১৮
•  হুগলী ও পূর্ব বর্ধমান জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন হুগলী জেলার গুরাপে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। জেলা স্তর থেকে ব্লক পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী জেলার সার্বিক উন্নয়নের খোঁজ নেন। এরপর বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে বসেন মাননীয়া মুখ্যমন্ত্রী গুসকরায়। পূর্ব বর্ধমান জেলারও জেলাস্তর থেকে ব্লক পর্যন্ত আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়নের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। জেলা ভিত্তিক এই রিভিউ মিটিং-এ রাজ্য স্তরের সচিবরাও উপস্থিত ছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় বিগত ৬ বছরের বেশী সময় ধরে এই ভাবেই রাজ্য প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছে। তার ফল সাধারণ মানুষ পাচ্ছেন পরিষেবা থেকে জেলার উন্নয়নের ক্ষেত্রে।
১৬/০৩/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং এক বৈঠকে বসেন শিলিগুড়িতে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায়। বৈঠকে দুই রাজ্যের নানান বিষয়সহ দার্জিলিং পাহাড় ও সিকিমের মধ্যে পরিবহণ সমস্যা মেটাতে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান যে সিকিম আমাদের প্রতিবেশী রাজ্য, সার্বিক উন্নয়নের স্বার্থে দুই রাজ্যই যৌথ পদক্ষেপ করবে। সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী চামলিং-এর বক্তব্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি শোনা যায়। তিনি আরও জানান যে শৈল শহরে আগামী বাণিজ্য সম্মেলনে শ্রী চামলিং-কে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সিকিমের পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে সিকিমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণ করে আগামীদিনে সরকারী সফরে সিকিম যাবেন বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/০৩/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন ঘোষণা করেন যে দেশের মধ্যে বাংলা এবারও শীর্ষে, শিল্প গড়ার সুবিধার দিক থেকে। এই তথ্য জানিয়েছে ভারত সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এন্ড প্রমোশন দফতর। মাননীয়া মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে জানান যে রাজ্য সরকারের তীক্ষ্ণ নজরদারি থাকে সচিব স্তর থেকে একেবারে প্রশাসনের তৃণমূল স্তর পর্যন্ত। কোনও শিল্প উদ্যোগী যেন বিনিয়োগ করতে এসে কোনভাবেই কোনও অসুবিধার সম্মুখীন না হন, তা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হয়। রাজ্যের এই সাফল্য প্রমাণ করে বাংলাই বিনিয়োগের জন্য এই মুহূর্তে দেশের মধ্যে আদর্শ।

•   পাহাড়ের শিল্প সম্মেলনের শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান যে মোটের উপর ২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ও মিরিকে নতুন করে খাদ্য প্রক্রিয়াকরণ, ইকো ট্যুরিজম, চা-পর্যটন, ভেষজ উদ্ভিদ চাষ, হস্তশিল্প, কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের বিনিয়োগের সূচনা হতে চলেছে। এছাড়া মাটিগাড়াকে পাহাড়ের প্রবেশদ্বার হিসাবে ঢেলে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে পাহাড়ের বুকে বিপুল কর্ম সংস্থান হবে, পাহাড়ের আগামী প্রজন্ম নতুন উদ্যোমে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, পাহাড়ে সমৃদ্ধি স্থায়ী হবে।
১৩/০৩/২০১৮
•  শৈল শহরের ইতিহাসে নিশ্চিত ভাবেই এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে কারণ পাহাড়ে প্রথম শিল্প সম্মেলন। দার্জিলিং শহরে এই শিল্প সম্মেলনের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া, মন্ত্রীসভার মাননীয় সদস্য ও জিটিএ-র কার্যনির্বাহীবৃন্দ ও বিভিন্ন দফতরের সচিবসহ বিভিন্ন বণিক সভার মুখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সম্মেলনে। পাহাড়ে পর্যটন, চা, পরিবহণ শিল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, উদ্যান-পালন, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, ফুলচাষ, ভেষজ উদ্ভিদ-সহ অন্যান্য কৃষি সম্পর্কিত ক্ষেত্রে বিপুল সম্ভাবনার দিকগুলির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েই শুরু হয় শিল্প সম্মেলন। এই সকল ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আশাব্যঞ্জক আলোচনার ফলে পাহাড়ে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পাহাড়ের মানুষ আরও উন্নয়নের পথে হাঁটবে।
০৯/০৩/২০১৮
•  পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে, রাজ্যের মুকুটে যুক্ত হল এক নতুন পালক, গার্ডেনরিচ ফ্লাইওভার। এদিন গার্ডেনরিচ সেতুর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ৪.৪ কিমি দীর্ঘ, ৪ লেনযুক্ত এই সেতু নিঃসন্দেহে উদ্দীষ্ট এলাকার দীর্ঘস্থায়ী যানজট সমস্যার সমাধান ঘটাবে। এছাড়া নতুন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে আরও ৮টি নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা আগামী দিনে শহরের বিভিন্ন স্থানের মধ্যে সংযোগ স্থাপন করবে।
০৮/০৩/২০১৮
•  আন্তর্জাতিক নারীদিবসে বিশ্বের সকল মা ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/০৩/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন পুরুলিয়া জেলার ব্লক ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। সরকারি পরিষেবার সুষ্ঠু বিতরণ ও উন্নয়ন কার্যের অগ্রগতি- এই ছিল বৈঠকের আলোচ্য বিষয়।

•   এদিন বাঁকুড়া জেলার কাঁকড়ডাঙা, পাত্রসায়েরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ধানের গুদাম, নতুন রাস্তা, মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, খালের সংস্কারসহ নানাবিধ। এছাড়া তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ইকো পার্ক, শ্রম ভবন ইত্যাদি। এর পাশাপাশি তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা, গতিধারা, ধামসা মাদল, কৃষি যন্ত্রপাতি, সবজি চাষের মিনিকিটসহ বেশ কিছু পরিষেবা প্রদান করেন।
০৫/০৩/২০১৮
•  পশ্চিম বর্ধমান জেলা সফরে, এদিন দুর্গাপুরে ব্লক ও রাজ্য স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উন্নয়নের অগ্রগতির খবরাখবর নেওয়া ছাড়াও পরিষেবা সময়মত মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সে বিষয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।

•   আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবনসহ বিবিধ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়াযে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি। এর পাশাপাশি তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবাও প্রদান করেন।
০২/০৩/২০১৮
•  দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০৩/২০১৮
•  রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।