খবর
২৮/০২/২০১৭
•  ভারত সেবাশ্রম সঙ্ঘের শতবর্ষ পূর্তিতে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রয়াত সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর নামাঙ্কিত আর্কাইভের উদ্বোধন করেন। এই আর্কাইভে প্রয়াত লেখিকার ব্যক্তিগত সংগ্রহ, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, পান্ডুলিপি ইত্যাদি থাকছে। রাজ্য সরকারের উদ্যোগে মহাশ্বেতা দেবীর বাড়িতেই এই আর্কাইভ গড়ে তোলা হয়েছে। এছাড়া ইকো পার্কে ‘জাপানী অরণ্যে’র উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জাপান থেকে নিয়ে আসা নানান প্রজাতির গাছপালা নিয়ে তৈ্রী এই বিশেষ উদ্যান ইকো পার্কের দর্শকদের অন্যতম মুখ্য আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৫/০২/২০১৭
•  আমেরিকার কানসাসে ভারতীয় বংশোভূত প্রযুক্তিবিদ শ্রীনিবাস কুচিভোটলা জাতি হিংসার বলি হবার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই পৃথিবী এক বিশাল পরিবার। দেশে দেশে এই পরিবারের সদস্যরা ছড়িয়ে রয়েছেন। এই সরল বিষয়টা অনেকেই ভুলে যাচ্ছেন। তাঁর বদলে ঘৃণার রাজনীতি ছড়ানো হচ্ছে। কানসাসের এই মর্মান্তিক ঘটনায় নিহত শ্রীনিবাসনের পরিবারের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা জানান।
২২/০২/২০১৭
•  সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন টাউনহলে কোলকাতার নামি কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া চিকিৎসক এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সামাজিক দায়িত্ব। মানবিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করা বাঞ্ছনীয়। তা তিনি এদিন ঘোষণা করেন শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল অ্যাক্ট-এ নতুন নীতি সংযোজনের প্রস্তাব আনা হবে। সাধারণ মানুষের হেনস্থা রুখতে খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ ও ভুক্তভোগী রোগীর পরিবারের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই আইন নিজেদের হাতে তুলে নেবেন না। সরকার আইন মোতাবেক দোষীদের শাস্তি দেবে।
২১/০২/২০১৭
•  প্রতি বছরের মতো অত্যন্ত মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল কোলকাতার দেশপ্রিয় পার্কে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ভাষা শহীদ স্মারকে পুষ্প স্তবক প্রদান করেন তিনি কোলকাতার ২১শে উদ্যানে। এইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ‘কুরুখ’ ভাষাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার। মূলত ওঁরাও ও কিষান জনজাতি মানুষের মাতৃভাষা কুরুখ।
২০/০২/২০১৭
•  ক্রীড়া জগতের কিংবদন্তীদের সংবর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে খেলার দুনিয়ার ১৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ‘খেল সম্মান’, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ‘বাংলার গৌরব সম্মান’ এবং ৫ জন কোচ ‘ক্রীড়াগুরু সম্মান’এ ভূষিত হন। সারা জীবনের স্বীকৃতি হিসাবে পুরস্কৃত হন প্রবীণ ক্রীড়াবিদ সমর (বদ্রু) ব্যানার্জী এবং নরেশ কুমার। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ‘জয়ী’ ব্র্যান্ডের ফুটবল ও ভলিবলের শুভ উদ্বোধন করেন। গ্রাম বাংলার আর্টিজানদের হাতে ‘জয়ী’ ফুটবল ও ভলিবল, স্বনামধন্য প্রাক্তন খেলোয়াড়দের সার্বিক তত্ত্বাবধানে তৈরী হচ্ছে। ‘জয়ী’ আগামীদিনে বাংলার নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম, জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৭/০২/২০১৭
•  কলকাতা পৌর নিগমের উদ্যোগে, দক্ষিণ কলকাতার হরিশ পার্কে একটি বুস্টার পাম্পিং স্টেশন-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর ফলে দক্ষিন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের নাগরিকরা বিশেষ উপকৃত হবেন।
১৪/০২/২০১৭
•  পশ্চিমবঙ্গের ২১ তম জেলার স্বীকৃতি পেল উত্তরবঙ্গের কালিম্পং। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কালিম্পং মেলা গ্রাউন্ড-এ একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল রাজ্যের সরকারি আধিকারিকসহ কালিম্পং জেলার বিশিষ্ট জনেরা এবং হাজার হাজার উচ্ছ্বসিত পাহাড়বাসী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নতুন এই জেলার উন্নয়নে যৌথভাবে কাজ করবে রাজ্য সরকার। এর ফলে একাধারে যেমন কর্মসংস্থান হবে, তেমনই অর্থনৈতিক পরিস্থিতিও উন্নততর হবে। এর পাশাপাশি একটি বিশ্ব মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে কালিম্পং জেলাকে।
১০/০২/২০১৭
•  রাজ্য বাজেট অধিবেশনের পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, নোট বাতিলের ফলে রাজ্য সরকারের চূড়ান্ত অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্তেও কোনও সরকারি প্রকল্প বাজেট তালিকা থেকে বাতিল করা হয়নি।
০৯/০২/২০১৭
•  নবান্নে মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করলেন ভারতের মাননীয় ব্রিটিশ হাই কমিশনার ডমিনিক অ্যাসকিথ। পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রসহ শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা হয়, এদিনের বৈঠকে।
০৮/০২/২০১৭
•  কেন্দ্রীয় সরকারের এক হঠকারী সিদ্ধান্ত ১০০০ টাকা এবং ৫০০টাকার নোট বাতিল। নোট বাতিলের ঠিক তিন মাস পূর্তির প্রেক্ষিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নোট বাতিলকে ‘ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেকশনলেস” আখ্যা দেন। তিনি আরও বলেন যে নোট বাতিলের জেরে মানুষের ভোগান্তির অবসান এখনও হয় নি। মানুষের অর্থনৈতিক স্বাধীনতা খর্ব হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিও পিছিয়ে পড়ছে।
০৩/০২/২০১৭
•  নেতাজি ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েত দফতর আয়োজিত দু’দিন ব্যাপি রাজ্যস্তরের সম্মেলন উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়ন কর্মসূচী রূপায়নে বিশেষ ভূমিকার জন্য বিভিন্ন গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ বিভাগীয় বিভিন্ন স্তরকে পুরস্কার প্রদান করেন তিনি। ১০০-দিনের কাজ, রাস্তা নির্মাণ, গ্রামীণ আবাসন ও স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপসহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশীমাত্রায় কাজ করার জন্য জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মী-আধিকারিকদের অনুপ্রাণিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।