খবর
৩১/০৮/২০১৩
•  ১৯৫৯ সালের ৩১শে অগাস্ট খাদ্যের দাবীতে কলকাতার রাজপথ উত্তাল হয়ে ওঠে। সেদিন লাঠি-গুলি চালিয়ে দমন করা হয়েছিল প্রতিবাদী বুভূক্ষু মানুষকে। খাদ্য আন্দোলনের নিহত শহিদদের প্রতি এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের ৫০তম জন্মদিনে মহাকরণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
৩০/০৮/২০১৩
•  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় হে’ অনুষ্ঠিত হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুলিশকে দেশের মধ্যে শ্রেষ্ঠ হতে হবে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচীর মধ্যে দিয়ে প্রশাসন ও সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিনেতা প্রসেনজিত, সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র এবং নৃত্যশিল্পী অলকানন্দা রায়কে সম্মাননা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহণ ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জ্জী, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার। ‘জয় হে’ অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে সুরকার বাপি লাহিড়ী ও জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, কোয়েল, পায়েল, শ্রাবন্তী, আবির চ্যাটার্জ্জী সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে।
২৯/০৮/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণে সরকারের জমি ও শিল্পনীতির ঘোষণা করলেন। শিল্পের জন্য রাজ্য সরকার কোনও ভাবেই জোর করে জমি অধিগ্রহণ করবে না। তিনি বলেন, ‘এখানে জমি নিয়ে আন্দোলন হয়েছে। তাই জমিনীতি নিয়ে সরকারের সিদ্ধান্ত স্বচ্ছ।’ এদিন মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের উদ্দেশ্যে শিল্পপতিদের আকর্ষণের জন্য নতুন শিল্পনীতিতে বিভিন্ন ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন। ঘোষিত শিল্পনীতির গুরুত্বপূর্ণ দিকটি হল - বিশেষ কয়েকটি ক্ষেত্রে ১৪ওয়াই ধারা শিথিল করা হবে। শিল্প স্থাপনের ক্ষেত্রে একলপ্তে ১০ হাজার একর পর্যন্ত জমি অধিগ্রহণে বিশেষ ছাড়পত্র দেওয়া হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান যে, যে শিল্পসংস্থা যত বেশী উৎপাদন করবে এবং কর্মসংস্থান করবে, তারা তত বেশী ছাড় পাবে। এছাড়াও রাজ্যের বস্ত্রনীতি, মাঝারি ও ক্ষুদ্র কুটির শিল্পনীতি ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বস্ত্রশিল্পে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এই শিল্পের আওতায় আগামী ১০ বছরে প্রায় ১ কোটি কর্মসংস্থান হবে, আশা করা যায়। তপশিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষেরা এর ফলে উপকৃত হবেন। রাজ্যে শিল্প বিনিয়োগ বৃদ্ধি ঘটাতে সরকার বদ্ধ পরিকর। বস্ত্র শিল্পের উন্নতি ঘটাতে কারখানাগুলির তত্বাবধানের জন্য 'স্পিনফেড হোল্ডিং কোম্পানি' তৈরি করা হবে। রেশম শিল্পী মহাসংস্থান-কে পুণর্নির্মাণ করে 'ওয়েস্ট বেঙ্গল সিল্ক ডেভেলপমেন্ট কর্পোরেশন' তৈরি করা হবে। এছাড়া নদীয়াতে 'ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি' নামে একটি প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা হচ্ছে। বেলুড়ে ১০০ একর জমির উপর গড়ে তোলা হবে 'টেক্সটাইল পার্ক' ও 'মেগা পাওয়ারলুম পার্ক'। প্রতিটি জেলায় ১০টি করে প্রায় ২০০টির মতো হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি করা হবে। বিনিয়োগের ক্ষেত্রে কোচবিহার, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিনিয়োগকারীরা বিদ্যুৎ, স্ট্যাম্প ডিউটি, ভ্যাট ও অন্যান্য কর-এ বিশেষ ছাড় পাবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান, ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণের পরিমাণ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা পর্যন্ত করা হল। রাজ্যে শিল্প উন্নয়নের লক্ষ্যে পিপিপি মডেলে শিল্প ও তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলা হবে। পানাগড়-গোয়ালতোড়-রঘুনাথপুরকে শিল্প করিডর হিসাবে ব্যবহার করে জেলায় জেলায় শিল্প ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। রাজ্যের ঘোষিত শিল্পনীতি চালু হলে ভারী ও বুনিয়াদি শিল্পে ৬৬ লক্ষ কর্মসংস্থান হবে বলে আশাপ্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বস্ত্র ও কুটির শিল্প ছাড়াও অন্যান্য সহযোগী শিল্পের উন্নতিতেও জোর দেওয়া হবে। প্রতিটি জেলায় ৪টি করে শিল্প ক্লাস্টারও গড়ে তোলা হবে।

•  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যু বার্ষিকীতে মহাকরণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/০৮/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিধানসভা ভবন চত্বরে বার্ষিক বৃক্ষরোপণ অনুষ্ঠানে, দেশবাসীকে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন। তিনি বলেন,''সবুজ আমাদের প্রাণ, সবুজ আমাদের মন, সবুজ আমাদের হৃদয়ের ভাণ্ডার''। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রমুখ।
২৬/০৮/২০১৩
•  সেবা ও শান্তির প্রতীক মাদার টেরিজার ১০৩তম জন্মদিন পালিত হয় মহাকরণে। মাদারের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমা এবং সিস্টার জোসেফ, সিস্টার লিং। মিশনারিজ অফ চ্যারিটির কচিকাঁচারাও মাদারের ছবিতে সাদা গোলাপ দিয়ে তাদের ভালোবাসা জানায়। মাদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শিশুরা একটি গানও শোনায়। মুখ্যমন্ত্রী জানান, মাদার টেরিজা শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক। তিনি সারাজীবন ধরে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন। মাদারের চলার পথ ও ভাবনা আজকের সমস্যা জর্জরিত পৃথিবীতে সকলের পাথেয় হোক। মাননীয়া মুখ্যমন্ত্রী ভালোবাসার স্মারক হিসাবে এদিন ছোটদের হাতে তুলে দেন ফুল ও চকোলেট-এর বাক্স।
২২/০৮/২০১৩
•  মহাকরণে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাস এবং নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্মদিবসে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২১/০৮/২০১৩
•  মহাকরণে রাখী উৎসব পালন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মহাকরণে উপস্থিত সকল মন্ত্রী, সচিব, আধিকারিকসহ সচিবালয়ের কর্মীদের রাখী পরান তিনি। রাখী বন্ধনের মধ্যে দিয়ে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে রাজ্যবাসীর কাছে ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/০৮/২০১৩
•  মহাকরণে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, কিংবদন্তী ফুটবলার গোষ্ঠপাল এবং সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর জন্মদিনে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গোষ্ঠপালের পরিবারের সদস্যরা এইদিন উপস্থিত ছিলেন। মাল্যদানের পর সঙ্গীত পরিবেশন করেন লোকরঞ্জন শাখার শিল্পীরা।

•  রাজ্যের উন্নয়নমূলক কাজে আরও গতি আনতে টাউন হলে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মন্ত্রিসভার সকল সদস্য, মুখ্যসচিবসহ সকল বিভাগীয় সচিব ও আধিকারিকরা এবং সকল জেলা প্রশাসনের কর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের জন্য স্থগিত সব প্রকল্পের দ্রুত রূপায়নের ওপর জোর দেন তিনি। রাজ্যের বিকাশে সবকটি দপ্তরের উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কোনও প্রকল্পের কাজ যেন অসমাপ্ত অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের কড়া নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
১৯/০৮/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির সদস্যরা। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে, এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হবে সদ্য প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের মুক্তি না পাওয়া বাংলা ছবি 'সানগ্লাস' দিয়ে। পরিচালকের রেট্রোস্পেক্টিভ এবং তাঁর এই ছবিটির মাধ্যমেই এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত পরিচালককে। উৎসবে এই বছরই প্রথম থাকছে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। প্রতি বছরের মত এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে নভেম্বরের ১০ তারিখ থেকে, উৎসব চলবে ১৭ তারিখ পর্যন্ত। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিভাবে আরও বর্ণময়, অভিনব ও জনমুখী করে তোলা যায়, বৈঠকে আলোচনা হয় সেই বিষয়গুলি নিয়েও। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কলকাতার মাননীয় মেয়র শোভন চট্টোপাধ্যায়। কমিটির পক্ষ থেকে বৈঠকে ছিলেন সন্দীপ রায়, প্রভাত রায়, রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, রাজ চক্রবর্তী, রজত রায়চৌধুরী, শ্রীকান্ত মোহতা, সন্ধ্যা রায়, গৌতম ভট্টাচার্য্য এবং সুরিন্দর সিং।
১৭/০৮/২০১৩
•  বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ আত্মস্থানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, কলকাতা-দক্ষিণেশ্বর-বেলুড়কে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন ক্ষেত্র গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত ফেরি সার্ভিস চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। দক্ষিণ কলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালটির পরিচালনার দায়িত্ব রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার বিষয়েও মিশন কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের তরফে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়া তিনি বেলুড় মঠের বিভিন্ন বিষয় নিয়ে মহারাজদের সঙ্গে আলোচনা করেন এবং স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত কক্ষ ঘুরে দেখেন।
১৫/০৮/২০১৩
•  রেড রোডে ৬৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস,কলকাতা পুলিশের র‍্যাপিড অ্যাকশন ফোর্স, দমকল বাহিনী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের কৃষি, পর্যটন, ক্ষুদ্র কুটির শিল্প, তথ্য সংস্কৃতি দপ্তরের ট্যাবলোগুলির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাহাড়ের লোকশিল্পীদের নাচ। এছাড়াও পুরুলিয়ার ছৌ নাচ এবং বাউল গান অনুষ্ঠানটিকে আরও বর্ণময় করে তোলে।
১৪/০৮/২০১৩
•  পিপিপি মডেলে পূর্বতন কলকাতা পুরসভার বাজার লেক মার্কেট রূপান্তরিত হল ‘লেক মল’-এ। অত্যাধুনিক এই বাজারটি উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, লেক মার্কেটের উন্নয়ন দিয়ে যাত্রা শুরু হল, আগামী দিনে কলকাতার প্রত্যেকটি পুরবাজারকে উন্নত করা হবে। বাজারগুলির উন্নয়নের কাজে সহযোগিতা করতে ব্যবসায়ীদের আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ সুব্রত বক্সী, মাননীয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, মেয়র পারিষদের সদস্যরা, স্থানীয় পুর প্রতিনিধিরা এবং টলিউডের বহু বিশিষ্ট তারকারা।
১৩/০৮/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রশিক্ষণপ্রাপ্ত ৭২জন ব্লক উন্নয়ন আধিকারিকদের সঙ্গে মহাকরণে রোটান্ডায় একটি বৈঠক করেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁদের বলেন যে কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে মাথা নত না করে কাজ করতে হবে। গ্রামীন প্রকল্পগুলি ও মহিলাদের স্বার্থরক্ষাকারী প্রকল্পগুলি, বিশেষত ‘কন্যাশ্রী’ প্রকল্পটিকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১১/০৮/২০১৩
•  রাজ্য সরকারের পক্ষ থেকে মহাকরণে শহিদ ক্ষুদিরাম বসুর ১০৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
১০/০৮/২০১৩
•  জনসাধারণের উপর গোর্খা জনমুক্তি মোর্চার জোর করে চাপিয়ে দেওয়া বনধ-এর কড়া সমালোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন পাহাড়ে স্কুল-কলেজ, রেশন, পরিবহণ, যাতায়াত এবং উন্নয়নের কাজ ব্যহত হচ্ছে। মোর্চা নেতৃত্বকে তিনি পরিষ্কার জানান ৭২ ঘন্টার মধ্যে পাহাড়ে জনজীবন স্বাভাবিক না হলে সরকার আইনানুগ কড়া ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী এই মর্মে আবেদন জানান যৌথভাবে কাজ করার নীতিতেই তিনি বিশ্বাসী। ধ্বংস নয়, সৃষ্টিই কাম্য- তাই পৃথক রাজ্যের দাবী যারা করছেন তাদের অবাস্তব চাহিদাকে কেন্দ্র যেন প্রশ্রয় না দেয়।

•  কালীঘাটে বাস দুর্ঘটনায় আহত আটজন পুলিশকর্মীদের সঙ্গে এস এস কে এম হাসপাতালে দেখা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/০৮/২০১৩
•  রেড রোডে পবিত্র 'ঈদ- উল-ফিতর'-এর প্রার্থনা অনুষ্ঠানে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষায় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ চালু করা হবে, ঐ অনুষ্ঠানে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন রাজ্য সরকার শহর ও জেলায় মুসলমান যুবসমাজকে ছোট দোকান অথবা ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় সাহায্য করবে।
০৮/০৮/২০১৩
•  ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ঐ দিন বিশ্বকবির অতুলনীয় সৃষ্টি 'গীতাঞ্জলি'র ১৪টি ভাষায় অনুবাদের সংকলন 'সং অফারিংস' গ্রন্থটি প্রকাশ করেন তিনি।
০৭/০৮/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সিমেন্ট ফ্যাক্টরির জন্য ১০০ একর জমির নথিপত্র তুলে দিলেন রিলায়্যান্স গোষ্ঠীকে। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৬০০ কোটি টাকা। বছরে তিন মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠতে সময় লাগবে প্রায় আড়াই বছর।

•  কলকাতার এসএসকেএম হাসপাতালে একটি আন্তর্জাতিক মানের 'হিউম্যান মিল্ক ব্যাঙ্কে'র উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাতৃদুগ্ধ সংরক্ষণের এমন অত্যাধুনিক ব্যবস্থা ভারতে এই প্রথম। শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর অবশ্য প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যে সমস্ত শিশুরা বিভিন্ন কারণে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত, তাদের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। এর ফলে ওই সমস্ত শিশুরা নিঃসন্দেহে উপকৃত হবে কারণ অত্যন্ত উন্নতমানের প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পটি সম্পূর্ণভাবে সংক্রমণমুক্ত। স্বাস্থ্য দপ্তরের মাননীয়া রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

•  মহাকরণে শিল্প বিষয়ক কোর কমিটির বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বৈঠকে তিনি বলেন রাজ্যে শিল্পের প্রসারে জমির অভাব হবে না। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের হাতে থাকা জমির তালিকা পেশ করেন শিল্পপতিদের কাছে। বাংলায় শিল্পের অগ্রগতিতে তিনি বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন। সেগুলি হল- • ৩১ অগাস্টের মধ্যে বস্ত্রশিল্পসহ সমস্ত বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের খসড়া সম্পর্কিত মতামত পেশ করতে হবে । • আরও বেশী কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পের ক্ষেত্রে অনগ্রসর জেলাগুলিকে প্রাধান্য দেওয়া হবে । • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর বিশেষভাবে জোর দিতে মিলন মেলা প্রাঙ্গণে ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পমেলার আয়োজন করা হবে । • অনুন্নত জেলা কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে শিল্পে বিনিয়োগে বিশেষ ছাড় দেওয়া হবে । • ১০০০জন ছোট উদ্যোগপতিকে সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পপতিরা ।

•  বিধানসভা এবং মহাকরণের নতুন ভবন তৈরি করার জন্য হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণে অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৪২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।
০৬/০৮/২০১৩
•  প্রাচীন সংবাদপত্র দৈনিক বসুমতীর শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যমন্ত্রী বলেন যে, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমাদের স্বাধীনতার ইতিহাস, সভ্যতা-সংস্কৃতি, পুনর্জাগরণ, রেনেসাঁ অবলুপ্ত হয়ে যাবে। রাজ্য সরকার বসুমতী কর্পোরেশন লিমিটেডকে আগের মতোই সাহায্য করবে। বসুমতী সাহিত্য মন্দির দৈনিক ও মাসিক পত্রিকা প্রকাশের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে এসেছে। বহু উল্লেখযোগ্য সাহিত্যিক বসুমতীতে লিখতেন। বসুমতী প্রকাশনা বাংলার গর্ব, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বসুমতীর অবসরপ্রাপ্ত পাঁচজন কর্মচারী ও বর্তমান পাঁচজন কর্মচারীকে সম্মান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন মহাকরণে ঘোষণা করেন বাগডোগরা, কোচবিহার ও দুর্গাপুরে বিমানের জ্বালানীর ক্ষেত্রে আগামী তিন বছর বিক্রয় কর পুরোপুরি ছাড় দেওয়া হবে। এই ঘোষণার ফলে একদিকে যেমন নতুন বিমানসংস্থাগুলির রাজ্যে আসার পথ প্রশস্ত হবে, তেমনই কমতে পারে রাজ্যে চলাচলকারী বিমানের ভাড়াও। কলকাতা বিমানবন্দরে বিমানের জ্বালানীর ওপর বিক্রয় করে ৫০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেন তিনি।
০৫/০৮/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, শাসন এবং দত্তপুকুরে ৩টি নতুন থানার উদ্বোধন হল। বারাসত থানাসহ এই নতুন ৩টি থানা বারাসত ও সন্নিহিত অঞ্চলের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে।
০২/০৮/২০১৩
•  রাজ্য সরকারের পক্ষ থেকে মহাকরণে বিশিষ্ট বাঙালি রসায়নবিদ আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫২তম জন্মবার্ষীকিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
০১/০৮/২০১৩
•  পশ্চিমবঙ্গ সরকার মুম্বাই-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি শিল্প সম্মেলন ‘বেঙ্গল বেকন্স’-এর আয়োজন করে। এই সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দেশের প্রথম শ্রেণীর শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান। রাজ্যের বর্তমান কর্মসংস্কৃতির কথা তাঁদের জানিয়ে তিনি বলেন, কর্মনাশা ‘বনধ-ধর্মঘট’-এর দিন আর নেই। পশ্চিমবঙ্গ,উত্তর-পূর্বের প্রতিবেশী রাজ্য ও দেশগুলির বাণিজ্যের প্রবেশদ্বার। এছাড়া এখানকার প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য অনুকূল পরিস্থিতি রাজ্যকে শিল্প ও বাণিজ্যকেন্দ্রে পরিণত করার পক্ষে যথেষ্ট সহায়ক। পরিবর্তিত পশ্চিমবঙ্গে আর্থিক বিকাশের অনুকূল পরিস্থিতি রয়েছে, ভারি-মাঝারি ও পরিষেবার ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা দেশের প্রথম শ্রেণীর শিল্পপতিদের কাছে তুলে ধরেন মাননীয়া মুখ্যমন্ত্রী। দেশের শিল্পমহল মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বানে সদর্থক ও আশাব্যঞ্জক মতপ্রকাশ করেন। মুকেশ অম্বানি, আদি গোদরেজ, বেনুগোপাল ধুত, উদয় কোটাক, অশোক হিন্দুজা, ওয়াই সি দেবেশ্বর, কিশোর বিয়ানি, অমিত কল্যাণী, এন চন্দ্রশেখরন, মধুর বাজাজ, সজ্জন জিন্দাল, ছন্দা কোচর, হর্ষ গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, করণ পল, সি এস ভার্মা, নীতিন পারাঞ্জাপে, শুভালক্ষী পানসে, অরুপ রায় চৌধুরী, বি সি ত্রিপাঠি, আনন্দ কৃপালু, শিখা শর্মা এবং আরও অন্যান্য শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। রাজ্যের অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, আবাসন মন্ত্রীসহ মুখ্য সচিবও উপস্থিত ছিলেন এই সম্মেলনে। এছাড়া বিনোদন শিল্পের তরফ থেকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, বাপ্পি লাহিড়ী, গৌতম ঘোষ ও প্রসেনজিত চট্টোপাধ্যায়।