খবর
৩০/০৮/২০১৭
•  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ‘ডিমনিটাইজেশন’ প্রক্রিয়া ব্যর্থ প্রমাণিত হল। বাতিল নোটের ৯৯ শতাংশই ব্যাঙ্কে ফেরত এসেছে, অথচ এই ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ‘ডিমনিটাইজেশন’ নামক এই ‘ফ্লপ শো’টি বস্তুত একটি আর্থিক কেলেঙ্কারির সমতুল্য, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নোট বাতিলের ফলে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষকসহ সমাজের নিম্নবিত্ত মানুষ। এখন প্রশ্ন একটাই, এই ‘ডিমনিটাইজেশন’-এর পরিকল্পনা কি সত্যিই কয়েক লক্ষ কোটি কালো টাকা উদ্ধার করা ? নাকি কালো টাকা সাদা করা! রিসার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের ফলে এই কথাই যথার্থ বলে মনে করা হচ্ছে।
২৯/০৮/২০১৭
•  জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সকল ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এদিন তিনি জানান ফিফা অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচ কলকাতায় হতে চলেছে।

•   পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হবার পথে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আহ্বানে সাড়া দিয়ে পাহাড়ের মুখ্য রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় প্রতিনিধিরা এদিন নবান্নে এক বৈঠকে যোগ দেয়। গোর্খা জনমুক্তি মোর্চা, জন আন্দোলন পার্টি, জিএনএলএফ-র প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেওয়াতে পাহাড়ে শান্তি ফিরে আসা এখন সময়ের অপেক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রী বনধ প্রত্যাহার করে পাহাড়ে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিয়ে আনার জন্য আবেদন করেন, আন্দোলনকারীদের পক্ষে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবার অঙ্গীকার করেছেন। পরবর্তী আলোচনার দিন স্থির হয়েছে ১২ সেপ্টেম্বর, উত্তরকন্যায়। পাহাড়কে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে সমস্যা করার পথে হাঁটার কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই বন্ধের ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চা, পর্যটন, পরিবহনসহ অন্যান্য শিল্প। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পাহাড়ের রাজনৈতিক দলগুলি ও প্রশাসনের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   রাজ্যে ১০০ কোটি অর্থ লগ্নী করবে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys)। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান। পাশাপাশি এও জানান যে রাজারহাটে ৫০ একর জমি নিয়ে ক্যাম্পাস তৈরি করতে চলেছে এই সংস্থা। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের জমি নীতি মোতাবেক বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) না দেওয়া হলেও শিল্প বিনিয়োগ করার জন্য বিভিন্ন সুবিধা পাবে ইনফোসিস। এই বিনিয়োগের ফলে প্রাথমিক পর্যায়ে এক হাজার কর্মসংস্থান হবে বলে জানা গেছে।
২৫/০৮/২০১৭
•  নবান্নে মাননীয়া মমতা ব্যানার্জী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ফাটকা ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কোনও ভাবে দাম বৃদ্ধি ঘটাতে না পারে, সেই দিকে কড়া নজর রাখার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আসন্ন দুর্গা পুজো ও অন্যান্য উৎসবের দিনে কোনও ভাবে যেন অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধি ঘটাতে না পারে এই বিষয়ে সবাইকে তৎপর থাকারও নির্দেশ দেন। এছাড়া, তিনি সবজির পাইকারী ও খুচরো বাজারের দামের অযথা ব্যবধান কমানোর জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপের নির্দেশ দেন।

•   কলকাতার নজরুল মঞ্চে বাংলা সংগীত জগতের সোনাঝরা কন্ঠের প্রবীণ শিল্পীদের সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সূচনা হল ‘অনুরোধের আসর’-এর। বাঙ্গালীর রেডিও-তে গান শোনার স্মৃতি উসকে দিয়ে পুজোর গান-সহ অন্যান্য কালজয়ী বাংলা গানের যাদুস্পর্শ ফিরিয়ে দিতেই এই উদ্যোগ, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন ‘মাতৃ মা’ নামে একটি গানের সিডি প্রকাশিত হয়। এই সিডির গানগুলির কথা ও সুর মাননীয়া মুখ্যমন্ত্রীর। গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। এছাড়াও বিশিষ্ট শিল্পীদের কন্ঠসমৃদ্ধ আরো একটি গানের সিডি এদিন প্রকাশিত হয়।
২৪/০৮/২০১৭
•  দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানালো গোপনীয়তার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। এই রায়দান করে শীর্ষ আদালতের নয় সদস্যের সংসদীয় বেঞ্চ। সংবিধানের ২১নং ধারা অনুযায়ী নাগরিকের গোপনীয়তার অধিকার সংবিধান স্বীকৃত। ঐতিহাসিক এই রায়-কে স্বাগত জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, এই রায় ঐতিহাসিক। এই রায়দানের ফলে নাগরিকের অধিকার সুরক্ষিত হল।
২৩/০৮/২০১৭
•  ফিফা অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। কলকাতার ফুটবল ইতিহাসে এমন টুর্নামেন্টের আয়োজন অভূতপূর্ব। ফিফা-র টুর্নামেন্ট ডিরেক্টর ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন এআইএফএফ, আইএফএ ও সাই-র আধিকারিকেরা এবং মন্ত্রী ও পদস্থ সরকারি আধিকারিকরা। বৈঠকের শেষে ফিফা-বিশ্ববাংলা যুগ্ম লোগো-র প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ-কে আকর্ষণীয় করে তুলতে আয়োজন ও প্রচেষ্টার ত্রুটি থাকবে না, বলেন তিনি।

•   কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকে উপস্থিত সকল ধর্মের প্রতিনিধিরা।
২২/০৮/২০১৭
•  দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য একটি আলোচনার আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন জিএনএলএফ এর সেন্ট্রাল কমিটির সভাপতি। এদিন নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে তিনি বলেন, পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রাজ্য সরকারও আগ্রহী। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সাথে কথা বলতে রাজ্য সরকার সর্বদাই প্রস্তুত। আগামী ২৯ আগস্ট, বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। পাহাড়ের মুখ্য রাজনৈতিক দলগুলির নেতাসহ সবকটি উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব দলগুলিও চাইলে এগিয়ে আসতে পারেন। সরকার চায় পাহাড়ের উন্নয়ন ও স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানান তিনি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য সকলে একসাথে কাজ করা জরুরী।
২১/০৮/২০১৭
•  বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি এদিন মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। এর আগে দক্ষিণবঙ্গের প্লাবিত অঞ্চলগুলিও পরিদর্শন করেন তিনি।দুর্গত মানুষদের কাছে ত্রাণসামগ্রী আরও দ্রুত পৌঁছে দিতে এবং মেরামতির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মালদা পুরসভার মুখ্য কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠকে তিনি মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, তারা যেন বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ান, সাধ্যমতো তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
১৭/০৮/২০১৭
•  কলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ জয় হো ’ অনুষ্ঠিত হল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন কলকাতা পুলিশের কৃতী ক্রীড়াবিদ এবং খুব ভালো কাজের জন্য পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করেন। এরপর বিশিষ্ট শিল্পীদের এবং কলকাতা পুলিশের কর্মীদের নানান সাংস্কৃতিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করে।
১৫/০৮/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৭১ তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানান। এদিন রাজ্য জুড়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হল। কলকাতার রেড রোডের মূল অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন, এরপর কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা পুলিশ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। এছাড়া রাজ্য সরকারের একাধিক দপ্তর বর্ণময় ট্যাবলো বের করে। সেফ লাইফ-সেভ ড্রাইভ, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ-সাথী, খাদ্যসাথী, বিশ্ব বাংলা-সহ বিভিন্ন থিমের আকর্ষণীয় ট্যাবলো উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসাহী দর্শকদের মনোরঞ্জন করে। পুলিশকর্মীদের কাজে বিশেষ পারদর্শিতার জন্য পুলিশমেডেল প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন তারকা খচিত সাংস্কৃতিক উপস্থাপনা ‘একতাই সম্প্রীতি’-র ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলে।
১৪/০৮/২০১৭
•  রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাংবাদিকদের জানান, কিছুদিন আগে নিম্ন চাপের জন্য ডিভিসি-র জলাধার থেকে অস্বাভাবিক হারে জল ছাড়ার ফলে দক্ষিণ বঙ্গের বহু অঞ্চল জলে ডুবে যায়। এখন প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বানভাসি। রাজ্য প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে। বিপর্যয় মোকাবিলার জন্য ত্রাণ সরবরাহ, পানীয় জলের পাউচ, উদ্ধার কার্যের সব রকম ব্যবস্থাই তৈরী রয়েছে। প্রয়োজনে সব রকম ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন তৈরী বলে জানান মাননীয় মুখ্যমন্ত্রী।
১০/০৮/২০১৭
•  নয়াদিল্লী সফর কালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে গিয়ে দেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি মাননীয় শ্রী রামনাথ কোবিন্দ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
০৮/০৮/২০১৭
•  রাজ্য বিধানসভায় পাশ হল স্টেট জিএসটি বিল ২০১৭। রাজ্যের কোষাগারে লেনদেন অব্যাহত রাখতে, বাধ্য হয়েই জারি করতে হল জিএসটি অর্ডিন্যান্স। এদিন বিধানসভায় আক্ষেপের সুরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী জিএসটি-র বিরুদ্ধে শুরু থেকেই বিরোধিতা করেছে রাজ্য। কিন্তু সরকার চালাতে, উন্নয়নের কাজ চালু রখতে, সরকারি কর্মচারীদের বেতন দিতে অনন্যোপায় হয়েই জিএসটি মেনে নিতে হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী বিধানসভার মাননীয় সদস্যদের স্মরণ করিয়ে দেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্রের তীব্র বিরোধিতায় নিত্য ব্যবহার্য বেশ কিছু দ্রব্যের উপর কর কম করা হয়েছে। এদিন পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে পাহাড়ের সকল রাজনৈতিক দলের কাছে তিনি আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়ে ইতিমধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ টানা বন্ধ – অবরোধে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে যে কোনও দিন আলোচনায় বসতে রাজী আছেন, কিন্তু তার আগে হিংসা ত্যাগ করতে হবে। পাহাড়ে স্বাভাবিক জনজীবন চালু রাখতে সকল রাজনৈতিক দলের কাছে তিনি ফের আহ্বান জানান।

•   নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ ক্রিকেট ও ক্রীড়া জগতের অন্যান্য নক্ষত্রেরা। এদিন ক্রিকেটে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসাবে সংবর্ধিত ও পুরস্কৃত হলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, জাতীয় দলের প্রাক্তন সদস্য মনোজ তিওয়ারি, প্রাক্তন রঞ্জি-ক্রিকেটার ও প্রশিক্ষক পলাশ নন্দীসহ একঝাঁক খেলোয়াড়।
০৩/০৮/২০১৭
•  রাজ্যে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতিতে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করছে না। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন যে, ‘ম্যান মেড’ বন্যায় দক্ষিণ বঙ্গের বহু ব্লকে রাস্তা, ব্রিজ ভেসে গেছে। নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। শস্য ও গবাদি পশুর ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, বন্যা বিপর্যস্ত গুজরাট ও আসামের ক্ষেত্রে যে ভুমিকা কেন্দ্র দ্রুততার সঙ্গে নিয়েছে, বাংলার ক্ষেত্রে ঠিক তার উলটোটাই লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাজ্য প্রশাসন সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলেই প্রাণহানি বহু ক্ষেত্রেই আটকানো গেছে, একথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। বন্যার মূল উৎস, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে ডিভিসি-র জলাধার গুলি থেকে বিনা সর্তকতায় ২ লক্ষ কিউসেকের অনেক বেশী জল ছাড়া। রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করার পরেও ডিভিসি কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। এখন বন্যা পরবর্তী সময়ে বাংলার প্রতি কেন্দ্রের বৈষম্য মূলক আচরণে মাননীয়া মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
০২/০৮/২০১৭
•  উত্তরকন্যায় জনজাতি উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বৈঠকে জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, চা বাগানের জমির পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। রাজ্যের জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির সকল উন্নয়ন প্রকল্পগুলিকে এক ছাতার তলায় আনতে নতুন উপদেষ্টা পরিষদ গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। এদিন ত্রি- ভাষিক সাঁওতালি অভিধান প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সাঁওতালী – ইংরেজী – বাংলা , এই তিনটি ভাষার অভিধান প্রচলিত সাঁওতালী ভাষার সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে।
০১/০৮/২০১৭
•  জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার উত্তর দিনাজপুর। এদিন চোপরা’র আলোরানি ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সরকারি ভবন, ছাত্রাবাস, জল সরবরাহ প্রকল্পসহ রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার একটি মূর্তি’র উন্মোচন করেন তিনি। রায়গঞ্জের মেডিক্যাল কলেজ, ২টি ইলেকট্রিক সাব স্টেশন, সরকারি ভবন, আবাসন প্রকল্প, সড়ক প্রকল্প, ছাত্রাবাস-সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া সবুজ সাথী প্রকল্পে সাইকেল এবং শিক্ষাশ্রী, গীতাঞ্জলিসহ বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করেন তিনি। এরপর উত্তর দিনাজপুর জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জেলা আধিকারিক, জন প্রতিনিধি, বেসরকারি শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায়, জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন তিনি। রাজ্য সরকারের প্রশাসনিক কার্যাবলী সম্পর্কে অবগত করতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল এদিন।