খবর
২৬/০৯/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন ইতালির লোম্বারদি আঞ্চলিক সরকারের মাননীয় রাষ্ট্রপ্রধান আত্তিলো ফোন্টানা সঙ্গে এক বৈঠকে বসেন। বাংলা ও লোম্বারদি আঞ্চলিক প্রশাসনের মধ্যে বানিজ্য,শিক্ষা, পর্যটন, অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে দুজন বিশদে কথা বলেন। আগামী ২০১৯ সালে কলকাতায় যে বাণিজ্য সম্মেলন হবে, সেখানে ইতালির লোম্বারদি আঞ্চলিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান যে মাননীয় আত্তিলো সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উচ্চ পর্যায়ের এক বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে মাননীয় আত্তিলো ফোন্টানা ২০১৯ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসছেন।
২৪/০৯/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর ১২ দিনের ইউরোপ সফরে আজকের কর্মসূচী ছিল ইতালির মিলানে। আসোলোম্বারদা, ইতালির বাণিজ্য কমিশন, ফিকি ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বাংলার এবং ইতালির বৃহৎ বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা এদিনের বাণিজ্য বৈঠকে উপস্থিত ছিলেন। পরিকাঠামো, ম্যানুফাকচারিং, ডিজাইন, তথ্য ও সংযোগ প্রযুক্তি, চর্ম শিল্প, বস্ত্র শিল্প, খাদ্য- প্রক্রিয়াকরণ, পর্যটন, অটো মোবাইল শিল্পে বিনিয়োগ নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। বস্ত্র শিল্পের ক্ষেত্রে সুতা উৎপাদন নিয়ে উচ্চ মাত্রায় আলোচনা হয়েছে। কৃষি যন্ত্র, তাঁত ও হস্তশিল্পের বিষয়ে পুর্ণাঙ্গ আলোচনা হয়েছে। এছাড়া, রাজ্য সরকার শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইতালির সঙ্গে পারস্পরিক আদান প্রদানের দিকটি উন্মুক্ত করতে উদ্যোগী হয়েছে। এর ফলে রাজ্যের ও ইতালির শিক্ষা জগত, বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীদের বিশেষ উপকার হবেন।
১৮/০৯/২০১৮
•  জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে এক বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকটির আয়োজক ছিল ফ্র্যাঙ্কফুর্টের আইএইচকে, ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, ফিকি এবং পশ্চিমবঙ্গ সরকার। জার্মানির নামী শিল্পপতি ও শিল্পগোষ্ঠী ও পশ্চিমবঙ্গের প্রায় ৫০জন শিল্প প্রতিনিধি উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। পশ্চিম বাংলায় শিল্প গড়ে তোলার উপযোগীতা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয় বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। বাংলায় জার্মান বিনিয়োগের ক্ষেত্র খুলতে চলেছে বিশেষ করে শিল্প পরিকাঠামো ও লজিস্টিক হাব, ইঞ্জিনিয়ারিং শিল্প ও ফাউন্ড্রি হাব, পেট্রোকেমিক্যাল ও পলিটেকনিক হাব, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি, ফিনান্সিয়াল টেকনোলজি, এগ্রো- ফুড প্রসেসিং, বস্ত্র শিল্প, যন্ত্রাংশ শিল্প, চর্ম শিল্প, পরিবহণ শিল্প, বিদ্যুৎ শিল্প, পর্যটন এবং সামাজিক পরিকাঠামো প্রকল্প। এছাড়াও রাজ্যের ক্ষুদ্র, মাঝারী ও কুটিরশিল্পে বিনিয়োগ আসার ক্ষেত্রে বিনিয়োগ আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৬/০৯/২০১৮
•  ইউরোপ সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জার্মানি ও ইতালির শিল্প বাণিজ্য মহলের আমন্ত্রণে তাঁর ১২ দিনের সফর। রাজ্যে বিদেশী বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েই তিনি এবার ইউরোপে। বিগত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, ২০১৮তে আমন্ত্রিত ইতালি ও জার্মানির শিল্প প্রতিনিধি দল পাল্টা আমন্ত্রণ জানিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীকে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ইতালীর মিলান এই দুটি শহরে বাণিজ্যিক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এই সফরে তাঁর সঙ্গে আছেন মাননীয় অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।
১০/০৯/২০১৮
•  কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে অংশ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠক। ২৩ অক্টোবর, রেড রোডে অনুষ্ঠিত হবে দুর্গাপুজো কার্নিভ্যাল, বৈঠকে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/০৯/২০১৮
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য পূর্ত দপ্তরের সচিব,আধিকারিকদের সঙ্গে। মাঝেরহাট সেতু দুর্ঘটনাকে মাথায় রেখে তিনি পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন যে কলকাতা সহ রাজ্যের প্রতিটি সেতু, উড়াল পুলের পরিস্থিতি বিচার করে কার্যকরী ও প্রয়োজনীয় পদক্ষেপ করার। আগামী দিনে যেন কোনও ভাবেই রাজ্যে এই ধরণের দুর্ঘটনা না ঘটে, সেই দিকে কড়া নজর রাখার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৫/০৯/২০১৮
•  এবছর শিক্ষক দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠান হলো দার্জিলিং-এ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন পাহাড়ের মানুষের বহুদিনের স্বপ্নের সূচনা করলেন দার্জিলিং হিল ইউনিভারসিটি-র ভিত্তি প্রস্তর স্থাপন করার মাধ্যমে। দার্জিলিং জেলার মংপু-তে স্বাধীনতার পর থেকে এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে ও সহায়তায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এখানে ট্র্যাভেল ও ট্যুরিজিম ম্যানেজমেন্ট, টি- ম্যানেজমেন্ট, হর্টিকালচার, হিমালয়ান স্ট্যাডিজ, তথ্যপ্রযুক্তি, মিডিয়া- সহ বিজ্ঞান ও কলা বিভাগের অন্যান্য সাধারণ বিষয় গুলির পঠন পাঠন হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন যে এবারের এশিয়ান গেমসে আমাদের রাজ্যের মেয়ে, আমাদের গর্ব স্বপ্না বর্মণ হেপ্টাথলনে সোনা জিতেছে। স্বপ্নাকে তিনি অকুন্ঠ শুভেচ্ছা জানান। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকাবাসীদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পাহাড়ের ছাত্র ছাত্রীদের জন্য নতুন প্রকল্প চালু হল এদিন, তাদের জন্য স্কুল ব্যাগ, রেনকোট তুলে দেওয়া হয়। তিনি এদিন বলেন যে দার্জিলিং ও কালিম্পং জেলার তথা পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বদ্ধ পরিকর।

•   উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সোজা চলে যান মাঝেরহাট ব্রীজের দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে। উদ্ধার কার্য এবং দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন। তারপর এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে যান, চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
০৪/০৯/২০১৮
•  দার্জিলিং-এ জিটিএ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের বৈঠকে, পাহাড়ের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। স্থির হয়, মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি ছ’মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে পেশ করবে রাজ্য সরকারের কাছে। মংপুতে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, নাম দেওয়া হবে ‘দার্জিলিং হিল ইউনিভার্সিটি’, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কার্শিয়াং-এ একটি এডুকেশন হাব তৈরি করার কথাও জানান তিনি। কালিম্পং-এ প্রেসিডেন্সির একটি ক্যাম্পাস তৈরি হচ্ছে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। কৃষি, রেশমগুটি পালন, পর্যটন, বিনোদন, অথ্য প্রযুক্তি, সফটওয়্যারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।

•   কলকাতার অন্যতম ব্যস্ত সেতু মাঝেরহাট ব্রীজের একাংশ এদিন আচমকাই ভেঙে পড়ে। উত্তরবঙ্গে সফররত মাননীয়া মুখ্যমন্ত্রী এই সংবাদ শুনে প্রবল উদ্বেগ প্রকাশ করেন। তিনি পাহাড় সফর কাটছাঁট করে দ্রুত কলকাতা ফেরার উদ্যোগ নেন। কিন্তু সেই সন্ধ্যায় কলকাতা গামী কোনও বিমান না থাকায় তিনি ফিরতে পারেননি। মাননীয়া মুখ্যমন্ত্রী পাহাড় থেকেই ঘোষণা করেন যে এই মুহূর্তে উদ্ধার কাজকেই প্রাধান্য দেওয়াই একমাত্র কাজ। আহতদের সমস্ত চিকিৎসার ভার রাজ্য সরকারের একথা জানিয়ে দেন তিনি। এছাড়া নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। উদ্ধারকার্যের পর দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৩/০৯/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন দার্জিলিঙে পৌঁছোলেন। তাঁর এবারের পাহাড় সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচী আছে। এদিন বিপুল জনতার আবেগ লালিত উপস্থিতি প্রমাণ করে পাহাড়ের হাসি আরও চওড়া হয়েছে।
০১/০৯/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন জানান যে বাংলা ফের ‘নারেগা’ প্রকল্প বা ১০০দিনের কাজে এক নম্বর স্থান অধিকার করেছে। বাংলার সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে এই ‘নারেগা’ প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে রাজ্য সরকার দেখে। কেন্দ্রীয় সরকার বাংলার সরকারের এই দায়িত্বশীল ভুমিকা পালনের স্বীকৃতি দিয়েছে। এই প্রথম নয় এই নিয়ে তৃতীয় বার রাজ্য এই প্রকল্পে দেশসেরার স্বীকৃতি পেলো। ১০০ দিনের কাজ রূপায়নের ক্ষেত্রে কোচবিহার ও পূর্ব বর্ধমান জেলা দেশের মধ্যে সেরা বিবেচিত হয়েছে। এছাড়া জল সংরক্ষণের ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলা। এই পুরস্কার এই প্রথম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে নকশালবাড়ী ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দেশের মধ্যে সেরা গ্রাম-পঞ্চায়েত বিবেচিত হয়েছে ১০০দিনের কাজের প্রকল্পে সবচেয়ে ভালো কাজ করার জন্য।