খবর
২৮/১০/২০১৬
•  রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/১০/২০১৬
•  কালীপুজো এবং দীপাবলির প্রাক্কালে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, দীপাবলি আলোর উৎসব। এই আলো সংস্কৃতির আলো, আগুন নিয়ে খেলার আলো নয়।
২৫/১০/২০১৬
•  কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে বাংলাই এখন বিনিয়োগকারীদের প্রধান গন্তব্য। রাজ্যে ম্যারিয়টের শুভসূচনা সেই ঘটনাই প্রমাণ করে।
২৪/১০/২০১৬
•  নবান্নে ৫০টি নতুন দমকল গাড়ির শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিনির্বাপণ এবং জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রীসহ অন্যান্য সরকারি আধিকারিকরা।

•   রাজ্যে কোনওরকম বিভেদমূলক কার্যকলাপ বরদাস্ত করবে না সরকার। নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, দুর্গাপুজোর মতই আগামী উৎসবের দিনগুলিতে প্রশাসন সতর্কতা সহযোগে নজরদারি চালাবে। কোনও রকম প্ররোচনা এবং গুজবে কান না দিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২১/১০/২০১৬
•  পুলিশ কমেমোরেশন ডে উপলক্ষে রেড রোড ও মেয়ো রোডের মোড়ে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কর্তব্য পালন করতে গিয়ে মৃত পুলিশ - কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান তিনি।
২০/১০/২০১৬
•  সিঙ্গুরের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। সর্ষে বীজ বপনের মাধ্যমে সিঙ্গুরের জমিতে ফের কৃষিকার্যের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রাথমিকভাবে চাষবাসের কাজও শুরু হল। এছাড়া কৃষকদের হাতে এদিন বীজ ও কৃষি সামগ্রীও তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। প্রথম পর্যায়ে প্রায় ৪ হাজার কৃষকের হাতে তাঁদের জমির মালিকানা তুলে দেওয়া হবে। ৯৯৭ একরের বেশী জমিতে সেচের কাজে পর্যাপ্ত জল সরবরাহের জন্য ৬৬টি গভীর নলকূপ স্থাপন করা হবে, যার প্রথমটির উদ্বোধন এদিনই করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন ১০৩ একর জমি ফিরিয়ে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বাকী জমি আগামী ১০ নভেম্বরের মধ্যে জমির মালিকদের হাতে তুলে দেওয়া হবে। ৯৯৭ একরের মধ্যে মাত্র ৬৫ একরই বাকী আছে চাষযোগ্য করে তুলতে।
১৮/১০/২০১৬
•  বাংলায় আরও ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে জিন্দল গোষ্ঠী। এর ফলে রাজ্যে প্রায় ৪ হাজার কর্মসংস্থান তৈরি হবে। নবান্নে জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি আরও জানান, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত এবং সিমেন্ট কারখানার পাশাপাশি আন্তর্জাতিক মানের ২ লক্ষ কিলোলিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন ‘ডেকরেটিভ’ রং-এর কারখানাও তৈরি করা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২০১৭ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দল গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিবসহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা।
১৭/১০/২০১৬
•  সিঙ্গুরের জমি মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কৃষকদের হাতে পরচা তুলে দেওয়া হয়েছে। এবার তাঁদের দাগ অনুযায়ী জমি তুলে দেওয়া শুরু হবে। এ নিয়ে নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই বৈঠকে তিনি বলেন, মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ীই কৃষকদের জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আগামী ২০ অক্টোবর তিনি নিজে সিঙ্গুরে উপস্থিত থেকে,কৃষকদের সঙ্গে জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ফের কৃষিকাজের সূচনা করবেন।
১৪/১০/২০১৬
•  শারদোৎসবের শেষে বাংলার উৎসবে তালিকাভুক্ত হল অভিনব দুর্গা কার্নিভ্যাল। সুসজ্জিত ট্যাবলোসহ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা, এই কার্নিভ্যালের মুখ্য আকর্ষণ। বিশ্বের পর্যটন মানচিত্রে রাজ্যের গুরুত্ব বৃদ্ধি করতে এবং বিশ্ব বাংলা ব্র্যান্ডকে তুলে ধরতে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নিয়েছিল বিশ্ব বাংলা সম্মানপ্রাপ্ত ৩৯টি প্রতিমা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি অভ্যাগতরা। বহু বিদেশী পর্যটকসহ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এক অভিনব শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা।
১১/১০/২০১৬
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করলেন।
০৬/১০/২০১৬
•  রাজ্যবাসীকে শারদোৎসবের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/১০/২০১৬
•  দুর্গাপুজো এবং মহরমের প্রস্তুতির জন্য নবান্নে রাজ্য মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি বৈঠকে উপস্থিত সকল মন্ত্রীদের।