খবর
২৭/০৫/২০১৪
•  রাজ্য মন্ত্রীসভায় রদবদল। শিক্ষা মন্ত্রী হলেন পার্থ চট্টোপাধ্যায়। পর্যটন মন্ত্রী হলেন ব্রাত্য বসু। খাদ্যপ্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের মন্ত্রী হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। অর্থমন্ত্রী অমিত মিত্রকে তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা সমাজ কল্যাণ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেন।
২৬/০৫/২০১৪
•  উন্নত যাত্রী পরিষেবার লক্ষ্যে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। ৮৭৪টি নতুন শীততাপ নিয়ন্ত্রিত সরকারি বাস পথে নামছে। এদিন নবান্নে পরিবহণ দপ্তরের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৩০টি নতুন শীততাপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দমদম, বারাসত ও হাওড়াসহ কলকাতা শহরের বিভিন্ন রুটে বাসগুলি চলবে। এছাড়া জলপথ পরিবহণকে আরও উন্নত এবং হেলিকপ্টার পরিষেবাকে সুলভ করা হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকীতে নবান্নে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন রাজারহাট নিউটাউনে রাজ্য সরকারের নির্মিত 'নজরুল তীর্থ'-র উদ্বোধন করেন তিনি। গতবছর নজরুল জয়ন্তীর দিন মাননীয়া মুখ্যমন্ত্রী 'নজরুল তীর্থ' প্রকল্পটির কথা ঘোষণা করেছিলেন। কবির সৃষ্টিশীল চিন্তাভাবনাকে এই বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন 'নজরুল তীর্থে'র উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল আকাডেমির চেয়ারম্যান জয় গোস্বামী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বিধায়ক অনুপ ঘোষাল, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন বিদ্রোহী কবির পরিবারের সদস্যরা। কবি অলোকরঞ্জন দাশগুপ্তকে ২০১৪ সালের নজরুল পুরস্কার প্রদান করা হয়। এছাড়া তথ্য-সংস্কৃতি বিভাগের বিভিন্ন পর্ষদ, আকাডেমি ও কেন্দ্রের পুরস্কার প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে।

•  পুর পরিষেবা উন্নতির লক্ষ্যে আরও ৪টি নতুন মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হবে। পরিধি বৃদ্ধি হচ্ছে আরও ৩টি কর্পোরেশনের। নবান্নে মন্ত্রীসভার বৈঠক শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন। যে ৪টি কর্পোরেশন গঠিত হবে, সেগুলি হল- দমদম, মহেশতলা, বারাসত ও ব্যারাকপুর। রাজারহাট- গোপালপুর, বারাসত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর পুরসভা ও কিছু পঞ্চায়েত এলাকা নিয়ে বারাসত কর্পোরেশন। বরানগর, পানিহাটি, কামারহাটি, খড়দহ, উত্তর দমদম, দমদম, দক্ষিণ দমদম ও কিছু পঞ্চায়েত এলাকা নিয়ে দমদম কর্পোরেশন। টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, গারুলিয়া, নৈহাটি, হালিশহর ও কাঁচরাপাড়া নিয়ে ব্যারাকপুর কর্পোরেশন। পূজালি, মহেশতলা, বজবজ পুরসভা ও আমতলা ও পার্শ্ববর্তী গ্রামীন এলাকা নিয়ে মহেশতলা কর্পোরেশন গঠিত হবে। পরিধি বাড়ছে হাওড়া, শ্রীরামপুর ও আসানসোল কর্পোরেশনের। হাওড়া কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে বালি পুরসভা। শ্রীরামপুর কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে বাঁশবেড়িয়া, হুগলি-চূঁচুড়া, ভদ্রেশ্বর, চাঁপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া-কোতরং পুরসভা ও চন্দননগর কর্পোরেশন। আসানসোল কর্পোরেশনের অধীনে রানিগঞ্জ, কুলটি, জামুড়িয়া পুরসভা যুক্ত হবে। এর পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান যে, রাজ্যে আরও ৩৪টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হল। মেডিক্যাল কলেজের অধ্যাপকদের ৬২ থেকে ৬৫ বছর ও সরকারি হাসপাতালের চিকিৎসকদের ৬০ থেকে ৬২ বছর করা হল অবসরের বয়স।
২৩/০৫/২০১৪
•  আলিপুরের পর এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি সংশোধনাগারের প্রশাসনিক কাজকর্মের বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের সঙ্গে সরাসরি কথাও বলেন।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনের বাড়িতে গিয়ে তাঁর মা-এর সঙ্গে কথা বলেন এবং ছন্দা গায়েন ও তাঁর সঙ্গীদের উদ্ধারকার্যে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। এভারেস্টজয়ী পর্বতারোহী ছন্দা গায়েন এবং তাঁর সঙ্গী দুজন শেরপা কাঞ্চনজঙ্ঘা অভিযানের দ্বিতীয় পর্বে পশ্চিমদিক থেকে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে উঠবার সময় তুষার ধ্বসে হারিয়ে যান।
২২/০৫/২০১৪
•  ভারতপথিক রাজা রামমোহন রায়ের ২৪২তম জন্মবার্ষিকীতে নবান্নে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

•  আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আকস্মিক পরিদর্শনে যান মাননীয়া মুখ্যমন্ত্রী। সংশোধনাগারের প্রশাসনিক কাজকর্মের বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
২০/০৫/২০১৪
•  মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বাধীন সরকারের তিন বছর পূর্ণ হল। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই উপলক্ষে, বাংলার নিজ নিজ ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল এম কে নারায়ণন।বাংলার মানুষকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন বাংলার পথই ভারতের পথ। বাংলার সভ্যতা, মানবিকতা, মেধা, শিক্ষা, কৃষ্টি এখনও বিশ্বকে পথ দেখায়। ২০১৪ সালের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রাপকেরা হলেন সোনম শেরিং লেপচা, অরুণ ভাদুড়ি, মাখনলাল নট্ট, ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, ব্রিজমোহন খৈতান, বিচারপতি মহম্মদ আব্দুল গনি, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, ফাদার ফেলিক্স রাজ, হৈমন্তী শুক্লা, অলোকানন্দা রায় ও মোহন সিং। ‘বঙ্গভূষণ’ সম্মান প্রাপকেরা হলেন বাইচুং ভুটিয়া, বিদেশ বোস, গৌতম সরকার, সাবির আলি, শ্যাম থাপা, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, মহম্মদ আবদুল ওয়াহাব, মুন্সি গোলাম মুস্তাফা, বচন সিং সরল, বিরসা তিরকে, দেবশ্রী রায়, শ্রীকান্ত আচার্য্য, ইন্দ্রনীল সেন, ইন্দাণী সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, তথ্য সংস্কৃতি বিভাগের প্রধান সচিব ও আন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।