খবর
৩১/১০/২০১৫
•  সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে ‘ভারতের লৌহমানব’-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
৩০/১০/২০১৫
•  বাঁকুড়া জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন বাঁকুড়ার খাতরায় অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। জঙ্গলমহলের বিভিন্ন জেলা পরিদর্শন করে উন্নয়ন খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী।

•   সুকুমার রায়ের জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/১০/২০১৫
•  ফের উন্নয়নের বার্তা নিয়ে জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য ‘সবুজসাথী’ প্রকল্পের শুভ সূচনা করলেন তিনি। ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল প্রদান শুরু হল। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ৪০ লক্ষ সাইকেল প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এদিন ছাতিনাশোলে অনুষ্ঠিত এক জনসভায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে নিম চাষের একটি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। জেলার সার্বিক উন্নয়ন খতিয়ে দেখতে জেলা আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৮/১০/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, বীরভূমের দেওচা-পাচামিতে ভারতের বৃহত্তম কয়লাখনি গড়ে তুলতে চলেছে বেঙ্গল বীরভূম কোলফিল্ড লিমিটেড(বিবিসিএল)। এই খনি থেকে দু-বিলিয়ন টনেরও বেশি কয়লা পাওয়া যাবে। এই কয়লা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যগুলির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সরবরাহ করা হবে। তিনি বলেন, এই কয়লাখনি গড়ে উঠলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে এবং ওই অঞ্চলের আর্থ-সামাজিক পরিকাঠামোর ব্যাপক উন্নতি সাধন হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এই কয়লা খনিতে উত্তোলনের কাজ শুরু হলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক পরিকাঠামোরও সমৃদ্ধি ঘটবে।

•   রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তর এবং হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে বেলুড়ে ২০০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে ‘বেলুড় শিল্পতীর্থ’। জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই ‘শিল্পতীর্থ’-এ বিভিন্ন ধরণের দ্রব্য উৎপাদনের পাশাপাশি থাকবে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন ব্যবস্থা। তিনি আরও জানান, গত চার বছরে ৫০,০০০ –এরও বেশি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প গঠন করা হয়েছে রাজ্যে।

•   রাজ্যের বন্যা দুর্গত জেলাগুলির মানুষজনের পুনর্বাসনে প্রয়োজনীয় কেন্দ্রীয় আর্থিক সহযোগিতা এখনও পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, দু মাস আগে বন্যাকবলিত এলাকাগুলি একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শন করে গেছে। তবুও, এখনও কোনও কেন্দ্রীয় আর্থিক সহায়তা রাজ্যকে দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিসির জলাধার থেকে অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার কারণেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর পরেই দিল্লি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের জেলাগুলির ক্ষয়-ক্ষতির পরিমান জানিয়ে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/১০/২০১৫
•  দিল্লির কেরালা হাউসে হানা দিয়ে ক্যান্টিনে গোমাংস পরিবেশনে ফতোয়া জারি করার জন্য দিল্লি পুলিশের ভূমিকার কড়া নিন্দা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ দেশের নাগরিকদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণের নামান্তর।
২৬/১০/২০১৫
•  আফগানিস্তান ও পাকিস্তানে প্রবল ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কম-বেশি চারশো মানুষ। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   কেবল পশ্চিমবঙ্গই নয়, এবার সারা দেশের সংখ্যালঘু নাগরিকদের শিক্ষার উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নম্বরের নূন্যতম শতাংশ কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানালেন তিনি। সংখ্যালঘু দফতরের কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রস্তাব রাখেন, বৃত্তি পাওয়ার জন্য নির্ধারিত নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হোক।
২৫/১০/২০১৫
•  কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছিতে এক ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর জখম জনপ্রিয় অভিনেতা পীযুষ গাঙ্গুলির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/১০/২০১৫
•  সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২২/১০/২০১৫
•  দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/১০/২০১৫
•  প্রতি বছরের ন্যায় এবারও শারদোৎসবের প্রাক্কালে ‘নবনীড়’ বৃদ্ধাবাসের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় বেশ কিছুক্ষণ সময় কাটালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

•   রাজ্যবাসীকে শারদোৎসবের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৭/১০/২০১৫
•  মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক তথা ‘এমির অফ ইমারত শরিয়া’ মৌলানা নিজামুদ্দিনের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/১০/২০১৫
•  প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৪/১০/২০১৫
•  ‘নবরাত্রি’ উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৩/১০/২০১৫
•  কলকাতায় আয়োজিত সি আই আই ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আগামী বছর ২০১৬, জানুয়ারি মাসে কলকাতায় ‘বিশ্ব বাণিজ্য সম্মেলন’-এ যোগদান করার জন্য সিআইআই সদস্যদের আমন্ত্রণ জানান তিনি।
০৯/১০/২০১৫
•  কলকাতায় যানজট কমিয়ে পরিবহণে আরও গতি আনতে নয়া উদ্যোগ। পার্ক সার্কাস থেকে ই এম বাইপাস, ৪ কিমিরও বেশী দীর্ঘ উড়ালপুলের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সেতুটি কলকাতার দীর্ঘতম উড়ালপুল। উদ্বোধনী মঞ্চ থেকে এদিন তিনি সুন্দরবন এলাকার মানুষের সুবিধার্থে ‘সুন্দরিনী’ নামে একটি প্রকল্পেরও উদ্বোধনও করেন। এই প্রকল্পে স্বাস্থ্য-স্বাস্থ্যবিধি-জীবিকা-ভ্রমণ প্রভৃতি বিষয়ে স্থানীয় মানুষ বিষেষভাবে উপকৃত হবেন।
০৭/১০/২০১৫
•  ভূটান সফরের তৃতীয় দিনে ডেকেঞ্ছলিং প্রাসাদে ভূটানের রাজপিতা ৪র্থ ড্রুক এবং রাজমাতা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তার আগে ৪র্থ ড্রুক ও রাজমাতার সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। এই বৈঠকে ভূটান ও বাংলার আর্থিক বিকাশের নানা দিক নিয়ে আলোচনা হয়।

•   ভূটানের সংসদ ভবনে সে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বৈঠকে উত্তরবঙ্গে বন্যার বিষয় উত্থাপিত হয়। প্রতি বছর ভূটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বন্যা নিয়ন্ত্রণে ভূটান ও পশ্চিমবঙ্গ একটি যুগ্ম কমিটি গঠন করার প্রস্তাব নিয়েছে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/১০/২০১৫
•  পশ্চিমবাংলার সঙ্গে ভূটানের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভূটানের রাজা জিগমে কেশর নামগেল ওয়াংচুকের সঙ্গে থিম্পুতে এক বৈঠকে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, পর্যটন, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে ভূটানের সঙ্গে পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে লাভবান হবে দু’পক্ষ।
০৫/১০/২০১৫
•  পাঁচ দিনের ভূটান সফরে থিম্পু পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পারো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভূটান সরকারের মাননীয় মন্ত্রীরা। সফরের প্রথম দিনে ভূটানের সংসদ ভবন পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেখানে ভূটানের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবাংলা এবং ভূটানের আর্থ- সামাজিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। আগামী ৮ এবং ৯ জানুয়ারি, ২০১৬ কলকাতায় অনুষ্ঠিত হবে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। সেখানে ভূটানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। এছাড়া ১৯ নভেম্বর, ২০১৫ ‘নর্থ বেঙ্গল বিজনেস সামিট’-এ প্রতিনিধিদল পাঠানোর জন্যও অনুরোধ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন বিকালে, থিম্পুতে অনুষ্ঠিত ‘ভারত- ভূটান বিজনেস কনক্লেভ’-এ যোগ দেন তিনি। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন ভূটানের অর্থমন্ত্রী, ভূটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বাণিজ্য ক্ষেত্রে ভূটানের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে পশ্চিমবঙ্গ। এর ফলে বাংলা এবং ভূটানের অর্থনৈতিক বিকাশের পথ সুপ্রশস্ত হবে।
০২/১০/২০১৫
•  মহাত্মা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।