খবর
২৯/০৮/২০১৪
•  সিঙ্গাপুরের পর এবার বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়াও। এদিন নবান্নে মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক নইমুন আশাকি বিন মহম্মদের নেতৃত্বে দশ জনের একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠকে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্প পরিকাঠামো নিয়ে ইতিবাচক আলোচনা হয়। মালয়েশিয়ার হাইকমিশনার জানান, পশ্চিমবঙ্গে উৎপাদন শিল্প থেকে পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়ার শিল্পপতিরা । রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানান তিনি।

•  ডব্লিউ বি সি এস অফিসারদের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। হাওড়ার শরৎ সদনে আয়োজিত হয়েছিল এই সম্মেলন। সরকারি কাজের মূল স্তম্ভ হিসাবে উল্লেখ করে তিনি এ দিন ডব্লিউ বি সি এস অফিসারদের আরও ভালভাবে কাজ করার পরামর্শ দেন। আধিকারিকদের জন্য রাজারহাট নিউটাউনে একটি আবাসন প্রকল্পের প্রস্তাব রাখেন তিনি। এ ছাড়া তাঁদের সন্তানদের জন্য মডেল স্কুল তৈরি করার কথাও বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/০৮/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর সিঙ্গাপুর সফরসঙ্গী শিল্পপতিদের সঙ্গে নবান্নে একটি বৈঠক করেন। শিল্পের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় ৪৫ জন শিল্পপতি উপস্থিত ছিলেন এদিন । রাজ্যে শিল্প বিকাশের পথ প্রশস্ত করতে বিভিন্ন পরিকল্পনা ও পরামর্শের আদান প্রদান হয় এ দিনের বৈঠকে। সিঙ্গাপুরের সঙ্গে শিল্পবিষয়ক সম্পর্ক স্থাপনের পথনির্দেশিকা তৈরি করার আলোচনা হয় এই বৈঠকে।
২৫/০৮/২০১৪
•   বাসভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে পরিবহন দফতরের আধিকারিক এবং বাস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর, ডিজেল ও আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে ন্যূনতম বাসভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে একটি টাস্কফোর্স গঠনের কথাও এ দিন ঘোষণা করা হয়। ডিজেলের মূল্যের হ্রাস বৃদ্ধি অনুযায়ী বাসভাড়া বিবেচনা করবে এই টাস্কফোর্স।

•  শর্তসাপেক্ষে ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিল রাজ্যসরকার। নবান্নে এদিন আলু ব্যবসায়ী সমিতি এবং টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/০৮/২০১৪
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সাংসদ মুকুল রায় এবং রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর উপস্থিতিতে এই সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেনে নেন যে রাজ্যের বর্তমান আর্থিক দুরবস্থার জন্য পূর্বতন সরকারের দায় অস্বীকার করা যায় না। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের বকেয়া টাকা এখনও রাজ্যের হাতে আসেনি। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় এদিনের বৈঠকে।
২১/০৮/২০১৪
•  সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী কে সম্মুগমের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজ ও বৈঠকে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, পশ্চিমবঙ্গকে যাতে সিঙ্গাপুর এবং পশ্চিমবাংলার উদ্যোগপতিরা বুঝতে পারেন সেই উদ্দেশ্যে একটি স্টাডি পেপার তৈরি করা হবে। এর জন্য সাহায্য নেওয়া হবে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত লি কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসির। বৈঠকে নগরোন্নয়ন থেকে শিল্প বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
২০/০৮/২০১৪
•   সিঙ্গাপুর সফরের তৃতীয় দিনে ‘কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ’ বৈঠকে বক্তব্য রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সিঙ্গাপুর সফর সফল করার জন্য সে দেশের বণিক মহলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি জানান, বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করতে সিঙ্গাপুরে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের একটি নোডাল অফিস খোলা হবে। ভারত-সিঙ্গাপুর মৈত্রীর হীরক জয়ন্তী উদযাপনে কলকাতাকে অন্তর্ভুক্ত করার জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-কে প্রস্তাব জানানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে সিঙ্গাপুরের বিশিষ্ট শিল্পোদ্যোগীদের আমন্ত্রণ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  সিঙ্গাপুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রবাসী বাঙালিদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্বের শিল্প মানচিত্রে বাংলাকে তুলে ধরতে সহযোগিতার আহ্বান জানান তিনি। জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। সেখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভ্যদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সম্মেলনের একটি দিন রাখা হবে কেবলমাত্র অনাবাসী বাঙালি উদ্যোগপতিদের জন্য।
১৯/০৮/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন। বৈঠক শেষে তিনি জানান, প্রধানন্ত্রীর সঙ্গে তাঁর বিনিয়োগ সংক্রান্ত যে কথাবার্তা হয়েছে তা অত্যন্ত আশাপ্রদ ও ফলপ্রসূ। শিল্প ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। আগামী ১৮ মাসের মধ্যেই বাংলা ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে কলকাতায় একটি বিজনেস ফোকাস সেন্টার তৈরি করা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন তিনি প্রধানমন্ত্রী লি শিয়েন লুং-কে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করার জন্য প্রস্তাব জানানো হয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে তিনি এও বলেন যে, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়েন ইউ-এর নামে তৈরি করতে চান তিনি।
১৮/০৮/২০১৪
•   পাঁচদিনের সিঙ্গাপুর সফরের প্রথম দিনে আইএনএ স্মারকে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৯৪৫ সালের ৮ই জুলাই নেতাজী সুভাষচন্দ্র বসু এই স্মারক স্তম্ভটির শিলান্যাস করেন। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী জুরং বার্ড পার্ক এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন করতে যান।

•  কলকাতার রাজারহাটের ইকো পার্কে পাঁচ একর জমি নিয়ে গড়ে উঠতে চলছে পাখিবিতান। সিঙ্গাপুরের জুরং বার্ড পার্ক পরিদর্শনের পর একথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিল্পে লগ্নি আনার লক্ষ্যে পাঁচ দিনের বিদেশ সফরে রয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৭/০৮/২০১৪
•  ৫ দিনের শিল্পসফরে সিঙ্গাপুর রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তাঁর প্রথম বিদেশ সফর। সঙ্গে রয়েছেন রাজ্যের শিল্প এবং অর্থমন্ত্রী অমিত মিত্র, সাংসদ দীপক অধিকারী, মুখ্যসচিব এবং রাজ্যসচিবালয়ের আধিকারিকরা। এছাড়াও রয়েছেন রাজ্যের বণিক মহলের বিশিষ্ট প্রতিনিধিরা। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিল্প মানচিত্রে আন্তর্জাতিক লগ্নি টানার ক্ষেত্রে সিঙ্গাপুর সফর ফলপ্রসূ হবে বলেই আশাবাদী তিনি।
১৫/০৮/২০১৪
•  আটষট্টিতম স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের পর কলকাতা পুলিসের কাছ থেকে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি । দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্যটন দপ্তর , তথ্য ও সংস্কৃতি দপ্তর, মহিলা ও সমাজ কল্যাণ দপ্তর এবং শ্রম দপ্তরের পক্ষ থেকে বর্ণময় ট্যাবলোর পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের একটি নজরকাড়া ট্যাবলোও অনুষ্ঠানে অংশ নেয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার কাজে বিশেষ অবদানের জন্য পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ, বিধানগরের পুলিশ কমিশনার রাজীব কুমার এবং পশ্চিমাঞ্চলের আইজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে পরিষেবা প্রদানে অনস্বীকার্য অবদানের জন্য পদক প্রদান করা হয়। প্রশংসনীয় পরিষেবা প্রদানের জন্য সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং, বর্ধমানের পুলিস সুপারিনটেন্ডেন্ট এস এম এইচ মীর্জা, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট ভারতী ঘোষকে সম্মানিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যসরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন , নারী ও শিশু কল্যাণ, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়। একশো দিনের কাজে অগ্রগতির নিরিখে পুরষ্কৃত করা হয় হুগলী, নদিয়া, বর্ধমান এবং বীরভূম জেলা।
১৪/০৮/২০১৪
•  রাজ্যের প্রত্যেক ব্লকে উদযাপিত হল প্রথম কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে কমপক্ষে চার লক্ষ ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কন্যাশ্রী প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। বিভিন্ন প্রতিযোগীতায় সফল ছাত্রীদের সংবর্ধনা দেন মুখমন্ত্রী। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে অবদানের জন্য সেরা তিনটি জেলা, তিনটি স্কুল এবং তিনটি কলেজকে পুরস্কার প্রদান করেন তিনি। পলিটেকনিক এবং আইটিআই- এর প্রবেশিকা পরীক্ষার ফি-তে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি জানান, বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ শিবিরে তিরিশ শতাংশ আসন সংরক্ষণ থাকবে ছাত্রীদের জন্য এবং কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত থাকা ছাত্রীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে ।

•  বাংলার রূপ-রস-গন্ধ এবং ঐতিহ্যকে বিশ্বের আঙিনায় তুলে ধরতে মাননীয়া মুখ্যমন্ত্রীর চিন্তাপ্রসূত উদ্যোগ বিশ্ব বাংলা। দমদম বিমানবন্দরের রাজ্যসরকার পরিচালিত বিশ্ববাংলার শো-রুমটি ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এবার দক্ষিণ কলকাতার দক্ষিণাপণ শপিং সেন্টারে বিশ্ব বাংলার দ্বিতীয় বিপণিটির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলার বস্ত্র, খাবার-দাবার থেকে শুরু করে কুটির শিল্প, বই সব কিছুই এক ছাদের তলায় পাওয়া যায় বিশ্ব বাংলার বিপণিগুলিতে।

•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতে আমেরিকার কূটনৈতিক প্রধান হিসেবে দা ক্যাথলিন স্টিফেন্স।
১২/০৮/২০১৪
•  শীঘ্রই চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’। বেশ কয়েকটি প্রকল্পের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই প্রকল্প। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এই প্রকল্পের কথা ঘোষণা করেন। উন্নয়ন কর্মসূচির তদারকিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী গঙ্গারামপুরে একটি প্রশাসনিক বৈঠক করেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার আধিকারিকসহ জেলাস্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে রবীন্দ্রভবনে বৈঠক করেন তিনি। গঙ্গারামপুরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের জন্য ৪৬টি প্রকল্পের উদ্বোধন ও ১৫টি প্রকল্পের শিলান্যাস এবং দক্ষিণ দিনাজপুরের জন্য ২৭টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের শিলান্যাস করেন। ওই একই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী এই দুই জেলাবাসীদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করেন। এরপর তিনি মালদা কলেজ প্রেক্ষাগৃহে ওই জেলার আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন।
০৯/০৮/২০১৪
•  আলুর মূল্যবৃদ্ধি নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। গুদাম অথবা হিমঘরে আলু আটকে রাখা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে তিনি নির্দেশ দেন তাঁরা যেন এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়মিত নজরদারি করেন।

•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কোলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় হে’তে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাখি বন্ধন উৎসবের প্রাক্কালে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খানের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া পুলিশ আধিকারিকসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের হাতেও রাখি পরিয়ে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০৮/২০১৪
•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর জেলাসফরের শেষ পর্যায়ে কৃষ্ণনগরের নবীকৃত রবীন্দ্রভবনে নদীয়া ও মুর্শিদাবাদ জেলার পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। দুটি জেলার উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এরপর শান্তিপুর স্টেডিয়াম মাঠে একটি সরকারি অনুষ্ঠানে তিনি নদীয়া জেলার জন্য ৯১টি প্রকল্পের উদ্বোধন ও ৭৭টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফুলিয়ায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি এবং কল্যাণীতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি। এছাড়া একই মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার জন্য ৫৮টি প্রকল্পের উদ্বোধন ও ৫৩টি প্রকল্পের শিলান্যাস করেন। এদিন একইসঙ্গে নদীয়া ও মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কিছু সরকারি পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৮/২০১৪
•  কাঁচা সব্জি এবং আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে নবান্নে জরুরী বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । অবিলম্বে রাজ্য থেকে বেআইনি ভাবে আলু রফতানি রুখতে সর্বস্তরের প্রশাসনিক সতর্কতা জারি করার কথা ঘোষণা করেন তিনি। উৎসবের মরশুমে আলুর দাম যাতে সাধারণের নাগালের বাইরে না যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  দক্ষিণবঙ্গ জেলা সফরের এই পর্যায়ে নদিয়া পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্য জুড়ে উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করতে মুখ্যসচিব সহ অন্যান্য দফতরের সচিবদের নিয়েই জেলা সফরে বেরিয়েছেন তিনি। জেলার উন্নয়ন কর্মসূচীর দ্রুত রূপায়ণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই উদ্যোগ ।
০১/০৮/২০১৪
•  উন্নয়নের ধারা অব্যাহত বাঁকুড়াতেও। বেলিয়াতোড়ে ১৬৬ টি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর মধ্যে রয়েছে পলিটেকনিক কলেজ, বালিকা বিদ্যালয়, ছাত্রীআবাস, সেতু, রাস্তা, মডেল স্কুল, গবেষণাগার এবং নলবাহিত পানীয় জল প্রকল্প। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কর্মতীর্থ (মার্কেটিং হাব)-এর উদ্বোধন করেন তিনি। কৃষক বাজার, আইটিআই, পথের সাথী (মোটেল), ইয়ুথ হোস্টেল সহ ১১০ টি প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী । তিনি কন্যাশ্রী, জমির পাট্টা, লোকশিল্পীদের ভাতা সহ বেশ কয়েকটি জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করেন।