খবর
২৯/০৬/২০১৩
•  বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করে রাজ্য সরকার।
২৮/০৬/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব অনিল গোস্বামী। আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত সমস্যা, অনুপ্রবেশ – এই বিষয়ে তাঁদের আলোচনা হয়। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।
২৫/০৬/২০১৩
•  অতি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড থেকে এরাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য চার্টার্ড বিমান পাঠানোর উদ্যোগ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/০৬/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এক সাংবাদিক সম্মেলনে বলেন অতি বর্ষণের ফলে উত্তরাখন্ডে যে বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয়ে পশ্চিমবঙ্গের প্রায় ১৭০০ পর্যটক ও তীর্থযাত্রী উত্তরাখন্ডের নানা জায়গায় আটকে পড়েছেন। এদের অধিকাংশই কেদারনাথ অঞ্চলে আটকে রয়েছেন। পশ্চিমবঙ্গের এইসব পর্যটক ও তীর্থযাত্রীদের উদ্ধারের করে হেলিকপ্টার ও চপারে দিল্লি পর্যন্ত উড়িয়ে আনার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও জানান আটকে পড়া রাজ্যবাসীদের উদ্ধারকাজের তত্ত্বাবধানে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং উন্নয়ন মন্ত্রী রচপাল সিংহ-কে পাঠানো হয়েছে।
১৭/০৬/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কামদুনিতে নিহত কিশোরীর বাড়িতে যান। মৃতার পরিবারের সদস্যদের জানান দোষীদের কড়া শাস্তি হবে। পুলিশকে দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। উপস্থিত গ্রামবাসীদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন তিনি।
১২/০৬/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে জে ডি ইউ নেতা কে.সি ত্যাগী এক সৌজন্য সাক্ষাৎ করেন।
১১/০৬/২০১৩
•  কলকাতার নজরুলমঞ্চে প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণ সভায় উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সদ্য প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে নজরুলমঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের সকল স্তরের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
১০/০৬/২০১৩
•  ইংল্যান্ডের রাষ্ট্রদূত স্যার জেমস বিভান মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নগর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাঁরা আলোচনা করেন।
০৭/০৬/২০১৩
•  টাউনহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি মেধাবি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন তাদের কাছে অনুরোধ, শিক্ষান্তে তাঁরা যেন রাজ্য ছেড়ে অন্যত্র চলে না যান। রাজ্য সরকার উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। কিন্তু এরাজ্যে চিকিৎসকের বড় অভাব। সেই অভাব মেটাতে ভাবী চিকিৎসকদের উদ্দেশ্যে আগাম বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/০৬/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ২০১৩ সালের পশ্চিমবঙ্গ মাদ্রাসা পরীক্ষায় কৃতিদের সংবর্ধনা জানান। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান-বিজ্ঞানের নানা ধারার চর্চায় ব্রতী হতে হবে। প্রশাসনিক স্তরে উঁচু মহলে স্থান করে নিতে হবে।
০৪/০৬/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এস এস কে এম হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন। নানা মহল থেকে অভিযোগ আসছিল এস এস কে এম হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানকে ঘিরে। সেই বিষয়ে সরাসরি খোঁজ নেন তিনি। এছাড়া সার্বিক ভাবে এসএসকেএম –এর উন্নয়নের কাজ কি অবস্থায় চলছে তা দেখতেই মাননীয়া মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফর।
০৩/০৬/২০১৩
•  ২০১৩ –র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  ওই একই দিনে তিনি টাউন হলে শ্যামপুকুর থানার ও সি উজ্জ্বল রায় সহ পাঁচজন পর্বতারোহীকে সংবর্ধনা জানান। তিনি আরও বলেন এখনও বহু অজানা শৃঙ্গ জয় করা বাকি আছে। সেই শৃঙ্গগুলির নামকরণও করা দরকার।