খবর
৩০/০৯/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যবাসীকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি দশেরা ও দশাই উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছে তিনি।
২৪/০৯/২০১৭
•  শারদ উৎসবের প্রাক্কালে প্রতি বছরের মতো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবারও ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণ নাগরিকদের অন্তরের শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা জানালেন। বেশী কিছুক্ষণ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে তিনি অন্তরঙ্গ সময়ও কাটান তিনি।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন জানান আগামী সপ্তমীর দিন (২৭ সেপ্টেম্বর) বিশ্ববাংলা শারদ সম্মান জয়ীদের নাম ঘোষণা করা হবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ৭০টি পূজা কমিটিকে পুরস্কৃত করা হবে। সৃজনশীল চিন্তা, নান্দনিক ভাবনার প্রকাশ, সুচারু ব্যবস্থাপনা সব দিক বিচার করে ২০১৩ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান জেলাস্তরের পুরস্কার প্রতিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত হবে। এছাড়া বিশ্ববাংলা শারদ সম্মান জয়ীদের তালিকা biswabanglasharadsamman.com ওয়েব সাইটে পাওয়া যাবে।
১৫/০৯/২০১৭
•  ২০১৭-১৮ আর্থিক বর্ষে রাজ্যে পরিকাঠামো উন্নয়নে আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার ১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ৷এদিন তিনি জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যে বিনিয়োগ বাড়াতে হলে পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। গত ছ’বছরে বাংলা অনেকটাই এগিয়েছে। ভারত সেরা থেকে বিশ্বসেরা হয়েছে। আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রীজ, উড়ালপুল-সহ পানীয়জলসহ সব ক’টি ক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলায় স্বর্ণযুগ আসবে বলে আশা রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   আসন্ন দুর্গোৎসব ও মহরম উপলক্ষে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাশাপাশি রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। ৩ অক্টোবর রেড রোডে আয়োজিত ‘দুর্গা কার্নিভ্যাল’-এর পাশাপাশি সব প্রতিমা বিসর্জনের কাজ ওইদিনের মধ্যে শেষ করতে হবে, একথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/০৯/২০১৭
•  পাহাড়ে জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সব রাজনৈতিক দলগুলি সহমতের ভিত্তিতে পাহাড়ে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে ঐক্যমত্যের দিকে এগোচ্ছে। আগামী ১৬ অক্টোবর ফের আলোচনায় বসবে রাজনৈতিক দলগুলি ও প্রশাসন। এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে চা বাগানের মালিকদের শীঘ্রই আলোচনায় ডাকবে, চা শ্রমিকদের বকেয়া মজুরী, পুজোর বোনাস ইত্যাদি নিয়ে।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় এক সাংবাদিক বৈঠকে জানান আরও একটি পর্ষদ ও একাডেমী গঠন করা হয়েছে। নবগঠিত পর্ষদটি রাজবংশী জনজাতির উন্নয়ন ও সাংস্কৃতিক বিষয়ে কাজ করবে। রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের কেন্দ্র হবে কোচবিহারে। এছাড়া কামতাপুরী ভাষা একাডেমী স্থাপিত হবে জলপাইগুড়িতে। বিশিষ্ট সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী এই একাডেমীর সভাপতি হিসাবে কাজে যোগ দেবেন, বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নতুন করে সেজে উঠল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। এদিন শিলিগুড়ির ‘উত্তর কন্যা’ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/০৯/২০১৭
•  পাহাড়ে শান্তি ফেরানো এবং জনজীবন স্বাভাবিক করার লক্ষ্যে গত ২৯ অগাস্ট কলকাতায় মাননীয়া মুখ্যমন্ত্রীর ডাকে পাহাড়ের রাজনৈতিক দলের নেতৃত্ব এক সর্বদলীয় বৈঠকে মিলিত হন। এর পর থেকেই পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। দোকান বাজার খুলতে থাকে। পূর্ব নির্ধারিত শিলিগুড়ির সচিবালয় উত্তরকন্যায় সর্বদলীয় বৈঠকে যোগ দিতে মাননীয়া মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছলেন।
০৯/০৯/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন জানান, রাজ্য সরকার বিভিন্ন সৃজনশীল ও জনকল্যাণমুখী প্রকল্পের জন্য বিশেষ ‘স্কচ অর্ডার অফ মেরিট’ এর তরফে ছয়টি শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। স্কচ প্লাটিনাম পুরস্কার পেয়েছে রাজ্য - সাবলীলভাবে ব্যবসা সূচনার ক্ষেত্রে, যুবশ্রী, শিশুআলয়সহ সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প গুলি। এছাড়া, ‘ ই-জেলা ’ প্রকল্পে নাগরিকদের জন্য অনলাইন পরিষেবার ক্ষেত্রে রাজ্য সরকারের উল্ল্যেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসাবে পুরস্কৃত হয়েছে রাজ্য, বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০৯/২০১৭
•  শারদীয় উৎসবের আগে সুখবর সরকারী কর্মী ও শিক্ষক- অশিক্ষক কর্মচারীদের জন্য। এক লপ্তে ১৫ শতাংশ ডিএ দেবার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী জানুয়ারী মাস থেকেই বর্ধিত ডিএ পাবেন রাজ্যের শিক্ষক-অশিক্ষক কর্মীসহ, সরকারী কর্মচারীরা। এদিন কলকাতার নজরুল মঞ্চে সরকারী কর্মচারীদের এক সভায় তিনি এই ঘোষণা করেন। এর জন্য সাড়ে চার হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারের। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে রাজ্য সরকারী কর্মচারীরা বকেয়া ডিএ পেয়ে যাবেন।
০৫/০৯/২০১৭
•  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের হাতে ‘শিক্ষা রত্ন’ পুরস্কার তুলে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিক্ষক দিবস উপলক্ষে এদিন কোলকাতার নজরুল মঞ্চে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরস্কৃত করা হয় শ্রেষ্ঠ স্কুলকেও । শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এলেন রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকারা। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান বিগত দিনে রাজ্যের ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যে আর্থিক সঙ্কুলান হলে আগামী আর্থিক বর্ষ থেকে অষ্টম শ্রেণীকে এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
০৪/০৯/২০১৭
•  আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অত্যাধুনিক অডিটোরিয়াম ‘ নবান্ন সভাঘর ’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে। আজ রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মন্ত্রী সভার সদস্যবৃন্দ, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, বিভিন্ন দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।