খবর
৩১/১২/২০১৩
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে।

•  রাজ্যের উন্নয়নে আরও গতি আনতে ১৩ জন পরিষদীয় সচিব নিয়োগের ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
৩০/১২/২০১৩
•  ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার সলমন বশির সস্ত্রীক, দু’জন প্রতিনিধিসহ নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান পাক হাই কমিশনার।
২৮/১২/২০১৩
•  রাজ্যব্যাপী গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুরু হচ্ছে এই সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। একসঙ্গে প্রতিটি পঞ্চায়েতে এক কিলোমিটার করে পাকা রাস্তা তৈরি হবে, আমলাশোল থেকে যার সূচনা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই পর্যায়ে ১৬,০০০ কিলোমিটার গ্রামীণ সড়কের সংস্কার করা হবে এই পদ্ধতিতে। রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যুদ্ধকালীন তৎপরতায় চলবে এই পাকা রাস্তা তৈরির কাজ।
২৭/১২/২০১৩
•  শিলান্যাস হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের নতুন ক্যাম্পাসের। সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে রাজারহাটে, সেন্ট জেভিয়ার্সের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, কলেজ জীবনই হচ্ছে শিক্ষা, উৎকর্ষতা বৃদ্ধির উপযুক্ত সময়। তিনি এই কলেজের উন্নয়নের জন্য সাহায্যেরও আশ্বাস দেন। এছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের কাছে এ রাজ্যে মেডিক্যাল কলেজ তৈরীর আবেদন রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  দক্ষিণ বঙ্গে এই প্রথম চা-বাগান । রাজারহাটে ইকো ট্যুরিজম পার্ক ‘প্রকৃতিতীর্থে’ এই কৃত্রিম চা-বাগানসহ আরও বেশ কয়েকটি বিনোদনমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এরই সঙ্গে একটি মোমের মিউজিয়ামের শিলান্যাস করেন তিনি। গত ২০১৩-র ২৭ ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্ক। বিনোদনপ্রিয় মানুষের কাছে প্রকৃতি তীর্থ পার্কটিকে আরও বেশী উপভোগ্য করে তুলতে রয়েছে মুখোশের বাগান, বিশ্ব বাংলা হাট, ভাসমান মিউজিক্যাল ফাউন্টেন, প্রজাপতির বাগান, বিভিন্ন ধরণের ফুল ও ফলের বাগান, ফুড কোর্ট ও ‘আড্ডা জোন’। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে তৈরি হয়েছে এই ইকো ট্যুরিজম পার্ক। এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন নিউ টাউন জার্নালের প্রথম সংখ্যাটি প্রকাশ করেন।
২৬/১২/২০১৩
•  ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণ করা হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে এদিন রাজভবনে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান, মাননীয় রাজ্যপাল এম কে নারায়ণন। নারী ও শিশু কল্যাণ দফতরে শশী পাঁজা এবং বন দফতরে বিনয়কৃষ্ণ বর্মন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের স্বাধীন দায়িত্ব পেলেন স্বপন দেবনাথ। এছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দফতরের রদবদল করা হয়। এদিনই রাজভবনে জিটিএ প্রধান হিসাবে শপথ নেন বিমল গুরুং। শপথগ্রহণ অনুষ্ঠানের পর মাননীয়া মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ‘বাংলা উন্নয়নের পথে, দার্জিলিং শান্তির পথে’। এই প্রসঙ্গে তিনি বলেন আগামী ২৩ জানুয়ারি, দার্জিলিং-এ সরকারি উদ্যোগে নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিন পালিত হবে।
২৫/১২/২০১৩
•  সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/১২/২০১৩
•  কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে বড়দিন উপলক্ষে মধ্যরাত্রের প্রার্থনাসভায় যোগ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/১২/২০১৩
•  রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার টাউনহলে একটি বৈঠক করেন। এই বৈঠকে রাজ্যের মন্ত্রীসভার সদস্য, সরকারি সচিব, বিভাগীয় প্রধান এবং সকল অধিকর্তাসহ রাজ্যের জেলাশাসকেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলা ধরে বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠা ও প্রতিটি দপ্তরের কাজ পর্যবেক্ষণ ও সম্পাদনের ক্ষেত্রে এই ধরণের প্রশাসনিক বৈঠকের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

•  গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং এবং ওই দলের অন্যান্য সদস্যরা নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে বৈঠক করেন। জিটিএ সংক্রান্ত ও পাহাড়ের উন্নয়নের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

•  শুরু হল ৩য় কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। নন্দনে এই উৎসবের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা মোহন আগাসে। এই অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র লেখাপড়া নয়, ছোটরা যেন তাদের নিজেদের মত করে বড় হয়ে ওঠার সুযোগ পায়।

•   বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কে কলকাতা ক্রিস্টমাস কার্নিভালের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই উৎসব চলবে আগামী বছর ২০১৪-র ২ জানুয়ারি পর্যন্ত। এদিনের উদ্বোধনী ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী হওয়া সত্ত্বেও শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষ সবার উৎসবেই সমানভাবে অংশ নেন, এটাই বাংলার ঐতিহ্য।
১৮/১২/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নদীয়া জেলার কৃষ্ণনগরে জেলা আধিকারিকের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি ওই জেলার উন্নয়নকার্যের খতিয়ান নেন। বৈঠক শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী ‘নদীয়া আনটোল্ড’ নামে একটি বই প্রকাশ করেন, এই বইটিতে নদীয়া জেলার পর্যটনের সমস্ত তথ্য পাওয়া যাবে।

•  এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ‘আলোশ্রী’ নামে আরও একটি প্রকল্পের উদ্বোধন করেন। রাজ্যের বিদ্যালয়গুলিতে যে সব স্কুলে মিড ডে মিল ব্যবস্থা চালু রয়েছে, তার সুষ্ঠু পরিচালনা এবং মিড ডে মিল প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য চালু হল এই প্রকল্প। বিদ্যালয় কর্তৃপক্ষকে এখন থেকে প্রতিদিন এসএমএস-এর মাধ্যমে স্কুল প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই ‘আলোশ্রী’ প্রকল্পের ফলে মিড ডে মিল প্রকল্পে আরও স্বচ্ছতা আসবে। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী কন্যাশ্রী মেলায় ছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি বলেন আগামী দিনে জেলায় জেলায় ‘কন্যাশ্রী’–ক্যাম্প সংগঠিত করা হবে।

•  রাজ্যসভার অধিবেশনের শেষ দিনে ছিটমহল বিনিময় সংক্রান্ত স্থলসীমান্ত চুক্তি বিলটি পেশ করে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দিল্লির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন।
১৭/১২/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর নদীয়া এবং মুর্শিদাবাদ সফরের প্রথম দিনে নদীয়ার পলাশীতে পাণিঘাটা উমাদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন তিনি বলেন, জেলার মানুষকে তাদের সরকারি কাজের জন্য আর ছুটে ছুটে কলকাতায় আসতে হবে না, কারণ প্রতিটি জেলায় ‘মোবাইল মহাকরণ’-এর কাজ শুরু হয়েছে। যেখানে মন্ত্রী পরিষদের সদস্য এবং সচিবরা নিজেরা এসে জেলার মানুষের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী নিজে নিয়ম করে জেলায় জেলায় যাচ্ছেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ ও নদীয়া জেলার শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়া বেশ কিছু জনকল্যাণকামী প্রকল্পের পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মুর্শিদাবাদের রেজিনগরে জেলা আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজের অগ্রগতির খতিয়ান নেন।
১৬/১২/২০১৩
•  কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বন দপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের কন্‌সাল জেনারেল মিৎসুও কাওয়াগুচি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সদস্যরা। এদিনের অনুষ্ঠানে জাপ-বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের কারিগরি, নির্মাণ, পরিবহণ, তথ্য-সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে জাপ-বিনিয়োগ স্বাগত।
১৫/১২/২০১৩
•  রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিলের কার্যকরী সভাপতি, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অভি দত্তমজুমদারের অকাল মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তরুণ এই বিজ্ঞানী দুরারোগ্য ক্যানসার রোগে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন।
১২/১২/২০১৩
•  রাষ্ট্রপতিভবনে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এক বৈঠকে মিলিত হন। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়।
১১/১২/২০১৩
•  রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে রাষ্ট্রপতিভবনে তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১২/২০১৩
•  শহীদ প্রফুল্ল চাকীর ১২৫তম জন্মবার্ষিকীতে নবান্নে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর দিল্লী সফরের দ্বিতীয় দিনে সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশিষ্ট নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন।
০৬/১২/২০১৩
•  ডঃ বি.আর আম্বেদকরের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে শ্রদ্ধা জানানো হয়।

•  পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মাননীয় রাজ্যপাল এম.কে নারায়ণন। এদিন বিধানসভায় দক্ষিণ-আফ্রিকার ‘কালো মানুষের আলোর দূত’ নেলসন ম্যান্ডেলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন বিশ্বের গণতন্ত্রপ্রিয় সংগ্রামী মানুষের প্রেরণা ছিলেন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে ৫ দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের কথা জানান মাননীয় রাষ্ট্রপতি। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে দেশের জাতীয় ও আঞ্চলিক দলগুলির রাজনৈতিক সহাবস্থানের কথা বলেন। তিনি বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও দৃঢ়তর করতে সবকটি রাজনৈতিক দলের একত্রিত হয়ে কাজ করা উচিত। এর পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী সংবিধান মোতাবেক রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারবিভাগীয় সংস্কারের প্রয়োজনের কথা বলেন।
০৪/১২/২০১৩
•  পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার, রাজ্যপাল এম.কে.নারায়ণন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে জননেত্রী আখ্যা দিয়ে মীরা কুমার এই রাজ্যের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা জানান। এদিনের বক্তৃতায় রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন কার্যাবলীর উল্লেখ করে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করতে বিধানসভার অধিবেশনে সকলের উপস্থিত থাকা বাঞ্ছনীয়। ভারতের গণতন্ত্রকে সমৃদ্ধ করতে বৃহত্তর প্রশাসনিক, নির্বাচনী ও রাজনৈতিক সংস্কারের কথাও বলেন তিনি।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে নবান্ন-এ সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গোলাম নবি আজাদ।
০৩/১২/২০১৩
•  শহীদ ক্ষুদিরাম বসুর ১২৪তম জন্মদিবসে নবান্নে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  ওই দিন অনগ্রসর কল্যাণ বিভাগ,পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ ও ক্রেতা সুরক্ষা বিভাগের এক যৌথ অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন বিভাগ তৈরি করা হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতেই এই দফতরের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার সবরকম সহযোগিতা করবে। শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সমাজের প্রতিটি বিভাগে সুপ্রতিষ্ঠিত হবেন, এই আশা প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন, আদিবাসী সমাজ, সংস্কৃতির বিকাশে কাজ করেন এমন কয়েকজন বিশিষ্ট মানুষকে সংবর্ধনা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  সরকারি কাজে গাফিলতি বা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা সংক্রান্ত কাজ না হলে সরকারি আধিকারিকরা জরিমানার মুখোমুখি হবেন, একথা স্পষ্ট ভাষায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। কোলকাতা পুরসভা ও সরকারি অন্যান্য পরিষেবা নির্ভর কাজের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নাগরিকদের সুবিধার্থে ‘সময়ের সাথী’ নামে একটি হ্যান্ডবুক-এর উদ্বোধন করেন তিনি। এই পুস্তিকাটিতে রয়েছে কোন কাজে কতদিন লাগবে তাঁর খতিয়ান।
০২/১২/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, নবান্নে শিল্পবিষয়ক কোর কমিটির বৈঠক করেন। এই বৈঠকে কোর কমিটির সদস্য ও বণিকসভার প্রতিনিধি সহ রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয় যে, শিল্পপতিদের সুবিধার্থে প্রতিটি দফতরে একজন করে রিলেশনশিপ ম্যানেজার নিযুক্ত করা হবে। নবগঠিত এই পদাধিকারীরা বিনিয়োগে আগ্রহী শিল্পপতিদের বিভিন্ন তথ্য সরবরাহ করবেন। এরফলে বিনিয়োগ সংক্রান্ত নানা জটিলতা কেটে যাবে।
০১/১২/২০১৩
•  বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী পূরবী দত্ত-র প্রয়াণে শোকপ্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।