খবর
৩১/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তরবঙ্গ সফরশেষে কলকাতায় ফেরার আগে শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি পাহাড়বাসীদের অখণ্ডতার বার্তা দেন। তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে সকলকেই সামিল হতে হবে।
৩০/০১/২০১৩
•  পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নয়া উদ্যোগ। পর্যটকদের নতুন আকর্ষণের কেন্দ্র হতে চলেছে আলাগাড়া। মাননীয়া মুখ্যমন্ত্রী স্বয়ং সড়কপথে যাওয়ার সময় আলাগাড়ার সৌন্দর্য্যে মুগ্ধ হন এবং আলাগাড়ার বৌদ্ধ মঠ ও তার চারপাশ পরিদর্শন করেন। সেখানেই সংবাদ মাধ্যমকে তিনি জানান যে আলাগাড়া ভ্রমণপ্রিয় মানুষের কাছে আগামী দিনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
২৯/০১/২০১৩
•  দার্জিলিং ম্যাল-এ উত্তরবঙ্গ উৎসবের এক অনুষ্ঠানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রকল্পগুলি হল লামাহাটায় পর্যটন আবাস, নবরূপে বিজনবাড়ি সেতু, সংখ্যালঘু ভবন ইত্যাদি। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন দার্জিলিং বাংলারই অংশ, অথচ দীর্ঘ দীর্ঘ দিন এই জেলার দিকে সেভাবে ফিরেও তাকানো হয় নি। পাহাড়বাসীর জন্য রাজ্য সরকার নানা উন্নয়ন প্রকল্প নিয়েছে। ধারাবাহিকভাবে এই উন্নয়ন কর্মসূচীর সুফল পাবেন পাহাড়বাসী।
২৮/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ‘উত্তরবঙ্গ উৎসব’এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি বাংলার কয়েকজন প্রোথিতযশা সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বকে ‘বঙ্গ সম্মাননা’ জ্ঞাপন করেন। এই বছরের সম্মানপ্রাপকদের তালিকা :- বঙ্গসম্মান : ফুলতিগিদালি বর্মন, মন্টু ঘোষ, কুশান শেরপা, আনন্দগোপাল ঘোষ, বদ্রু ব্যানার্জ্জী, কম্পটন দত্ত, প্রসূন ব্যানার্জ্জী, শাবির আলী, সমরেশ চৌধুরী, উল্গানাথ্‌ন, প্রশান্ত ব্যানার্জ্জী, কৃষ্ণেন্দু রায়, মানস ভট্টাচার্য, শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, শেখ নৈমুদ্দিন, বিদেশ বসু, শ্যামল ব্যানার্জ্জী, শান্তি মল্লিক, গৌরাঙ্গ ব্যানার্জ্জী, নিমাই গোস্বামী । বিশেষ সম্মান : কস্তুরি চক্রবর্তী, শুভজিত সাহা, অঙ্কিতা দাস। নাগরিক সম্মান : গৌতম ঘোষ, নচিকেতা চক্রবর্তী। মাননীয়া মুখ্যমন্ত্রী জেলার ক্রীড়া উন্নয়নের স্বার্থে ৫০টি ক্লাবকে ৫০ হাজার টাকা, ৭০টি ক্লাবকে দ্বিতীয় পর্যায়ে ২৫,০০০ টাকা অনুদান তুলে দেন। মেধাবী অথচ দরিদ্র এবং সংখ্যালঘু ১০০ জন ছাত্র-ছাত্রীকে মাথাপিছু ১০ হাজার টাকা এবং ২৫ জন অতিদরিদ্র ছাত্র-ছাত্রীদের হাতে ‘এডুকেশন কিট’ তুলে দেন। এছাড়াও বেশ কিছু পরিষেবা দরিদ্র উপভোক্তাদের হাতে তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন যে, রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে আরো ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলবে।
২৭/০১/২০১৩
•  ফের উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এইদিন বিমানপথে তিনি বাগডোগরা পৌঁছন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও জেলার অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা।
২৬/০১/২০১৩
•  কলকাতার রেড রোডে ৬৪তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করন মাননীয় রাজ্যপাল এম কে নারায়ণন, উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সেনাবাহিনী, কলকাতা ও রাজ্যপুলিশের কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের শৌর্য্য ও উজ্জ্বলতা প্রতি বছরের মত এবছরেও বজায় ছিল।

•  মিলন মেলা প্রাঙ্গণে ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা-র উদ্বোধন করলেন বাংলাদেশের প্রখ্যাত প্রাবন্ধিক অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিদ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি শ্রী সুধাংশু দে, সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চ্যাটার্জি, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৫/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ‘ঈদ্‌-ই-মিলাদ-উন-নবি’-র পবিত্র উৎসবে সকলকে শুভেচ্ছা জানান।
২৩/০১/২০১৩
•  কলকাতার এলগিন রোডের নেতাজী ভবনে সুভাষচন্দ্র বসুর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্য সরকার দক্ষিণ ২৪ পরগণার সুভাষ গ্রামে নেতাজীর পৈতৃক বাড়িতে একটি স্মারক মিনার নির্মানের পরিকল্পনা নিয়েছে। এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নেতাজীর সামরিক বেশে সজ্জিত ১১৬টি শিশুর উপস্থিতি।
২২/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এসএসকেএম হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করেন।
২১/০১/২০১৩
•  বাংলার প্রাক্তন ফুটবল তারকাদের ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স-এ সংবর্ধনা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ‘সুন্দরবন কাপ, ২০১২’র বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। এছাড়া মহিলা ক্রীড়াবিদদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ওই অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ ক্রেডিট কার্ড, নিজ ভূমি-নিজ গৃহ প্রকল্পের আওতায় ৪,৭১০টি গৃহহীন পরিবারকে প্রায় ২৩৫ একর জমির পাট্টা প্রদান, জাতীয় সহায়তা প্রকল্পের আওতায় ৩২,০০০ পরিবারকে ৭০লক্ষ থেকে ২কোটি টাকা পর্যন্ত অনুদান, ২,১৬৫টি পরিবারকে গীতাঞ্জলি প্রকল্পের আওতায় গৃহ প্রদান করেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তিপ্রদান ও ছাত্রীদের সাইকেল বিতরণ করেন। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড, সামাজিক মুক্তি কার্ড, ইন্দিরা আবাস যোজনার অধীনে অনুমোদন পত্র এবং চেক প্রদান, মৎস্যজীবীদের মাছ ধরার প্রয়োজনীয় সামগ্রীসহ ৯০ কেজি মাছের চারা বিতরণ, সবজি বিক্রেতাদের জন্য গাড়ি, সংখ্যালঘু ছাত্রীদের জন্য শিক্ষাঋণ, নারীকল্যাণ প্রকল্পে আর্থিক সাহায্য, সর্বশিক্ষা অভিযানের আওতায় স্কুল বিল্ডিং নির্মানের অনুমোদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/০১/২০১৩
•  নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ডোমেস্টিক টার্মিনালের উদ্বোধন হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এই টার্মিনালের উদ্বোধন করেন। তিনি এদিন এয়ারপোর্ট অথরিটি-র কাছে আবেদন করেন যে কলকাতা বিমানবন্দর থেকে উড়ানের সংখ্যা যেন আরও বৃদ্ধি করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রী আবেদন জানান। বিদেশি বিমান সংস্থাগুলিকে কলকাতায় ফিরিয়ে আনতে আরও উদ্যোগী হওয়ার অনুরোধ করেন বিমান পরিবহণ মন্ত্রককে। এছাড়া উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে রাত্রিকালীন বিমান অবতরণের ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
১৮/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নদীয়ার বড়জাগুলিয়া এবং উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার সাধনপুর হাইস্কুল মাঠে দুটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দিন বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর সূচনা করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগর, রানাঘাট ও হাঁসখালিতে ৩ টি কিষাণ মান্ডি, ছাপরা ও কালিগঞ্জে ২ টি আই টি আই, তেহট্ট-তে তপশিলী জাতি ও জনজাতি ছাত্রদের জন্য হস্টেল এবং কলেজ ছাত্রীদের জন্য ২ টি ও বিদ্যালয়ের ছাত্রদের জন্য ২ টি হস্টেলের উদ্বোধন করেন। এছাড়া একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়েরও উদ্বোধন করেন। এই দিন উত্তর ২৪ পরগনার ভাবলায় পলিটেকনিক কলেজ, নিমতায় আই টি আই ও ছাত্রীদের জন্য ৬টি হস্টেলের শিলান্যাস এবং ৫ টি নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। নদীয়া এবং উত্তর ২৪ পরগনার দু’টি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সাধারণ মানুষের মধ্যে পাট্টা, কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য পরিষেবা প্রদান করেন।
১৬/০১/২০১৩
•  উন্নয়ন বার্তা নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ফের জেলা সফরে। এই দিন পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি অনুষ্ঠানে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কংসাবতী নদীর উপর অনিকেত সেতু এবং ছাত্রাবাসের সুবিধাযুক্ত চারটি স্কুলের শিলান্যাস করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী সেখানকার শিক্ষাব্যবস্থার উপর জোর দেন এবং কেশিয়ারী, গোপিবল্লভপুর-২, খড়গপুর-২, চন্দ্রকোণা-২ ও বেলদায় কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি বেশ কিছু পরিষেবাও প্রদান করেন যেমন গৃহহীন মানুষদের জন্য 'নিজ গৃহ, নিজ ভূমি' ও 'গীতাঞ্জলি' প্রকল্পের আওতায় গৃহ, পাট্টা প্রদান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রীদের সাইকেল প্রদান।
১৫/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী হলদিয়াতে তিনদিন ব্যাপী শিল্প সম্মেলন ‘বেঙ্গল লিডস ২০১৩’-এর শুভ সূচনা করেন। দেশ ও বিদেশ থেকে আগত শিল্পপতিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে শিল্প গড়ে ওঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে,‘ল্যান্ড ব্যাঙ্ক’ও তৈরী করা হয়েছে।
১৪/০১/২০১৩
•  প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্রের ৮৪তম জন্মবার্ষিকীতে রাজ্য সরকারের তরফে মহাকরণে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।
১২/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী-র বিশেষ উদ্যোগে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হল। সকালে প্রভাত ফেরি দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন এই শোভাযাত্রায়। বিকেলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনদিন ব্যাপী ‘বিশ্ব যুব উৎসব’-এর উদ্বোধন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল একসাথে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে এক বর্ণময় শোভাযাত্রায় ১৫০জন শিশু বিবেকানন্দ-র অতি পরিচিত গেরুয়া পাগড়ি ও পোশাকে সজ্জিত হয়ে অংশ নেয়।
১১/০১/২০১৩
•  স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকীর প্রাক্কালে তাঁর উত্তর কলকাতার সিমলার বাড়িতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উপস্থিত ছিলেন।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আগামী বছর থেকে ‘বঙ্গ খেল রত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া সংস্থা-কে আর্থিক অনুদান প্রদান করেন।
১০/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আসানসোলের এসডিও অফিসের কাছে পোলো গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়, নলবাহিত জল সরবরাহ প্রকল্প ও দুর্গাপুর শিল্প তালুক পর্যায়- ২ এর শিলান্যাস করেন। দুর্গাপুর সিটি সেন্টারে একটি স্বনির্ভর গোষ্ঠীর বিক্রয়কেন্দ্র ও বারাবনি ব্লকে ২টি নলবাহিত জল সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করেন। এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী কিষান ক্রেডিট কার্ড, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রাক-মাধ্যমিক স্কলারশিপ, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের পাট্টা, ইন্দিরা আবাস যোজনা এবং জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের চেক ও আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করেন।

•  এই দিন মাননীয়া মুখ্যমন্ত্রী জেলা সফরে বর্ধমানে পৌছান। বর্ধমানের পুলিশ গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে বর্ধমান জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির শিলান্যাস ও উদ্বোধন করেন। বহুমুখী হিমঘর, সংখ্যালঘু ছাত্রীদের জন্য হস্টেল সহ কিষান ক্রেডিট কার্ড, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, সংখ্যালঘুদের জন্য মেয়াদি ও সরাসরি ঋণ এবং অন্যান্য পরিষেবা প্রদান করেন।
০৯/০১/২০১৩
•  রাজ্যে শিল্প বিনিয়োগ ও শিল্প বিকাশের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ফিকি সহ ৯টি চেম্বার অফ কমার্স-এর ৩৬ জন প্রতিনিধির সঙ্গে মহাকরণে বৈঠক করেন।
০৮/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখলেন।
০৫/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক-সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সিদ্ধান্ত নিলেন। মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে এই দিন তিনি ‘বিবেক ছাত্র যুব ও বিবেক উৎসব ২০১৩’-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে ৬টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের কথা ঘোষণা করেন। এছাড়া দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের মধ্যে পাট্টা সহ একাধিক প্রকল্প যেমন, কিষান ক্রেডিট কার্ড, সামাজিক মুক্তি কার্ড, নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প ইত্যাদি পরিষেবা প্রদান করেন।
০৪/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে যান।
০৩/০১/২০১৩
•  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস-এর শততম অধিবেশনের সূচনা করেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী জয়পাল রেড্ডি ও দেশ বিদেশের খ্যাতনামা এবং নোবেলজয়ী বহু বিজ্ঞানী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  ভারত ও পাকিস্তানের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের রজতজয়ন্তী বর্ষে, কলকাতার ইডেন গার্ডেন্সে সিএবি আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা জানান। ভারতের বিষেণ সিং বেদি, অজিত ওয়াদেকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাস্কার, দিলীপ বেঙ্গসরকার, কপিল দেব, কৃষ্ণমচারী শ্রীকান্ত, রবি শাস্ত্রী, সন্দিপ পাতিল, ভি ভি এস লক্ষণ, নভজ্যোত সিং সিধু, অনিল কুম্বলে ও সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা জানানো হয়। পাকিস্তানের যে প্রাক্তন ক্রিকেটাররা এদিন সংবর্ধিত হলেন - মুস্তাক মহম্মদ, সাদিক মহম্মদ, ইন্তিখাব আলম, ইমতিয়াজ আহমেদ, ওয়াসিম আক্রম ও রামিজ রাজা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু’দেশের সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।
০১/০১/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ইংরেজি নতুন বছর ২০১৩-য় রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা জানান।