খবর
২৯/০১/২০১৪
•  মশাবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা, বিধাননগর এবং হাওড়ার মহানাগরিক। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা।

•  স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেলুড় মঠে। এই অনুষ্ঠানে তাঁর ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী স্বামীজির আদর্শে অনুপ্রানিত হয়ে যুব সমাজকে পথ চলার আবেদন করেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুটি ‘চেয়ার’ উৎসর্গ করা হবে স্বামীজির নামে। এছাড়া বেলুড় মঠ সংলগ্ন অঞ্চলে পুলিশ আউটপোষ্ট ও একটি অতিথিশালা তৈরি করা হবে।
২৮/০১/২০১৪
•  কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এবারের বইমেলার থিম দেশ পেরু। ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিলন মেলা প্রাঙ্গণ বইপ্রেমী, লেখক, প্রকাশক ও ছোট বড় নির্বিশেষে হয়ে উঠবে আক্ষরিক অর্থে মিলন মেলা।

•  দিল্লীতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছে। এবারে পশ্চিমবঙ্গের তরফ থেকে ট্যাবলোর থিম ছিল পুরুলিয়ার 'ছৌ-নাচ'। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী যারা এই ট্যাবলোর সঙ্গে যুক্ত ছিলেন তাদের আন্তরিক অভিনন্দন জানান।
২৬/০১/২০১৪
•  ৬৫তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় রেড রোডে। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাজ্যপাল শ্রী এম কে নারায়ণন। উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সেনাবাহিনীর কুচকাওয়াজ। এছাড়া কলকাতা পুলিশের মার্চ পাস্টও ছিল দেখার মতো। পশ্চিমবঙ্গের ঐতিহ্য প্রকাশ করে বিভিন্ন সরকারি দপ্তরের ট্যাবলো দর্শকদের দৃষ্টি আর্কষণ করে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণময় হয়ে ওঠে রেড রোড।
২৫/০১/২০১৪
•  সল্টলেকের আডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইন্সটিটিউট-এ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সিভিল সার্ভিস স্টাডি সেন্টার-এর উদ্বোধন করেন। আইএএস, আইপিএস এবং ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের জন্য খোলা হল এই প্রশিক্ষণ কেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ দেবেন ১৬ জন বরিষ্ঠ প্রশাসনিক আধিকারিক। মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত পরীক্ষার্থীরা এই শিক্ষাকেন্দ্রে নাম নথীভুক্ত করাবেন তাঁরা প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যোগদান করার সুযোগ পাবেন। উপরন্তু, চূড়ান্ত নির্বাচনের আগে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর পরামর্শও পাবেন তাঁরা।

•  ভারতবর্ষের ৬৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দেশবাসীর উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দেন। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল ও ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁর দৃষ্টিতে সব কিছুর উর্দ্ধে মানুষ। এযাবৎ রাজ্য সরকার যে কটি প্রকল্প চালু করেছে বা পরিকল্পনা করেছে তার সবগুলিতেই প্রাধান্য পেয়েছে জনস্বার্থ। তিনি বলেন রাজ্য সরকার, জাতি-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ, বিশেষত সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বার্থে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন।
২৩/০১/২০১৪
•  রাজ্য জুড়ে পালিত হোল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে এই প্রথমবার সরকারিভাবে দার্জিলিং-এর ম্যালে নেতাজির জন্মদিন পালিত হয়। দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে সাইরেন ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। জিটিএ প্রধান বিমল গুরুং ও রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্রের উপস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শিল্প এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২২/০১/২০১৪
•  দার্জিলিং-এর ‘রায় ভিলা’য় ভগিনী নিবেদিতা তাঁর শেষ জীবন কাটান। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে এই বাড়িটি সংস্কার করে নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র হিসাবে নতুন করে গড়ে তোলা হয়েছে। রামকৃষ্ণ মিশন আয়োজিত একটি অনুষ্ঠানে, এই শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রটির উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বাড়িটির সংস্কারের কাজ সম্পন্ন হয় মাত্র ছ’মাসের মধ্যে, জানান মুখ্যমন্ত্রী।

•  দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং রাজ্য ক্রীড়া দপ্তরের যৌথ পরিচালনায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন জায়গায় দু’মাস ব্যাপী একটি ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। দার্জিলিং –এর লেবং স্টেডিয়ামে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চে বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন তিনি। তিনি ঘোষনা করেন, দার্জিলিং গোল্ড কাপ টুর্নামেন্ট খুব শীঘ্রই নতুন করে চালু হবে। পুরস্কার বিতরণের পাশাপাশি তিনি স্থানীয়দের মধ্যে বিভিন্ন পরিষেবাও প্রদান করেন।
২১/০১/২০১৪
•  দার্জিলিং-এর মিরিকে তামাং সম্প্রদায়ের জাতীয় কনভেনশনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে তিনি জানান তামাংদের জন্য উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার।
২০/০১/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর ৪ দিনের উত্তরবঙ্গ সফর শুরু করলেন। শিলিগুড়িতে পৌঁছে তিনি উত্তরবঙ্গবাসীদের সুবিধার্থে উত্তরবঙ্গের প্রথম শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-এর উদ্বোধন করেন। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করেন। এদিন তাঁর বক্তব্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বিচ্ছিন্নতাবাদীদের হিংসার পথ ত্যাগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার আবেদন জানান। পাশাপাশি হিংসা ত্যাগ না করলে বিচ্ছিন্নতাকামীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার বার্তাও দেন।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর উত্তরবঙ্গ সফরের প্রথমদিনে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিত এবং গায়ক ও সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরবঙ্গের ৬টি জেলার ৭জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গসম্মান’ দিয়ে পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এবছরের ‘বঙ্গসম্মান’ প্রাপকেরা হলেন শিক্ষাবিদ প্রদ্যুৎ ঘোষ, বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, ‘চারণ কবি’ মহম্মদ জাহিরুদ্দিন মিঞা, লোকসঙ্গীত শিল্পী ধনেশ্বর রায়, সাহিত্যিক সত্যরঞ্জন দাস ও প্রণব কুমার মুখার্জী এবং প্রাক্তন সরকারি অফিসার কৃষ্ণ সিংহ মোক্তান। এদিন মাদারিহাটের জনৈক ছাত্র প্রীতম ছেত্রীকেও পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাস সিলিন্ডারের নিরাপত্তামূলক যন্ত্র আবিষ্কার করেছে এই ছাত্র। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের ১৩৫ জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে বৃত্তি প্রদান করেন। এছাড়াও, উত্তরবঙ্গে ক্রীড়া বিকাশের জন্য বিভিন্ন ক্রীড়া সংগঠনকে তিনি আর্থিক পুরস্কার প্রদান করেন।
১৮/০১/২০১৪
•  কলকাতা পুলিশের বার্ষিক সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কৃতি পুলিশকর্মীদের পুরস্কৃত করেন। এর পাশাপাশি, অসামান্য সাহসিকতার জন্য কয়েকজন সাধারণ নাগরিককেও এদিন পুরস্কৃত করেন তিনি। পুলিশকর্মীদের কল্যাণে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছে, তার সম্পর্কে বিশদে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশবাহিনী যথেষ্ট ভাল কাজ করছে, তাঁদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
১৭/০১/২০১৪
•  বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জীবনাবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মহানায়িকার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহানায়িকাকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানায় রাজ্য সরকার।
১৫/০১/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ২০১১ সালে গ্রামাঞ্চলে জলসঙ্কট মেটাতে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের সূচনা করা হয়েছিল। প্রতি বছর ১০ হাজারটি হিসাবে ৫ বছরে মোট ৫০ হাজারটি জলাশয় খনন করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। মাত্র আড়াই বছরেই ১ লক্ষ ২ হাজার ৬১৮টি জলাশয় খনন করা হয়েছে এই প্রকল্পে। রাজ্যে বাস্তুতন্ত্রের সাম্য বজায় রাখতে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্প বিশেষ গুরুত্বপূর্ণ।
১৪/০১/২০১৪
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার। রাজারহাটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
১৩/০১/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পুথান্ডু-ভাজথুকাল এবং ভোগালি বিহু উৎসব উপলক্ষে তামিল ও অসমিয়া ভাই-বোনেদের শুভেচ্ছা জানান।

•  মকর সংক্রান্তিতে রাজ্যে গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  ঈদ-এ-মিলাদুন নবী উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/০১/২০১৪
•  ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ প্রদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষ স্থানে, এই তথ্য জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৪,৩৩১ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। তিনি জানান, ২০১৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সর্বোচ্চ ৮৯০০ কোটি টাকা ঋণ প্রদানের ফলে এই রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান করে নিয়েছে। বাৎসরিক বৃদ্ধির হার ১০৫ শতাংশ। রাজ্যে শিল্প বিকাশের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিশেষ ভূমিকা নিয়েছে, এই তথ্যের দ্বারাই তা পরিষ্কার।

•  রাজভবনে মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১০/০১/২০১৪
•  স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রেড রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে মহা সমারোহে, কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সুহিতানন্দ। জঙ্গলমহল থেকে পাহাড়, ডুয়ার্স থেকে জলে জঙ্গলে ঘেরা সুন্দরবনের সাংস্কৃতিক উপস্থিতি রাজপথকে বর্ণময় করে তোলে। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে জীবন সাথী নামে ১১৫টি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন
০৮/০১/২০১৪
•  জেলাসফরের দ্বিতীয় দিনে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ স্মরণে অনুষ্ঠিত হয় জঙ্গল মহল বিবেক চেতনা উৎসব। এই উপলক্ষে, প্রতিযোগিতায় অংশ নেয় ত্রিশ হাজার প্রতিযোগী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ফুটবল তারকা। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন স্থানীয় মানুষের সুবিধার্থে কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন ও বেশ কিছু পরিষেবা প্রদান করেন।
০৭/০১/২০১৪
•  জেলাসফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে। দীর্ঘদিন অবহেলিত এই গ্রামে স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পৌঁছালেন। কাঁকড়াঝোড় থেকে আমলাশোল পর্যন্ত 'পাকা' রাস্তা তৈরির কাজ শুরু হল এদিন। মুখ্যমন্ত্রী নিজের হাতে ইট গেঁথে গ্রাম সড়ক প্রকল্পের শুভ সূচনা করেন। নিকটবর্তী কংক্রিট রাস্তার সঙ্গে প্রত্যন্ত গ্রামগুলির সংযোগ সাধন করবে এই রাস্তাগুলি। '১০০ দিনের কাজ' প্রকল্পের আওতায় এই রাস্তা তৈরির কাজ একই সঙ্গে শুরু হল রাজ্যের ৩৩৪৯টি গ্রাম পঞ্চায়েতে। এই পর্বে একসঙ্গে ১৬,০০০ কিমি গ্রামীণ রাস্তা তৈরি হতে চলেছে।
০৬/০১/২০১৪
•  কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ভবনে এক অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গুলাম নবি আজাদের উপস্থিতিতে ক্যালকাটা মেডিক্যাল কলেজের নতুন বহির্বিভাগ এবং অ্যাকাডেমিক বিল্ডিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষণার কাজের প্রশংসা করে তিনি বলেন, রাজারহাটে মেডিকেল কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি হস্তান্তরের কাজ শেষের পথে।
০৪/০১/২০১৪
•  গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য নতুন বছরের উপহার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন ঘোষণা করেন, গ্রামীণ সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ-পত্র ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করা হবে। এছাড়া, বাঁকুড়া, মালদা ও উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজগুলির উন্নতিসাধন করে এই হাসপাতালগুলিতে ট্রমা কেয়ারের সুবিধাসহ অঙ্কোলজি, নেফ্রলজি, এন্ডোক্রেনোলজি ও পেডিয়াট্রিক সার্জারির মত বিশেষ চিকিৎসা বিভাগের ব্যবস্থা করা হবে।
০৩/০১/২০১৪
•  উন্নয়নের কাজে গতি আনতে আরও ১৩ জন পরিষদীয় সচিব নিয়োগ করল রাজ্য সরকার। বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ্য করালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণির কল্যাণ দপ্তর, শ্রম ও বিদ্যুৎ দপ্তর সহ ইত্যাদি নানা দপ্তরের কাজের তত্ত্বাবধান করবেন এই পরিষদীয় সচিবেরা।

•  বাংলা টেলিভিশন জগতে ‘টেলি অ্যাওয়ার্ড’ সূচনা করল রাজ্য সরকার। টেলি অ্যাকাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলা টেলিভিশন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলা টেলিভিশনে অবিস্মরণীয় অবদানের জন্য জোছন দস্তিদার ও যীশু দাশগুপ্তকে মরণোত্তর সম্মান প্রদান করা হয়। সর্বকালের অবদানের স্বীকৃতি হিসাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, মনোজ মিত্র ও সব্যসাচী চক্রবর্তীকে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি, টেলিভিশন-কলাকুশলীদেরও এই অনুষ্ঠানে পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, অভিনেতা ও কলাকুশলীদের স্বাস্থ্যবিমার পরিকল্পনাও রূপায়নের পথে এবং টেলি-ধারাবাহিকের শুটিং-এর জন্য বারুইপুরে ৬ একর জমিতে সরকারি উদ্যোগে স্টুডিও তৈরির কাজ চলছে।
০২/০১/২০১৪
•  রাজ্যে এই প্রথম চালু হল প্রশাসনিক ক্যালেন্ডার। নবান্ন চত্বরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে এই ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্যের প্রশাসনিক কেন্দ্রে পশ্চিমবঙ্গের কোনও রাজ্যপালের আগমন এই প্রথম। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আনার উদ্দেশ্যে এই ক্যালেন্ডারের সূচনা, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০১/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান।