২০২৪
- জানুয়ারি, ২০২৪
- ফেব্রুয়ারি, ২০২৪
- মার্চ, ২০২৪
- এপ্রিল, ২০২৪
- মে, ২০২৪
- জুন, ২০২৪
- জুলাই, ২০২৪
- অগাস্ট, ২০২৪
- সেপ্টেম্বর, ২০২৪
২০২৩
- জানুয়ারি, ২০২৩
- ফেব্রুয়ারি, ২০২৩
- মার্চ, ২০২৩
- এপ্রিল, ২০২৩
- মে, ২০২৩
- জুন, ২০২৩
- জুলাই, ২০২৩
- অগাস্ট, ২০২৩
- সেপ্টেম্বর, ২০২৩
- অক্টোবর, ২০২৩
- নভেম্বর, ২০২৩
- ডিসেম্বর, ২০২৩
২০২২
- জানুয়ারি, ২০২২
- ফেব্রুয়ারি, ২০২২
- মার্চ, ২০২২
- এপ্রিল, ২০২২
- মে, ২০২২
- জুন, ২০২২
- জুলাই, ২০২২
- অগাস্ট, ২০২২
- সেপ্টেম্বর, ২০২২
- অক্টোবর, ২০২২
- নভেম্বর, ২০২২
- ডিসেম্বর, ২০২২
২০২১
- জানুয়ারি, ২০২১
- ফেব্রুয়ারি, ২০২১
- মার্চ, ২০২১
- এপ্রিল, ২০২১
- মে, ২০২১
- জুন, ২০২১
- জুলাই, ২০২১
- অগাস্ট, ২০২১
- সেপ্টেম্বর, ২০২১
- অক্টোবর, ২০২১
- নভেম্বর, ২০২১
- ডিসেম্বর, ২০২১
২০২০
- জানুয়ারি, ২০২০
- ফেব্রুয়ারি, ২০২০
- মার্চ, ২০২০
- এপ্রিল, ২০২০
- মে, ২০২০
- জুন, ২০২০
- জুলাই, ২০২০
- অগাস্ট, ২০২০
- সেপ্টেম্বর, ২০২০
- অক্টোবর, ২০২০
- নভেম্বর, ২০২০
- ডিসেম্বর, ২০২০
২০১৯
- জানুয়ারি, ২০১৯
- ফেব্রুয়ারি, ২০১৯
- মার্চ, ২০১৯
- এপ্রিল, ২০১৯
- মে, ২০১৯
- জুন, ২০১৯
- জুলাই, ২০১৯
- অগাস্ট, ২০১৯
- সেপ্টেম্বর, ২০১৯
- অক্টোবর, ২০১৯
- নভেম্বর, ২০১৯
- ডিসেম্বর, ২০১৯
২০১৮
- জানুয়ারি, ২০১৮
- ফেব্রুয়ারি, ২০১৮
- মার্চ, ২০১৮
- এপ্রিল, ২০১৮
- মে, ২০১৮
- জুন, ২০১৮
- জুলাই, ২০১৮
- অগাস্ট, ২০১৮
- সেপ্টেম্বর, ২০১৮
- অক্টোবর, ২০১৮
- নভেম্বর, ২০১৮
- ডিসেম্বর, ২০১৮
২০১৭
- জানুয়ারি, ২০১৭
- ফেব্রুয়ারি, ২০১৭
- মার্চ, ২০১৭
- এপ্রিল, ২০১৭
- মে, ২০১৭
- জুন, ২০১৭
- জুলাই, ২০১৭
- অগাস্ট, ২০১৭
- সেপ্টেম্বর, ২০১৭
- অক্টোবর, ২০১৭
- নভেম্বর, ২০১৭
- ডিসেম্বর, ২০১৭
২০১৬
- জানুয়ারি, ২০১৬
- ফেব্রুয়ারি, ২০১৬
- মার্চ, ২০১৬
- এপ্রিল, ২০১৬
- মে, ২০১৬
- জুন, ২০১৬
- জুলাই, ২০১৬
- অগাস্ট, ২০১৬
- সেপ্টেম্বর, ২০১৬
- অক্টোবর, ২০১৬
- নভেম্বর, ২০১৬
- ডিসেম্বর, ২০১৬
২০১৫
- জানুয়ারি, ২০১৫
- ফেব্রুয়ারি, ২০১৫
- মার্চ, ২০১৫
- এপ্রিল, ২০১৫
- মে, ২০১৫
- জুন, ২০১৫
- জুলাই, ২০১৫
- অগাস্ট, ২০১৫
- সেপ্টেম্বর, ২০১৫
- অক্টোবর, ২০১৫
- নভেম্বর, ২০১৫
- ডিসেম্বর, ২০১৫
২০১৪
- জানুয়ারি, ২০১৪
- ফেব্রুয়ারি, ২০১৪
- মার্চ, ২০১৪
- এপ্রিল, ২০১৪
- মে, ২০১৪
- জুন, ২০১৪
- জুলাই, ২০১৪
- অগাস্ট, ২০১৪
- সেপ্টেম্বর, ২০১৪
- অক্টোবর, ২০১৪
- নভেম্বর, ২০১৪
- ডিসেম্বর, ২০১৪
২০১৩
- জানুয়ারি, ২০১৩
- ফেব্রুয়ারি, ২০১৩
- মার্চ, ২০১৩
- এপ্রিল, ২০১৩
- মে, ২০১৩
- জুন, ২০১৩
- জুলাই, ২০১৩
- অগাস্ট, ২০১৩
- সেপ্টেম্বর, ২০১৩
- অক্টোবর, ২০১৩
- নভেম্বর, ২০১৩
- ডিসেম্বর, ২০১৩
|
২৮/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণে শিল্পসংস্থা এসার গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে রাজ্যে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন।
|
২৭/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আশা অঙ্গনওয়াড়ী কর্মীদের সম্মেলনে উপস্থিত ছিলেন।
• ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত শিয়ালদহের সূর্য সেন মার্কেট পরিদর্শনে যান মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর তিনি ক্যালকাটা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। অগ্নিকান্ডে নিহতদের ময়নাতদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী মৃত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন।
|
২৬/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে একটি সরকারি অনুষ্ঠানে উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের জন্য ২৫টি স্থায়ী ত্রাণ শিবিরের শিলান্যাস করেন। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা ২২ হাজার মানুষ উপকৃত হবেন। এছাড়া কাকদ্বীপে একটি দমকল কেন্দ্র ও হারউড পয়েন্টে একটি কোস্টাল পুলিশ স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন যেমন- সপ্তমুখী নদীর উপর সেতু, দুটি স্থায়ী ত্রানশিবির, মহারাজগঞ্জে একটি স্বাস্থ্যকেন্দ্র এবং দুইটি পানীয় জল প্রকল্প। এছাড়া একাধিক পরিষেবাও প্রদান করেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গঙ্গাসাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ এবং নামখানার জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন করা হবে।
|
২৫/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে সুন্দরবনের উপকূল ও উপকূল সংলগ্ন এলাকা এবং জম্বুদ্বীপ পরিদর্শন করে সেখানকার নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।
|
২৩/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আসন্ন ২০১৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালেন। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০,৩৫,৬৪৮ জন। ২৫শে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এবং চলবে ৬ই মার্চ পর্যন্ত।
|
২২/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী স্বাস্থ্য ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্য কর্তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী তাঁর অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা জানান। মাল্টিস্পেশালিটি হসপিটাল, নবজাতকদের চিকিৎসার বিশেষ ইউনিট রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হবে। পাশাপাশা স্বয়ংক্রিয় সাফাই প্রকল্প মেডিকেল কলেজগুলোতে চালু করা হবে। পরবর্তীতে হাসপাতাল গুলিকে এই প্রকল্পের অধীনে আনার পরিকল্পনা করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকর্তাদের পরিষ্কার জানান রোগীদের সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোন রকম আপোষ করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের কাজ সঠিকভাবে চলছে কিনা সে বিষয়ে তিনি স্বয়ং লক্ষ্য রাখবেন এবং কিছুদিন অন্তর কাজের পরিস্থিতি খতিয়ে দেখবেন।
|
২১/০২/২০১৩
• মধ্য কলকাতার কার্জন পার্কে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
• ভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে আয়োজিত ‘অমর একুশ’-এর অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সকল বাঙ্গালির কাছে এটি অত্যন্ত গর্বের দিন। ভাষা আন্দোলনের মাধ্যমে একটি দেশের স্বাধীনতাপ্রাপ্তি ইতিহাসে নজিরবিহীন। তিনি আরও বলেন, এই ভাষাতেই সৃষ্টি, কৃষ্টি ও দিশা আমাদের বেঁচে থাকার আশা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ওই একই মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ডানকুনি উড়ালপুলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
|
২০/০২/২০১৩
• ‘বনধ’-এর বিরুদ্ধে রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিল শিল্পাঞ্চল থেকে কৃষিক্ষেত্র। স্কুল, কলেজ, অফিস, আদালতের কাজকর্ম ছিল স্বাভাবিক। জনজীবন স্বাভাবিক রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি আশা রাখেন, ‘বনধ’-এর দ্বিতীয় দিনটিও অন্যান্য দিনের মতই স্বাভাবিক থাকবে।
|
১৯/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ২০ ও ২১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ‘বনধ’-এ জনজীবন স্বাভাবিক রাখতে টাস্ক ফোর্স-এর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া মহাকরণে একটি উচ্চপর্য্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কোনভাবে হেনস্থা না হন সে দিকে কড়া নজর রাখা হবে। জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করলে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।
|
১৮/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ ২৪ পরগনার আমতলায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে একটি মহিলা বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন যেটি রাজ্যে প্রথম ও সমগ্র দেশে পঞ্চম । এছাড়াও তিনি একটি আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। নোদাখালি (পর্যায়-২)-তে তিনি আরও একটি আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পটির জল বজবজ প্রকল্প থেকে পরিস্রুত হয়ে আসার পর পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ করা হবে। ১,৩৩৩ কোটি টাকার এই প্রকল্পের ফলে, এই ব্লকের প্রায় ৩৩ লাখ মানুষ এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন - কিষাণ ক্রেডিট কার্ড, নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প ও ইন্দিরা আবাস যোজনায় গৃহহীনদের পাট্টা প্রদান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল প্রদান, মৎস্যজীবিদের মাছ ধরার জাল, মাছ সংরক্ষণের বাক্স ও ৪০০০ টাকার অনুদান, নতুন বিদ্যালয় নির্মাণের অনুদান, কৃষকদের সবজি পরিবহণের সুবিধার্থে ঠেলাগাড়ি প্রদান, মাদ্রাসায় কম্পিউটার এবং কৃষকদের পাওয়ার টিলার প্রদান ইত্যাদি।
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীকে উন্নয়নবিরোধী ও কর্মনাশা ধর্মঘটে সাড়া না দেওয়ার আহ্বান জানান।
|
১৭/০২/২০১৩
• রাজ্য সরকার ২৭ হাজার ৪১ জন মহিলাকে চুক্তির ভিত্তিতে সুসংহত শিশু বিকাশ প্রকল্পে নিযুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করল।
|
১৪/০২/২০১৩
• গার্ডেনরিচ-এ দুষ্কৃতীদের গুলিতে নিহত সাব ইনস্পেক্টর তাপস চৌধুরীর ঠাকুরপুকুরের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
|
১৩/০২/২০১৩
• জেলা সফরের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিভিন্ন দফতরের সচিব সহ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, উড়িষ্যার সীমান্ত উদয়পুরে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলা হবে এবং অন্ধ্রপ্রদেশের আদলে ২০ একর বা তার বেশি জলাশয় সংলগ্ন এলাকাকে মৎস্য প্রকল্পের আওতায় আনা হবে।
|
১২/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দু’দিনের জেলা সফরের প্রথমদিনে পূর্ব মেদিনীপুরের তেখালি ব্রিজের কাছে খেজুরির শেরখাঁচকে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে ৩টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও নবজাতকদের জন্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করেন। তিনি রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স, পাঁশকুড়া-১ ও কাঁথি-২ তে কিষাণ মান্ডি, বনমালিচট্টা উচ্চবিদ্যালয় ও খেজুরি কলেজে বাবু জগজীবন রাম ছাত্রাবাস, ব্রজলালচকে একটি নলবাহিত জল সরবরাহ প্রকল্প, কেন্দুমারিতে জেটি ও পন্টুন এবং পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও ডেবরায় রাধামণি হ্যান্ডলুম ক্লাস্টার ও দু’টি আই টি আই সহ ১০টি প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া তিনি দীঘায় একটি বরফ কল, ৩টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ৪টি ৩৩/১১ কিলোভোল্টের সাব-স্টেশন এবং কাঁথির মহকুমা হাসপাতালে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকানেরও উদ্বোধন করেন। সেই সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ৪,৫০০ একর জমিতে একটি শিল্প তালুক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে যাতে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি তিনি দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের মধ্যে কিছু পরিষেবাও প্রদান করেন।
|
১১/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড়ে রাজ্যের সংখ্যালঘু দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে মাইনরিটি মেডিক্যাল কলেজ এবং একটি মালটিস্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি পরিষেবা প্রদান করেন - কিষাণ কার্ড, গৃহহীনদের নিজগৃহ নিজভূমি ও গীতাঞ্জলী প্রকল্পের আওতায় পাট্টা প্রদান, সংখ্যালঘু ছাত্রীদের সাইকেল প্রদান, মৎস্যজীবীদের জাল ও মাছ রাখার বাক্স প্রদান, ইন্দিরা আবাস যোজনার অধীনে চেকপ্রদান, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, জাতীয় পরিবার স্বাস্থ্য প্রকল্প, নতুন বিদ্যালয় নির্মাণের অনুমোদন এবং কৃষকদের সবজি পরিবহণের সুবিধার্থে ঠেলাগাড়ি প্রদান ইত্যাদি।
|
০৯/০২/২০১৩
• বর্ধমানের পানাগড়ে মাটি উৎসবের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাটি উৎসবের মূল মঞ্চটি সদ্য প্রয়াত লোকশিল্পী গৌর খ্যাপা-র নামে উৎসর্গ করা হয়। এই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী, চিত্রশিল্পী যোগেন চৌধুরি এবং শুভাপ্রসন্ন মাটি উৎসবের মূল মঞ্চে চিত্র অঙ্কণ করেন। মুখ্যমন্ত্রী সহ অন্য দুই শিল্পীর ছবি এই অনুষ্ঠানে নিলাম করা হয়। নিলামে সংগৃহীত অর্থ দিয়ে বাউল শিল্পীদের জন্য একটি সামাজিক উন্নয়ন তহবিল গড়া হয়। মাটি উৎসবে তিনি আরও ঘোষণা করেন লোকশিল্পীদের সুমারি হবে এবং তাঁদের জন্য অবসরকালীন ভাতা চালু করা হবে।
|
০৮/০২/২০১৩
• বারাসতের কাছারি ময়দানে ১৭তম যাত্রা উৎসবের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোহনলাল নট্ট ও বেলাদেবী-র মত বিশিষ্ট যাত্রাব্যক্তিত্বদের সম্মান জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত। এছাড়া তিনি যাত্রাজগতের প্রবীণ শিল্পীদের জন্য পেনশন প্রকল্পের কথা ঘোষণা করেন।
|
০৭/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতায় অ্যাগ্রো-হর্টিকালচার সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন।
• আলিপুর চিড়িয়াখানায় বৈদ্যুতিন প্রবেশদ্বার-এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি চিড়িয়াখানার উন্নয়নে আর্থিক বরাদ্দের কথাও ঘোষণা করেন।
|
০৬/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণে আদিবাসী উন্নয়ন কমিশন-এর প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন।
• এই দিন সন্ধ্যায় তিনি মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত ৩৭ তম কলকাতা পুস্তকমেলা পরিদর্শন করেন।
|
০৫/০২/২০১৩
• মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে মূল্যবৃদ্ধি বিষয়ে একটি বৈঠক করেন। বৈঠকের পর ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা দুদিনের ধর্মঘটে তাঁরা যেন দোকান খোলা রাখেন। কোনও অপ্রীতিকর ঘটনার জেরে দোকান ক্ষতিগ্রস্ত হলে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
|
০২/০২/২০১৩
• কলকাতার টাউনহলে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সকল ব্লক আধিকারিক, মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসকবৃন্দ। রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য ও অভিমুখ ব্যক্ত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। উন্নয়ন পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে ব্লক স্তর পর্যন্ত আধিকারিকদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন।
• ওই একই দিনে হুগলী জেলার ধনেখালিতে এক সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন। সিঙ্গুরে কিষান মান্ডি, নলবাহিত জল প্রকল্প, বিলকুলিতে আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, আরামবাগে খাদ্য ভবন, পান্ডুয়াতে মাদ্রাসা ও ডানকুনিতে দমকল কেন্দ্র ইত্যাদি। এ ছাড়া শ্রীরামপুর হাসপাতালে আই সি সি ইউ, আরামবাগ মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার এবং দরিদ্র মানুষদের জন্য বেশ কিছু পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
|
|
|