খবর
২১/০২/২০১৬
•  প্রতি বছরের মতো এবারও সরকারি উদ্যোগে দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত থেকে একুশের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়াও ছিলেন মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হৈমন্তী শুক্লা, প্রতুল মুখোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, নচিকেতা, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায় প্রমুখ।
১৯/০২/২০১৬
•  বিড়লা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে একুশে উদ্যানে ভাষা শহিদ স্মারকের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলনের শহিদদের সম্মান জানাতে স্মারকটি নির্মিত হয়েছে। ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো(UNESCO)।
১৬/০২/২০১৬
•  রাজ্যে বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে চালু হল ‘উৎকর্ষ বাংলা’ । নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রকল্পটির শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটির ফলে রাজ্যে লক্ষাধিক কর্মসংস্থান হবে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৬ লক্ষ শিক্ষানবিশ আইটিআই এবং পলিটেকনিক কলেজগুলিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষালাভ করার সুযোগ পাবে। প্রশিক্ষণের শেষে শিল্প প্রতিষ্ঠানে কাজের সুযোগ সহ স্বনিযুক্তির ক্ষেত্র প্রশস্ত হবে। গত চার বছরে প্রায় ৬৮ লক্ষ কর্মসংস্থান হয়েছে রাজ্যে। দ্রুত আরও ২ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে । ৯৮ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে রাজ্যে ।
১৫/০২/২০১৬
•  উচ্চমাধ্যমিক, হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/০২/২০১৬
•  মিলনমেলা প্রাঙ্গণে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজারহাট ও নিউটাউনে আদিবাসী ভবন ও লেপচা ভবন এবং কলকাতার ১২৭ নং ওয়ার্ডের শকুন্তলা পার্কে ৩ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করেন তিনি। নবরূপে নির্মিত মহাজাতি সদনের দ্বারোদঘাটনের পাশাপাশি এদিন স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, দুর্গাপুরের পর্যটন দপ্তর-‘আহরণ’ এবং একটি মসলিন তীর্থ উদ্বোধন করা হয়। এদিন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের ২০টি বাস উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১০/০২/২০১৬
•  আইটিসি-র তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রকল্পগুলি হল হাওড়ার পাঁচলা এবং উলুবেড়িয়ায় ভোগ্যপণ্যের কারখানা এবং রাজারহাটে টেকনোলজি পার্ক। তিনটি প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আগামী দিনে রাজ্যে মোট ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে আইটিসি-র। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সহস্রাধিক কর্মসংস্থান হবে।
০৮/০২/২০১৬
•  রাজ্যের যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড পাননি, তাঁদের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর আশ্বাস, তাঁরা যেন চিন্তান্বিত না হন, সামান্য দেরিতে হলেও প্রত্যেকেই ডিজিটাল রেশন কার্ড পাবেন, তাছাড়া নতুন রেশন কার্ড না পাওয়া পর্যন্ত পুরনো কার্ড দেখিয়েই তাঁরা ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাবেন। এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী এ কথা বলেন। ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বিতরণ করার কাজ শুরু হয়েছে। এছাড়া সাংবাদিক বৈঠকে এদিন, জীবনদায়ী ওষুধের উত্তরোত্তর মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় নীতির তীব্র সমালোচনাও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৪/০২/২০১৬
•  কৃষিজ দ্রব্যের উৎপাদনে ধারাবাহিকভাবে নজির গড়ছে রাজ্য। ফের ভারত সরকার প্রদত্ত ‘কৃষি কর্মণ’ স্বীকৃতি অর্জন করল পশ্চিমবঙ্গ। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২০১৪ – ২০১৫ আর্থিক বর্ষে দেশের মধ্যে সর্বাধিক তৈলবীজ উৎপাদনের জন্য ‘কৃষি কর্মণ’ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই নিয়ে পরপর চার বার এই পুরস্কার পেল রাজ্য।
০১/০২/২০১৬
•  ২০১৬-র মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।