খবর
৩১/০৭/২০১৩
•  তেলেঙ্গানার স্বীকৃতিকে কেন্দ্র করে পাহাড়ে ফের অশান্তির জিগির তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। তার প্রেক্ষিতে মহাকরণে এক সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান যে বাংলা ভাগের কোন প্রশ্ন ওঠে না। দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই বিবেচিত হবে এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশান বা জিটিএ-র প্রশাসনিক কর্মপদ্ধতি বন্ধ করা হবে না। জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী-এর পদ থেকে বিমল গুরুং পদত্যাগ করেন। সেই পদত্যাগ পত্র সরকারিভাবে গৃহীত হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্ধারিত সময়েই জিটিএ স্বয়ংশাসিত সংস্থা হিসাবে কাজ শুরু করবে।
২৯/০৭/২০১৩
•  রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ২০১৩-এর ফল ঘোষিত হল। এই প্রসঙ্গে মহাকরণে সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান যে এই নির্বাচনে জয়ী হয়েছেন গ্রামবাংলার সাধারণ মানুষ এবং গণতন্ত্র। রোদ, বৃষ্টি উপেক্ষা করে, এমনকি পবিত্র রমজান চলাকালীনও মানুষ যেভাবে ভোট দিতে এসেছেন তাতে প্রমাণ হয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে জনাদেশ দিয়েছেন গ্রাম বাংলার মানুষ, তার প্রতি পূর্ণ সম্মানপ্রদর্শন করে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৬/০৭/২০১৩
•  কবি ও সঙ্গীতস্রষ্টা রজনীকান্ত সেনের ১৪৮তম জন্মবার্ষিকীতে মহাকরণে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/০৭/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী খাদ্যসুরক্ষা বিল নিয়ে মহাকরণে একটি মন্ত্রীসভার বৈঠক করেন। মুখ্যসচিবসহ এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
২৪/০৭/২০১৩
•  মহানায়ক উত্তম কুমারের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে কলকাতার নজরুল মঞ্চে রাজ্যসরকার আয়োজন করেছিল ‘উত্তমকুমার স্মরণে’। অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্থাকে পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পুরস্কারপ্রাপকেরা হলেন – চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য : মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক এবং গৌতম ঘোষ মহানায়ক পুরস্কার ২০১৩ :তাপস পাল, প্রসেনজিত চট্টোপাধ্যায় বিশেষ চলচ্চিত্র পুরস্কার :অভিনেতা/অভিনেত্রী : শাশ্বত চ্যাটার্জী, মমতাশঙ্কর, লাবনী সরকার, নয়না দাস, সুদীপ্তা চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জী, রচনা ব্যানার্জী, স্বস্তিকা মুখার্জী, রাজেশ শর্মা, পরমব্রত চ্যাটার্জী, দেব, জিত, যীশু সেনগুপ্ত, সোহম, শুভাশিষ মুখার্জী, কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী, রাইমা সেন এবং চূর্ণী গাঙ্গুলি সঙ্গীত পরিচালক :সুপর্ণকান্তি ঘোষ, প্রতীক চৌধুরী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অনুপম রায় পরিচালক :সন্দীপ রায়, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জী, সুজিত গুহ এবং রাজ চক্রবর্তী চিত্রগ্রাহক :অভীক মুখোপাধ্যায় ও বরুণ মুখার্জী চিত্রসম্পাদক :অর্ঘ্যকমল মিত্র ও রবিরঞ্জন মৈত্র শিল্পনির্দেশক :নীতিশ রায় প্রযোজনা সংস্থা : নিউ থিয়েটার্স প্রাইভেট লিমিটেড, অরোরা ফিল্ম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড এবং আর ডি বনশল অ্যান্ড কোম্পানী শব্দগ্রহণ :অনুপ মুখার্জী ও সুশান্ত ব্যানার্জী রূপসজ্জা :অনুপ গাঙ্গুলি বিশেষ পুরস্কার :চিন্ময় রায় ও পার্থ মুখার্জী
১৯/০৭/২০১৩
•  কিংবদন্তি কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়-এর ১৫১তম জন্মবার্ষিকীতে রাজ্য সরকারের তরফে মহাকরণে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।
১৪/০৭/২০১৩
•  পার্ক সার্কাস ময়দানে কলকাতা পুরসভা আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, জনাব জাভেদ আহমেদ খান, মেয়র শোভন চ্যাটার্জি, কলকাতার পুলিশ কমিশনার সুরজিত পুরকায়স্থ, মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, নাখোদা মসজিদ ও টিপু সুলতান মসজিদ এর ইমাম, মেদিনীপুরের পীর সাহেব প্রমুখ এই ইফতারে অংশগ্রহণ করেন।
১৩/০৭/২০১৩
•  কিংদবদন্তি অভিনেতা প্রাণ-এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অভিনেতার আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তাঁর অভিনয় দর্শক দীর্ঘ, দীর্ঘদিন মনে রাখবে।
১১/০৭/২০১৩
•  পাঁচ পর্বের পঞ্চায়েত নির্বাচন ২০১৩-র প্রথম পর্বে জঙ্গলমহলের মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচনে অংশ নেন। এই প্রসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন জঙ্গলমহলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে খুবই আশার কথা।
১০/০৭/২০১৩
•  কলকাতার পার্ক সার্কাসের ময়দান থেকে শুরু হল এবারের ইস্কনের রথযাত্রা। এই রথযাত্রার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রথযাত্রার সূচনা অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে জানান যে, প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এ রাজ্য থেকে পুরীতে যান। তাঁদের জন্য সুখবর এই যে রাজ্যসরকারের হাতে সম্প্রতি এক একর জমি এসেছে পুরী সংলগ্ন অঞ্চলে। এই জমিতে নানা সুবিধাযুক্ত একটি অতিথি আবাস নির্মাণ করা হবে।

•   সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন যে, পূর্ণাঙ্গ রায় বেরনোর পর রাজ্য সরকার অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে।
০৩/০৭/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জীর সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
০২/০৭/২০১৩
•  আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জীর সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন।
০১/০৭/২০১৩
•  চিকিৎসক দিবসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৩১ তম জন্মজয়ন্তী এবং ৫১ তম মৃত্যুবার্ষিকীতে মহাকরণে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।