খবর
৩০/০৬/২০১৪
•   ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হল 'হুল' দিবস । আদিবাসী উন্নয়ন বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতাল আন্দোলনের স্মরণে প্রতি বছর পালিত হয় এই হুল দিবস। শ্রদ্ধা জানানো হয় সিধু, কানহু, চাঁদ ও ভৈরব প্রমুখ সাঁওতাল আন্দোলনের নেতৃবৃন্দকে। মাননীয়া মুখ্যমন্ত্রী এঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
২৬/০৬/২০১৪
•  মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে তৈরি হতে চলেছে 'রাজ্য বীজ কমিশন'। বীজ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে এই কমিশনের পরিকল্পনা। শস্য উৎপাদনে অন্য রাজ্যের উপর নির্ভরতা কমাতে 'রাজ্য বীজ কমিশন' বিশেষ ভুমিকা রাখবে। এতদিন আলু বীজের ক্ষেত্রে পাঞ্জাব ও পাট বীজের ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকের উপর ছিল রাজ্য। গত ২০১৩ সালে রাজ্যে প্রথম আলু বীজ কেন্দ্র তৈরী করা হয়, অন্য রাজ্যের উপর নির্ভরতা কমাতে। এর ফলে চলতি বছরে পশ্চিমবঙ্গ অতিরিক্ত আলু বীজ আসামকে রফতানি করেছে।
২৫/০৬/২০১৪
•  পশ্চিমবঙ্গের ২০-তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, শামুকতলা, কুমারগ্রাম, ফালাকাটা, বীরপাড়া, কালচিনি, জয়গাঁ ও মাদারিহাট থানা নিয়ে তৈরি এই জেলায় বসবাসকারী মানুষের সংখ্যা কমবেশী ১৫ লক্ষ। নতুন এই জেলার আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন মানুষের স্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এই জেলার পৃথকীকরণ। তরাই থেকে ডুয়ার্স, পাহাড়-নদী-জঙ্গলের বৈচিত্রে ভরা আলিপুরদুয়ার জেলাকে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান যে প্রতি বছর ২৫ জুন আলিপুরদুয়ার দিবস পালন করা হবে। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের মুখ্যসচিব, উত্তরবঙ্গের সাংসদ, বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং জনপ্রতিনিধিরা।
২৪/০৬/২০১৪
•  নতুন জেলা আলিপুরদুয়ারের প্রশাসনিক কাজের সূচনা করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তরবঙ্গ পৌঁছলেন। এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, উন্নয়নের কাজ ও প্রশাসনিক কাজ আরও সুষ্ঠুভাবে করতে এই জেলাভাগের প্রয়োজন ছিল। এছাড়া আন্তর্জাতিক সীমান্তগুলিতে নিরাপত্তা আরও কড়া করতে সহায়তা করবে এই নতুন জেলা। ডুয়ার্সে পৌঁছে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৩/০৬/২০১৪
•  আলুর ফাটকাবাজি বন্ধ করতে রাজ্য সরকার আলুর দাম ১৪ টাকা প্রতি কেজি বেঁধে দিল। রাজ্যে নিত্যপ্রয়োজনীয় সব্জির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের সঙ্গে নবান্নে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিকভাবে ৮টি 'ন্যায্যমূল্যের সব্জি'র দোকান তৈরী করবে সরকার। এছাড়া পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা হয় ।

•  রেলের ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন বিধানসভার অধিবেশনে তিনি কেন্দ্রের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রেলভাড়া বৃদ্ধিতে স্বভাবতই অত্যাবশ্যক পণ্যের মূল্য বাড়বে, যাত্রী ভাড়াও বাড়ানো হয়েছে, এর ফলে উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ।
২০/০৬/২০১৪
•  আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প। রাজ্যের কন্যাসন্তানদের সুরক্ষার্থে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সারা দেশে। লন্ডনের 'গার্ল সামিট ২০১৪'-এ 'কন্যাশ্রী' প্রকল্পটির গুরুত্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমন্ত্রিত হয়েছে আমাদের রাজ্য। সুপারিশ করেছে ইউনিসেফ এবং আন্তর্জাতিক উন্নয়ন দফতর।

•  বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। আগামী ২৫ জুন, ২০১৪ থেকে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কাজের সূচনা করা হবে বলেও জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  জেলার উন্নয়নের কাজে গতি আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তর ২৪ পরগণার জেলাশাসক ও পদস্থ আধিকারিকদের সঙ্গে বারাসতে এক বৈঠকে যোগ দেন। এদিন মুখ্যমন্ত্রী আরও দ্রুততা ও তৎপরতার সঙ্গে উন্নয়নের কাজ করার নির্দেশ দেন। বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির পাশাপাশি আয়লা বিধ্বস্ত নদীতটগুলির সংস্কারের উপর জোর দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৯/০৬/২০১৪
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু দফতর আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করার পাশাপাশি আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন তিনি। এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন ১৪ আগস্ট, ২০১৪ দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হবে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে সকলকে আরও যত্নবান হতে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৭/০৬/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্ন যাওয়ার পথে কোলকাতার এস এস কে এম হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। রোগী ও তাঁদের পরিবারের সুবিধা অসুবিধা, পানীয় জল সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ দিন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলিও ঘুরে দেখেন তিনি।

•  রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/০৬/২০১৪
•  রাজ্যের শিল্প বিকাশে গতি আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নিউটাউনের ইকো পার্কে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। গত আর্থিক বর্ষে রাজ্যে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর ফলে আশা করা যায় সাড়ে তিন লক্ষ কর্মসংস্থান হবে। এ দিনের আলোচনায় পাট-এর মত শ্রমনিবিড় শিল্পের পাশাপাশি মৎস্য চাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন শিল্পের উপরেও জোর দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এ দিন রাজারহাটের নিউটাউনে ৩ হাজার আসনবিশিষ্ট একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৩/০৬/২০১৪
•   'কন্যাশ্রী'র পাশাপাশি, রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'শিক্ষাশ্রী' প্রকল্প। তপশিলী জাতি ও জনজাতির ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার আরও সুনিশ্চিত করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর এই প্রচেষ্টা। আগামী ২৫ জুন, ২০১৪ থেকে এই প্রকল্প কার্যকরী হবে।

•  চলতি বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করতে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বিগত তিন বছরে রাজ্যে অপরাধ ও রাজনৈতিক হিংসার কারণে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

•  হাওড়া জেলার বিভিন্ন দফতরের কাজের খতিয়ান নিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী শরৎ সদনে একটি প্রশাসনিক বৈঠকে করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব এবং হাওড়ার জেলাশাসক ও পদস্থ আধিকারিকরা। জেলার জনপ্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালীন স্থগিত থাকা কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে শেষ করা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/০৬/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার পর্যালোচনা করেন এবং পরিস্থিতি অনুযায়ী পুলিশকর্তাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ কর্তাদের বলেন, কোন প্রকার রং না দেখে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে। রাজ্যের সব জেলার পুলিশ সুপারসহ, পাঁচটি কমিশনারেটের পুলিশ কমিশনার, আইজি এবং ডিআইজি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।

•  ২২টি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তেহট্ট, চাঁচল, ক্যানিং, ফালাকাটা, কাকদ্বীপ, বেলদা, খাতরা, গাজোল, বুনিয়াদপুর, পশ্চিম বালি, আন্দুল, ডোমজুড়, বাগনান, বক্সিরহাট, ঠাকুরনগর, আমতা, কোলাঘাট-মেচেদা, আমতলা, ডোমকল, তারাপীঠ এবং মোল্লারপুর – এই ২১টি এলাকা নতুন পৌরসভার আওতায় পড়বে। ২২তম পৌরসভাটি তৈরি হতে চলেছে ময়নাগুড়িতে।
১১/০৬/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বনবিভাগের অধিকর্তাদের সঙ্গে নবান্নতে একটি বৈঠক করেন। পর্যটন শিল্পে গতি আনতে ইকো ট্যুরিজম অ্যাডভাইসারি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। পশ্চিমবাংলার বনাঞ্চল রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে এই উদ্যোগ নিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এখন থেকে অরণ্যপ্রেমীরা বনবিভাগের লজ, বাংলো, সাফারি পর্যটন দফতরের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন।
১০/০৬/২০১৪
•  কলকাতার টাউনহলে ২০১৪-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মাধ্যমিকের ৫৪ জন এবং উচ্চমাধ্যমিকের ২৮ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীদের হাতে ল্যাপটপ ও ঘড়ি তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৭/০৬/২০১৪
•  উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন, হেলথ ডিরেক্টরেটের পর উত্তরবঙ্গে এবার পৃথক ফিনান্স ডিরেক্টরেট গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। এরফলে শিক্ষকদের বেতন, পেনশন থেকে শুরু করে যে কোন সরকারি কাজে অর্থ দপ্তরের অনুমোদন এই ডিরেক্টরেট থেকেই পাওয়া যাবে। শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’র পর, এই ফিনান্স ডিরেক্টরেট উত্তরবঙ্গ উন্নয়নে প্রশাসনের দ্বিতীয় বৃহৎ পদক্ষেপ।
০৬/০৬/২০১৪
•  উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মংপং-এ একটি প্রশাসনিক বৈঠক করেন। মাদারিহাট থেকে মংপং যাওয়ার পথে গ্রাসমোড় টি এস্টেট-এ একটি প্রাথমিক স্কুলে আকস্মিক পরিদর্শনে যান তিনি। স্কুল কর্তৃপক্ষকে মিড ডে মিল এবং স্কুলের অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৫/০৬/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে জলপাইগুড়ির জলদাপাড়া ট্যুরিস্ট লজ এবং হলং বন বিশ্রামাগার-এ বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করেন। এদিন আদিবাসী উন্নয়ন পর্ষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বক্সার কাছে জয়ন্তী গ্রামটিকে মডেল হিসাবে গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। তিনি ঘোষণা করেন, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বক্সা ফোর্টের সংস্কার করা হবে। ওই একই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় সাহায্যের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং সেচমন্ত্রী রাজীব ব্যানার্জীর নেতৃত্বে এই পর্ষদের এক প্রতিনিধিদল দিল্লী যাবেন। 'রিভার ম্যানেজমেন্ট'-এ আর্থিক সহায়তার জন্য এই প্রতিনিধিদল আবেদন করবে।
০৪/০৬/২০১৪
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির মাদারিহাটে একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর পাশাপাশি তিনি একাধিক পরিষেবাও প্রদান করেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে, রাজ্য সরকার ইতিমধ্যেই ৮.৫ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনেছে। ১৩ লক্ষ ছাত্রী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে এবং ১৬ লক্ষ ছাত্রীকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। এছাড়া তিনি জানান যে, রাজ্য সরকার ১৪ আগস্ট দিনটিকে ‘কন্যাশ্রী দিবস’ হিসাবে চিহ্নিত করেছে এবং ওই দিন সারা রাজ্য জুড়ে কন্যাশ্রী মেলা আয়োজিত হবে। এই প্রকল্পে নতুন নাম নথিভুক্ত করা হবে এই মেলায়।

•  এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জয়ন্তী-রাজাভাতখাওয়া অঞ্চল পরিদর্শনে যান এবং সেখানে উচ্চ আধিকারিকদের সঙ্গে বক্সা ফোর্টকে কেন্দ্র করে পর্যটন শিল্পের উন্নয়ন সম্পর্কে একটি বৈঠক করেন। হলং পরিদর্শনকালে তিনি একটি হস্তী শাবকের নামকরণ করেন ‘ইরাক্ষী’।
০৩/০৬/২০১৪
•  কলকাতা আবার সাক্ষী হয়ে রইল আর এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের। রাজ্য সরকার, সিএবি এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে শাহরুখ খানসহ দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ান কলকাতা নাইট রাইডার্স-এর পুরো দলকে ইডেন গার্ডেন্স-এ সংবর্ধিত করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০২/০৬/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তরবঙ্গের শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’য় একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহারের প্রশাসকগণসহ উচ্চপদস্থ পুলিশ কর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বলেন পুজোর আগেই উত্তরবঙ্গে ২৪০টি নতুন বাস চালু হবে । এছাড়া ১৪ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ির সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সংযোগকারী সড়ক নির্মাণ প্রকল্পের কথাও তিনি ঘোষণা করেন। তিনি আরও জানান, শুধুমাত্র আইনি বিষয়গুলি ছাড়া সরকারের তরফ থেকে জলপাইগুড়ি জেলাকে সব কাজ হয়ে গেছে, সেই সঙ্গে আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।