খবর
৩১/০৭/২০১৭
•  ফের বৃদ্ধি পেলো রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের সিদ্ধান্তে রান্নার গ্যাসের দাম এখন থেকে প্রতি মাসে ৪ টাকা করে বাড়ানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত সর্বমোট ৩২ টাকা বৃদ্ধি করা হবে। ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত ভর্তুকি তুলে নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে আগেই রান্নার গ্যাস থেকে ভর্তুকি তুলে দেওয়া হয়েছিল, পরিবর্তে গ্রাহককে কিছু টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হতো, এবারে সেই স্বাশ্রয়টুকুও কেড়ে নেওয়া হলো। মাননীয়া মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন যে কেন্দ্রীয় সরকারের কোনও নৈতিক ও সামজিক দায় দায়িত্ব সাধারণ মানুষের প্রতি নেই, একের পর এক জনবিরোধী সিদ্ধান্তই তার প্রমাণ।
২৮/০৭/২০১৭
•  সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে সেরা পুরস্কার জিতে নিয়েছে পশ্চিমবঙ্গের ‘কন্যাশ্রী’ প্রকল্প। এদিন কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘কন্যাশ্রী’র এই জয় উদযাপন করতে উপস্থিত হয়েছিল সারা বাংলার কন্যাশ্রীরা। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কৃতী কন্যাশ্রীদের সংবর্ধনা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এদিন (কন্যাশ্রী) কে-৩ প্রকল্পের সূচনা করেন তিনি। কে-৩ প্রকল্পের অধীনে, ৪৫ শতাংশ নম্বর পাওয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অ্যাকাউন্টে মাসে ২,৫০০টাকা করে জমা পড়বে, রাজ্য সরকারের তরফ থেকে। হাজার হাজার ছাত্রী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমাগমে বর্ণময় হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান।
২৭/০৭/২০১৭
•  নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত ছিলই, সেই সঙ্গে ঝাড়খণ্ডের ডিভিসির জলাধার থেকে অনিয়ন্ত্রিত ভাবে ২ লক্ষ কিউসেকের বেশী পরিমাণ জল হঠাৎ করে ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলী, হাওড়া ও বাঁকুড়া। ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ উর্দ্ধমুখী। ইতিমধ্যে বন্যার জন্য রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করা সত্ত্বেও জল ছাড়ার পরিমাণ তারা কম করেনি, উল্টে বাড়িয়ে দিয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, তাঁরা সমস্ত শক্তি দিয়ে উদ্ধার কাজে নেমেছেন। এদিন আমতা, খানাকুল, জয়পুরের বিভিন্ন স্থানে পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গত মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করে তিনি জানান, এই দুর্গতি মানুষের হতো না যদি জলাধার গুলি নিয়মিত ড্রেজিং করা হতো। জল ছাড়ার পরিমাণ নিয়ন্ত্রন করা হয়নি বলেই রাজ্যে অনাবশ্যক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা আক্রান্ত মানুষের পাশে রাজ্য সরকার সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
২৫/০৭/২০১৭
•  দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদ ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪/০৭/২০১৭
•  মহানায়ক উত্তমকুমারের ৩৭তম প্রয়াণ দিবসে নজরুল মঞ্চে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘মহানায়ক সম্মাননা’ প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রবীণ অভিনেত্রী শকুন্তলাবড়ুয়াকে ‘মহানায়িকা’ সম্মান প্রদান করা হয়। এছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সাথে যুক্ত অভিনেতা ও কলাকুশলীদেরও প্রতি বছরের মতো সম্মান জ্ঞাপন করা হয়। ২০১৭ সালের পুরস্কারপ্রাপক–শ্রেষ্ঠচলচ্চিত্র-বিসর্জন,সেরাপরিচালক-অরিন্দম শীল, সেরাঅভিনেতা-প্রসেনজিৎ, বর্ষসেরাঅভিনেত্রী-নুসরৎ,বর্ষসেরা চিত্রগ্রাহক-সৌমিক হালদার সেরাচিত্রনাট্যকার-পদ্মনাভ দাশগুপ্ত,সংগীতে সেরা বিক্রম ঘোষ।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। আগামী কাল দেশের চতুর্দশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৮/০৭/২০১৭
•  সংস্কারের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল কোলকাতার অন্যতম আকর্ষণ বিড়লা তারামণ্ডল। এদিন বিড়লা তারামণ্ডলের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়েনির্মিত এক অনন্য কীর্তি এই তারামণ্ডল দীর্ঘ ৫২ বছর ধরেউৎসাহী মানুষজনকে মহাকাশের সঙ্গে পরিচিত করে আসছে। কোলকাতার তারামণ্ডলে এসে মহাকাশ ও নক্ষত্রমণ্ডলীর অস্তিত্বের এই অনন্য উপলব্ধি অনুভব করতে সকলকে আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৭/০৭/২০১৭
•  রাজ্য বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হবার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিক বৈঠকে অত্যন্ত জোরালো ভাষায় জানান যে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হওয়ার মতো পরিস্থিতি তৈরী করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার লড়াই ঐক্যবদ্ধ ভাবেসর্বশক্তি দিয়ে শুরু না করতে পারলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।
১২/০৭/২০১৭
•  পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দীঘায় প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/০৭/২০১৭
•  পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দীঘায় একটি সভা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন তিনি।শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্পসহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। দীঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কারসহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা ছাড়াওকন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতিসহ একগুচ্ছ সরকারী পরিষেবা প্রদান করেন তিনি।
১০/০৭/২০১৭
•  পূর্ব মেদিনীপুর জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিন দিনের সফরে নন্দকুমার-এ প্রশাসনিক বৈঠক করেন তিনি।এদিন ১১৬বি জাতীয় সড়কের নন্দকুমারের চৌরাস্তা মোড়ে প্রথম প্রকাশ্য সভা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সড়ক প্রকল্প, বাস ডিপো, হলদিয়ায় হেরিটেজ পার্ক, স্থায়ী জেটি,মেচেদা-হলদিয়া নৈশ-বাসপরিষেবাসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি সাধারণ মানুষের হাতে সরকারী নানা জনকল্যাণমুখী পরিষেবা তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/০৭/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ন্যাশানাল এ্যাসোসিয়েশন অফ সফট ওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ(NASSCOM)-কলকাতার উদ্যোগে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন। এই সভায়, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের স্বনাম ধন্য ও অগ্রণীদের প্রতি তিনি আহ্বান জানান,বাংলাকে তথ্যপ্রযুক্তি শিল্পে দেশের মধ্যে এক নম্বরে তুলে আনার জন্য তাঁরা যেন আন্তরিক উদ্যোগ নেন। পশ্চিমবঙ্গেপ্রতিভার অভাব নেই, সঠিক সহযোগিতা পেলে রাজ্য নিশ্চিতভাবেই তথ্যপ্রযুক্তি শিল্পে এক নম্বরে উঠে আসবে, বলে আশা প্রকাশ করেন তিনি।
০৫/০৭/২০১৭
•  নবান্নে এক সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ৬০ হাজার বুথ এলাকায় ‘শান্তি বাহিনী’ গড়ে তোলা হবে। সম্প্রীতি বিনষ্টকারীরা যাতে, রাজ্যে শান্তি বিঘ্নিত করার সুযোগ না পায় সেই উদ্দেশ্যেই এই ‘শান্তিবাহিনী’র পরিকল্পনা। প্রতিটি বুথ এলাকার ছাত্র-যুবদের নিয়ে তৈরি হবে এই শান্তি বাহিনী। স্থানীয় থানা প্রশাসনের সঙ্গে সংযুক্ত থেকে যৌথ ভাবে এরা প্রতি নিয়ত খোঁজ–খবর রাখবে, কে বা কারা গুজব এবং উসকানি মূলক কথা বার্তা বলে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। এছাড়া, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে এই শান্তিবাহিনী সার্বিক সহায়তা করবে।
০৪/০৭/২০১৭
•  নবান্নে এক সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগণার বাদুরিয়ায় যে সাম্প্রদায়িক তিক্ততা সৃষ্টির উদ্দেশ্যে একশ্রেনীর মানুষ যে ঘৃণ্য আচরণ করছে, তার বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সকলের উদ্দেশ্যে জানান, কোনও ভাবে কোনও গুজব ছড়াবেন না। কোনও ভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির ছন্দ পতন না ঘটে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান প্রশাসন পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রনে রেখেছে। একটি গোষ্ঠীর প্রতি অবমাননাকর ও কুরুচির ফেসবুক পোষ্টকে ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। তা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মানুষ ও সংগঠন উত্তেজনা ছড়াতে চাইছে রাজ্য জুড়ে। তিনি স্পষ্ট ভাষায় জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন।
০৩/০৭/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোলকাতার টেরিটোরিয়াল আর্মি গ্রাউন্ডে ইসকন আয়োজিত ‘উল্টো রথযাত্রা’-য় অংশ নেন।