খবর
৩১/০৮/২০১৬
•  ফের হাসপাতালে আকস্মিক পরিদর্শন শুরু করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এসএসকেএম হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেই তাঁর এই আকস্মিক সফর। জরুরি বিভাগের রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এদিন কথা বলেন তিনি। রোগীদের প্রয়োজনীয় সবরকম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া নির্দেশও দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি হাসপাতালে কাজ করতে হলে কোনও রকম অনিয়ম বা স্বেচ্ছাচারিতা করা চলবে না। সিনিয়র ডাক্তারদেরকে তিনি বলেন তাঁরা যেন চিকিৎসার নৈতিক দিকগুলি সম্পর্কে তাঁদের জুনিয়রদের সচেতন করেন। সঠিক নিয়ম মেনে না চললে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আসন্ন দুর্গাপুজো, ঈদ-উল-জোহা এবং মহরম-এর সুষ্ঠু পরিচালনার উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। এই বৈঠকের উদ্যোক্তা কলকাতা পুলিশ ও কলকাতা পুর নিগম। এদিন তিনি ঘোষণা করেন যে, দুর্গাপুজো আয়োজন করার জন্য দুঃস্থ ও মহিলা পরিচালিত ২৫ টি ক্লাবকে কলকাতা পুলিশের তরফ থেকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। দুর্গাপুজো উদ্যোক্তাদের জন্য এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী একটি অনলাইন পরিষেবা ‘আসান’ এর উদ্বোধন করেন। এই পরিষেবার মাধ্যমে উদ্যোক্তারা পুজোর অনুমতির জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং অনুমোদন অনলাইনেই পাবেন।

•   দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায় সিঙ্গুর মামলায়। ২০০৬ সালে তৎকালীন রাজ্য সরকার ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইনের বলে টাটা শিল্প গোষ্ঠীর ন্যানো গাড়ী কারখানার জন্য জমি অধিগ্রহণ করেছিল।এদিন সেই অধিগ্রহণ বেআইনি বলে ঘোষণা করলো শীর্ষ আদালত। দীর্ঘ দশ বছরের আইনি লড়াই শেষে এই রায় দান। বর্তমান সরকারের পক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সাংবাদিকদের জানান যে, সিঙ্গুরের কৃষকরা যে নীতির প্রশ্ন তুলে আন্দোলন শুরু করেছিলেন আজ শীর্ষ আদালতের রায় সেই নীতিকেই মান্যতা দিয়েছে। তিনি আরও জানান, বর্তমান সরকার জোর করে জমি অধিগ্রহণের বিরোধী। তৎকালীন সরকার জোর করে কৃষকদের কাছ থেকে বহুফসলি জমি কেড়ে নিয়েছিল। সাংবাদিকদের মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, আদালতের রায় মেনে আগামী ১২ সপ্তাহের মধ্যেই কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়া হবে। এই কাজ শুরু করার জন্য আগামী কাল অর্থাৎ ১ সেপ্টেম্বর নবান্নে জরুরী ভিত্তিতে ‘স্ট্যাটিজিক মিটিং’ করার কথাও ঘোষণা করেন তিনি।
২৯/০৮/২০১৬
•  পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। নতুন নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। যুগ যুগ ধরে বাংলাকে গর্বিত করেছে যে মণীষীরা তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, বাংলাকে বিশ্বসেরা করাই আমাদের লক্ষ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে বাংলার একটি লোগো তৈরি করা হবে।
২৬/০৮/২০১৬
•  মাদার টেরেসার পূর্ণ দৈর্ঘ্যের ব্রোঞ্জ মূর্তির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পার্ক স্ট্রিটের আর্চ বিশপ হাউজের সামনে এই মূর্তি উদ্বোধনের মধ্যে দিয়ে পালিত হল মাদারের ১০৬তম জন্মদিবস। আগামী ৪সেপ্টেম্বর মাদার টেরেসাকে ‘সন্ত’ উপাধিতে ভূষিত করা হবে।
২৪/০৮/২০১৬
•  হিংসাশ্রয়ী আন্দোলন নয়, উন্নয়নই পাহাড়ের মানুষের লক্ষ্য। শিলিগুড়ির কাছে সুকনায় সাংবাদিক সম্মেলনে একথা বললেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনও রকম প্রচেষ্টাকেই বরদাস্ত করা হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, কোনও সহিংস কার্যকলাপ গণতন্ত্রে প্রত্যাশিত নয়। তবে প্রশাসন পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।
২৩/০৮/২০১৬
•  উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারতের প্রথম ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ক্যানাল ব্যাঙ্ক সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন চোপড়ার প্রশাসনিক বৈঠকে উত্তরদিনাজপুর, দক্ষিণদিনাজপুর এবং মালদা জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন তিনি। তিনি জানান, শিলিগুড়ি এবং মালদায় শ্রম আদালত গড়ে তোলা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিচ্ছন্ন বাংলা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৯ অগাস্ট থেকে ব্লক স্তরে বিশেষ কর্মসূচি নিচ্ছে রাজ্য।

•   উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করেই ডিভিসি বাঁধ থেকে জল ছাড়াকে স্বেচ্ছাচারিতা বলে উষ্মা প্রকাশ করেন তিনি। এভাবেই প্রতি বছর প্লাবিত হয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চল। এভাবে চলতে থাকলে তিনি বাধ্য হবেন আইনের দ্বারস্থ হতে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, চা বাগানের শ্রমিকদের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল তৈরি করেছে রাজ্য সরকার। এছাড়া উত্তরবঙ্গে চা বাগানগুলির কাজ পরিচালনার জন্য একটি পৃথক পরিচালকমণ্ডলীও তৈরি করা হয়েছে। টী বোর্ড হেড কোয়ার্টারস কে কলকাতা থেকে সরিয়ে পশ্চিমবাংলার বাইরে নিয়ে যাওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২২/০৮/২০১৬
•  তিন দিনের উত্তরবঙ্গ সফরে এদিন শিলিগুড়িতে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আগামীকাল, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার উন্নয়ন কর্মসূচির বিষয়ে সামগ্রিক পর্যালোচনার লক্ষ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে তিন জেলার প্রশাসনিক প্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি।
২০/০৮/২০১৬
•  রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির আর্থিক বরাদ্দ কমানোর বিরুদ্ধে ফের সরব হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্যের কাজে কেন্দ্র সংবিধানকে তোয়াক্কা না করে যেভাবে হস্তক্ষেপ করছে তাতে কেন্দ্র রাজ্য সম্পর্কের অবনতি হতে বাধ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যগুলির হাতে অধিক ক্ষমতা এলেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হবে এবং রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের অনাবশ্যক হস্তক্ষেপের বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে সবিস্তারে জানানো হবে।

•   আসন্ন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এ বিষয়ে রাজ্যের মাননীয় সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। রাজ্যের সবকটি জেলায় ২৪ ঘন্টা সতর্ক নজরদারি এবং প্রয়োজনে সবরকম কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রত্যেকটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা যেন পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখেন। বিগত বছরের মত ডিভিসি-র বাঁধগুলি থেকে রাজ্যকে না জানিয়ে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার বিষয়ে তীব্র উষ্মা প্রকাশ করে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এইভাবেই রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, ফসলের ক্ষয়ক্ষতি ছাড়াও সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়েন। এই পরিস্থিতি যাতে না হয় তার জন্য সেচমন্ত্রীকে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
১৯/০৮/২০১৬
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতা পুলিশ ল’ ইন্সটিটিউট-এর উদ্বোধন করলেন। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছরের এলএলবি কোর্স চালু হবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই। এই আইন শিক্ষা প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

•   নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশ আয়োজিত ‘জয় হে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন স্পেশাল সিকিউরিটি উইং-এর ১০ জন আধিকারিককে পুরস্কার প্রদান করেন তিনি। দার্জিলিং থেকে ফেরার পথে মাননীয় রাষ্ট্রপতিকে পথ দুর্ঘটনা থেকে রক্ষা করতে এই পুলিশ আধিকারিকরা বিশেষ ভূমিকা গ্রহণ করেন।
১৮/০৮/২০১৬
•  পথ নিরাপত্তা সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পদযাত্রায় অংশ নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ‘ সেফ ড্রাইভ সেভ লাইফ’ পদযাত্রা মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্কুলের ছাত্রছাত্রীসহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে যোগদান করেন।
১৬/০৮/২০১৬
•   ফের হাসপাতালগুলিতে হঠাৎ পরিদর্শন বা ‘সারপ্রাইজ ভিজিট’ শুরু করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন কলকাতার চিত্তরঞ্জন সেবাসদনে গিয়ে মা ও শিশুরা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন তিনি। এরপর তিনি ন্যায্যমূল্যের ওষুধের কাউন্টার পরিদর্শন করেন। সরাসরি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসার প্রয়োজনে যাবতীয় ওষুধ সেখান থেকে তাঁরা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মাননীয়া মুখ্যমন্ত্রী এভাবেই হঠাৎ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

•   পশ্চিমবঙ্গের প্রায় ৯ কোটিরও বেশি রাজ্যবাসীর মধ্যে কমপক্ষে আড়াই কোটির বেশি নাগরিক এখনও আধার কার্ড পাননি। তা সত্ত্বেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে আবশ্যিক করা হচ্ছে আধার কার্ড। নবান্নে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, রাজ্য এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। কিছুদিন আগে দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও মাননীয়া মুখ্যমন্ত্রী এই বিষয়টি উত্থাপন করেন। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিজেদের সিদ্ধান্ত বদল করছে না। এই ধরণের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে স্বাস্থ্যকর নয় বলে মাননীয়া মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
১৫/০৮/২০১৬
•  কলকাতার রেড রোডে মহা সমারোহে উদযাপিত হল ৭০ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা ও বিশেষ কৃতিত্বের জন্য পুলিশ আধিকারিকদের মাননীয়া মুখ্যমন্ত্রী সম্মাননা জ্ঞাপন করেন। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিল্পীরা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে সমবেত জনসাধারণকে শুভেচ্ছা জানানো হয় ৷
১২/০৮/২০১৬
•  নদীয়া জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের বৈঠকটি নিয়ে ১৩৮টি প্রশাসনিক বৈঠক করল পশ্চিমবঙ্গ সরকার।
১১/০৮/২০১৬
•  দক্ষিণ ২৪ পরগণা সফরে গিয়ে এদিন সোনারপুরের মহামায়াতলার ‘জয়হিন্দ’ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মাননীয়া মুখমন্ত্রী জানান, নতুন জেলা হিসেবে গঠিত হতে চলেছে সুন্দরবন, আসানসোল, এবং কালিম্পং ।
০৫/০৮/২০১৬
•  জেলা সফরের তৃতীয় দিনে বর্ধমান সদরে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন আসানসোল ইএসআই হাসপাতাল প্রাঙ্গনে বিএসসি নার্সিং কলেজসহ ২৭টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ‘সবুজশ্রী’সহ বেশকিছু জনকল্যাণমুখী নতুন প্রকল্প চালু হতে চলেছে।

•   বর্ধমান জেলা সফরে এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে উন্নয়নের কাজের খতিয়ান নেওয়ার পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন পোর্টাল ‘এগিয়ে বাংলা’র উদ্বোধন করেন তিনি। মূলত বাণিজ্য সংক্রান্ত কার্যাবলীর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে এই পোর্টালটি। বেশ কয়েকটি সরকারি পদের জন্য অন-লাইন আবেদন করা যাবে এবং আবেদনকারী ওই চাকরি সম্পর্কে তথ্যও পাবেন এই পোর্টালে।
০৪/০৮/২০১৬
•  জেলা সফরের দ্বিতীয়দিনে বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি বীরভূম জেলা পরিদর্শনে গেলেন। বৈঠকের পর তিনি ঘোষণা করেন, তারাপীঠ এবং তৎসংলগ্ন এলাকার উন্নয়নের জন্য পর্যাপ্ত উদ্যোগ নিয়েছে রাজ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বোলপুরের কাছে ‘গীতবিতান’ ফিল্ম সিটি গড়ে তোলা হবে। এদিন বিশ্বভারতীর আমন্ত্রণে তিনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
০৩/০৮/২০১৬
•  তিন দিনের জেলা সফরের প্রথম দিনে পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন জয়পুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, মানভূম সাংস্কৃতিক অ্যাকাডেমি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

•   রাজ্যসভায় ‘পণ্য ও পরিষেবা কর’ বা জিএসটি বিল পাস হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেন এই বিল-এর সংশোধনীগুলি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করবে। রাজ্যের আওতায় থাকা বেশিরভাগ করগুলি জিএসটি বিল পাশের দরুন উঠে যাওয়ায়, আগামী পাঁচ বছর ধরে ১০০ শতাংশ ক্ষতিপূরণ পাবে রাজ্য। এছাড়া স্ট্যাম্প ডিউটি ও আবগারিসহ কয়েকটি ক্ষেত্রে রাজ্যের কর আদায়ের অধিকার থাকছে। প্রসঙ্গত, জিএসটি বিল রাজ্যসভায় পাশ হওয়ার ফলে দেশজুড়ে অভিন্ন কর ব্যবস্থা চালু হওয়ার পথে।
০২/০৮/২০১৬
•  ডেঙ্গু মোকাবিলায় কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন বিভিন্ন পুরসভার প্রধান এবং পুর ও স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আধিকারিকরা। পুর দফতরকে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও যত্নবান হওয়ার কড়া নির্দেশ দেন তিনি। এই বৈঠকে স্থির হয় ডেঙ্গু রোধে সব স্কুল এবং প্রতিষ্ঠানগুলিতে একটি করে উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হবে, যাদের কাজ হবে মূলত ডেঙ্গুসহ বর্ষাকালের সম্ভাব্য সবরকমের সংক্রামক ব্যধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
০১/০৮/২০১৬
•  নেতাজী ইনডোর স্টেডিয়ামে সংখ্যালঘু বিষয়ক দফতর আয়োজিত ‘প্রগতির পথে’- শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের মহিলাদের জন্য আলাদা করে একটি হস্টেলের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আগামীদিনে হজ যাত্রীদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করা হয় আজকের অনুষ্ঠানে।