খবর
৩০/১১/২০২৩
•  বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য্য জগদীশচন্দ্র বসু-র জন্মদিবসে বিনম্র সম্মান জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/১১/২০২৩
•  পশ্চিমবঙ্গের মানুষের ন্যায্য পাওনা বুঝে নিতে এ দিন রাজ্য বিধানসভা চত্বরে, ডঃ বি.আর.আম্বেদকরের মূর্তির পাদদেশে বিধায়কদের সঙ্গে ধরনা কর্মসূচিতে অংশ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা ফিরিয়ে আনতে আগামী দিন দিল্লির রাজপথে আন্দোলন করবে রাজ্য সরকার।
২৭/১১/২০২৩
•  গুরু নানক -এর জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/১১/২০২৩
•  সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/১১/২০২৩
•  সংবিধান দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/১১/২০২৩
•  প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা দেবকী কুমার বসু-র জন্মদিবসে আন্তরিক সম্মান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২২/১১/২০২৩
•  এ দিন ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ২০২৩-এর সমাপনী অনুষ্ঠান। বাণিজ্য সম্মেলনের এই সফল ৭ম সংস্করণ, রাজ্যে বিনিয়োগ আনার পাশাপাশি বিশ্বের কাছে বাংলায় বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা জানায় এবং বেশ কয়েকটি দেশের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব সুদৃঢ় করে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, দু’ দিনের এই সম্মেলনে, বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয় এবং বিনিয়োগ আসে ৩,৭৬,২৮৮ কোটি টাকা।
২১/১১/২০২৩
•  জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সকলকে শুভ কামনা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২১/১১/২০২৩
•  নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল দু’দিনব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ‌্য সম্মেলন। মাননীয়া মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর আহ্বানে যোগ দেন রাজ‌্য তথা দেশের সমস্ত বণিকসভা ও শিল্প সংস্থার কর্তারা। এদিনের সম্মেলনে সহযোগী দেশ ইংল‌্যান্ড, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও লুক্সেমবার্গসহ মোট ১৭টি দেশ এবং অন্যান্য ৩০টি দেশ থেকে এসেছেন বণিকসভার কর্মকর্তারা। অনুষ্ঠানে, একদিকে যেমন রাজ্যের শিল্পকর্তারা এই রাজ্যে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন, তেমনই দেশের শিল্পমহল তাঁদেরও বাংলা সম্পর্কে অভিজ্ঞতার কথা বলেন। এরপর মাননীয়া মুখ‌্যমন্ত্রী লগ্নির আহ্বান জানিয়ে বক্তব‌্য পেশ করেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করার জন্য কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি সকলকে তাঁদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সেইসঙ্গে, পশ্চিমবঙ্গকে আরও গৌরবোজ্জ্বল রাজ্য হিসাবে গড়ে তুলতে তাঁদের সহযোগিতার আবেদন করেন।
১৯/১১/২০২৩
•  ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/১১/২০২৩
•  ছটপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/১১/২০২৩
•  কিংবদন্তি সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৭/১১/২০২৩
•  স্বাধীনতা যোদ্ধা ও সমাজ সংস্কারক লালা লাজপত রাই-এর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/১১/২০২৩
•  ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/১১/২০২৩
•  শহিদ বিরসা মুন্ডা-র জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৪/১১/২০২৩
•  জওহরলাল নেহরু-র জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন সকলকে শিশু দিবসের শুভেচ্ছাও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/১১/২০২৩
•  বাঁদনা ও সোহরাই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/১১/২০২৩
•  শুভ দীপাবলি এবং দিওয়ালি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/১১/২০২৩
•  প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/১১/২০২৩
•  ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ-এর জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১১/২০২৩
•  রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১১/২০২৩
•  নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামসহ সারা পৃথিবীর সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/১১/২০২৩
•  পশ্চিমবঙ্গ সরকারের অর্জিত পুরস্কার ও স্বীকৃতির প্রদর্শনীকক্ষ উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/১১/২০২৩
•  বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে আন্তরিক সম্মান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/১১/২০২৩
•  পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়-এর প্রয়াণ দিবসে সম্মান জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/১১/২০২৩
•  নবান্নে অল‌ বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
০৫/১১/২০২৩
•  বিরাট কোহলি-র জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/১১/২০২৩
•  দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-এর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/১১/২০২৩
•  প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভুপেন হাজারিকার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/১১/২০২৩
•  রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ সুব্রত মুখার্জীর প্রয়াণ দিবসে আন্তরিক সম্মান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/১১/২০২৩
•  বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/১১/২০২৩
•  প্রফেসর নির্মলা ব্যানার্জ্জীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্স-এর প্রাক্তন অধ্যাপিকা ছিলেন তিনি এবং তাঁর আর এক পরিচয় হল তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর অভিজিত বিনায়ক ব্যানার্জ্জীর মা। অভিজিত ব্যানার্জী সহ প্রয়াতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০২/১১/২০২৩
•  শাহরুখ খান-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/১১/২০২৩
•  স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।