খবর
৩০/১০/২০১৪
•  দক্ষিণ চব্বিশ পরগণা জেলার প্রত্যন্ত অঞ্চল সাগরদ্বীপ। ফি বছর গঙ্গাসাগরের মেলা বসে এই দ্বীপভূমিতে। প্রান্তিক এই জনপদে নানান উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একাধিক প্রকল্পের সূচনা করেন। এদিন বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি। রাজ্যের পর্যটন মানচিত্রে সাগরদ্বীপকে উল্লেখযোগ্য করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে। সাগরে পর্যটন গড়ে তোলায় আগ্রহী কয়েকজন শিল্পপতিও মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সেখানে উপস্থিত ছিলেন। গঙ্গাসাগরের তিনটি তটভূমির নামকরণ করেন তিনি ভোরসাগর, ঢেউসাগর এবং রূপসাগর। এছাড়া সাগরদ্বীপের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে নবরূপে সজ্জিত রাজ্য যুব আবাস ‘নব প্রজন্ম’-এর উদ্বোধনও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৯/১০/২০১৪
•  ছটপুজোর উৎসবে স্ট্র্যান্ড রোডে দইঘাটে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/১০/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে নবান্নে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মাননীয় জুন গ্যুয়ে লি-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
২৭/১০/২০১৪
•   রাজ্যে বড় বিনিয়োগের বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে আলোচনা করতে নবান্নে আসেন টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তারা। এদিনের আলোচনায় রাজ্যে তাদের প্রকল্পগুলিকে আরও বেশী সম্প্রসারিত করায় আগ্রহ প্রকাশ করেন। এই বিনিয়োগের ফলে বহু মানুষের কর্মসংস্থান হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন আলোচনা করেন তাঁরা এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।
২২/১০/২০১৪
•   সরকারি স্বাস্থ্য পরিষেবায় নবদিগন্তের সূচনা হল। রাজ্যের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলাস্তরে সরকারি হাসপাতাল সহ রাজ্যের সব সরকারি হাসপাতালে এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে রোগনির্ণয়, চিকিৎসা এবং অস্ত্রোপচারের সুবিধা। হাসপাতালগুলির সকল শয্যাই এখন থেকে মিলবে বিনাখরচে। এমনকী আইসিসিইউ এবং কেবিনের জন্যেও কোনও অর্থব্যয় করতে হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপের ফলে রাজ্যের সর্বস্তরের সাধারণ মানুষ উপকৃত হবেন।

•  রাজ্যবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/১০/২০১৪
•  নতুন সাজে সেজে উঠছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা। দর্শকদের মনোরঞ্জনে তৈরি হল সরীসৃপদের অত্যাধুনিক বাসগৃহ। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়াও নবনির্মিত বন বিড়ালের ঘর, পক্ষীআবাস এবং ঐতিহ্যবাহী মল্লিক হাউসে তৈরি তথ্যকেন্দ্রের সূচনা করেন তিনি।
১৬/১০/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর এক দিনের জঙ্গলমহল সফরে, ঝাড়্গ্রামে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ঝাড়্গ্রাম, মেদিনীপুর ও বাঁকুড়া জেলার আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই তিন জেলায় উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এ দিনের বৈঠকে।

•  ঝাড়্গ্রাম স্টেডিয়ামে দুর্গাপুজো ও ঈদ উদযাপন কমিটিগুলির যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/১০/২০১৪
•  উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’। নবান্নে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে বিপর্যয় মোকাবিলায়। এই বিষয়ে সবরকম প্রস্তুতি তদারকি করতে নবান্নে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের মুখ্যসচিবসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।
০৯/১০/২০১৪
•   টাউনহলে কলকাতা পুলিশ আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের পাশাপাশি বহু বিশিষ্ট জন এই মিলনোৎসবে যোগদান করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা।
০৫/১০/২০১৪
•   পবিত্র ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/১০/২০১৪
•   রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/১০/২০১৪
•  শারোদৎসবের সূচনালগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।