খবর
৩০/১০/২০১৭
•  অনুর্ধ্ব ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার নিরিখে সর্বোচ্চ স্থান ছিল কলকাতার। সারা দেশের ১৩ লক্ষ ৪৭ হাজার দর্শকের মধ্যে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকের সংখ্যা ছিল ৬লক্ষ ৮ হাজার, যা মোট দর্শক সংখ্যার ৪৫ শতাংশেরও বেশী। এরপর স্থান দিল্লীর- মোট দর্শক সংখ্যার ১৯.৭৮ শতাংশ। প্রতিটি ম্যাচে যেখানে সমগ্র দেশের দর্শকসংখ্যার গড় ২৫,৯০৬ সেখানে কলকাতার দর্শক সংখ্যার গড় ৫৫,৩৪৫, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এর জন্য দায়ী, কলকাতার মানুষের ফুটবলের প্রতি অনুরাগ এবং পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের অসাধারণ ব্যবস্থাপনা।

•   এক বিখ্যাত শিল্প সংস্থার আমন্ত্রণে মুম্বাই পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুম্বাইয়ের নামী শিল্পপতিদের সাক্ষাত করবেন এদিন তিনি। এরপর, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বিষয়ক আলোচনা হবে। আগামী জানুয়ারি মাসের ১৬ ও ১৭ তারিখ, কলকাতায় ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’এ অংশ গ্রহণ করার জন্য তাঁদের আমন্ত্রণ জানাবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/১০/২০১৭
•  কোলকাতার ইকো পার্কে ফিফার সভাপতি ইনফান্তিনো জিয়ান্নি, এআইএফএফ-র সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং অন্যান্য অভ্যাগতদের সম্মানার্থে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিলের সকল মাননীয় সদস্য ও সমাজের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, বাংলা অনুর্ধ ১৭ বিশ্বকাপের ফাইনাল খেলা সহ লীগের খেলার আয়োজক হবার সুযোগ পেয়ে গর্বিত। তিনি আরও জানান যে, কলকাতা একটি বিরল রেকর্ডের অধিকারী হয়েছে, কোয়ার্টার ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলার আয়োজক শহর হিসাবে। এদিনের সৌজন্য বৈঠকের শেষে ছিলো এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

•   কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই প্রথমবার অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ আয়োজিত হল। এমন এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে ধন্য কলকাতা, ‘ফিফা’ ও ‘এআইএফএফ’কে কৃতজ্ঞতা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দলের পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলিকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
২৬/১০/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছট পুজো উপলক্ষে কোলকাতায় হুগলী নদীর পাড়ে দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী আন্তরিক শুভেচ্ছা জানান উপস্থিত সকলকে। নতুন সূর্য সকল মানুষের জীবনে সুখ-শান্তি, সাফল্য আসুক, এই কামনা করেন তিনি।

•   কলকাতা পুরসভার উষ্ণীষে নতুন পালক। এডিবি-র লগ্নী, কলকাতা পুরসভার উদ্যোগ।২০১৬ সালে জাতীয় স্তরে শ্রেষ্ঠ হিসাবে চিহ্নিত হল। জাতীয় স্তরে দেশজুড়ে এডিবির অর্থে ৮৪টি পুর প্রকল্প চলছে। তার মধ্যে কলকাতা পুরসভা জল সরবরাহ, নিকাশী পরিষেবা প্রকল্প রূপায়নে ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে, বলে এদিন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
২৩/১০/২০১৭
•  উত্তর কলকাতার বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়িটি দীর্ঘদিন ধরে সংস্কার করার পর নতুন রূপ পেল। ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত ঐতিহ্যময় এই বাড়িটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ভগিনী নিবেদিতার ব্যবহৃত এই বাড়িটি সংস্কারের দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। সংস্কারের পর বাড়িটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভগিনী নিবেদিতার মানবসেবার আদর্শ, তাঁর সমাজ সেবা, শিক্ষাপ্রসারে তাঁর প্রয়াস, সামাজিক মূল্যবোধ প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা যোগায়।
১৬/১০/২০১৭
•  পাহাড় নিয়ে নবান্নে সর্বদলীয় বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠক ইতিবাচক হয়েছে বলে তিনি এ দিন সাংবাদিকদের জানান। পরবর্তী সর্বদলীয় বৈঠক আগামী ২১ নভেম্বর, দার্জিলিং-এর পিনটেল ভিলেজে হবে।
১৩/১০/২০১৭
•  দেশের সবচেয়ে বড় বাণিজ্য কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিউটাউনে অবস্থিত ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’টি নিঃসন্দেহে কলকাতার মুকুটে নতুন পালক। এই কনভেনশন সেন্টার রাজ্যব্যাপী পরিকাঠামো উন্নয়নের প্রতীক। শুধুমাত্র কলকাতা বা রাজ্য নয়, সারা দেশসহ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’। এই কেন্দ্রটির উদ্বোধনের দিনে ‘বিজয়া সম্মিলনী’ উপলক্ষে শিল্পমহল ও বিশিষ্টজনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/১০/২০১৭
•  ডেঙ্গু ও ভাইরাস ঘটিত জ্বরের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের যুদ্ধকালীন তৎপরতা আরও বৃদ্ধি করতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জেলা পুরসভা ও স্বাস্থ্য আধিকারিকদের, রোগাক্রান্ত মানুষের চিকিৎসার সম্ভাব্য যাবতীয় সুবিধার বিষয়ে আরও বেশী সতর্ক হওয়ার নির্দেশ দেন।

•   এদিন কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হল, ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান। সারা রাজ্য থেকে নির্বাচিত দুর্গাপুজো কমিটিগুলিকে ভূষিত করা হল এই ‘বিশ্ব বাংলা শারদ সম্মানে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা হয় বিগত ২০১৩ সালে সেই বছর কোলকাতা ও পার্শ্ববর্তী জেলা এমনকি বিদেশে আয়োজিত দুর্গাপুজো কমিটিগুলিও নির্বাচিত হয়েছিল পুরস্কারের তালিকায়।
১১/১০/২০১৭
•  নবগঠিত ঝাড়গ্রাম জেলা সফরে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন এক সরকারী অনুষ্ঠানে বলেন, আগামীদিনে ঝাড়গ্রামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত সরকারী ভাবে নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম রাজ কলেজ মাঠে আয়োজিত এই সভা মঞ্চ থেকে তিনি গোপীবল্লভপুর, পাঁশকুড়া( পশ্চিম মেদিনীপুর)এবং চাঁচল(মালদা) সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক-সহ বিভিন্ন সরকারী ভবন, প্রশিক্ষণ কেন্দ্র-সহ মার্কেটিং হাব,সৌর বিদ্যুৎ চালিত পাম্পসেট, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি হল, জেলা জুড়ে নব নির্মিত ও সংস্কার করা রাস্তার উদ্বোধন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী দেবনদীর উপর সেতু, মিনি ডেয়ারী, মার্কেট কমপ্লেক্স, বিভিন্ন প্রশাসনিক ভবন-সহ বহু জনকল্যাণকর প্রকল্পের শিলান্যাস করেন।ওই সভামঞ্চ থেকে তিনি সবুজসাথী প্রকল্পের সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, কৃষি কাজের যন্ত্রাদি, লোক প্রসার প্রকল্প-সহ বহু জনহিতকর পরিষেবা প্রদান করেন।
১০/১০/২০১৭
•  নতুন জেলা ঝাড়গ্রামে উন্নয়নের কাজের খতিয়ান নিতে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এরপর সদ্যসমাপ্ত দুর্গাপুজো ও মহরম উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে একটি মিলনোৎসবে অংশ নেন তিনি। এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি। স্থানীয় মহিলাদের হাতে তৈরি ফুটবল ‘জয়ী’ এদিন স্কুল, কলেজ, ক্লাব এবং অন্যান্য ফুটবল অনুরাগীদের হাতে তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/১০/২০১৭
•  অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে সকল অংশগ্রহণকারী দল এবং ‘ফিফা’-কে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/১০/২০১৭
•  রেড রোডে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, রাজ্য সরকারের ব্যবস্থাপনায়, অনুষ্ঠিত হল এক অনন্য শোভাযাত্রা অনুষ্ঠান ‘দুর্গা কার্নিভ্যাল’। প্রথম বছরের মত একইভাবে এই বছরেও দর্শকদের কাছে মনোগ্রাহী হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। বিশিষ্ট পুজো উদ্যোক্তারা তাদের দুর্গা প্রতিমাসহ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। প্রতিমা প্রদর্শনের পাশাপাশি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এমনকি আসন্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপসহ এ রাজ্যের অন্যান্য আকর্ষণীয় বিষয়বস্তুও প্রদর্শিত হয় এদিনের শোভাযাত্রায়। শুধু বিশিষ্টজনেরাই নন, দেশ বিদেশের সম্মানীয় অতিথিসহ সমাজের সর্বস্তরের লক্ষাধিক মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন রেড রোডের শোভাযাত্রা দেখতে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন এই অনুষ্ঠান উপভোগ করেন বহু মানুষ।
০২/১০/২০১৭
•  জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   রাজ্যের সকল মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জাতি ধর্ম নির্বিশেষে দুর্গাপুজোর উৎসবের অংশীদার হয়ে ওঠার জন্যে সকলকে অভিনন্দন জানান তিনি। শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে পুজোকে উৎসবমুখর করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন যাঁরা, সে সকল পুলিশ কর্মী এবং পুজো উদ্যোক্তাদেরও সাধুবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাছাই করা কয়েকটি প্রতিমা, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গা কার্নিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিমার এই শোভাযাত্রা দেখতে, রেড রোডে উপস্থিত থেকে এই সুন্দর মুহুর্তের সাক্ষী থাকার জন্য আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।