খবর
২৯/০৯/২০১৯
•  নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৮/০৯/২০১৯
•  মহালয়ার পুণ্য তিথিতে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  লোকমাতা রানী রাসমণির জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/০৯/২০১৯
•  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবসে নবান্নে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/০৯/২০১৯
•  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এদিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সভামঞ্চ থেকে, পথ দুর্ঘটনায় আহত মানুষদের দ্রুত সাহায্যার্থে ‘পথবন্ধু’ প্রকল্পের শুভ সূচনা করেন তিনি।
২৪/০৯/২০১৯
•  পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবস উপলক্ষে এক বছর ব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাবাসীদের সুবিধার্থে এদিন তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
১৯/০৯/২০১৯
•  প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/০৯/২০১৯
•  ২০১৭-১৮ অর্থবর্ষে আবারও ভারত সরকার কর্তৃক, মূলত ভুট্টা উৎপাদনের জন্যে ‘কৃষিকর্মণ’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গ, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর আগে ২০১১-১২ থেকে ২০১৫-১৬ অর্থবর্ষ পর্যন্ত পরপর পাঁচ বছর বাংলাই এই পুরস্কার পেয়েছে।

•   গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকল শ্রমজীবী ভাই-বোনেদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/০৯/২০১৯
•  বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী গৌর ক্ষ্যাপার জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৩/০৯/২০১৯
•  নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/০৯/২০১৯
•  প্রবাদপ্রতিম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/০৯/২০১৯
•  ওনাম উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/০৯/২০১৯
•  করম পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৮/০৯/২০১৯
•  আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৯/২০১৯
•  চন্দ্রযান-২ উৎক্ষেপণের জন্যে ‘ইসরো’-র বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রতিষ্ঠাতা এবং অগ্রজ বৈজ্ঞানিকদের প্রতিও তিনি তাঁর অপার শ্রদ্ধা জ্ঞাপন করেন।
০৬/০৯/২০১৯
•  বাংলা টেলিভিশন বিনোদন জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টেলি অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট কলাকুশলীরা। এদিন নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, এই পুরস্কার বিতরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/০৯/২০১৯
•  শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও শিক্ষারত্ন সম্মান প্রদান করেন তিনি। নেতাজী ইনডোর স্টেডিয়ামে ডঃ রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকদের।
০২/০৯/২০১৯
•  দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   বউবাজারে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ বিষয়ে তিনি বিপর্যয় মোকাবিলা দফতর ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। বিপর্যস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০৯/২০১৯
•  কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।