খবর
৩০/১১/২০১৭
•  দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পরিকাঠামো, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পর্যটন ও স্বনিযুক্তিসহ আরও নানান প্রকল্পের সূচনা করা হয় এদিন। এছাড়া বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হয় জেলার সাধারণ মানুষের মধ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই পৃথক জেলা হিসাবে স্বীকৃতি পেতে চলেছে সুন্দরবন।

•   পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও নির্দিষ্ট নীতি না থাকায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পেঁয়াজের দাম। প্রথমে অনিয়ন্ত্রিতভাবে রপ্তানি এবং তারপরে সংকট মেটাতে ফের আমদানি। কেন্দ্রের এই খামখেয়ালিপনার শিকার হচ্ছেন কোটি কোটি সাধারণ মানুষ। পেঁয়াজ রপ্তানির মাত্রা ৭ লক্ষ মেট্রিক টন থেকে ২০১৭ সালে বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ মেট্রিক টন। এদিন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন,ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে দেশীয় অর্থনীতি। কারণ, পরিকল্পনাহীন নোটবন্দী, জিএসটি-র প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের উপর। না আছে উৎপাদন না আছে চাকরি। ২০১৬তে জিডিপি ছিল ৭.৫ শতাংশ, ২০১৭য় দাঁড়িয়েছে ৬.৩ শতাংশে।
২৮/১১/২০১৭
•  মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তাঁর কলকাতা সফর।এদিনের অনুষ্ঠানে মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উপস্থিত ছিলেন। রাজ্যের শিল্প মহল, ক্রীড়া ও সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, এদিনের অনুষ্ঠানে দর্শকাসন আলোকিত করেছিল একঝাঁক কন্যাশ্রী ও স্কুল ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রী বলেন যে মাননীয় রাষ্ট্রপতিকে সংবর্ধিত করতে পেরে রাজ্য সরকার গর্বিত।
২৭/১১/২০১৭
•  ভারতে এই প্রথম হোরাসিস এশিয়া বৈঠক অনুষ্ঠিত হল কলকাতায়। হোরাসিস এশিয়া বৈঠকের প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সারা বিশ্বের তিনশোরও বেশী শিল্পপতি উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আলোচনা এদিন অত্যন্ত ইতিবাচক হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী আসন্ন ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’এ অংশ প্রহণ করার জন্য সকল শিল্পপতিদের আহ্বান জানান।
২২/১১/২০১৭
•  তিনদিনের উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন শিলিগুড়িতে সচিবালয় উত্তরকন্যায় উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার জন্য প্রশাসনিক বৈঠক করলেন। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়নের কর্মসূচীর রূপায়ন পর্যালোচনা করা হয়।
২১/১১/২০১৭
•  পিন্টেল ভিলেজে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাহাড়ের সার্বিক উন্নয়নের বিষয়ে এদিন আলোচনা হয়। আগামী কিছু দিনের মধ্যে আবার সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পাহাড়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য সকলকে অভিনন্দন জানান। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন জানান জিটিএ-র উদ্যোগে আগামী ডিসেম্বর-জানুয়ারী মাসে পাহাড়ে পর্যটন উৎসব হবে। দার্জিলিং গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আবার শুরু হবে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর পাহাড়ে বিবেক উৎসবের আয়োজন করবে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে। সুভাষ উৎসব ( সুভাষ চন্দ্র বসু-র জন্মদিনে) আয়োজন করা হবে পাহাড়ে।
২০/১১/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন। পাহাড়ের উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে আগামীকাল দার্জিলিং জেলার পিন্টেল ভিলেজে সর্বদলীয় বৈঠক বসবে। জেলার সার্বিক উন্নয়নের দিকটিও খতিয়ে দেখবেন তিনি।
১৯/১১/২০১৭
•  ইংল্যান্ড সফর সেরে কলকাতায় ফিরলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিগত ১০ নভেম্বর ইংল্যান্ড যাত্রা করেন তিনি। সফরের শুরুতেই উইম্বলডনে ভগিনী নিবেদিতার বাসভবনে ‘হেরিটেজ ফলক’ উন্মোচন করেন তিনি। এরপর লন্ডনে ফিকি-ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এক সৌজন্যমূলক বৈঠকে ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলকে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত বাণিজ্য সম্মেলনে স্কটিশ শিল্পপতিদের কাছে রাজ্যকে বিনিয়োগের আদর্শ স্থান হিসাবে তুলে ধরেন তিনি। এই সফরে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র, বিশিষ্ট সরকারি আধিকারিক এবং ভারতীয় বণিকমহলের এক বিরাট অংশ।
১৬/১১/২০১৭
•  এডিনবার্গে বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে এশিয়া স্কটল্যান্ড ইনস্টিটিউট ও এডিনবার্গ চেম্বার অফ কমার্সের সহায়তায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে এদিন স্কটল্যান্ডের নামী বাণিজ্য সংস্থাগুলি উপস্থিত ছিল। রাজ্যে বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনাই হয়েছে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের আলোচনায় উঠে আসে স্বাস্থ্য, শিক্ষা, ভ্রমণ, কারিগরি, পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রগুলি। কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে স্কটিশ শিল্পপতিদের আমন্ত্রণ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৩/১১/২০১৭
•  লন্ডনে ফিকি-ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের গোল-টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । এই বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রতিনিধি লর্ড ডেভিস, ব্যাঙ্ক গোষ্ঠীর কর্তারা, বেশ কয়েকটি নামী ব্রিটিশ বাণিজ্য সংস্থা, ভারতের বিশিষ্ট শিল্প প্রতিনিধিরা, কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারসহ রাজ্য সরকারের পদস্থ আধিকারিকেরা। পশ্চিমবঙ্গে লগ্নি করার জন্য ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা দেবে রাজ্য সরকার। আসন্ন বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্যে ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। বাংলায় উৎপাদন শিল্প, ইঞ্জিনিয়ারিং, ধাতু, খনন, কৃষিজাত খাদ্যসামগ্রী, শিক্ষা, বয়নসহ অন্যান্য শিল্পক্ষেত্রে ব্রিটিশ লগ্নীর অনুকূল পরিস্থিতির কথা ব্যাখ্যা করে বাংলাকে বাণিজ্যের গন্তব্য করার অনুরোধ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/১১/২০১৭
•  ‘হেরিটেজ’ তকমা পেল ভগিনী নিবেদিতার উইম্বল্ডনের পারিবারিক আবাসগৃহটি। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত ছিলেন উইম্বলডনে ভগিনী নিবেদিতার বাসভবনে ‘হেরিটেজ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে। এদিন বিশেষ অতিথির ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, সভাস্থলে উপস্থিত সকলের কাছে এই মুহূর্তটি ঐতিহাসিক ও স্মরণীয়। ভগিনী নিবেদিতা সম্পর্কে মূল ভাষণটি দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন দরিদ্র মানুষের সেবায় ভগিনী নিবেদিতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় মহিলাদের সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরসভার মেয়র মার্সে স্কেটি, হেরিটেজ রক্ষার কাজে নিযুক্ত ‘ইংলিশ হেরিটেজ’এর অ্যানা এভিস, রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দ, ব্রিটেনে ভারতের কার্যনির্বাহী রাষ্ট্রদূত এবং পশ্চিমবঙ্গের মুখ্যসচিবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উইম্বলডন হিস্ট্রি মিউজিয়ামের জন্য মেয়রকে স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার দুটি মূর্তি উপহার দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১০/১১/২০১৭
•  ২৩ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সুচনা হল নেতাজী ইনডোর স্টেডিয়ামে। বর্ণময় ও তারকাখচিত সমাবেশে উজ্জ্বল হয়েছিল অনুষ্ঠান মঞ্চ। স্বনামধন্য বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বর্ণময় উপস্থিতি ছিল অন্যান্য বছরের মতোই। এছাড়া প্রবীণ চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট, প্রখ্যাত অভিনেতা কামাল হাসান, অভিনেত্রী কাজল, জনপ্রিয় অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার শানু ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রপরিচালক মাইকেল উইন্টারবটমের উজ্জ্বল উপস্থিতি ১৫ হাজারের বেশী চলচ্চিত্রপ্রেমী দর্শককে এক বিরল অভিজ্ঞতার স্বাক্ষী করে তোলে। এদিন রাজ্য ও দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সোনাঝরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্বোধনী ভাষণে এদিন বলেন, “কলকাতা চলচ্চিত্র উৎসব আক্ষরিক অর্থেই হলিউড-বলিউড- টলিউড-টেলিউডের তারকাদের মিলন মেলা”। ইউনাইটেড কিংডম এই বছর উৎসবের বিশেষ আকর্ষণ। ১০-১৭ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ রাজ্যজুড়ে ১২টি অনুষ্ঠান স্থলে মোট ১৪৩টি পূর্ণ দৈর্ঘ্য ছবি, ৮৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ৫১টি তথ্যচিত্র দেখানো হচ্ছে। এছাড়া, এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে গারো, খাসি, গারো, চাকমা, মৈথিলী প্রভৃতি আঞ্চলিক ভাষায় নির্মিত ছবি দেখানো হবে। দেশের সাম্প্রতিক সামাজিক পরিস্থিতিতে স্থানীয় ভাষার ছবি, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন। ভগিনী নিবেদিতার সার্ধশতবর্ষে ব্রিটিশ সরকারের উদ্যোগে নিবেদিতার উইম্বল্ডনের বাসভবনকে ‘হেরিটেজ’ করা হবে। সেই উপলক্ষে এক সরকারী অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয়া মমতা মুখ্যমন্ত্রী ব্যানার্জী। এছাড়া উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের অন্যতম ভাইস-প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দ।
০১/১১/২০১৭
•  মুম্বাইয়ে এদিন বিশিষ্ট শিল্পকর্তা এবং ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রিলায়েন্স ও স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পাশাপাশি কোটাক ব্যাঙ্ক, জিন্দাল গ্রুপ, গোদরেজ গ্রুপ এবং আরও বেশ কয়েকটি শিল্প সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তিনি। মুম্বাই সফরে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মাননীয় অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র এবং বিশিষ্ট আধিকারিকরা।