খবর
৩১/০৫/২০১৭
•  ব্যারাকপুরে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। স্থানীয় পুরসভাকে, সরকারি হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার জন্য বিষয়ে চিন্তাভাবনা করার নির্দেশ দেন তিনি। দক্ষিণেশ্বর কালি মন্দিরে নির্মীয়মান স্কাই ওয়াকের কাজ আগামী কালি পুজোর মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি, কামারহাটি পুরসভাকে। ১৮৫৭ সালের ৮ এপ্রিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামে শহীদ মঙ্গল পান্ডে নামাঙ্কিত স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   বেসরকারী স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভর্তির ফি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সম্প্রতি রাজ্যসরকার ত্রিভাষা নীতি চালু করেছে। সিদ্ধান্ত হয়েছে সব স্কুলের পাঠ্যক্রমে এই তিনটি ভাষার মধ্যে বাংলা ভাষা বাধ্যতামূলক। এদিন স্থির করা হয়, স্কুল ফি ঠিক করতে একটি সেলফ রেগুলেটরি কমিটি গঠন করা হবে, এই কমিটিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারী পদস্থ আধিকারিকরা।
২৯/০৫/২০১৭
•  আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের গবাদি পশুসংক্রান্ত আইনের সমালোচনা করে তিনি বলেন, এটা কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত এবং অসাংবিধানিক সিদ্ধান্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বছরে দুটি মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়ে এবং দুটি জঙ্গলমহলে। এই কর্মসূচী অনুযায়ী প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ই জুন দার্জিলিঙে। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তারকেশ্বর ও চ্যাংরাবান্ধা উন্নয়নের জন্য নতুন পর্ষদ তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজবংশী জনজাতির মানুষের জন্য উন্নয়ন-সাংস্কৃতিক পর্ষদ গঠন করা হয়েছে। বিশ্ব বাংলার দরবারে পরিচিতি বৃদ্ধি করতে নিজস্ব প্রতীক তৈরী করল রাজ্য সরকার। সোমবার মন্ত্রীসভার বৈঠকে প্রতীকটি সরকারী ভাবে গ্রহণ করার পর দিল্লিতে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য।
২৭/০৫/২০১৭
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘পরিবর্তনের ছয় বছর’ শীর্ষক একটি তথ্য নির্ভর পুস্তক প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জনকল্যাণমুখী প্রকল্প রূপায়নের ক্ষেত্রে রাজ্য-প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোতাবেক যেসব সাফল্য এসেছে, সেগুলির মধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় স্তরে লাগু করেছে। এই বিষয়টি সুশাসনের ইঙ্গিত বহন করে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন নবান্ন থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী ৫৩টি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স-এর যাত্রা সূচনা করেন।
২৫/০৫/২০১৭
•  ফের রাজধানী সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে, রাজ্যের বিপুল ঋণভার কমানোর দাবি জানান তিনি। এছাড়া, কেন্দ্রীয় প্রকল্পগুলির জন্য রাজ্যের বকেয়া ১০হাজার কোটি টাকা রাজ্যকে দ্রুত দেওয়ার আর্জিও জানান তিনি।
২২/০৫/২০১৭
•  বোলপুরে বীরভূম জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, এখন থেকে জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকগুলিতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো শুরু হয়েছে বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে কিভাবে সংগঠিত হয় এই বৈঠক, নতুন প্রজন্মকে সে সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করার এই নতুন পরিকল্পনা। এ দিনের বৈঠকে আমন্ত্রিত ছিলেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। এদিন রামপুরহাট কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/০৫/২০১৭
•  রাজ্য সরকারের ছ’বছর পূর্তি উপলক্ষে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা বহনকারী ২টি ট্যাবলোর যাত্রা শুরু হল নবান্ন থেকে। ট্যাবলোদুটির উদ্বোধন করেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবং মাননীয় অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। ‘একতাই সম্প্রীতি’ ও ‘প্রাউড বেঙ্গল’ শীর্ষক এই ট্যাবলো দুটির একটির বিষয় হল লোকপ্রসার প্রকল্প এবং দ্বিতীয়টির বিষয় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। প্রতিটি জেলার মুখ্য কার্যালয় থেকে যাত্রা করবে এ জাতীয় ট্যাবলো এবং ২০ জুন পর্যন্ত চলবে এই ট্যাবলো যাত্রা।

•   বাংলার শ্রেষ্ঠ নাগরিক সম্মান ‘বঙ্গ বিভূষণ’ ও ‘বঙ্গ ভূষণ’ পুরষ্কারে ভূষিত করা হল সাহিত্য, শিল্প, চিকিৎসা বিদ্যা, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের। কলকাতার নজরুল মঞ্চে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পালিত হয়। ‘বঙ্গ বিভূষণ’ সম্মান দেওয়া হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শিল্পী বাপ্পি লাহিড়ী, শিল্পপতি ওয়াই সি দেবেশ্বর, অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী, ডঃ ধীমান গাঙ্গুলী এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অরুণ প্রসাদকে। ‘বঙ্গ ভূষণ’ সম্মান পেলেন ডঃ অভিজিত চৌধুরী, অভিনেতা চপল ভাদুরি, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গীত শিল্পী লক্ষ্মণ দাস বাউল, ফকির ও দরবেশ শিল্পী খিদমৎ ফকির এবং লোকশিল্পী গনত রব্বা।
১৮/০৫/২০১৭
•  সোনারপুরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগ ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেজ’-এর উদ্বোধন করেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে।
১৭/০৫/২০১৭
•  রাজ্যের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/০৫/২০১৭
•  রাজ্যের প্রতিটি স্কুলে, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অন্যতম ভাষা হিসাবে ‘বাংলা’ পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইংরাজী মাধ্যম স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে বাংলা ভাষাকে ঐচ্ছিক করা হবে, দ্বিতীয় অথবা তৃতীয় ভাষা হিসাবে। এ প্রসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, ভারতবর্ষের বৈশিষ্ট্যই হল বৈচিত্রের মধ্যে ঐক্য আর বাংলার মানুষ, সমস্ত ভাষাকেই সম্মান করে। পাঠ্য ভাষা হিসাবে যে কোনও ভাষাকে বেছে নেওয়া, প্রতিটি ছাত্রছাত্রীর অধিকার। রাজ্য সরকারের এই নীতিতে, ছাত্রসমাজ তাঁদের পছন্দের ভাষা বেছে নেওয়ার স্বাধীনতা পাবে। যদি কোনও ছাত্র বা ছাত্রী বাংলা, হিন্দী, ইংরাজী, উর্দু, গুর্মুখী, নেপালী অথবা অন্য কোনও ভাষাকে প্রথম ভাষা হিসাবে বেছে নেয়, তবে তাকে আরও দুটি ভাষা, পছন্দ অনুযায়ী বেছে নেবার স্বাধীনতা থাকছে। তবে তিনটি ভাষার মধ্যে একটি বাংলা হওয়া বাধ্যতামূলক। এই ভাষা নীতির উপযোগীতা প্রসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া, ছাত্রছাত্রীদের আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানে পৌঁছতে সাহায্য করবে।
১২/০৫/২০১৭
•  হাওড়া শরৎ সদনে, জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/০৫/২০১৭
•  বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/০৫/২০১৭
•  ২৫শে বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/০৫/২০১৭
•  নদীয়ার কৃষ্ণনগরে জেলার প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/০৫/২০১৭
•  চলতি জেলা সফরে আজ মালদা জেলার প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পরে, মালদা জেলার ইংরেজবাজার ডিএসএ মাঠের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই জনসভা থেকে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন এখন থেকে মালদার আম যাবে ইউরোপ, আবু ধাবি ও নেপালে। এদিন মালদা মেডিকেল কলেজে মাদার এন্ড চাইল্ড হাব থেকে শুরু করে মানিকচক ডিগ্রী কলেজের ভবন, থানা, কর্ম তীর্থ, কৃষক বাজার, রাস্তা, ছাত্রাবাস, মিনি ইন্ডোর স্টেডিয়াম, স্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার ও নার্সদের আবাস, জল সরবরাহ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মডেল স্কুল, বিদ্যুৎ সাব স্টেশন, গৃহহীনদের জন্য আবাসন, স্বাস্থ্য কেন্দ্র, ছাত্রাবাস, সরকারি ভবন, গোডাউনসহ ইংলিশবাজার ব্লকে মালদা বিমানবন্দরের উন্নতিকরণ প্রকল্পেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ ছাড়া বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি।
০৩/০৫/২০১৭
•  তিন দিনের জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন দক্ষিণ দিনাজপুরের নারায়ণপুর হাই স্কুল ময়দানে, একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তপন ব্লক হাসপাতালের নতুন আউটডোর ইউনিট, হিলি পলিটেকনিক কলেজ, কর্ম তীর্থ, সরকারি ভবন, সড়ক প্রকল্প, জল সরবরাহ প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, ছাত্রীনিবাস, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া, গর্ভবতী মহিলাদের প্রতিক্ষালয় মডেল স্কুল, বিদ্যুৎ কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, অঙ্গনওয়াড়ী কেন্দ্র, সরকারি ভবন, গোডাউন, জল সরবরাহ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এছাড়া ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’র সাইকেল, কিষান ক্রেডিট কার্ড, গতিধারা, কৃষি যন্ত্রপাতি, গীতাঞ্জলী, স্বাস্থ্য সাথীসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন, জেলার প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/০৫/২০১৭
•  কট্টরপন্থীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার একথা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, চলতি বর্ষে ১১১ জনসহ রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩২৮ জন কট্টরপন্থী আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ২০৫ জনকে হোম গার্ড পদে নিয়োগ করা হয়েছে। আরও ৯ জনের চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ২২৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, জানান তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান কর্মসংস্থান ছাড়াও আর্থিক সহায়তা, গৃহ নির্মাণ, চিকিৎসা, সন্তানদের পঠনপাঠনেও সাহায্য করবে রাজ্য সরকার।