খবর
৩০/০৯/২০১৫
•  রাজধানী সফরের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দিল্লী সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত মুখ্যমন্ত্রীদের এক সম্মেলনে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীদের এই সভার আয়োজক দিল্লীর মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল। এ দিন মাননীয়া মুখ্যমন্ত্রী কড়া ভাষায় কেন্দ্র সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের অনাবশ্যক হস্তক্ষেপের ফলে বহু ক্ষেত্রেই সাংবিধানিক বিধি মানা হচ্ছে না। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবাংলায় ভয়াবহ বন্যা হয়েছে, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আর্থিক সহায়তা করবে বলেও কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই প্রসঙ্গে তিনি জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের ভেঙ্গে পড়া আর্থিক কাঠামো উন্নয়নের লক্ষ্যে বারবার বিশেষ আর্থিক মঞ্জুরি এবং ঋণ মুকুবের দাবি জানিয়ে আসছেন। আজ অবধি কোনও সদর্থক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানায়নি। কেন্দ্র-রাজ্য সম্পর্কের পুণর্বিন্যাস এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সমবায় মনোভাবের প্রকাশ ছাড়া দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভবিষ্যৎ নড়বড়ে হতে বাধ্য। এদিনের আলোচনায় তিনি জোর গলায় সওয়াল করেন রাজ্যের সাংবিধানিক ক্ষমতা অটুট রাখার। পাশাপাশি জানান রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে অহেতুক হস্তক্ষেপের আগে কেন্দ্রীয় সরকার যেন ভুলে না যায় যে, তারা যেমন জনগণের দ্বারা নির্বাচিত, রাজ্য সরকারও তেমনই জনগণের দ্বারা নির্বাচিত।
২৯/০৯/২০১৫
•  দু’দিনের দিল্লী সফরে, রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নেতাজী সংক্রান্ত তথ্য সম্বলিত ‘ডিক্লাসিফায়েড’ ফাইলগুলির ডিজিটাইজড কপি মাননীয় রাষ্ট্রপতির হাতে তুলে দেন তিনি। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তাঁর হাতেও ডিজিটাইজড কপিগুলির প্রতিলিপি তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৮/০৯/২০১৫
•  কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিনে শিল্পীকে তাঁর দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/০৯/২০১৫
•  শহিদ ভগত সিং-এর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/০৯/২০১৫
•  শিক্ষাব্রতী পণ্ডিত ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/০৯/২০১৫
•  পবিত্র ঈদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল বিপুল সংখ্যক হজযাত্রীর। এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোকজ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/০৯/২০১৫
•  ১৯৩৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত নেতাজী সংক্রান্ত আরও নথিপত্র জনসমক্ষে আনতে ইচ্ছুক পশ্চিমবঙ্গ সরকার, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রশাসনে আরও বেশী স্বচ্ছতা আনতে পশ্চিমবঙ্গ সরকার বরাবরই সচেষ্ট। এই প্রচেষ্টার ধারা অব্যাহত রাখতেই রাজ্য সরকারের উদ্যোগ,এই নথিগুলি প্রকাশ করা। শুধুমাত্র সাধারণ মানুষই নন, এগুলির দ্বারা উপকৃত হবেন ইতিহাস নিয়ে গবেষণাকারী ব্যক্তিরাও। ২৮ সেপ্টেম্বর, ২০১৫ থেকে প্রদর্শিত হবে এই নথিগুলি।

•   রাজ্যের প্রত্যন্ত এলাকায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান নির্মাণ করে জনস্বাস্থ্য ব্যবস্থায় ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং রাজ্যের হাসপাতালগুলির ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পরিষেবার জন্য ‘স্কচ অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ সম্মান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। এদিন তিনি জানান, জাতীয় ক্ষেত্রে আর্থিক বিকাশে রাজ্য গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এছাড়াও কৃষি, গ্রামোন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দেশের প্রথম তিনটি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কন্যাশ্রী, কলকাতা পুরসভার ই-গভার্ন্যান্স প্রকল্প, পঞ্চায়েতের ওয়েব বেসড ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেমের মতো বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে রাজ্য।
২১/০৯/২০১৫
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু দফতরের ‘প্রগতির পথে’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ডব্লিউবিসিএস, এমবিবিএস এবং অন্যান্য পরীক্ষায় সফল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান তিনি। এদিন সংখ্যালঘু মানুষের হাতে স্কলারশিপ এবং আবাসন সহ বিভিন্ন প্রকল্পের চেক তুলে দেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক ঘোষণা করেন – এখন থেকে সরকারি হাসপাতালগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ।
২০/০৯/২০১৫
•  বিসিসিআই প্রেসিডেন্ট এবং ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া বর্ষীয়ান সাংবাদিক সুমিত সেনের মৃত্যুতেও শোক প্রকাশ করেন তিনি।
১৯/০৯/২০১৫
•  নেতানী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বীরভূম জেলায় শান্তিনিকেতন থানার উদবোধন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান,বর্তমান সরকারের আমলে গত চার বছরে সারা রাজ্যে ৯১টি নতুন থানা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২১টি কলকাতা পুলিশের আওতায়। ওই দিন তিনি মহিলা পুলিশ পরিচালিত আরও ১০টি থানার অনুমোদন করেন রাজ্যের বিভিন্ন জেলায়। সারা রাজ্যে মোট ৪০টি মহিলা থানা তৈরি করার কথা বলেন তিনি।
১৮/০৯/২০১৫
•  সাধারণ মানুষের জ্ঞাতার্থে নেতাজী সুভাষচন্দ্র বসু সম্পর্কিত ৬৪টি ফাইল ‘ডি- ক্লাসিফাই’ করে প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। মানিকতলায় কলকাতা পুলিশ মিউজিয়ামে প্রদর্শিত হয় বহু তথ্যসম্বলিত এই ফাইলগুলি। এই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নেতাজীর পরিবারের সদস্যদের হাতে তিনি এদিন নথিগুলির ডিজিটাইজড কপি তুলে দেন। ১৯৩৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তথ্যের ফাইলগুলির ডিজিটাইজেশনের কাজ চলছে, শীঘ্রই এগুলি জনসমক্ষে আনা হবে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারেরও উচিত নেতাজী সম্পর্কিত ফাইলগুলি জাতীয় স্বার্থে জনসাধারণের কাছে প্রকাশ করা।
১৬/০৯/২০১৫
•  দার্জিলিং-এ জনজাতিভুক্ত মানুষের উন্নয়নে ফের মানবিক মুখ রাজ্য সরকারের। রাজ্যে বসবাসকারী মাঙ্গার জনজাতি গোষ্ঠীর জন্য উন্নয়ন পর্ষদ গড়ে তোলার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কালিম্পং-এ লেপচা উন্নয়ন পর্ষদের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাইটস্কুল, ছাত্রী নিবাস এবং ঝোরা উন্নয়ন প্রকল্পর জন্য তহবিল মঞ্জুর করেছে রাজ্যসরকার। এখন থেকে এই লেপচা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ মায়াল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ নামে পরিচিত হবে। এদিন লেপচাদের গৃহনির্মাণের জন্য ১০ কোটি টাকার চেক প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ২০০০ বাড়ি নির্মিত হয়েছে এবং ১০০০টি বাড়ির কাজ চলছে। তিনি বলেন, লেপচা বোর্ড এবং তামাং বোর্ডের জন্য দুটি ১০০ শয্যা বিশিষ্ট ইয়ুথ হোস্টেল গড়ে তোলা হবে। প্রতিটি ইয়ুথ হোস্টেল গড়তে ৫ কোটি টাকা করে ব্যয় করা হবে। হোস্টেলগুলিতে সৌর বিদ্যুৎ, বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিবেশবান্ধব সামগ্রী থাকবে।

•   ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, উত্তরবঙ্গের জয়ন্তীতে নব পর্যায়ে নির্মিত বাংলোর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। একই সঙ্গে জয়ন্তীর অরণ্যে সাতটি কটেজ উদ্বোধন করেন তিনি। খুব শিগগিরিই এই কটেজগুলি পর্যটকেরা অনলাইনের মাধ্যমে বুক করতে পারবেন।
১৫/০৯/২০১৫
•  দার্জিলিং সফরের তৃতীয় দিনে রাজ্যে বসবাসকারী মাঙ্গার জনজাতিভুক্ত মানুষের জন্য উন্নয়ন পর্ষদ গড়ে তোলার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কালিম্পং-এ লেপচা উন্নয়ন পর্ষদের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাইটস্কুল, ছাত্রী নিবাস এবং ঝোরা উন্নয়ন প্রকল্পর জন্য তহবিল মঞ্জুর করেছে রাজ্যসরকার। এখন থেকে এই লেপচা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ মায়াল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ নামে পরিচিত হবে। এদিন লেপচাদের গৃহনির্মাণের জন্য ১০ কোটি টাকার চেক প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ২০০০ বাড়ি নির্মিত হয়েছে এবং ১০০০টি বাড়ির কাজ চলছে। তিনি বলেন, লেপচা বোর্ড এবং তামাং বোর্ডের জন্য দুটি ১০০ শয্যা বিশিষ্ট ইয়ুথ হোস্টেল গড়ে তোলা হবে। প্রতিটি ইয়ুথ হোস্টেল গড়তে ৫ কোটি টাকা করে ব্যয় করা হবে। হোস্টেলগুলিতে সৌর বিদ্যুৎ, বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিবেশবান্ধব সামগ্রী থাকবে।
১৪/০৯/২০১৫
•  দার্জিলিং সফরে তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের আমন্ত্রণে তাঁদের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘নালসাং দোলমা’(আলোর দেবী) নামে অভিহিত করল তামাং সম্প্রদায়। এই অনুষ্ঠানে তিনি তামাং সম্প্রদায়কে ১০০০টি গৃহ নির্মানের জন্য প্রথম কিস্তি হিসাবে ১০কোটি টাকা আর্থিক সাহায্য দেন। এছাড়া গৃহ নির্মানের জন্য শেরপা ও ভুটিয়া পর্ষদের জন্যও আর্থিক বরাদ্দ মঞ্জুর করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১১/০৯/২০১৫
•  রাজ্যের গৃহ মন্ত্রকের হাতে থাকা নেতাজী সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ৬৪ টি ফাইল জনসমক্ষে আনার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আগামী ১৮ সেপ্টেম্বর নেতাজী সংক্রান্ত ফাইলগুলি জনসমক্ষে আনা হবে। কলকাতা পুলিশ মিউজিয়াম আর্কাইভে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে এই ফাইলগুলি। নিয়ম মেনে যে কেউ কলকাতার উত্তরে অবস্থিত এই আর্কাইভে গিয়ে ১১ হাজার পৃষ্ঠার এই ফাইলগুলির ডিজিটাল প্রতিরূপ দেখতে পাবেন।

•   নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন-এর অনুষ্ঠানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিবিধ সুবিধা প্রদানের কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি সরকারি কর্মচারীরা ১০শতাংশ ডিএ পাবেন। এছাড়াও ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে চালু করা হবে ষষ্ঠ পে কমিশন। এই পে কমিশন ২০২৫ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অর্থমন্ত্রী অমিত মিত্রর নেতৃত্বে রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর রাজ্য সরকারের কর্মচারীরা দেশের ভিতর ভ্রমনে এলটিসি পাবেন। এছাড়াও প্রতি ১০ বছর অন্তর থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভূটান, পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় ভ্রমণের জন্যও এলটিসি পাবেন রাজ্যসরকারের কর্মচারীরা।

•   উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য রামকৃষ্ণ মিশনকে ৫ কোটি টাকা অনুদান দিল রাজ্যসরকার। এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দের হাতে চেক তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, শিকাগোর ধর্মমহাসভা ভবনের অনুকরণে একটি নতুন ভবন রাজ্যে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যসরকারের।
০৫/০৯/২০১৫
•  শিক্ষক দিবসে রাজ্যের সকল শিক্ষকদের শুভেচ্ছা ও সম্মান জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/০৯/২০১৫
•  শিক্ষক দিবসের প্রাক্কালে, রাজ্যের কৃতী শিক্ষকদের ‘শিক্ষা রত্ন’ সম্মানে ভূষিত করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন কোলকাতার নজরুল মঞ্চে স্কুল ও কলেজের শিক্ষকদের সম্বর্ধনা দেন তিনি। ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে সফল নাগরিক হিসাবে গড়ে তোলার কারিগর এই শিক্ষকেরাই, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারের আরও একটি মহৎ কর্মসূচির সূচনা করেন তিনি। প্রকল্পটির নাম ‘মুক্তির আলো’। নানান সামাজিক অত্যাচারের শিকার যে সকল নারী, তাঁদের মুক্তির আলো দেখানো এবং সমাজের মূল স্রোতে ফেরানোই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য।
০৩/০৯/২০১৫
•  পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মানের ক্ষেত্রে নানান প্রতিকূলতা দূর করে সিনেমা শিল্পে আরও গতি আনতে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন বাংলার চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব গৌতম ঘোষ, প্রসেনজিৎ, দেব, যীশু সেনগুপ্ত, সৃজিত মুখার্জী এবং রাজ চক্রবর্তী।
০২/০৯/২০১৫
•  কিংবদন্তি নায়ক উত্তমকুমারের ৯০তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   কর্মনাশা ‘বনধ’ সংস্কৃতির অবসান ঘটানোর আর্জি জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কতিপয় রাজনৈতিক দলের ডাকা আগামীকালের অকারণ ‘বনধ’ -এর বিরুদ্ধে বার্তা দিতে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকার অনৈতিক ‘বনধ’ সমর্থন করে না। রাজ্যের জনজীবন স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
০১/০৯/২০১৫
•  ‘স্বচ্ছ বিদ্যালয় প্রকল্পে লক্ষ্যমাত্রার ১০০ শতাংশেরও বেশী কাজ করে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের প্রশংসা অর্জন করেছে রাজ্য, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই প্রকল্পে রাজ্যের ২৯,৯৫৫ টি বিদ্যালয়ে ৪২,০৫৪ টি শৌচাগার নির্মানের কাজ সম্পন্ন হয়েছে।