খবর
২৫/০২/২০১৯
•  উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
২২/০২/২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ রাজ্যের প্রথম গ্রীণ বিশ্ববিদ্যালয়- রাণী রাসমণি গ্রীণ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন, হুগলীর তারকেশ্বরে। মা মানুষের সঙ্গে মাটির মেলবন্ধনকারী বার্ষিক মাটি উৎসবের উদ্বোধনও করেন তিনি। আরামবাগ, বারাসাত, তমলুক এবং ঝাড়গ্রামে চারটি মেডিকেল কলেজের, উলুবেড়িয়া ও শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওপিডি পরিষেবার, কাঁথিতে মাদার অ্যান্ড চাইন্ড ও একগুচ্ছ চিকিৎসা পরিষেবার এবং কর্মরতা মহিলাদের সুলভে থাকার হস্টেল কর্মাঞ্জলির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। আনুমানিক ১০,০০০ মানুষকে এই অনুষ্ঠান থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়।
২১/০২/২০১৯
•  আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন যে আবেগ ও শ্রদ্ধায় গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। সরকারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চে। এর আগে, সকালে কলকাতার ২১শে উদ্যানে ভাষা শহীদ স্মারকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/০২/২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপস্থিতিতে আজ নবান্ন থেকে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস, সি এন জি বাস এবং মহিলাদের মালিকাধীন এবং মহিলা দ্বারা চালিত পিঙ্ক ক্যাব এবং সংস্কার করা যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়। তিনি বলেন, ৮০টি ইলেকট্রিক বাস ও ২০টি সি এন জি বাস পরিষেবা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গই একমাত্র পথপ্রদর্শক রাজ্য যারা এই বিপুল পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তিনি পিঙ্ক ক্যাবের মালিক তথা চালক মহিলাদের অভিনন্দন জানান। তিনি এও বলেন, সরকার গতিধারা প্রকল্পের অন্তর্গত পিঙ্ক ক্যাব পরিষেবার গাড়ির ক্ষেত্রে পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

•   কলকাতার বিশপ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১৯/০২/২০১৯
•  বর্ষার আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের জন্য আজ নবান্নে বিভিন্ন বিভাগের উর্দ্ধতন আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈথক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১৮/০২/২০১৯
•  আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নিউটাউনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়। তিনি জানান, এখানে আধুনিক ও ভবিষ্যৎমুখী পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান - স্কুল অফ বায়োটেকনোলজি, স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স, স্কুল অফ পাবলিক পলিসি, স্কুল অফ ইনফরমেটিক্স এবং স্কুল অফ আর্থ সায়েন্সেস- এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য, গবেষকদের জন্য একটি মাইলস্টোন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাফল্যে এটি একটি নতুন পালক যোগ করল। তিনি বলেন, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক মুর্হুতের জন্য গর্বিত। তিনি সারা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে থাকা প্রেসিডেন্সির পড়ুয়া ও তাঁদের পরিবারদের অভিনন্দন জানান। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, সরকার কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ ক্যাম্পাস এবং নবনির্মিত ক্যাম্পাস দুটির জন্যই সমস্ত রকম সাহায্য করবে।
১৪/০২/২০১৯
•  পুলওয়ামায় নিহত শহীদদের শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১৩/০২/২০১৯
•   দিল্লী সফরে আজ নিউ দিল্লির সাকেতে গোর্খা ওয়েলফেয়ার সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১১/০২/২০১৯
•  মাধ্যমিক, আলিম, ফাজিল ও হাই মাদ্রাসা পরীক্ষার স্কোর পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
০৮/০২/২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৯ এর সাফল্য খুবই উল্লেখযোগ্য। তিনি জানান যে এই সম্মেলনে এখন পর্যন্ত ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে এবং আরও প্রস্তাব আসছে। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ৮৬টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং আনুমানিক ৪৫টি বিটুজি এবং ১২০০টি বিটুবি বৈঠক হয়েছে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এই সম্মেলনে আসা সকল দেশ, সেই দেশের নাগরিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি, সারা দেশ ও বিদেশের শিল্পপতি এবং সবাইকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৯ সফল করার জন্য আন্তরিক অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ সন্ধ্যায় মা উড়ালপুলের নবনির্মিত পশ্চিম দিকে যাবার ৱ্যাম্পের উদ্বোধন করেন।
০৭/০২/২০১৯
•  বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে শুরু হলো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯। এবারের সামিটে মোট ৩৫টি দেশের প্রতিনিধিরা এসেছেন। এর মধ্যে ১২ টি সহযোগী দেশের অগ্রণী শিল্প উদ্যোগী ও রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এবারের বিশ্ব বাংলা সামিটে। বিদেশী প্রতিনিধিরা তাঁদের ভাষণে বিবৃত করেন যে কিভাবে বিগত কয়েক বছরে রাজ্য শিল্প বিনিয়গের পরিবেশ উন্নত হয়েছে। বাংলা সম্পর্কে ধারণা বদল হয়েছে বিশ্বের শিল্প উদ্যোগীদের। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান রাজ্যের সঙ্গে ইতালি, জার্মানী ও কোরিয়া প্রজাতন্ত্রের মউ ( MoU) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশ ও অন্যান্য রাজ্যের শিল্প প্রতিষ্ঠান এর সঙ্গে সামিট চলা কালীন মউ (MoU) ও মোয়া ( MoA) স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। দ্বিপাক্ষিক বাণিজ্য, আর্থিক সহযোগিতা, সামাজিক ক্ষেত্রে যৌথ পদক্ষেপ ইত্যাদি বিষয়ে সামিটে বিশদে আলোচনা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে দেশ আজ আর্থিক, সামাজিক ও রাজনৈতিক বাঁকের মুখে দাঁড়িয়ে। এক নতুন স্বপ্নের সূচনা আগামী দিনে হতে চলেছে। দেশে এক নতুন শিল্প বাণিজ্য নীতি আরোপিত হবে, এর ফলে সমগ্র দেশ উপকৃত হবে। দেশের তরুণ প্রজন্ম আগামী দিনে সুখী সমৃদ্ধ এক দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে।
০৬/০২/২০১৯
•  বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯-র আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখোমুখি একান্ত বৈঠকে বসেন ইতালির লোমবার্ডি প্রাদেশিক সরকারের উপরাষ্ট্রপতি মাননীয় শ্রী ফ্রাবিজিও সালা, জাপানের রাষ্ট্রদূত মাননীয় শ্রী কেনজি হিরামৎসু এবং জার্মানীর নর্থ রাইন ওয়েস্ট ফালিয়ার অর্থ - উদ্ভাবনী - ডিজিটাইজেশন - বিদ্যুৎ মন্ত্রকের মন্ত্রী মাননীয় শ্রী অন্দ্রেইয়াস পিংকওয়ার্থ-এর সঙ্গে। এই বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বহু ক্ষেত্রেই বিনিয়োগের নতুন ভাবনা আলোচনায় উঠে এসেছে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী দেশের বিদেশের বহু শিল্প উদ্যোগী ও সামিটে আগত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চক্রে মিলিত হন।
০৪/০২/২০১৯
•  কলকাতার মেট্রো চ্যানেলে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পদক প্রদান অনুষ্ঠান। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন পুলিশ কর্মীদের সাহসিকতা ও বিশেষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদান করেন। এছাড়া, ফেসবুক লাইভের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী নেতাজী ইনডোর স্টেডিয়ামে রাজ্যের কৃষকদের এক সমাবেশে ভাষণ দেন।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী আর্থিক বর্ষের রাজ্য বাজেট (২০১৯-২০) বিধানসভায় পেশ করার আগে তাঁর সকল ক্যাবিনেট সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ ক্যাবিনেট মিটিং করে।