খবর
৩০/১১/২০১৫
•  হাওড়া জেলার আমতায় এক সরকারি অনুষ্ঠানে উলুবেড়িয়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন হাওড়া জেলার জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পের আওতায় হাজার হাজার স্কুল-পড়ুয়া ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। ওই একই দিনে হাওড়া জেলায় ১১ টি রুটে ৩১টি বাস সার্ভিসের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়াও বিভিন্ন পরিষেবাসহ অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
২৭/১১/২০১৫
•  আগামী ৩০ ডিসেম্বর ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার ডঃ ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে পালিত হবে ‘আম্বেদকর দিবস’। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, ওই দিন নেতাজী ইন্ডোরে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

•   পুরদস্তুর জেলায় পরিণত হতে চলেছে সুন্দরবন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নদীমাতৃক এই সুন্দরবন অঞ্চলের মানুষের বিশেষ সমস্যাগুলির কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। উত্তর ২৪ পরগনা জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করেন। সন্দেশখালিতে একটি সরকারি অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়া কন্যাশ্রী, শিক্ষাশ্রী ও যুবশ্রীসহ বেশ কিছু পরিষেবা প্রদান করেন তিনি।
২৬/১১/২০১৫
•  কেবলমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গই নয় বিশ্ব জুড়ে সেরা শারদোৎসব কমিটিদের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’-২০১৫ জ্ঞাপন করল রাজ্য সরকার। নজরুল মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নির্বাচিত পুজো কমিটিগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর আমন্ত্রণে আগামী জানুয়ারি ২০১৬ –র ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ যোগদান করতে সম্মত হয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৫/১১/২০১৫
•  রাজ্যের ক্রীড়া বিভাগ এবং জয়দীপ মুখার্জি টেনিস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিশিষ্ট টেনিস তারকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হল। মার্টিনা নাভ্রাতিলোভা, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা এবং মহেশ ভূপতির হাতে পুরস্কার তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/১১/২০১৫
•  হুগলী জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন আরামবাগে এক সরকারি অনুষ্ঠানে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টের সংস্কার এবং আধুনিকীকরণ সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন তিনি।

•   আগামী জানুয়ারি, ২০১৬-য় কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দু-দিনের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। এই বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে আমন্ত্রণ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/১১/২০১৫
•  রাজ্যবাসীর জন্য সুখবর। আগামী ২০১৬-র জানুয়ারিতে জেলায় জেলায় নির্মীয়মান ৪১টি নতুন সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ২০ টি চালু হয়ে যাবে। এদিন জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম এবং বাঁকুড়ার বড়জোড়ায় ৩০০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রিমোট কন্ট্রোলের মাধ্যমে, নদীয়ার তেহট্টের এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে। এদিন ‘সবুজ সাথী’ সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠানে বেশকিছু জনহিতকর পরিষেবাও প্রদান করেন তিনি।
১৯/১১/২০১৫
•  চলতি বছরের জুন মাসে ঢাকায় সাক্ষরিত হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি। এই চুক্তি মোতাবেক প্রথম পর্যায়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের ১৯ টি পরিবারের মোট ৬২ জন সদস্য ভারতীয় ভূখণ্ডে থাকার সিদ্ধান্ত নেন। এদিন কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। ঐ ১৯ টি পরিবারের সদস্যদের স্বাগত জানাতে মাননীয়া মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এদিন।
১৮/১১/২০১৫
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, রাজ্য সরকারের ‘আনন্দধারা’ প্রকল্পের অন্তর্গত, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এক সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিভিন্ন স্বনির্ভর দলের দশ বারো হাজারের বেশী সদস্যেরা উপস্থিত ছিলেন এই সমাবেশে। আনন্দধারা প্রকল্পটি গ্রামের মহিলাদের নিয়ে শুরু হয় মাত্র ২ বছর আগে। বর্তমানে এই প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যসংখ্যা ৪ লক্ষ ৫০ হাজারেরও বেশী।
১৭/১১/২০১৫
•  ভারতের প্রখ্যাত কম্পিউটার সংস্থা ‘নিহিলেন্ট’ – এর কাছ থেকে শ্রেষ্ঠ পুরস্কার জিতে নিল রাজ্য অর্থ দফতরের ইন্টিগ্রেটেড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আই এফ এম এস), জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই ব্যবস্থাপনায় আরও দ্রুত গতিতে রাজ্যের সকল সংস্থাগুলিতে তহবিল জোগানো, অনুদান প্রাপ্ত সংস্থাগুলিতে অনুদান পৌঁছনোর কাজ করা যাবে। এর ফলে, উন্নয়ন প্রকল্পগুলির কাজে গতি আসার পাশাপাশি বৃত্তি ও পেনশন মঞ্জুরের কাজও দ্রুত হবে।

•   জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর পর তিনি বাবুঘাটে গিয়ে ছটপুজোর পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান।
১৬/১১/২০১৫
•  দেশ বিদেশের চলচ্চিত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর এক অভিনব উদ্যোগ ‘পাড়ায় পাড়ায় হলিউড’। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে চলচ্চিত্র উৎসব চলাকালীন প্রেক্ষাগৃহ ছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন হরিশ পার্ক, টালা পার্ক, দেশবন্ধু পার্ক, গলফ গ্রীন এবং দেশপ্রিয় পার্কে হলিউডের বেশ কিছু ছবি দেখানো হয়।
১৪/১১/২০১৫
•  দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহওরলাল নেহেরুর জন্মদিন তথা শিশুদিবসে রাজ্যের সকল শিশুদের ভালোবাসা এবং আশীর্বাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   প্যারিস এবং বেইরুটে জঙ্গী হানার ঘটনার তীব্র নিন্দা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মৃতদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেন তিনি।

•   ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। এছাড়াও মঞ্চ আলোকিত করেছিলেন জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, মৌসুমী চ্যাটার্জ্জী, বিদ্যা বালানসহ বিনোদন ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটিতে এক অন্য মাত্রা এনে দিয়েছিল, বিশিষ্ট শিল্পীদের অপূর্ব সুরেলা উপস্থাপনা ‘কলকাতা-দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’। এ বছরের চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৬১টি দেশের নির্বাচিত ১৪৯টি ছবি দেখানো হচ্ছে। চলচ্চিত্রপ্রেমীরা কলকাতার ১২টি প্রেক্ষাগৃহে এই ছবিগুলি দেখতে পাবেন। গতবছরের মত এবারও মহিলা পরিচালকদের জন্যও পৃথক প্রতিযোগিতা বিভাগ। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
১১/১১/২০১৫
•  বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১১/২০১৫
•  রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/১১/২০১৫
•  রাজ্যে উন্নয়নের বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন কলকাতার টাউনহলে রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মিলিত হন তিনি। এই অনুষ্ঠান মঞ্চেই তিনি আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক আলোচনা করেন। বিভিন্ন দফতরের উন্নয়ন কাজের প্রশংসা করে তিনি বলেন, রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পে কেন্দ্রীয় অনুদান ঠিকমত না পাওয়ার ফলে রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে কাজ শেষ করতে হচ্ছে। প্রসঙ্গক্রমে তিনি আইসিডিএস, সর্বশিক্ষা অভিযান, পুলিশী ব্যবস্থার আধুনিকীকরণসহ আরও কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন। একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্যে ভয়াবহ বন্যায় আর্থিক অনুদান মঞ্জুরে কেন্দ্র উদাসীনই থেকে গেছে, প্রকৃত বরাদ্দ আজও রাজ্যের হাতে আসে নি, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন ‘ই-ডিস্ট্রিক্ট’ পরিষেবার সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এখন থেকে ডোমিসাইল, আয় ও রেজিস্ট্রি দলিলের শংসাপত্র অনলাইনেই পাওয়া যাবে।
০৫/১১/২০১৫
•  দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   নিউটাউনের ইকোপার্কে গণপ্রজাতন্ত্রী চিনের মাননীয় উপরাষ্ট্রপতি লি ইউয়ান চাও এবং ১২ সদস্যের চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চিনের ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীও। গণপ্রজাতন্ত্রী চিনের মাননীয় উপরাষ্ট্রপতিকে ২০১৬-র জানুয়ারিতে আসন্ন ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ একটি বাণিজ্যিক প্রতিনিধিদল পাঠাতে অনুরোধ জানান তিনি।
০৪/১১/২০১৫
•  জলপাইগুড়ির মালবাজারে একটি সরকারি অনুষ্ঠানে ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন। ৪ দিনের উত্তরবঙ্গ সফরে জয়ন্তী, বক্সা, আলিপুরদুয়ার, রাজাভাতখাওয়া, জয়গাঁ, মাল এবং কোচবিহারে পর্যটন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই সফরে সরাসরি স্থানীয় মানুষের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।
০৩/১১/২০১৫
•  উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ারের মানুষের জন্য ‘সবুজ সাথী’ এবং আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া এদিন আলিপুরদুয়ারবাসীর জন্য নানা পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বন্ধ চা-বাগানগুলির মালিকদের উদ্দেশ্যে তিনি সরাসরি বলেন যে, মালিকেরা যদি বাগানের কাজ চালাতে না পারেন, সেক্ষেত্রে সরকার চা-বাগানগুলি অধিগ্রহণ করবে। জয়গাঁও-কে একটি সুপরিকল্পিত নগরে পরিণত করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে অদূর ভবিষ্যতেই এখানে পুরসভা গঠন করা হবে।

•   জয়গাঁও-তে ভূটানের পররাষ্ট্র মন্ত্রী নরবু ওয়াংচুকের সঙ্গে ইন্দো-ভূটান সীমান্ত বিষয়ে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ফুন্টসেলিং-এর কাছে ভুটানের প্রবেশদ্বারের আদলে আরও একটি নতুন প্রবেশদ্বার তৈরি করার কথা হয় এদিনের বৈঠকে। এছাড়া উন্নয়নমূলক কাজে ভুটান ও পশ্চিমবাংলার যৌথ নীরিক্ষণ এবং ভারতের দিকে একটি অভিবাসন চেকপোস্ট তৈরি করার বিষয়েও আলোচনা হয় এদিন।

•   বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১১/২০১৫
•  কোচবিহার জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভসূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কোচবিহারের মাথাভাঙায় এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণের পাশাপাশি শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, বিভিন্ন প্রকল্পের চেক এবং মৎস্যজীবীদের জন্য বিভিন্ন যন্ত্রপাতিসহ নানা পরিষেবা প্রদান করা হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, কুটির শিল্প ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীরা ৫০ শতাংশ ছাড় পাবেন।
০১/১১/২০১৫
•  রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের প্রয়াণে শোক প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া বিশিষ্ট শিল্পপতি ব্রিজমোহন লাল মুঞ্জল –এর প্রয়াণে শোক প্রকাশ করলেন তিনি।

•   ৪ দিনের সফরে জয়ন্তীতে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সফরে তিনি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুয়ার দুয়ার এবং জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
০১/১১/২০১৫
•  রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের প্রয়াণে শোক প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া বিশিষ্ট শিল্পপতি ব্রিজমোহন লাল মুঞ্জল –এর প্রয়াণে শোক প্রকাশ করলেন তিনি।

•   ৪ দিনের সফরে জয়ন্তীতে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সফরে তিনি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুয়ার দুয়ার এবং জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।