খবর
২৮/১১/২০১৬
•  নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতার রাজপথে নামলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কেন্দ্রের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।
২৬/১১/২০১৬
•  ২৮ নভেম্বর কয়েকটি রাজনৈতিক দলের ডাকা বন্‌ধ-এর বিরোধিতা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে আবেদন জানান কলকারখানা, গণপরিবহণ ব্যবস্থাসহ সব কিছু সচল রাখার জন্য । তিনি আরও জানান, ওই দিন রাজ্যসরকারের সমস্ত দপ্তর খোলা থাকবে এবং কর্মীদের উপস্থিতি ২৮ এবং ২৯ নভেম্বর বাধ্যতামূলক।
২৫/১১/২০১৬
•  এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় সংকট ৫০০ ও ১০০০টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। সাধারণ মানুষের স্বার্থে ফের দিল্লী গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন, মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে দীর্ঘ আলোচনায় নোট বাতিলজনিত দৈনন্দিন সমস্যাগুলির কথা তুলে ধরেন তিনি।
১৯/১১/২০১৬
•  আকস্মিকভাবে কেন্দ্রীয় সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশ তথা রাজ্য জুড়ে ‘নোট-ভোগান্তিতে’ সাধারণ মানুষ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন রিজার্ভ ব্যাঙ্কসহ বড় বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি তীব্র উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেন।
১৬/১১/২০১৬
•  অগণতান্ত্রিকভাবে নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে মাননীয় রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁর সাথে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন বাংলাসহ বিভিন্ন রাজ্যের সাংসদ ও বিধায়কদের এক প্রতিনিধিদল।
১৫/১১/২০১৬
•  দিল্লী উদ্দেশ্যে রওনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিনা বিজ্ঞপ্তিতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন তিনি।
১৪/১১/২০১৬
•  আগামী তিন দিন ভিন রাজ্য থেকে আসা খাদ্যশস্য ভর্তি ট্রাকগুলিকে কোনও কৃষিকর দিতে হবে না। এদিন নবান্নে এ কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, বড় অঙ্কের নোট বাতিলের ঘটনায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রুখতে সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

•   শিশুদিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১১/১১/২০১৬
•  শুরু হল ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মুম্বই চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক অমিতাভ বচ্চন। এছাড়াও জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, পরিনীতি চোপড়া। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। দেশ বিদেশের বিশিষ্ট অতিথিবর্গ এবং চলচ্চিত্র অনুরাগীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে মোট ১০৫টি স্ক্রিনে সারা বিশ্বের ৬৫টি দেশের মোট ১৫৫টি ছবি দেখানো হচ্ছে এ বারের চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হল ‘দ্য সং অফ লাইফ’ নামের একটি বাংলা ছবি। চলচ্চিত্র উৎসবে এই প্রথম উদ্বোধনী ছবি হিসাবে বাংলা ছবিকে নির্বাচিত করা হল।

•   নিউটাউনে মাদারস ওয়াক্স মিউজিয়ম ফেজ-২ এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি। আজ থেকে ঠিক ২ বছর আগে, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে একইভাবে তিনি মাদারস ওয়াক্স মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন। মাত্র ২ বছরে প্রায় ৩.২৫ লক্ষ দর্শকের সমাগমে এক গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে এই মাদারস ওয়াক্স মিউজিয়ম।
১০/১১/২০১৬
•  সিঙ্গুরের ৯৯৭ একর জমিকে কৃষিযোগ্য করে তোলার কাজ দেখতে সিঙ্গুর গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাজের দ্রুত অগ্রগতি দেখে সরকারি আধিকারিক এবং হুগলী জেলা প্রশাসনের প্রশংসা করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মরশুমেও তাঁরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ এগিয়ে নিয়ে গেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
০৯/১১/২০১৬
•  রাতারাতি ৫০০ টাকা ও ১০০০ টাকার নোটের ব্যবহার বন্ধ করার নির্দেশ জারি করায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দোকান, বাজার, হাসপাতালসহ সর্বত্র সাধারণ মানুষের হয়রানির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছে এই নির্দেশ তুলে নেওয়ার দাবি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/১১/২০১৬
•  পথ নিরাপত্তার স্বার্থে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এদিন নবান্নে এ কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন পথ নিরাপত্তা বাড়াতে গৃহীত পরিকল্পনা রূপায়ণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্রুত নতুন আইনের প্রস্তাব আনা হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, পুলিশ এবং পরিবহণ দপ্তরের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ক এই নতুন আইন গঠন করা হবে।

•   ‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০১৬’ সেরা দুর্গাপুজোর উদ্যোক্তাদের পুরস্কৃত করা হল নজরুল মঞ্চে। এদিন নির্বাচিত ক্লাবগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিদেশে আয়োজিত দুর্গাপুজোগুলিকেও এ বছর এই পুরস্কারের আওতায় আনা হয়েছে।

•   বিনা নোটিশে ৫০০টাকা ও ১০০০টাকার নোটের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই হঠকারী নির্দেশে ক্ষুব্ধ মাননীয়া মুখ্যমন্ত্রী এর কড়া সমালোচনা করেন। তিনি জানান যে, এর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচাসহ সাধারণ মানুষের দুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।
০৭/১১/২০১৬
•  নবান্নে অসামরিক বিমান পরিবহণ সচিব এবং এয়ারপোর্ট অথরিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতার সঙ্গে ইউরোপের বিভিন্ন শহরগুলির মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে এদিন আলোচনা হয়। এই বৈঠকে কেন্দ্র এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

•   বড়বাজারের পোস্তার উন্নয়নকল্পে একটি কমিটি গঠন করছে রাজ্য সরকার। এদিন পোস্তার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, কলকাতার মেয়র, স্থানীয় সাংসদ ও বিধায়ক, কলকাতা পুরসভার কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, এবং স্থানীয় ব্যবসায়ীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই এই কমিটি গঠন করা হবে। তিন মাসের মধ্যে মাস্টার প্ল্যান তৈরির প্রাথমিক রিপোর্ট জমা দেবে কমিটি।
০৬/১১/২০১৬
•  ছট পুজোয় মানুষকে শুভেচ্ছা জানাতে দই ঘাট এবং তক্তা ঘাট পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৫/১১/২০১৬
•  মিশনারিজ অফ চ্যারিটির উদ্যোগে ‘শান্তিদান’ ভবনে সন্ত মাদার টেরেসার উদ্দেশ্যে নিবেদিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, এই কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের অধিকার খর্ব করা হয়েছে।
০৩/১১/২০১৬
•  সবুজ সাথী প্রকল্পের আওতায় এবার পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা শুরু হল। এদিন জামবনিতে এক সরকারি অনুষ্ঠানে, এই কাজের শুভারম্ভ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া লালগড়ে একটি নার্সিং ট্রেনিং কলেজ, একাধিক কর্মতীর্থ, সরকারি ভবন, সড়ক প্রকল্প, বন্যার্তদের জন্য আশ্রয়স্থল, মার্কেটিং হাবসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটাল ও তৎসংলগ্ন মহিলা হস্টেল, সড়ক প্রকল্প, জল প্রকল্প, বনসৃজন প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, ভূমিপাট্টা, কৃষি সরঞ্জাম, বই, কম্পিউটার ও ঋণদানসহ বহু পরিষেবা প্রদান করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রীর মতে, জঙ্গলমহলের অধিবাসীদের মুখে হাসি ফোটাতে পারাই বর্তমান সরকারের বড় সাফল্য।
০২/১১/২০১৬
•  দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের পুলিশি আটকের ঘটনার তীব্র নিন্দা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এক পদে এক পেনশনের দাবিতে দিল্লিতে আন্দোলনরত আত্মঘাতী সেনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন অরবিন্দ কেজরীওয়াল। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, একজন মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক ভাবে নিজের রাজ্যেই স্বাধীন ভাবে চলা-ফেরা করতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

•   ঝাড়্গ্রাম স্টেডিয়ামে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ‘মিলন উৎসব’-এ উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আগামী দিনগুলিতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখার আবেদন জানান তিনি।